রঘুনাথগঞ্জ, 1 ফেব্রুয়ারি: সিপিএমের শীর্ষ নেতৃত্বদের সঙ্গে প্রায় 45 মিনিট গোপন বৈঠক করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি । বৃহস্পতিবার ওই বৈঠকে ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, যুব নেতা শতরূপ ঘোষ ও সিপিএমের মুর্শিদাবাদ জেলা সম্পাদক জামির মোল্লা । রুদ্ধদ্বার বৈঠক শেষে মহম্মদ সেলিম বলেন, ‘‘আমরা ভারত জোড়ো ন্যায় যাত্রা সমর্থন করি । রাহুল গান্ধি-সহ কংগ্রেসকে স্বাগত জানিয়েছি ।’’
বৃহস্পতিবার সকালে ফরাক্কা দিয়ে মুর্শিদাবাদ ঢোকে রাহুল গান্ধির নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রা । রঘনাথগঞ্জে রাহুল গান্ধি মধ্যাহ্নভোজ সারেন । সেখানেই রাহুল গান্ধির সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছিলেন মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তীরা । তখনই সিপিএম নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন রাহুল গান্ধি ।
ফলে এ দিন আবারও একবার প্রমাণিত হল কংগ্রেসের সঙ্গেই রয়েছে সিপিএম । সিপিএমের সঙ্গে কংগ্রেসের বৈঠক রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায় কী প্রতিক্রিয়া দেন, সেটাই এখন দেখার ৷ কারণ, বুধবার মালদা ও মুর্শিদাবাদ দুই জেলায় প্রশাসনিক সভার মঞ্চ থেকে সরাসরি কংগ্রেস ও সিপিএমের বিরুদ্ধে তোপ দেগেছেন মমতা ৷ কটাক্ষ করেছিলেন, কংগ্রেস ও সিপিএমের বন্ধুত্ব নিয়ে ৷
তৃণমূল নেত্রীর অভিযোগ, সিপিএম এখন কংগ্রেসের নেতা৷ কংগ্রেস ও সিপিএম হাত মিলিয়েছে বাংলায় বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য ৷ এমনকী, কংগ্রেসের সঙ্গে তাঁর সম্পর্ক খারাপ হয়ে যাওয়া নিয়ে তিনি কাঠগড়ায় তুলেছিলেন সিপিএমকে ৷ রাজনৈতিক মহলের ধারণা, সিপিএমের রাজ্যস্তরের শীর্ষ নেতৃত্বের সঙ্গে রাহুল গান্ধির বৈঠক মমতা বন্দ্যোপাধ্য়ায়র ক্ষোভ আরও বৃদ্ধি করবে ৷ পরে তিনি আবারও এই নিয়ে সরব হতে পারেন ৷
অন্যদিকে রাজ্যস্তরে মমতা বিরোধিতার প্রশ্নে সিপিএম ও কংগ্রেসের সুর এক হলেও জাতীয়স্তরে এই দুই দল অবশ্য ভিন্নমেরুতে অবস্থান করছে ৷ কংগ্রেসের জাতীয় নেতৃত্ব অবশ্য মমতার সম্বন্ধে নরম মনোভাব প্রকাশ করছে ৷ বৃহস্পতিবারই মুর্শিদাবাদের জঙ্গিপুরে সাংবাদিক বৈঠক করে কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক জয়রাম রমেশ জানান, বাংলায় তৃণমূলের সঙ্গে আসন সমঝোতা নিয়ে তাঁরা এখনও আশাবাদী ৷
ফলে তাঁদের নরম মনোভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন গলবে কি না, সেটাই এখন দেখার !
আরও পড়ুন: