ETV Bharat / politics

বারাণসীতে বাজছে বিকাশের ডমরু, নিজের সংসদীয় এলাকায় ‘প্রচার’ শুরু প্রধানমন্ত্রীর - Varanasi

PM Narendra Modi on Development of Varanasi: একাধিক কর্মসূচি নিয়ে বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখান থেকে তিনি যেমন তুলে ধরলেন গত দশ বছরে বারাণসীর উন্নয়নের খতিয়ান, তেমনই তিনি আগামিদিনের উন্নয়নের প্রতিশ্রুতিও দিলেন ৷

PM Narendra Modi
PM Narendra Modi
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 23, 2024, 1:26 PM IST

Updated : Feb 23, 2024, 7:04 PM IST

বারাণসী, 23 ফেব্রুয়ারি: লোকসভা নির্বাচনের প্রাক্কালে নিজের সংসদীয় এলাকা বারাণসীতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে শোনা গেল উন্নয়নের খতিয়ান ৷ তিনি দাবি করলেন যে গত 10 বছরে বারাণসীর ভোলবদল হয়েছে উন্নয়নের মাধ্যমে ৷ বারাণসী যেহেতু মহাদেবের শহর ৷ তাই মহাদেবের হাতে থাকা ডমরুর প্রসঙ্গও উঠে এল প্রধানমন্ত্রীর ভাষণে ৷ কাশীর ভোলবদলকে তিনি উন্নয়নের ডমরু বলে ব্যাখ্যা করলেন ৷ পাশাপাশি আগামী পাঁচ বছরও উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন ৷ শুধু বারাণসী নয়, সারা দেশের উন্নয়নে নতুন গতি আসবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ৷ প্রধানমন্ত্রীর কথায়, এটাই মোদির গ্য়ারান্টি ৷

বৃহস্পতিবার রাতেই বারাণসীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শুক্রবার সেখানে তাঁর একগুচ্ছ কর্মসূচি রয়েছে ৷ সেই কর্মসূচির মধ্যে একটি ছিল বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয়ে ৷ সেখানে দাঁড়িয়েই তিনি বারাণসী থেকে দেশের উন্নয়নের খতিয়ান যেমন দিয়েছেন, তেমনই আগামী পাঁচ বছর আরও উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "কাশী সমস্ত জ্ঞানের রাজধানী, আজ আবার সেই শক্তি ও কাশীর রূপ ফুটে উঠছে । সারা ভারতবর্ষের জন্য এটা গর্বের বিষয় । আমরা সবাই শুধুই একটা মাধ্যম, কাশীতে যিনি কাজ করেন, তিনি হলেন মহাদেব । পৃথিবীর যেখানেই মহাদেবের আশীর্বাদ রয়েছে, সেই জায়গাই সমৃদ্ধ হয় ৷" এর পর তাঁর সংযোজন, "এই মুহূর্তে মহাদেব খুব খুশি । তাই তাঁর আশীর্বাদে 10 বছরে কাশী দেখল উন্নয়নের 'ডমরু' চারদিকে বাজছে ।"

এর পর তিনি বলেন, "সারা দেশ থেকে, এমনকি বিশ্বের প্রতিটি কোণ থেকে মানুষ জ্ঞান, গবেষণা ও শান্তির সন্ধানে কাশীতে আসেন । প্রতিটি প্রদেশ, প্রতিটি ভাষা, প্রতিটি উপভাষা, প্রতিটি প্রথা থেকে মানুষ কাশীতে এসে বসতি স্থাপন করেছেন ।" একথা বলার পর তিনি আগামিদিনের কথায় চলে যান ৷ বলেন, "আগামী পাঁচ বছরে, এই আত্মবিশ্বাসের সঙ্গে দেশ উন্নয়নে নতুন গতি পাবে, দেশ সাফল্যের নতুন নিদর্শন তৈরি করবে এবং এটাই মোদির গ্যারান্টি ।"

2014 সালে প্রথমবার লোকসভা নির্বাচনে লড়েছিলেন নরেন্দ্র মোদি ৷ সেবার তিনি লড়াই করেছিলেন গুজরাতের একটি আসন ও উত্তরপ্রদেশের বারাণসী থেকে ৷ দু’টি আসনে জয়ের পর তিনি বারাণসীর সাংসদ হিসেবে থেকে যান ৷ গুজরাতের আসন থেকে পদত্যাগ করেন ৷ 2019 সালে তিনি শুধু বারাণসী থেকেই লড়াই করেন ৷ এবারও তিনি যে ওই কেন্দ্রেরই প্রার্থী হতে চলেছেন, তা প্রায় নিশ্চিত ৷

ফলে এ দিন প্রধানমন্ত্রীর ভাষণ থেকে স্পষ্ট যে তিনি কার্যত ভোটের প্রচারই সেরে রাখলেন ৷ পাশাপাশি আগামিদিনে কাশীর জন্য কী কী করবেন, সেই প্রতিশ্রুতিও দিলেন ৷ সেই তালিকায় সৌন্দর্যায়ন, রাস্তা, সেতু তৈরির কথাও রয়েছে ৷ পাশাপাশি তিনি ভারতের প্রাচীন ঐতিহ্যের প্রসঙ্গ টেনেছেন ৷ ভারতের অগ্রগতিতে কাশী ও বিশ্বনাথ ধামের অবদান রয়েছে বলেও উল্লেখ করেছেন ৷

প্রধানমন্ত্রী বলেন, "কাশী শিবের শহর, এটি বুদ্ধের শিক্ষাদানের মাটিও । কাশী জৈন তীর্থঙ্করদেরও জন্মস্থান এবং আদি শঙ্করাচার্যও এখান থেকে জ্ঞানলাভ করেছিলেন । আর নতুন কাশী নতুন ভারতের অনুপ্রেরণা হিসেবে আবির্ভূত হয়েছে ৷" এ দিন বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয়ে সংসদ সংস্কৃত প্রতিযোগিতার পুরস্কার তুলে দেন ৷ দর্শকাসনে উপস্থিত পড়ুয়াদের তিনি দেশের ঐতিহ্য-সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বানও জানান ৷

ওই অনুষ্ঠানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও উপস্থিত ছিলেন ৷ সেখানে প্রধানমন্ত্রী কাশীর উপর একটি বইও প্রকাশ করেন ৷ এ দিনই প্রধানমন্ত্রীর সন্ত গুরু রবিদাসের জন্মস্থলে যাওয়ার কর্মসূচি রয়েছে ৷ সেখানে সন্ত গুরু রবিদাসের 647তম জন্মজয়ন্তীর অনুষ্ঠানেও তিনি যোগ দেবেন ৷ এছাড়া তাঁর আরও কর্মসূচি রয়েছে ৷ একই সঙ্গে তিনি উত্তরপ্রদেশের জন্য 10 হাজার 972 কোটি টাকার 23টি প্রকল্পের সূচনা করবেন ৷ 2195.07 কোটি টাকার 12 প্রকল্পের শিলন্যাসও করবেন প্রধানমন্ত্রী ৷

(এএনআই ইনপুট-সহ)

আরও পড়ুন:

  1. কংগ্রেস থেকে বহিষ্কৃত প্রমোদ কৃষ্ণমকে পাশে নিয়ে কল্কি ধামের ভিত্তিপ্রস্তর স্থাপন মোদির
  2. দাসত্বের মানসিকতা থেকে মুক্তি পেয়েছে ভারত, স্বরবেদ মহামন্দিরের উদ্বোধনের পর বললেন প্রধানমন্ত্রী
  3. বারাণসীতে বাড়ছে মহিলা ট্যুর গাইডের চাহিদা, আসন সংরক্ষণ সরকারের

বারাণসী, 23 ফেব্রুয়ারি: লোকসভা নির্বাচনের প্রাক্কালে নিজের সংসদীয় এলাকা বারাণসীতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে শোনা গেল উন্নয়নের খতিয়ান ৷ তিনি দাবি করলেন যে গত 10 বছরে বারাণসীর ভোলবদল হয়েছে উন্নয়নের মাধ্যমে ৷ বারাণসী যেহেতু মহাদেবের শহর ৷ তাই মহাদেবের হাতে থাকা ডমরুর প্রসঙ্গও উঠে এল প্রধানমন্ত্রীর ভাষণে ৷ কাশীর ভোলবদলকে তিনি উন্নয়নের ডমরু বলে ব্যাখ্যা করলেন ৷ পাশাপাশি আগামী পাঁচ বছরও উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন ৷ শুধু বারাণসী নয়, সারা দেশের উন্নয়নে নতুন গতি আসবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ৷ প্রধানমন্ত্রীর কথায়, এটাই মোদির গ্য়ারান্টি ৷

বৃহস্পতিবার রাতেই বারাণসীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শুক্রবার সেখানে তাঁর একগুচ্ছ কর্মসূচি রয়েছে ৷ সেই কর্মসূচির মধ্যে একটি ছিল বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয়ে ৷ সেখানে দাঁড়িয়েই তিনি বারাণসী থেকে দেশের উন্নয়নের খতিয়ান যেমন দিয়েছেন, তেমনই আগামী পাঁচ বছর আরও উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "কাশী সমস্ত জ্ঞানের রাজধানী, আজ আবার সেই শক্তি ও কাশীর রূপ ফুটে উঠছে । সারা ভারতবর্ষের জন্য এটা গর্বের বিষয় । আমরা সবাই শুধুই একটা মাধ্যম, কাশীতে যিনি কাজ করেন, তিনি হলেন মহাদেব । পৃথিবীর যেখানেই মহাদেবের আশীর্বাদ রয়েছে, সেই জায়গাই সমৃদ্ধ হয় ৷" এর পর তাঁর সংযোজন, "এই মুহূর্তে মহাদেব খুব খুশি । তাই তাঁর আশীর্বাদে 10 বছরে কাশী দেখল উন্নয়নের 'ডমরু' চারদিকে বাজছে ।"

এর পর তিনি বলেন, "সারা দেশ থেকে, এমনকি বিশ্বের প্রতিটি কোণ থেকে মানুষ জ্ঞান, গবেষণা ও শান্তির সন্ধানে কাশীতে আসেন । প্রতিটি প্রদেশ, প্রতিটি ভাষা, প্রতিটি উপভাষা, প্রতিটি প্রথা থেকে মানুষ কাশীতে এসে বসতি স্থাপন করেছেন ।" একথা বলার পর তিনি আগামিদিনের কথায় চলে যান ৷ বলেন, "আগামী পাঁচ বছরে, এই আত্মবিশ্বাসের সঙ্গে দেশ উন্নয়নে নতুন গতি পাবে, দেশ সাফল্যের নতুন নিদর্শন তৈরি করবে এবং এটাই মোদির গ্যারান্টি ।"

2014 সালে প্রথমবার লোকসভা নির্বাচনে লড়েছিলেন নরেন্দ্র মোদি ৷ সেবার তিনি লড়াই করেছিলেন গুজরাতের একটি আসন ও উত্তরপ্রদেশের বারাণসী থেকে ৷ দু’টি আসনে জয়ের পর তিনি বারাণসীর সাংসদ হিসেবে থেকে যান ৷ গুজরাতের আসন থেকে পদত্যাগ করেন ৷ 2019 সালে তিনি শুধু বারাণসী থেকেই লড়াই করেন ৷ এবারও তিনি যে ওই কেন্দ্রেরই প্রার্থী হতে চলেছেন, তা প্রায় নিশ্চিত ৷

ফলে এ দিন প্রধানমন্ত্রীর ভাষণ থেকে স্পষ্ট যে তিনি কার্যত ভোটের প্রচারই সেরে রাখলেন ৷ পাশাপাশি আগামিদিনে কাশীর জন্য কী কী করবেন, সেই প্রতিশ্রুতিও দিলেন ৷ সেই তালিকায় সৌন্দর্যায়ন, রাস্তা, সেতু তৈরির কথাও রয়েছে ৷ পাশাপাশি তিনি ভারতের প্রাচীন ঐতিহ্যের প্রসঙ্গ টেনেছেন ৷ ভারতের অগ্রগতিতে কাশী ও বিশ্বনাথ ধামের অবদান রয়েছে বলেও উল্লেখ করেছেন ৷

প্রধানমন্ত্রী বলেন, "কাশী শিবের শহর, এটি বুদ্ধের শিক্ষাদানের মাটিও । কাশী জৈন তীর্থঙ্করদেরও জন্মস্থান এবং আদি শঙ্করাচার্যও এখান থেকে জ্ঞানলাভ করেছিলেন । আর নতুন কাশী নতুন ভারতের অনুপ্রেরণা হিসেবে আবির্ভূত হয়েছে ৷" এ দিন বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয়ে সংসদ সংস্কৃত প্রতিযোগিতার পুরস্কার তুলে দেন ৷ দর্শকাসনে উপস্থিত পড়ুয়াদের তিনি দেশের ঐতিহ্য-সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বানও জানান ৷

ওই অনুষ্ঠানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও উপস্থিত ছিলেন ৷ সেখানে প্রধানমন্ত্রী কাশীর উপর একটি বইও প্রকাশ করেন ৷ এ দিনই প্রধানমন্ত্রীর সন্ত গুরু রবিদাসের জন্মস্থলে যাওয়ার কর্মসূচি রয়েছে ৷ সেখানে সন্ত গুরু রবিদাসের 647তম জন্মজয়ন্তীর অনুষ্ঠানেও তিনি যোগ দেবেন ৷ এছাড়া তাঁর আরও কর্মসূচি রয়েছে ৷ একই সঙ্গে তিনি উত্তরপ্রদেশের জন্য 10 হাজার 972 কোটি টাকার 23টি প্রকল্পের সূচনা করবেন ৷ 2195.07 কোটি টাকার 12 প্রকল্পের শিলন্যাসও করবেন প্রধানমন্ত্রী ৷

(এএনআই ইনপুট-সহ)

আরও পড়ুন:

  1. কংগ্রেস থেকে বহিষ্কৃত প্রমোদ কৃষ্ণমকে পাশে নিয়ে কল্কি ধামের ভিত্তিপ্রস্তর স্থাপন মোদির
  2. দাসত্বের মানসিকতা থেকে মুক্তি পেয়েছে ভারত, স্বরবেদ মহামন্দিরের উদ্বোধনের পর বললেন প্রধানমন্ত্রী
  3. বারাণসীতে বাড়ছে মহিলা ট্যুর গাইডের চাহিদা, আসন সংরক্ষণ সরকারের
Last Updated : Feb 23, 2024, 7:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.