ETV Bharat / politics

মোদির ভয়ে রায়বরেলি ছেড়ে রাজ্যসভায়, সোনিয়াকে কটাক্ষ উন্নাওয়ের সাংসদের - সোনিয়া গান্ধি

BJP MP Sakshi Maharaj on Sonia Gandhi: সোনিয়া গান্ধি আর রায়বরেলি থেকে নির্বাচনে দাঁড়াবেন না ৷ তাই রাজস্থান থেকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হয়েছেন ৷ সোনিয়ার এই সিদ্ধান্ত নরেন্দ্র মোদির ভয়ে বলে, কটাক্ষ করলেন উন্নাওয়ের বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 27, 2024, 4:17 PM IST

উন্নাও, 27 ফেব্রুয়ারি: রাজস্থান থেকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হয়েছেন সোনিয়া গান্ধি ৷ স্বাভাবিকভাবেই আসন্ন লোকসভা নির্বাচনে তিনি রায়বরেলি থেকে প্রার্থী হচ্ছেন না ৷ আর এনিয়ে কংগ্রেসের প্রাক্তন সভানেত্রীকে 'ভীতু' বলে কটাক্ষ করলেন উন্নাওয়ের বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ ৷ সোনিয়া গান্ধি, নরেন্দ্র মোদির ভয়ে রায়বরেলি থেকে পালিয়ে বুদ্ধিমানের কাজ করেছেন বলে মন্তব্য করলেন তিনি ৷

সাক্ষী মহারাজ বলেন, "ভালো হয়েছে, আপনি বুদ্ধিমানের পরিচয় দিয়েছেন ৷ তিনি (সোনিয়া গান্ধি) জানতেন যে হারবেন ৷ তাই অত সাহস সঞ্চয় করতে পারেননি ৷ তিনি মোদিকে এতটাই ভয় পেয়েছেন যে, রাজ্যসভায় চলে গিয়েছেন ৷ আসলে তাঁর ঐতিহ্যবাহী আসন রায়বরেলি থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যথেষ্ট সাহস সঞ্চয় করতে পারেননি ৷ এর আগে রাহুল গান্ধি নির্বাচনের মাঠে অমেঠি থেকে পালিয়েছিলেন ৷ সোনিয়াও নির্বাচনের আগে পালিয়ে গেলেন ৷"

উল্লেখ্য, 2019 লোকসভা নির্বাচনে সোনিয়া গান্ধি রায়বরেলির আসন থেকে খুবই কম ভোটে জিতেছিলেন ৷ তাঁর হাত থেকে ওই আসনটি প্রায় বেরিয়ে যেতে বসেছিল ৷ আর রাহুল গান্ধি সেবার কংগ্রেস সভাপতি হিসেবে তাঁর পুরনো কেন্দ্র অমেঠি থেকে লড়েছিলেন ৷ সেখানে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানির বিরুদ্ধে 4 লক্ষের বেশি ভোটে হারেন রাহুল ৷ যদিও, সেবার ওয়েনাড লোকসভা থেকেও নির্বাচনে দাঁড়িয়েছিলেন তিনি ৷ ফলে, লোকসভার সাংসদের তকমাটি হারাতে হয়নি রাহুলকে ৷

জাতীয় রাজনীতিতে গুঞ্জন ছিল সোনিয়া গান্ধি এবার রায়বরেলি আসনে প্রার্থী হলে নাকি হার নিশ্চিত ছিল ৷ তবে, কংগ্রেসের গড় হিসেবে পরিচিত এই আসনটি এখনও সুরক্ষিত নয় ৷ 1999 সালে সংসদীয় রাজনীতিতে প্রবেশ করেন সোনিয়া গান্ধি ৷ প্রথমবার তিনি কর্ণাটকের বেল্লারি ও উত্তরপ্রদেশের অমেঠি আসন থেকে জিতেছিলেন ৷ পরে বেল্লারি আসনটি তিনি ছেড়ে দেন ৷ সাংসদ থেকে যান কংগ্রেসে গড় হিসেবে পরিচিত অমেঠিতে ৷ 2004 সালে তিনি ভোটে লড়েন রায়বরেলি থেকে ৷ এই আসনটিও গান্ধি পরিবারের গড় হিসেবেই বরাবর পরিচিত ৷

ওই আসনে এখনও অপরাজিত সোনিয়া গান্ধি ৷ 2004 এর পর 2009, 2014 ও 2019 সালে সেখানে তিনি জিতেছেন ৷ কিন্তু এবার 77 বছর বয়সী এই নেত্রী লোকসভার বদলে রাজ্যসভায় দলের প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন ৷ রাজস্থান থেকে তিনি প্রার্থী হন তিনি ৷ আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে প্রথমবারের জন্য সংসদের উচ্চকক্ষের সাংসদ হয়েছেন রাজীব-জায়া ৷

আরও পড়ুন:

  1. রাজস্থান থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে রাজ্যসভার সাংসদ সোনিয়া গান্ধি
  2. প্রথমবার রাজ্যসভা নির্বাচনে প্রার্থী সোনিয়া, রাজস্থানে মনোনয়ন জমা রাজীব-পত্নী'র
  3. 'স্বাগত জানাব না কেন', নরসিমহা রাওয়ের ভারতরত্ন প্রাপ্তিতে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া সোনিয়ার

উন্নাও, 27 ফেব্রুয়ারি: রাজস্থান থেকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হয়েছেন সোনিয়া গান্ধি ৷ স্বাভাবিকভাবেই আসন্ন লোকসভা নির্বাচনে তিনি রায়বরেলি থেকে প্রার্থী হচ্ছেন না ৷ আর এনিয়ে কংগ্রেসের প্রাক্তন সভানেত্রীকে 'ভীতু' বলে কটাক্ষ করলেন উন্নাওয়ের বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ ৷ সোনিয়া গান্ধি, নরেন্দ্র মোদির ভয়ে রায়বরেলি থেকে পালিয়ে বুদ্ধিমানের কাজ করেছেন বলে মন্তব্য করলেন তিনি ৷

সাক্ষী মহারাজ বলেন, "ভালো হয়েছে, আপনি বুদ্ধিমানের পরিচয় দিয়েছেন ৷ তিনি (সোনিয়া গান্ধি) জানতেন যে হারবেন ৷ তাই অত সাহস সঞ্চয় করতে পারেননি ৷ তিনি মোদিকে এতটাই ভয় পেয়েছেন যে, রাজ্যসভায় চলে গিয়েছেন ৷ আসলে তাঁর ঐতিহ্যবাহী আসন রায়বরেলি থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যথেষ্ট সাহস সঞ্চয় করতে পারেননি ৷ এর আগে রাহুল গান্ধি নির্বাচনের মাঠে অমেঠি থেকে পালিয়েছিলেন ৷ সোনিয়াও নির্বাচনের আগে পালিয়ে গেলেন ৷"

উল্লেখ্য, 2019 লোকসভা নির্বাচনে সোনিয়া গান্ধি রায়বরেলির আসন থেকে খুবই কম ভোটে জিতেছিলেন ৷ তাঁর হাত থেকে ওই আসনটি প্রায় বেরিয়ে যেতে বসেছিল ৷ আর রাহুল গান্ধি সেবার কংগ্রেস সভাপতি হিসেবে তাঁর পুরনো কেন্দ্র অমেঠি থেকে লড়েছিলেন ৷ সেখানে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানির বিরুদ্ধে 4 লক্ষের বেশি ভোটে হারেন রাহুল ৷ যদিও, সেবার ওয়েনাড লোকসভা থেকেও নির্বাচনে দাঁড়িয়েছিলেন তিনি ৷ ফলে, লোকসভার সাংসদের তকমাটি হারাতে হয়নি রাহুলকে ৷

জাতীয় রাজনীতিতে গুঞ্জন ছিল সোনিয়া গান্ধি এবার রায়বরেলি আসনে প্রার্থী হলে নাকি হার নিশ্চিত ছিল ৷ তবে, কংগ্রেসের গড় হিসেবে পরিচিত এই আসনটি এখনও সুরক্ষিত নয় ৷ 1999 সালে সংসদীয় রাজনীতিতে প্রবেশ করেন সোনিয়া গান্ধি ৷ প্রথমবার তিনি কর্ণাটকের বেল্লারি ও উত্তরপ্রদেশের অমেঠি আসন থেকে জিতেছিলেন ৷ পরে বেল্লারি আসনটি তিনি ছেড়ে দেন ৷ সাংসদ থেকে যান কংগ্রেসে গড় হিসেবে পরিচিত অমেঠিতে ৷ 2004 সালে তিনি ভোটে লড়েন রায়বরেলি থেকে ৷ এই আসনটিও গান্ধি পরিবারের গড় হিসেবেই বরাবর পরিচিত ৷

ওই আসনে এখনও অপরাজিত সোনিয়া গান্ধি ৷ 2004 এর পর 2009, 2014 ও 2019 সালে সেখানে তিনি জিতেছেন ৷ কিন্তু এবার 77 বছর বয়সী এই নেত্রী লোকসভার বদলে রাজ্যসভায় দলের প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন ৷ রাজস্থান থেকে তিনি প্রার্থী হন তিনি ৷ আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে প্রথমবারের জন্য সংসদের উচ্চকক্ষের সাংসদ হয়েছেন রাজীব-জায়া ৷

আরও পড়ুন:

  1. রাজস্থান থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে রাজ্যসভার সাংসদ সোনিয়া গান্ধি
  2. প্রথমবার রাজ্যসভা নির্বাচনে প্রার্থী সোনিয়া, রাজস্থানে মনোনয়ন জমা রাজীব-পত্নী'র
  3. 'স্বাগত জানাব না কেন', নরসিমহা রাওয়ের ভারতরত্ন প্রাপ্তিতে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া সোনিয়ার
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.