কৃষ্ণনগর, 5 মে: সন্দেশখালির ঘটনা নিয়ে বিজেপি নেতার যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, তাকে হাতিয়ার করে নরেন্দ্র মোদির দলকে উচিত শিক্ষা দেওয়ার ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ রবিবার কৃষ্ণনগরে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের সমর্থনে প্রচারে গিয়ে ওই ভিডিয়ো (এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত) সম্বলিত একটি পূর্ণাঙ্গ ভিডিয়ো বার্তা উপস্থিত জনতাকে দেখান অভিষেক ৷ তাঁর দাবি, তৃণমূলকে ছোট করার জন্য বিজেপি সন্দেশখালিতে মিথ্যে ধর্ষণের যে গল্প সাজিয়েছে, তা আদপে বাংলাকেই কলুষিত করেছে ৷ অভিষেক বলেন, 2 হাজার টাকায় মহিলাদের ইজ্জত দিল্লির কাছে বিক্রি করে দিয়েছেন বিজেপির নেতারা ৷
শনিবার সন্দেশখালি নিয়ে ভাইরাল হওয়া ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর থেকেই রাজ্য রাজনীতিতে এসেছে নয়া মোড় ৷ যে সন্দেশখালিকে লোকসভা নির্বাচনের অন্যতম হাতিয়ার করে গত কয়েকদিন ধরে শাসকদলকে কোণঠাসা করেছিল বিজেপি, এ বার সেই সন্দেশখালি অস্ত্রকেই বুমেরাং হিসেবে ব্যবহার করছে তৃণমূল ৷ সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই ভিডিয়োয় বিজেপির দুই মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল ও শান্তি দোলুইয়ের বক্তব্য রয়েছে ৷ তাঁদের বলতে শোনা গিয়েছে, সন্দেশখালিতে নারী নির্যাতনের কোনও ঘটনা ঘটেনি ৷ রাজনীতির জন্য মিথ্যে ছককষা হয়েছে । মিথ্যে অভিযোগে তৃণমূল নেতাদের গ্রেফতার করা হয়েছে । সন্দেশখালিতে কোনও ধর্ষণের ঘটনা ঘটেনি । সবটাই মহিলাদের দিয়ে বলানো হয়েছে ।
এই ভিডিয়োকে হাতিয়ার করেই লোকসভা নির্বাচনের প্রচারে আক্রমণের নয়া কৌশল নিয়েছে তৃণমূল কংগ্রেস ৷ আজ কালীগঞ্জে মহুয়া মৈত্রের হয়ে প্রচারে গিয়ে মঞ্চে একটি পূর্ণাঙ্গ ভিডিয়ো বার্তা সবাইকে দেখান অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে ভাইরাল হওয়া ভিডিয়োকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের একটি বার্তা তুলে ধরা হয়েছে ৷ তারই সুর ধরে এ দিন অভিষেক বলেন, "সন্দেশখালির ভিডিয়ো আপনারা দেখেছেন ? 2 হাজার টাকা দিয়ে মহিলাদের ইজ্জত দিল্লির কাছে বিক্রি করে দিয়েছেন বিজেপি নেতারা ৷ মিথ্যে অভিযোগ করিয়েছে । 2000 টাকা নাও, মিথ্যে অভিযোগ করো । আমি বলছি না, এটা বলেছেন মণ্ডল সভাপতি গঙ্গাধর ।"
এ কথা বলেই অভিষেকের আহ্বান, "বাংলাকে যাঁরা কলঙ্কিত করেছে, তাদের যোগ্য জবাব দিতে হবে ৷" অভিষেকের কথায়, "বিজেপি ভোট কিনতে আপনাকে টাকা দিলে নিয়ে নেবেন । এটা আপনাদেরই টাকা । 500 দিতে চাইলে 200 টাকা চাইবেন । এটা বাংলার মানুষের টাকা ।"
এ দিন ভিডিয়ো দেখানোর পাশাপাশি একটি অডিয়ো ক্লিপিং-ও নিজের মাইকে সবাইকে শোনান অভিষেক ৷ তিনি দাবি করেন, কোচবিহার জেলায় বিজেপির সহ-সভাপতি দীপা চক্রবর্তীর গলা শোনা যাচ্ছে অডিয়োয় ৷ বিজেপির ওই নেত্রী অডিয়োতে বলেছেন যে, বিজেপি ক্ষমতায় এলে তিন মাসের মধ্যে রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়া হবে ৷ অডিয়োটি শুনিয়ে অভিষেক বলেন, "ভয় পাবেন না ৷ যতদিন বাংলায় তৃণমূলের সরকার আছে, ততদিন লক্ষ্মীর ভাণ্ডার কেউ বন্ধ করতে পারবে না ৷"
আরও পড়ুন: