নয়াদিল্লি, 5 ফেব্রুয়ারি: ইডি-সিবিআইয়ের মতো কেন্দ্রীয় এজেন্সিগুলিকে দিয়ে বিরোধীদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে বিজেপি, এই অভিযোগ প্রায় শোনা যায় বিজেপি বিরোধী দলগুলিতের নেতা-নেত্রীদের মুখে ৷ এই নিয়ে সোমবার পালটা তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বিরোধীদের প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘‘যে যত অভিযোগ করছে করুক, দেশকে লুটতে দেব না ৷ যা লুটে নেওয়া হয়েছে, তা ফেরত দিতে হবে ৷’’
লোকসভায় এখন বাজেট অধিবেশন চলছে ৷ গত বৃহস্পতিবার পেশ হয়েছে অন্তর্বর্তী বাজেট ৷ তার পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের উপর ধন্যবাদজ্ঞাপন প্রস্তাব নিয়ে আলোচনা চলছিল ৷ প্রথা মেনে সবশেষে এ দিন আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে একাধিক ইস্যুতে তিনি বিরোধীদের সমালোচনা করেন ৷ সেখানেই দুর্নীতির প্রসঙ্গ তুলে সরাসরি তোপ দাগেন বিরোধীদের বিরুদ্ধে ৷
প্রধানমন্ত্রীর কথায়, ‘‘ওঁদের সময় এজেন্সি শুধু রাজনৈতিক কারণে ব্যবহার করা হত ৷ এছাড়া তাদের কোনও কাজ করতে দেওয়া হত না ৷’’ এর পর তিনি ইউপিএ ও এনডিএ সরকারের আমলের একটা তুল্যমূল্য বিচার তুলে ধরেন ৷ প্রধানমন্ত্রী বলেন, ‘‘এখন দেখুন ওদের সময় কী হয়েছিল ? পিএমএলএ আইনের অধীনে আমরা আগের তুলনায় দ্বিগুন বেশি মামলা দায়ের করেছি ৷ কংগ্রেসের সময় ইডি 5 হাজার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ৷ আমাদের সময় ইডি 1 লক্ষ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ৷ দেশের লুট করা সম্পত্তি ফেরত দিতেই হবে ৷’’
তিনি বিভিন্ন নেতার বাড়ি থেকে অর্থ উদ্ধারের প্রসঙ্গ তোলেন ৷ সেই প্রসঙ্গেই পশ্চিমবঙ্গের কথা উল্লেখ করেন ৷ লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরীকে উদ্দেশ্য করে বলেন, ‘‘অধীরবাবু তো বাংলার, উনি তো নোটের পাহাড় দেখেছেন... ৷’’ এর পর এই নিয়ে সমবেতভাবে বিরোধীদের আক্রমণ করেন ৷ মোদি বলেন, ‘‘...কার কার বাড়ি থেকে পাওয়া গিয়েছে, কোন কোন রাজ্যে পাওয়া গিয়েছে ৷ দেশ এই নোটের পাহাড় দেখে দেখে চমকে গিয়েছে ৷ কিন্তু জনতাকে আপনি বোকা বানাতে পারবেন না ৷ জনতা দেখছে ৷’’
এ দিন লোকসভায় প্রধানমন্ত্রী আরও দাবি করেছেন, ‘‘ইউপিএ আমলে দুর্নীতির যা চর্চা হত, তার মোট পরিমাণ 10- 15 লক্ষ কোটি টাকা ৷ আমরা লক্ষ-কোটি টাকার দুর্নীতি আটকেছি ৷ কিন্তু সব টাকা গরিবদের কল্যাণে ব্যবহার করা হয়েছে ৷’’ পাশাপাশি নাম না করে লালু প্রসাদ যাদবকে নিয়ে বিরোধীদের কটাক্ষ করেছেন ৷ প্রশ্ন তুলেছেন, একজন অভিযুক্তকে বিরোধীরা সঙ্গে রাখছে, এটা না হয় বোঝা গেল ৷ কিন্তু দোষীপ্রাপ্ত সঙ্গে নিয়ে কেন ঘুরছে বিরোধীরা ?
এই প্রসঙ্গেই বিরোধীদের জোট ‘ইন্ডিয়া’ ভেস্তে যাওয়া নিয়ে তিনি কটাক্ষ করেছেন ৷ আর আবারও তুলেছেন পরিবারতন্ত্রের প্রসঙ্গ৷ কংগ্রেস-সহ একাধিক বিরোধী দল পরিবারতন্ত্রের জন্য শেষ হয়ে যাচ্ছে বলে দাবি করেছেন ৷ অন্যদিকে একই পরিবার থেকে একাধিক যোগ্য যদি রাজনীতিতে আসে, তাতে যে তাঁর কোনও আপত্তি নেই, সেই কথাও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
আরও পড়ুন: