কলকাতা, 26 মার্চ: আসন্ন লোকসভা নির্বাচনের জন্য বাংলায় 38 জন প্রার্থীর নাম ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। তার মধ্যে একটি কেন্দ্রেও নাম নেই রুদ্রনীল ঘোষের ৷ সোমবার দোলের আবহে ছুটির দিনে বিজেপি'র 67টি হোয়াটস অ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে গিয়েছেন অভিনেতা। আর এরপর থেকেই তাঁকে ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। তা হলে কি অভিমানে দল ছাড়ছেন তিনি ? ইটিভি ভারতের মুখোমুখি হয়ে সেই জল্পনা অবশ্য উড়িয়ে দিয়েছেন রুদ্রনীল ঘোষ ৷
রুদ্রনীলের সাফ জবাব, "এখনও চারটে কেন্দ্রের নাম ঘোষণা বাকি। নাম থাকলেও দলে থাকব, না থাকলেও থাকব। দলে থেকেই জানব কেন আমার নাম রইল না।" ইটিভি ভারতকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মঙ্গলবার একাধিক বিষয় নিয়ে খোলামেলা উত্তর দিয়েছেন রুদ্রনীল ঘোষ ৷ উঠে এসেছে সিএএ থেকে সন্দেশখালি প্রসঙ্গ ৷ এমনকী তৃণমূলে থাকাকালীন তাঁর সঙ্গে কী কী ঘটনা ঘটেছে, তা নিয়েও কথা বলেছেন অভিনেতা ৷ তবে যেভাবে তিনি বিজেপির একের পর এক গ্রুপ থেকে লেফ্ট হয়ে যান, তাতে জল্পনা চরমে ওঠে; তবে কী দলও ছাড়ছেন রুদ্রনীল ?
দু’দফায় পশ্চিমবঙ্গের 38টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে বিজেপি। সেই তালিকায় ঠাঁই হয়নি বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষের। সোমবার দোলের দিনেই বিজেপির একাধিক হোয়াটস্অ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন তিনি। সেই নিয়ে শুরু হয়েছিল তাঁর দল ছাড়ার জল্পনা। আর এরপর থেকেই দুইয়ে দুইয়ে চার করতে শুরু করেছে মানুষ। তাঁকে ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। তা হলে কি অভিমানে দল ছাড়ছেন তিনি ? কিন্তু মঙ্গলবার সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে রুদ্রনীল জানিয়েছেন, টিকিট না পেয়ে অভিমান হলেও, বিজেপির ঝান্ডা কাঁধে নিয়ে চলবেন তিনি।
এদিন রুদ্রনীলের সাফ জবাব, "না, অভিমান নয়। মন খারাপ হয়েছে। যদিও এখনও চারটে কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা বাকি বিজেপি'র। নাম থাকলেও দলে থাকব। না থাকলেও থাকব। দলের ঝাণ্ডা হাতে নিয়ে, দলে থেকেই জানব কেন আমার নাম রইল না। আমার কমতি বা খামতি কোথায় আছে ?" উল্লেখ্য, তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন রুদ্রনীল ঘোষ। তারপর থেকে একাধিক বিষয়ে নানা ছন্দে কবিতা বেঁধেছেন তিনি। কখনও গেয়েছেন গান। গর্জেছেন রাজ্য সরকারের বিরুদ্ধে। আর এবার বিজেপির গ্রুপ ছাড়তেই তাঁকে নিয়ে ফের তুঙ্গে জল্পনা।
আরও পড়ুন: