ETV Bharat / politics

কংগ্রেসের চেয়ে অজিত-একনাথের সঙ্গে মিশে যাওয়া অনেক ভালো, পাওয়ার-উদ্ধবকে পরামর্শ মোদির - PM Narendra Modi - PM NARENDRA MODI

PM Narendra Modi: শুক্রবার মহারাষ্ট্রের নন্দুরবারে আয়োজিত এক নির্বাচনী জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই ভাষণে তিনি পরামর্শের মতো করে বার্তা দেন শরদ পাওয়ার ও উদ্ধব ঠাকরেকে ৷ তাঁর কথায়, কংগ্রেসের চেয়ে অজিত পাওয়ার ও একনাথ শিন্ডের সঙ্গে মিশে যাওয়া অনেক ভালো ৷

PM Narendra Modi
(বাঁদিকে উপরে) শরদ পাওয়ার, (বাঁদিকে নিচে) উদ্ধব ঠাকরে, (ডানদিকে) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 10, 2024, 2:03 PM IST

Updated : May 10, 2024, 5:12 PM IST

নন্দুরবার (মহারাষ্ট্র), 10 মে: কংগ্রেসের সঙ্গে মিশে যাওয়ার চেয়ে অজিত পাওয়ার ও একনাথ শিন্ডের সঙ্গে যোগ দেওয়া অনেক ভালো ৷ শরদ পাওয়ার ও উদ্ধব ঠাকরেকে এই পরামর্শই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শুক্রবার মহারাষ্ট্রের নন্দুরবারে আয়োজিত এক নির্বাচনী জনসভা থেকে এই পরামর্শ দেন তিনি ৷

এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “এখানে একজন বড় নেতা, যিনি 40-50 বছর ধরে সক্রিয় আছেন, তিনি বারামতির (লোকসভা আসন) ভোটের পরে চিন্তিত । তিনি বলেছেন যে 4 জুনের পরে ছোট দলগুলি টিকে থাকার জন্য কংগ্রেসের সঙ্গে মিশে যাবে ৷’’ মোদি যদিও শরদ পাওয়ারের নাম করেননি ৷ তবে তাঁর ইঙ্গিত যে শরদ পাওয়ারের দিকেই, তা স্পষ্ট ৷ কারণ, শরদ পাওয়ার ছিলেন বারামতীর দীর্ঘদিনের সাংসদ ৷

এর পর কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, "এর মানে নকলি এনসিপি এবং নকল শিবসেনা কংগ্রেসের সঙ্গে মিশে যাওয়ার মনস্থির করেছে ।" তাই তিনি পরামর্শের মতো করে বার্তা দেন শরদ পাওয়ারকে ৷ সঙ্গে নাম না করে বার্তা দেন উদ্ধব ঠাকরেকেও ৷ তিনি বলেন, "তবে কংগ্রেসে মিশে গিয়ে শেষ হওয়ার পরিবর্তে অজিত পাওয়ার এবং একনাথ শিন্ডের সঙ্গে যোগদিন ৷’’

উল্লেখ্য়, গত বছর তিনেকের মধ্য়ে মহারাষ্ট্রের রাজনীতিতে দু’বার ঝড় ওঠে ৷ একবার শিবসেনা ভাঙে ৷ আর একবার ভেঙে যায় এনসিপি ৷ শিবসেনার একটি অংশকে নিয়ে একনাথ শিন্ডে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠন করেন ৷ আর সেই সরকারে যোগ দেন এনসিপির অজিত পাওয়ার ৷ তাঁর সঙ্গে এনসিপির আরও অনেকে আসেন ৷ পরে নির্বাচন কমিশন একনাথ ও অজিতের অংশকেই যথাক্রমে আসল শিবসেনা ও এনসিপি বলে স্বীকৃতি দেয় ৷

তাই এবারের লোকসভা নির্বাচনে একনাথ শিন্ডে শিবির শিবসেনার এবং অজিত পাওয়ার গোষ্ঠী এনসিপির আসল প্রতীকে লড়ছেন ৷ অন্যদিকে উদ্ধব ঠাকরে শিবির শিবসেনা (ইউবিটি) ও শরদ পাওয়ার গোষ্ঠী এনসিপি (এসসিপি) নামে অন্য প্রতীকে ভোটে লড়ছেন ৷ এই দু’টি অংশকেই এ দিন মোদি একনাথ ও অজিতদের সঙ্গে মিশে যাওয়ার পরামর্শ দিয়েছেন ৷

যদিও তাঁর এই পরামর্শের প্রেক্ষাপট শরদ পাওয়ারের একটি সাক্ষাৎকার ৷ যে সাক্ষাৎকারে পাওয়ার বলেছিলেন, “আগামী কয়েক বছরে, বেশ কয়েকটি আঞ্চলিক দল কংগ্রেসের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হবে । অথবা তারা কংগ্রেসের সঙ্গে একীভূত হওয়ার বিকল্পটি ভেবে দেখতে পারে, যদি তারা বিশ্বাস করে যে এটি তাদের দলের জন্য ভালো হবে ।"

অন্যদিকে এ দিনের সভা থেকে কংগ্রেসকেও আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর অভিযোগ, কংগ্রেস দেশে হিন্দু আস্থা শেষ করার পরিকল্পনা করেছে ৷ তাই শাহজাদা (রাহুল গান্ধি) মার্কিন যুক্তরাষ্ট্রে বলে এসেছেন যে রামমন্দির ও রামনবমী ভারতীয় ভাবধারার পরিপন্থী ৷ এছাড়া শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউতের একটি মন্তব্যের প্রেক্ষিতে মোদি বলেন, “নকল শিবসেনা আমাকে জীবন্ত কবর দিতে চায় । তারা আমাকে এমনভাবে গালাগাল করে যাতে তাদের পছন্দের ভোটব্যাঙ্কের ভালো লাগে ।” উল্লেখ্য, সম্প্রতি সঞ্জয় রাউত মোদি সম্পর্কে বলেছিলেন যে ‘ঔরঙজেবের মতো (মোদিকে) কবর দিয়ে দেবে মহারাষ্ট্র’ ৷

এ দিনের সভা থেকে আরও একবার সংরক্ষণ ইস্যুতে বিরোধীদের নিশানা করেন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, "যতদিন মোদি বেঁচে থাকবে, আমি ধর্মের ভিত্তিতে দলিত, আদিবাসী, ওবিসিদের সংরক্ষণ মুসলিমদের দিতে দেবে না ।"

(পিটিআই ইনপুট-সহ)

আরও পড়ুন:

  1. নিজেকে জগন্নাথের পুত্র বলে মোদির দাবি - 'ওড়িশায় বিজেডি সরকারের মেয়াদ শেষ 4 জুন'
  2. 10 বছরের প্রাপ্তি থেকে আগামীর লক্ষ্য, অকপট প্রধানমন্ত্রী মোদি
  3. গোধরা-কাণ্ডের অপরাধীদের বাঁচানোর চেষ্টা করেছিলেন লালু প্রসাদ যাদব, অভিযোগ মোদির

নন্দুরবার (মহারাষ্ট্র), 10 মে: কংগ্রেসের সঙ্গে মিশে যাওয়ার চেয়ে অজিত পাওয়ার ও একনাথ শিন্ডের সঙ্গে যোগ দেওয়া অনেক ভালো ৷ শরদ পাওয়ার ও উদ্ধব ঠাকরেকে এই পরামর্শই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শুক্রবার মহারাষ্ট্রের নন্দুরবারে আয়োজিত এক নির্বাচনী জনসভা থেকে এই পরামর্শ দেন তিনি ৷

এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “এখানে একজন বড় নেতা, যিনি 40-50 বছর ধরে সক্রিয় আছেন, তিনি বারামতির (লোকসভা আসন) ভোটের পরে চিন্তিত । তিনি বলেছেন যে 4 জুনের পরে ছোট দলগুলি টিকে থাকার জন্য কংগ্রেসের সঙ্গে মিশে যাবে ৷’’ মোদি যদিও শরদ পাওয়ারের নাম করেননি ৷ তবে তাঁর ইঙ্গিত যে শরদ পাওয়ারের দিকেই, তা স্পষ্ট ৷ কারণ, শরদ পাওয়ার ছিলেন বারামতীর দীর্ঘদিনের সাংসদ ৷

এর পর কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, "এর মানে নকলি এনসিপি এবং নকল শিবসেনা কংগ্রেসের সঙ্গে মিশে যাওয়ার মনস্থির করেছে ।" তাই তিনি পরামর্শের মতো করে বার্তা দেন শরদ পাওয়ারকে ৷ সঙ্গে নাম না করে বার্তা দেন উদ্ধব ঠাকরেকেও ৷ তিনি বলেন, "তবে কংগ্রেসে মিশে গিয়ে শেষ হওয়ার পরিবর্তে অজিত পাওয়ার এবং একনাথ শিন্ডের সঙ্গে যোগদিন ৷’’

উল্লেখ্য়, গত বছর তিনেকের মধ্য়ে মহারাষ্ট্রের রাজনীতিতে দু’বার ঝড় ওঠে ৷ একবার শিবসেনা ভাঙে ৷ আর একবার ভেঙে যায় এনসিপি ৷ শিবসেনার একটি অংশকে নিয়ে একনাথ শিন্ডে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠন করেন ৷ আর সেই সরকারে যোগ দেন এনসিপির অজিত পাওয়ার ৷ তাঁর সঙ্গে এনসিপির আরও অনেকে আসেন ৷ পরে নির্বাচন কমিশন একনাথ ও অজিতের অংশকেই যথাক্রমে আসল শিবসেনা ও এনসিপি বলে স্বীকৃতি দেয় ৷

তাই এবারের লোকসভা নির্বাচনে একনাথ শিন্ডে শিবির শিবসেনার এবং অজিত পাওয়ার গোষ্ঠী এনসিপির আসল প্রতীকে লড়ছেন ৷ অন্যদিকে উদ্ধব ঠাকরে শিবির শিবসেনা (ইউবিটি) ও শরদ পাওয়ার গোষ্ঠী এনসিপি (এসসিপি) নামে অন্য প্রতীকে ভোটে লড়ছেন ৷ এই দু’টি অংশকেই এ দিন মোদি একনাথ ও অজিতদের সঙ্গে মিশে যাওয়ার পরামর্শ দিয়েছেন ৷

যদিও তাঁর এই পরামর্শের প্রেক্ষাপট শরদ পাওয়ারের একটি সাক্ষাৎকার ৷ যে সাক্ষাৎকারে পাওয়ার বলেছিলেন, “আগামী কয়েক বছরে, বেশ কয়েকটি আঞ্চলিক দল কংগ্রেসের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হবে । অথবা তারা কংগ্রেসের সঙ্গে একীভূত হওয়ার বিকল্পটি ভেবে দেখতে পারে, যদি তারা বিশ্বাস করে যে এটি তাদের দলের জন্য ভালো হবে ।"

অন্যদিকে এ দিনের সভা থেকে কংগ্রেসকেও আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর অভিযোগ, কংগ্রেস দেশে হিন্দু আস্থা শেষ করার পরিকল্পনা করেছে ৷ তাই শাহজাদা (রাহুল গান্ধি) মার্কিন যুক্তরাষ্ট্রে বলে এসেছেন যে রামমন্দির ও রামনবমী ভারতীয় ভাবধারার পরিপন্থী ৷ এছাড়া শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউতের একটি মন্তব্যের প্রেক্ষিতে মোদি বলেন, “নকল শিবসেনা আমাকে জীবন্ত কবর দিতে চায় । তারা আমাকে এমনভাবে গালাগাল করে যাতে তাদের পছন্দের ভোটব্যাঙ্কের ভালো লাগে ।” উল্লেখ্য, সম্প্রতি সঞ্জয় রাউত মোদি সম্পর্কে বলেছিলেন যে ‘ঔরঙজেবের মতো (মোদিকে) কবর দিয়ে দেবে মহারাষ্ট্র’ ৷

এ দিনের সভা থেকে আরও একবার সংরক্ষণ ইস্যুতে বিরোধীদের নিশানা করেন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, "যতদিন মোদি বেঁচে থাকবে, আমি ধর্মের ভিত্তিতে দলিত, আদিবাসী, ওবিসিদের সংরক্ষণ মুসলিমদের দিতে দেবে না ।"

(পিটিআই ইনপুট-সহ)

আরও পড়ুন:

  1. নিজেকে জগন্নাথের পুত্র বলে মোদির দাবি - 'ওড়িশায় বিজেডি সরকারের মেয়াদ শেষ 4 জুন'
  2. 10 বছরের প্রাপ্তি থেকে আগামীর লক্ষ্য, অকপট প্রধানমন্ত্রী মোদি
  3. গোধরা-কাণ্ডের অপরাধীদের বাঁচানোর চেষ্টা করেছিলেন লালু প্রসাদ যাদব, অভিযোগ মোদির
Last Updated : May 10, 2024, 5:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.