ETV Bharat / politics

প্রথম ভোটপ্রচারেই মোদিকে 'বন্ধু' কটাক্ষ বিহারীবাবুর - Lok Sabha Elections

Shatrughan Sinha Taunts Narendra Modi: নির্ঘণ্ট ঘোষণা হয়নি এখনও ৷ তার আগেই আসানসোল লোকসভা কেন্দ্রে ভোটপ্রচার শুরু করে দিলেন সাংসদ শত্রুঘ্ন সিনহা ৷ আর সেই প্রচার মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে 'বন্ধু' কটাক্ষ বিহারীবাবুর ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 20, 2024, 10:22 AM IST

আসানসোল দক্ষিণ বিধানসভার কর্মী সম্মেলনে লোকসভার প্রচার শুরু শত্রুঘ্ন সিনহা

আসানসোল, 20 ফেব্রুয়ারি: ভোটের দিনক্ষণ এখনও পর্যন্ত ঠিক হয়নি ৷ কিন্তু আসানসোল লোকসভা কেন্দ্রে কার্যত ভোটের প্রচারে নেমেই পড়লেন তৃণমূলের ঘোষিত প্রার্থী তথা আসানসোলের বর্তমান সাংসদ শত্রুঘ্ন সিনহা ৷ সোমবার সন্ধ্যায় আসানসোলের বার্নপুর সম্প্রীতি ভবনে নির্বাচনী প্রস্তুতি সভায় অংশ নিলেন এই অভিনেতা তথা সাংসদ ৷

উপস্থিত ছিলেন তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী থেকে শুরু করে বার্নপুর শিল্পাঞ্চলের ছোট বড় সমস্ত নেতৃত্ব ৷ যেহেতু আসানসোল দক্ষিণ বিধানসভা তৃণমূলের হাতে নেই, তাই এই বিধানসভা থেকেই সভা করে তৃণমূল জল মাপতে চাইছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷ এদিনের সভায় বক্তব্য দিতে গিয়ে আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা বিজেপিকে নিশানা করেই তাঁর বক্তব্য দীর্ঘায়িত করলেন ৷ যেখানে শুরুতেই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সাম্প্রদায়িক বলে নিশানা করেছেন ৷

শত্রুঘ্ন সিনহা তাঁর বক্তব্যে বলেন, "ভোট আসছে, আর এই ভোটে আমার বন্ধু নরেন্দ্র মোদি প্রচুর হাঙ্গামা বাঁধাবে ৷ এটা বোঝাই যাচ্ছে ৷" তিনি অতীতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর উদাহরণ টেনে বলেন, "তিনি ছিলেন লোকপ্রিয় অভূতপূর্ব প্রধানমন্ত্রী ৷ তাঁর সময় গণতন্ত্র ছিল দেশে, কিন্তু বর্তমানে একনায়কতন্ত্র চলছে ৷ উনি যা ভাবছেন তাই হচ্ছে ৷"

এদিন রাম মন্দির প্রসঙ্গেও বিজেপিকে একহাত নেন শত্রুঘ্ন সিনহা ৷ তিনি দাবি করেন, "সরকারি টাকা মন্দিরে খরচ করা হচ্ছে ৷ অথচ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে টাকা দেওয়া হচ্ছে না ৷ রাম মন্দির কি আজকের ? সেই কবে থেকেই ওখানে রাম মন্দির আছে ৷ শুধু ভোটের জন্য এত বড় একটি মন্দির তৈরি করা হল ৷ তাও সেটি অর্ধসমাপ্ত ৷"

মোদিকে প্রধানমন্ত্রীর না বলে 'প্রচার মন্ত্রী' বলে কটাক্ষ করেন শত্রুঘ্ন সিনহা ৷ আসানসোলের সাংসদ বলেন, "উনি সবকিছুতেই প্রচারে থাকেন ৷ উনি প্রচার ভালোবাসেন ৷ তাই শুধু প্রচার-প্রচার আর প্রচার চলছে দেশ জুড়ে ৷" এদিন তৃণমূলের অন্যান্য নেতৃত্ব সব কর্মী সমর্থকদের নির্বাচনের কাজে মাঠে নেমে যেতে নির্দেশ দিয়েছে ৷

গত লোকসভা উপনির্বাচনে শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে প্রার্থী ছিলেন আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল ৷ তাঁর বিধানসভা কেন্দ্র থেকেই তৃণমূল নির্বাচনী কার্যক্রম শুরু করল ৷ তৃণমূল মনে করছে যদি অগ্নিমিত্রাকেই পুনরায় বিজেপি প্রার্থী করে, তবে সেক্ষেত্রে তাঁর বিধানসভাতে প্রচারে এগিয়ে থাকল তৃণমূল ৷ পাশাপাশি, কর্মী সমর্থকদের ভিড় থেকে এদিন তৃণমূল জল মাপার চেষ্টা করেছে ৷ আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে তারা আগামী দিনে লোকসভায় লিড পাবে কিনা, এই অঙ্ক কষা শুরু হয়েছে ৷

আরও পড়ুন:

  1. পণ্যের প্রচারে ব্যর্থ ফেরিওয়ালা, দত্তপুকুরে একাধিক বুথে খারাপ ফল নিয়ে মন্তব্য রথীন ঘোষের
  2. লোকসভা নির্বাচন, রাজ্যের জন্য সর্বোচ্চ 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইল কমিশন
  3. পশ্চিমবঙ্গ ছাড়াও তিন রাজ্যে লোকসভা নির্বাচনে প্রার্থী দেবে তৃণমূল

আসানসোল দক্ষিণ বিধানসভার কর্মী সম্মেলনে লোকসভার প্রচার শুরু শত্রুঘ্ন সিনহা

আসানসোল, 20 ফেব্রুয়ারি: ভোটের দিনক্ষণ এখনও পর্যন্ত ঠিক হয়নি ৷ কিন্তু আসানসোল লোকসভা কেন্দ্রে কার্যত ভোটের প্রচারে নেমেই পড়লেন তৃণমূলের ঘোষিত প্রার্থী তথা আসানসোলের বর্তমান সাংসদ শত্রুঘ্ন সিনহা ৷ সোমবার সন্ধ্যায় আসানসোলের বার্নপুর সম্প্রীতি ভবনে নির্বাচনী প্রস্তুতি সভায় অংশ নিলেন এই অভিনেতা তথা সাংসদ ৷

উপস্থিত ছিলেন তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী থেকে শুরু করে বার্নপুর শিল্পাঞ্চলের ছোট বড় সমস্ত নেতৃত্ব ৷ যেহেতু আসানসোল দক্ষিণ বিধানসভা তৃণমূলের হাতে নেই, তাই এই বিধানসভা থেকেই সভা করে তৃণমূল জল মাপতে চাইছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷ এদিনের সভায় বক্তব্য দিতে গিয়ে আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা বিজেপিকে নিশানা করেই তাঁর বক্তব্য দীর্ঘায়িত করলেন ৷ যেখানে শুরুতেই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সাম্প্রদায়িক বলে নিশানা করেছেন ৷

শত্রুঘ্ন সিনহা তাঁর বক্তব্যে বলেন, "ভোট আসছে, আর এই ভোটে আমার বন্ধু নরেন্দ্র মোদি প্রচুর হাঙ্গামা বাঁধাবে ৷ এটা বোঝাই যাচ্ছে ৷" তিনি অতীতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর উদাহরণ টেনে বলেন, "তিনি ছিলেন লোকপ্রিয় অভূতপূর্ব প্রধানমন্ত্রী ৷ তাঁর সময় গণতন্ত্র ছিল দেশে, কিন্তু বর্তমানে একনায়কতন্ত্র চলছে ৷ উনি যা ভাবছেন তাই হচ্ছে ৷"

এদিন রাম মন্দির প্রসঙ্গেও বিজেপিকে একহাত নেন শত্রুঘ্ন সিনহা ৷ তিনি দাবি করেন, "সরকারি টাকা মন্দিরে খরচ করা হচ্ছে ৷ অথচ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে টাকা দেওয়া হচ্ছে না ৷ রাম মন্দির কি আজকের ? সেই কবে থেকেই ওখানে রাম মন্দির আছে ৷ শুধু ভোটের জন্য এত বড় একটি মন্দির তৈরি করা হল ৷ তাও সেটি অর্ধসমাপ্ত ৷"

মোদিকে প্রধানমন্ত্রীর না বলে 'প্রচার মন্ত্রী' বলে কটাক্ষ করেন শত্রুঘ্ন সিনহা ৷ আসানসোলের সাংসদ বলেন, "উনি সবকিছুতেই প্রচারে থাকেন ৷ উনি প্রচার ভালোবাসেন ৷ তাই শুধু প্রচার-প্রচার আর প্রচার চলছে দেশ জুড়ে ৷" এদিন তৃণমূলের অন্যান্য নেতৃত্ব সব কর্মী সমর্থকদের নির্বাচনের কাজে মাঠে নেমে যেতে নির্দেশ দিয়েছে ৷

গত লোকসভা উপনির্বাচনে শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে প্রার্থী ছিলেন আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল ৷ তাঁর বিধানসভা কেন্দ্র থেকেই তৃণমূল নির্বাচনী কার্যক্রম শুরু করল ৷ তৃণমূল মনে করছে যদি অগ্নিমিত্রাকেই পুনরায় বিজেপি প্রার্থী করে, তবে সেক্ষেত্রে তাঁর বিধানসভাতে প্রচারে এগিয়ে থাকল তৃণমূল ৷ পাশাপাশি, কর্মী সমর্থকদের ভিড় থেকে এদিন তৃণমূল জল মাপার চেষ্টা করেছে ৷ আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে তারা আগামী দিনে লোকসভায় লিড পাবে কিনা, এই অঙ্ক কষা শুরু হয়েছে ৷

আরও পড়ুন:

  1. পণ্যের প্রচারে ব্যর্থ ফেরিওয়ালা, দত্তপুকুরে একাধিক বুথে খারাপ ফল নিয়ে মন্তব্য রথীন ঘোষের
  2. লোকসভা নির্বাচন, রাজ্যের জন্য সর্বোচ্চ 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইল কমিশন
  3. পশ্চিমবঙ্গ ছাড়াও তিন রাজ্যে লোকসভা নির্বাচনে প্রার্থী দেবে তৃণমূল
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.