আসানসোল, 20 ফেব্রুয়ারি: ভোটের দিনক্ষণ এখনও পর্যন্ত ঠিক হয়নি ৷ কিন্তু আসানসোল লোকসভা কেন্দ্রে কার্যত ভোটের প্রচারে নেমেই পড়লেন তৃণমূলের ঘোষিত প্রার্থী তথা আসানসোলের বর্তমান সাংসদ শত্রুঘ্ন সিনহা ৷ সোমবার সন্ধ্যায় আসানসোলের বার্নপুর সম্প্রীতি ভবনে নির্বাচনী প্রস্তুতি সভায় অংশ নিলেন এই অভিনেতা তথা সাংসদ ৷
উপস্থিত ছিলেন তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী থেকে শুরু করে বার্নপুর শিল্পাঞ্চলের ছোট বড় সমস্ত নেতৃত্ব ৷ যেহেতু আসানসোল দক্ষিণ বিধানসভা তৃণমূলের হাতে নেই, তাই এই বিধানসভা থেকেই সভা করে তৃণমূল জল মাপতে চাইছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷ এদিনের সভায় বক্তব্য দিতে গিয়ে আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা বিজেপিকে নিশানা করেই তাঁর বক্তব্য দীর্ঘায়িত করলেন ৷ যেখানে শুরুতেই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সাম্প্রদায়িক বলে নিশানা করেছেন ৷
শত্রুঘ্ন সিনহা তাঁর বক্তব্যে বলেন, "ভোট আসছে, আর এই ভোটে আমার বন্ধু নরেন্দ্র মোদি প্রচুর হাঙ্গামা বাঁধাবে ৷ এটা বোঝাই যাচ্ছে ৷" তিনি অতীতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর উদাহরণ টেনে বলেন, "তিনি ছিলেন লোকপ্রিয় অভূতপূর্ব প্রধানমন্ত্রী ৷ তাঁর সময় গণতন্ত্র ছিল দেশে, কিন্তু বর্তমানে একনায়কতন্ত্র চলছে ৷ উনি যা ভাবছেন তাই হচ্ছে ৷"
এদিন রাম মন্দির প্রসঙ্গেও বিজেপিকে একহাত নেন শত্রুঘ্ন সিনহা ৷ তিনি দাবি করেন, "সরকারি টাকা মন্দিরে খরচ করা হচ্ছে ৷ অথচ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে টাকা দেওয়া হচ্ছে না ৷ রাম মন্দির কি আজকের ? সেই কবে থেকেই ওখানে রাম মন্দির আছে ৷ শুধু ভোটের জন্য এত বড় একটি মন্দির তৈরি করা হল ৷ তাও সেটি অর্ধসমাপ্ত ৷"
মোদিকে প্রধানমন্ত্রীর না বলে 'প্রচার মন্ত্রী' বলে কটাক্ষ করেন শত্রুঘ্ন সিনহা ৷ আসানসোলের সাংসদ বলেন, "উনি সবকিছুতেই প্রচারে থাকেন ৷ উনি প্রচার ভালোবাসেন ৷ তাই শুধু প্রচার-প্রচার আর প্রচার চলছে দেশ জুড়ে ৷" এদিন তৃণমূলের অন্যান্য নেতৃত্ব সব কর্মী সমর্থকদের নির্বাচনের কাজে মাঠে নেমে যেতে নির্দেশ দিয়েছে ৷
গত লোকসভা উপনির্বাচনে শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে প্রার্থী ছিলেন আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল ৷ তাঁর বিধানসভা কেন্দ্র থেকেই তৃণমূল নির্বাচনী কার্যক্রম শুরু করল ৷ তৃণমূল মনে করছে যদি অগ্নিমিত্রাকেই পুনরায় বিজেপি প্রার্থী করে, তবে সেক্ষেত্রে তাঁর বিধানসভাতে প্রচারে এগিয়ে থাকল তৃণমূল ৷ পাশাপাশি, কর্মী সমর্থকদের ভিড় থেকে এদিন তৃণমূল জল মাপার চেষ্টা করেছে ৷ আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে তারা আগামী দিনে লোকসভায় লিড পাবে কিনা, এই অঙ্ক কষা শুরু হয়েছে ৷
আরও পড়ুন: