ETV Bharat / politics

অগস্টেই পতন হবে ‘দুর্বল’ মোদি সরকারের, দাবি লালু প্রসাদ যাদবের - Lalu Prasad Yadav - LALU PRASAD YADAV

Lalu Prasad Yadav: আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব শুক্রবার দাবি করেছেন যে আগামী অগস্ট মাসেই পড়ে যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার ৷ নিজের দলের কর্মীদের এখন থেকেই সেই পরিস্থিতির জন্য তিনি প্রস্তুত থাকতে বলেন ৷ যদিও লালুর দাবিকে ‘অলীক স্বপ্ন’ বলে কটাক্ষ করেছে বিজেপি ৷

Lalu Prasad Yadav
আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব (ফাইল চিত্র)
author img

By PTI

Published : Jul 5, 2024, 7:56 PM IST

পটনা, 5 জুলাই: শরিকদের ভরসায় কেন্দ্রে এবার সরকার গঠন করেছে বিজেপি ৷ সেই সরকারকে ‘দুর্বল’ বলে কটাক্ষ করলেন রাষ্ট্রীয় জনতা দল বা আরজেডির সভাপতি লালু প্রসাদ যাদব ৷ তবে কটাক্ষ করেই থেমে যাননি বর্ষীয়ান এই রাজনৈতিক নেতা ৷ বরং তিনি দাবি করেছেন যে একমাসের মধ্যে পতন হবে কেন্দ্রের মোদি সরকারের ৷

বিজেপি অবশ্য লালু প্রসাদ যাদবের দাবি খারিজ করে দিয়েছে ৷ তাদের পালটা দাবি, অলীক স্বপ্ন দেখছেন আরজেডি সুপ্রিমো ৷ কারণ, দেশের মানুষ যে এখনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর ভরসা রাখেন, তা আরও একবার এই লোকসভা নির্বাচনের ফলাফলে প্রমাণিত হয়েছে ৷

28 বছর আগে জনতা দল থেকে বেরিয়ে এসে রাষ্ট্রীয় জনতা দল তৈরি করেছিলেন লালু প্রসাদ যাদব ৷ সেই দল তৈরির বর্ষপূর্তিতে শুক্রবার বিহারের রাজধানীতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ অসুস্থতা সত্ত্বেও সেই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আরজেডি সুপ্রিমো ৷ সেখানে তিনি মিনিট দশেক ভাষণ দেন ৷ সেই ভাষণের সময়ই তিনি বলেন, ‘‘মোদি সরকার দুর্বল ৷ যেকোনও সময় এর পতন হতে পারে ৷ আগামী অগস্টেই পতন হতে পারে এই সরকারের ৷’’

তিনি যখন এই কথা বলছেন, সেই সময় তাঁর পাশেই ছিলেন তেজস্বী যাদব (বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী ও লালুর ছোট ছেলে)৷ তেজস্বীকে পাশে নিয়েই কর্মীদের উদ্দেশ্য়ে বার্তাও দেন লালু ৷ তিনি জানান, কেন্দ্রের সরকার পতন হতে পারে এটা ধরে নিয়েই সকলকে প্রস্তুত থাকতে হবে ৷ একই সঙ্গে এবারের লোকসভা নির্বাচনে বিহারে আরজেডি-র আসন সংখ্য়া ও ভোট শতাংশ বৃদ্ধির বিষয়টিও তিনি উল্লেখ করেন ৷

এ দিন লালু প্রসাদ যাদব বলেন, "বেশ কিছুদিন ধরে, আমরা বিহার বিধানসভায় একক বৃহত্তম দল হয়েছি । অন্য অনেকের মতো আমরা কখনও আদর্শের সঙ্গে আপস করিনি ।" তিনি অতীতের কিছু রাজনৈতিক ঘটনার কথাও উল্লেখ করেন ৷ আরজেডি-র বিজেপি বিরোধী অবস্থান সম্পর্কে সকলকে আরও একবার অবগত করেন ৷ পাশাপাশি 1990 সালে তিনি যে লালকৃষ্ণ আদবাণীর রথযাত্রা আটকে দিয়েছিলেন, সেই কথাও উল্লেখ করেন ৷

উল্লেখ্য়, 2014 ও 2019 সালে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবেই কেন্দ্রে সরকার গড়েছিল বিজেপি ৷ এবার তা হয়নি ৷ বরং দুই বড় শরিক টিডিপি ও জেডিইউ এবং আরও কয়েকটি শরিকদের ভরসায় সরকার গড়তে হয়েছে বিজেপিকে ৷ তাই ভোটের ফল প্রকাশের পর থেকেই বিরোধীরা দাবি করছে যে নরেন্দ্র মোদি এবার তাঁর সরকার পুরো মেয়াদের জন্য টিকিয়ে রাখতে পারবেন না ৷

তবে বিরোধীদের এই দাবি বারবার খারিজ করে দিয়েছে বিজেপি ৷ শুক্রবারও তারা লালু প্রসাদ যাদবের দাবি খারিজ করে দিয়েছে ৷ এই নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিহার বিজেপির প্রাক্তন সভাপতি নিত্যানন্দ রাই কটাক্ষ করে বলেন, ‘‘মুঙ্গেরি লালকে হাসিন স্বপ্নে ৷’’ অর্থাৎ লালু প্রসাদ যাদব অলীক স্বপ্ন দেখছেন ৷

এর সঙ্গে মোদির মন্ত্রিসভার এই সদস্য যোগ করেন, "মানুষ মোদিকে ভোট দিয়েছে, যিনি এখন রেকর্ড তৃতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন । তাঁর নেতৃত্বে ও মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দ্বারা পরিচালিত বিহারে এনডিএ বিরোধীদের পরাজিত করতেই থাকবে, যা আরজেডি-র শাসনকালে নিম্নমানের হয়ে গিয়েছিল ।"

পটনা, 5 জুলাই: শরিকদের ভরসায় কেন্দ্রে এবার সরকার গঠন করেছে বিজেপি ৷ সেই সরকারকে ‘দুর্বল’ বলে কটাক্ষ করলেন রাষ্ট্রীয় জনতা দল বা আরজেডির সভাপতি লালু প্রসাদ যাদব ৷ তবে কটাক্ষ করেই থেমে যাননি বর্ষীয়ান এই রাজনৈতিক নেতা ৷ বরং তিনি দাবি করেছেন যে একমাসের মধ্যে পতন হবে কেন্দ্রের মোদি সরকারের ৷

বিজেপি অবশ্য লালু প্রসাদ যাদবের দাবি খারিজ করে দিয়েছে ৷ তাদের পালটা দাবি, অলীক স্বপ্ন দেখছেন আরজেডি সুপ্রিমো ৷ কারণ, দেশের মানুষ যে এখনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর ভরসা রাখেন, তা আরও একবার এই লোকসভা নির্বাচনের ফলাফলে প্রমাণিত হয়েছে ৷

28 বছর আগে জনতা দল থেকে বেরিয়ে এসে রাষ্ট্রীয় জনতা দল তৈরি করেছিলেন লালু প্রসাদ যাদব ৷ সেই দল তৈরির বর্ষপূর্তিতে শুক্রবার বিহারের রাজধানীতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ অসুস্থতা সত্ত্বেও সেই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আরজেডি সুপ্রিমো ৷ সেখানে তিনি মিনিট দশেক ভাষণ দেন ৷ সেই ভাষণের সময়ই তিনি বলেন, ‘‘মোদি সরকার দুর্বল ৷ যেকোনও সময় এর পতন হতে পারে ৷ আগামী অগস্টেই পতন হতে পারে এই সরকারের ৷’’

তিনি যখন এই কথা বলছেন, সেই সময় তাঁর পাশেই ছিলেন তেজস্বী যাদব (বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী ও লালুর ছোট ছেলে)৷ তেজস্বীকে পাশে নিয়েই কর্মীদের উদ্দেশ্য়ে বার্তাও দেন লালু ৷ তিনি জানান, কেন্দ্রের সরকার পতন হতে পারে এটা ধরে নিয়েই সকলকে প্রস্তুত থাকতে হবে ৷ একই সঙ্গে এবারের লোকসভা নির্বাচনে বিহারে আরজেডি-র আসন সংখ্য়া ও ভোট শতাংশ বৃদ্ধির বিষয়টিও তিনি উল্লেখ করেন ৷

এ দিন লালু প্রসাদ যাদব বলেন, "বেশ কিছুদিন ধরে, আমরা বিহার বিধানসভায় একক বৃহত্তম দল হয়েছি । অন্য অনেকের মতো আমরা কখনও আদর্শের সঙ্গে আপস করিনি ।" তিনি অতীতের কিছু রাজনৈতিক ঘটনার কথাও উল্লেখ করেন ৷ আরজেডি-র বিজেপি বিরোধী অবস্থান সম্পর্কে সকলকে আরও একবার অবগত করেন ৷ পাশাপাশি 1990 সালে তিনি যে লালকৃষ্ণ আদবাণীর রথযাত্রা আটকে দিয়েছিলেন, সেই কথাও উল্লেখ করেন ৷

উল্লেখ্য়, 2014 ও 2019 সালে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবেই কেন্দ্রে সরকার গড়েছিল বিজেপি ৷ এবার তা হয়নি ৷ বরং দুই বড় শরিক টিডিপি ও জেডিইউ এবং আরও কয়েকটি শরিকদের ভরসায় সরকার গড়তে হয়েছে বিজেপিকে ৷ তাই ভোটের ফল প্রকাশের পর থেকেই বিরোধীরা দাবি করছে যে নরেন্দ্র মোদি এবার তাঁর সরকার পুরো মেয়াদের জন্য টিকিয়ে রাখতে পারবেন না ৷

তবে বিরোধীদের এই দাবি বারবার খারিজ করে দিয়েছে বিজেপি ৷ শুক্রবারও তারা লালু প্রসাদ যাদবের দাবি খারিজ করে দিয়েছে ৷ এই নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিহার বিজেপির প্রাক্তন সভাপতি নিত্যানন্দ রাই কটাক্ষ করে বলেন, ‘‘মুঙ্গেরি লালকে হাসিন স্বপ্নে ৷’’ অর্থাৎ লালু প্রসাদ যাদব অলীক স্বপ্ন দেখছেন ৷

এর সঙ্গে মোদির মন্ত্রিসভার এই সদস্য যোগ করেন, "মানুষ মোদিকে ভোট দিয়েছে, যিনি এখন রেকর্ড তৃতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন । তাঁর নেতৃত্বে ও মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দ্বারা পরিচালিত বিহারে এনডিএ বিরোধীদের পরাজিত করতেই থাকবে, যা আরজেডি-র শাসনকালে নিম্নমানের হয়ে গিয়েছিল ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.