ETV Bharat / politics

একুশের মঞ্চে বড় চমক, উপস্থিত থাকবেন অখিলেশ যাদব - Akhilesh Yadav - AKHILESH YADAV

Akhilesh Yadav: রবিবার তৃণমূল কংগ্রেসের মেগা কর্মসূচি ৷ একুশে জুলাইয়ের সেই শহিদ স্মরণ কর্মসূচিতে সবচেয়ে বড় চমকের নাম অখিলেশ যাদব ৷ আগামিকাল ধর্মতলায় তৃণমূলের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে উপস্থিত থাকবেন সমাজবাদী পার্টির সুপ্রিমো ৷

Mamata Banerjee-Akhilesh Yadav
মমতা বন্দ্যোপাধ্য়ায় ও অখিলেশ যাদব৷ (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 20, 2024, 12:20 PM IST

কলকাতা, 20 জুলাই: একুশের মঞ্চে সবথেকে বড় চমক দিতে চলেছেন বাংলার মুখ্য়মন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বিরোধীদের জোট ‘ইন্ডিয়া’র গুরুত্বপূর্ণ শরিক তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব আগামিকাল, রবিবার একুশের মঞ্চে উপস্থিত থাকবেন ।

এখনও পর্যন্ত যতদূর খবর পাওয়া যাচ্ছে, সেই অনুযায়ী আগামিকালই তিনি কলকাতায় পৌঁছবেন । কলকাতা বিমানবন্দর থেকেই সরাসরি তিনি চলে আসবেন ধর্মতলায় মেগা সমাবেশের মঞ্চে । অখিলেশ যাদবের পাশাপাশি উপস্থিত থাকবেন সমাজবাদী পার্টির সহ-সভাপতি তথা রাজ্যের প্রাক্তন মৎস্যমন্ত্রী কিরণময় নন্দও ।

এ দিন অখিলেশ যাদবের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করার জন্য কিরণময় নন্দের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘জাতীয় রাজনীতিতে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও অখিলেশ যাদব গুরুত্বপূর্ণ নাম । বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায় ও অখিলেশ যাদবের বোঝাপড়া খুব ভালো । সমাজবাদী পার্টি মনে করে দেশে বিজেপি বিরোধী আন্দোলনে মমতা বন্দোপাধ্যায় অন্যতম প্রধান মুখ ৷ সেই জায়গা থেকে তাঁর লড়াইয়ে পাশে থাকার বার্তা দিতে আগামিকাল আসছেন অখিলেশ যাদব ।’’

প্রসঙ্গত, শুধুই কি অখিলেশ ! নাকি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু নাম জানতে পারা যাবে, সেটাই এখন দেখার ৷ এবার লোকসভা নির্বাচনে রাজ্যে ভালো ফল করেছে তৃণমূল কংগ্রেস ৷ এই অবস্থায় জাতীয় রাজনীতির প্রেক্ষিতেও তাদের গুরুত্ব অনেক বেড়েছে । সেই জায়গা থেকে ‘ইন্ডিয়া’র শরিকদের তরফ থেকে আর কেউ আগামিকাল আসেন কি না, সেটাই এখন দেখার ।

যতদূর জানা যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্রদের তরফ থেকে এই মেগা কর্মসূচিতে যোগদানের ক্ষেত্রে অনেকেই আগ্রহী । কিন্তু সংসদে বাজেট অধিবেশনের কারণে অনেকেই আসতে পারছেন না । তবে রাজনৈতিক মহলে দিদি-ভাইয়ের সম্পর্ক রয়েছে অখিলেশ ও মমতার । সেই জায়গা থেকে কেন্দ্রীয় বাজেট বা অন্যান্য সমস্ত কর্মসূচি উপেক্ষা করে অখিলেশ যাদবের কলকাতায় উপস্থিত হওয়া এবং একুশের সমাবেশে তাঁর হাজিরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ।

কলকাতা, 20 জুলাই: একুশের মঞ্চে সবথেকে বড় চমক দিতে চলেছেন বাংলার মুখ্য়মন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বিরোধীদের জোট ‘ইন্ডিয়া’র গুরুত্বপূর্ণ শরিক তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব আগামিকাল, রবিবার একুশের মঞ্চে উপস্থিত থাকবেন ।

এখনও পর্যন্ত যতদূর খবর পাওয়া যাচ্ছে, সেই অনুযায়ী আগামিকালই তিনি কলকাতায় পৌঁছবেন । কলকাতা বিমানবন্দর থেকেই সরাসরি তিনি চলে আসবেন ধর্মতলায় মেগা সমাবেশের মঞ্চে । অখিলেশ যাদবের পাশাপাশি উপস্থিত থাকবেন সমাজবাদী পার্টির সহ-সভাপতি তথা রাজ্যের প্রাক্তন মৎস্যমন্ত্রী কিরণময় নন্দও ।

এ দিন অখিলেশ যাদবের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করার জন্য কিরণময় নন্দের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘জাতীয় রাজনীতিতে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও অখিলেশ যাদব গুরুত্বপূর্ণ নাম । বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায় ও অখিলেশ যাদবের বোঝাপড়া খুব ভালো । সমাজবাদী পার্টি মনে করে দেশে বিজেপি বিরোধী আন্দোলনে মমতা বন্দোপাধ্যায় অন্যতম প্রধান মুখ ৷ সেই জায়গা থেকে তাঁর লড়াইয়ে পাশে থাকার বার্তা দিতে আগামিকাল আসছেন অখিলেশ যাদব ।’’

প্রসঙ্গত, শুধুই কি অখিলেশ ! নাকি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু নাম জানতে পারা যাবে, সেটাই এখন দেখার ৷ এবার লোকসভা নির্বাচনে রাজ্যে ভালো ফল করেছে তৃণমূল কংগ্রেস ৷ এই অবস্থায় জাতীয় রাজনীতির প্রেক্ষিতেও তাদের গুরুত্ব অনেক বেড়েছে । সেই জায়গা থেকে ‘ইন্ডিয়া’র শরিকদের তরফ থেকে আর কেউ আগামিকাল আসেন কি না, সেটাই এখন দেখার ।

যতদূর জানা যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্রদের তরফ থেকে এই মেগা কর্মসূচিতে যোগদানের ক্ষেত্রে অনেকেই আগ্রহী । কিন্তু সংসদে বাজেট অধিবেশনের কারণে অনেকেই আসতে পারছেন না । তবে রাজনৈতিক মহলে দিদি-ভাইয়ের সম্পর্ক রয়েছে অখিলেশ ও মমতার । সেই জায়গা থেকে কেন্দ্রীয় বাজেট বা অন্যান্য সমস্ত কর্মসূচি উপেক্ষা করে অখিলেশ যাদবের কলকাতায় উপস্থিত হওয়া এবং একুশের সমাবেশে তাঁর হাজিরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.