ETV Bharat / politics

পাহাড়ের 3 পৌরসভার প্রশাসককে সরাতে রাজু বিস্তার চিঠি, পদক্ষেপের আশ্বাস কমিশনের - Lok Sabha Election 2024

Raju Bista writes to EC: পাহাড়ের তিন পৌরসভার প্রশাসককে সরানোর দাবিতে নির্বাচন কমিশনের কাছে চিঠি লিখলেন রাজু বিস্তা ৷ তাঁর চিঠি পেয়ে পদক্ষেপের আশ্বাস দিয়েছে কমিশন ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 9, 2024, 2:19 PM IST

দার্জিলিং, 9 এপ্রিল: পাহাড়ের তিন পৌরসভার প্রশাসককে সরানোর দাবি তুললেন দার্জিলিংয়ের বিদায়ী সাংসদ রাজু বিস্তা । না-সরালে ক্ষমতার ওই তিন প্রশাসক ক্ষমতার অপব্যবহার করে নির্বাচনে প্রভাব ফেলতে পারেন । এমনই অভিযোগ তুলে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন তিনি । নির্বাচন কমিশনের তরফে ওই বিষয়ে পদক্ষেপ করা হবে বলে পালটা চিঠি দিয়ে জানানো হয়েছে ।

প্রসঙ্গত, পাহাড়ের তিনটি পৌরসভার ভোট হয়নি প্রায় দু'বছর ধরে । দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার অভিযোগ, রাজনৈতিক ব্যক্তিত্বকে রাজ্য সরকার প্রশাসক পদে মনোনীত করে পৌরসভার দায়িত্বে বসিয়ে রেখেছে । এর ফলে নির্বাচনে প্রভাব পড়তে পারে । সেই জন্য তিন পৌরসভার প্রশাসককেই সরিয়ে দেওয়া উচিত ।

মিরিক পৌরসভার প্রশাসক লালবাহাদুর রাই, কার্শিয়াঙের প্রশাসক সুভাষ প্রধান এবং কালিম্পং পৌরসভার রবি প্রধানকে প্রশাসক বোর্ডের চেয়ারম্যান করে রাখা হয়েছে । ওই তিন পৌরসভারই মেয়াদ 2022 সালের মে মাসে শেষ হয়েছে । নির্বাচিত বোর্ডের মেয়াদ শেষ হওয়ার পরে ভোট না হওয়ায় তিন চেয়ারম্যানকেই প্রশাসক হিসাবে দায়িত্ব দিয়ে রেখেছে রাজ্যের পৌর ও নগরোন্নয়ন দফতর ।

এ দিন রাজু বিস্তা চিঠি দেওয়ার পরেই কমিশন এ বিষয়ে তৎপর হয়েছে । কমিশন থেকে সাংসদকে চিঠি দিয়ে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে । রাজু বিস্তা বলেন, "রাজ্য সরকার অনৈতিকভাবে ওই তিন পৌরসভার নির্বাচন করছে না । আর বেআইনিভাবে নিজেদের দলীয় নেতাকে প্রশাসক পদে বসিয়ে রেখেছে । এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক । তারা নির্বাচনে নিজেদের ক্ষমতার ব্যবহার করবে বলে আমার আশংকা । সে জন্য আমি নির্বাচন কমিশনকে বিষয়টি জানিয়েছি, যাতে তাঁদের দ্রুত পদ থেকে সরিয়ে দেওয়া হয় ।"

ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার মুখপাত্র এসপি শর্মার দাবি, "রাজু বিস্তা নিজে নির্বাচনে প্রার্থী । তিনি কোনওভাবেই এখন আর সাংসদের লেটারপ্যাড ব্যবহার করে চিঠি দিতে পারেন না । আর তিনি যে অভিযোগ করছেন, সেটা সম্পূর্ণ ভিত্তিহীন । সব নিয়ম মেনেই করা হয়েছে ।"

আরও পড়ুন:

  1. পাঁচ বছরে কয়েক কোটির সম্পত্তি বৃদ্ধি বিজেপির রাজু বিস্তার
  2. দার্জিলিংয়ে পৌঁছেই মোর্চা সুপ্রিমো বিমল গুরুংয়ের সঙ্গে বৈঠক রাজু বিস্তার
  3. পাহাড়ে দ্বিতীয়বার বিজেপির প্রার্থী রাজু বিস্তা, আনন্দে নাচলেন বিধায়ক নীরজ জিম্বা

দার্জিলিং, 9 এপ্রিল: পাহাড়ের তিন পৌরসভার প্রশাসককে সরানোর দাবি তুললেন দার্জিলিংয়ের বিদায়ী সাংসদ রাজু বিস্তা । না-সরালে ক্ষমতার ওই তিন প্রশাসক ক্ষমতার অপব্যবহার করে নির্বাচনে প্রভাব ফেলতে পারেন । এমনই অভিযোগ তুলে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন তিনি । নির্বাচন কমিশনের তরফে ওই বিষয়ে পদক্ষেপ করা হবে বলে পালটা চিঠি দিয়ে জানানো হয়েছে ।

প্রসঙ্গত, পাহাড়ের তিনটি পৌরসভার ভোট হয়নি প্রায় দু'বছর ধরে । দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার অভিযোগ, রাজনৈতিক ব্যক্তিত্বকে রাজ্য সরকার প্রশাসক পদে মনোনীত করে পৌরসভার দায়িত্বে বসিয়ে রেখেছে । এর ফলে নির্বাচনে প্রভাব পড়তে পারে । সেই জন্য তিন পৌরসভার প্রশাসককেই সরিয়ে দেওয়া উচিত ।

মিরিক পৌরসভার প্রশাসক লালবাহাদুর রাই, কার্শিয়াঙের প্রশাসক সুভাষ প্রধান এবং কালিম্পং পৌরসভার রবি প্রধানকে প্রশাসক বোর্ডের চেয়ারম্যান করে রাখা হয়েছে । ওই তিন পৌরসভারই মেয়াদ 2022 সালের মে মাসে শেষ হয়েছে । নির্বাচিত বোর্ডের মেয়াদ শেষ হওয়ার পরে ভোট না হওয়ায় তিন চেয়ারম্যানকেই প্রশাসক হিসাবে দায়িত্ব দিয়ে রেখেছে রাজ্যের পৌর ও নগরোন্নয়ন দফতর ।

এ দিন রাজু বিস্তা চিঠি দেওয়ার পরেই কমিশন এ বিষয়ে তৎপর হয়েছে । কমিশন থেকে সাংসদকে চিঠি দিয়ে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে । রাজু বিস্তা বলেন, "রাজ্য সরকার অনৈতিকভাবে ওই তিন পৌরসভার নির্বাচন করছে না । আর বেআইনিভাবে নিজেদের দলীয় নেতাকে প্রশাসক পদে বসিয়ে রেখেছে । এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক । তারা নির্বাচনে নিজেদের ক্ষমতার ব্যবহার করবে বলে আমার আশংকা । সে জন্য আমি নির্বাচন কমিশনকে বিষয়টি জানিয়েছি, যাতে তাঁদের দ্রুত পদ থেকে সরিয়ে দেওয়া হয় ।"

ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার মুখপাত্র এসপি শর্মার দাবি, "রাজু বিস্তা নিজে নির্বাচনে প্রার্থী । তিনি কোনওভাবেই এখন আর সাংসদের লেটারপ্যাড ব্যবহার করে চিঠি দিতে পারেন না । আর তিনি যে অভিযোগ করছেন, সেটা সম্পূর্ণ ভিত্তিহীন । সব নিয়ম মেনেই করা হয়েছে ।"

আরও পড়ুন:

  1. পাঁচ বছরে কয়েক কোটির সম্পত্তি বৃদ্ধি বিজেপির রাজু বিস্তার
  2. দার্জিলিংয়ে পৌঁছেই মোর্চা সুপ্রিমো বিমল গুরুংয়ের সঙ্গে বৈঠক রাজু বিস্তার
  3. পাহাড়ে দ্বিতীয়বার বিজেপির প্রার্থী রাজু বিস্তা, আনন্দে নাচলেন বিধায়ক নীরজ জিম্বা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.