ETV Bharat / politics

শুক্রবার রাতেই মোদি-মমতা বৈঠক ? জল্পনা ঘিরে সরগরম রাজনৈতিক মহল

PM Modi and Mamata Banerjee meeting: আরামবাগের সভা সেরে বিকাল সাড়ে পাঁচটার পরে রাজভবনে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। শনিবার কৃষ্ণনগরে সভা করবেন প্রধানমন্ত্রী ৷ আর এই দুই রাজনৈতিক কর্মসূচির মধ্যেই এদিন রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 1, 2024, 2:54 PM IST

Updated : Mar 1, 2024, 3:27 PM IST

কলকাতা, 1 মার্চ: প্রথমবার কলকাতায় রাজভবনে রাত কাটাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার ইতিমধ্যে, তাঁর যাতায়াত-থাকা নিয়ে তৎপর রাজভবন-প্রশাসন। এর মাঝেই সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখোমুখি বসতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দ্বিপাক্ষিক বৈঠকও হতে পারে জু'জনের মধ্যে। রাজভবনের উদ্যোগেই এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানা গিয়েছে। রাজভবনে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে রাজ্যপালের পাশাপাশি থাকবেন তৃণমূল নেতৃত্বও। সূত্রের খবর, উপস্থিত থাকবেন ফিরহাদ হাকিম , নন্দিনী চক্রবর্তী , বিনীত গোয়েল , জগন্নাথ চট্টোপাধ্যায, তমোঘ্ন ঘোষ সহ একাধিক ব্যক্তিত্ব।

এদিন আরামবাগের সভা সেরে বিকাল সাড়ে পাঁচটার পরে রাজভবনে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। শনিবার কৃষ্ণনগরে সভা করবেন প্রধানমন্ত্রী ৷ আর এই দুই রাজনৈতিক কর্মসূচির মধ্যেই এদিন রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। যদিও এখনও পর্যন্ত এই বৈঠকের বিষয়ে সরকারি কোনও তথ্য পাওয়া যায়নি। মুখ্যমন্ত্রীর দফতর বা রাজভবন কোনও তরফেই এই বিষয়ে তথ্য দেওয়া হয়নি। এমনকী, প্রধানমন্ত্রী কার্যালয় থেকে নরেন্দ্র মোদির যে কর্মসূচি পাওয়া গিয়েছে, তাতেও এই বৈঠকের বিষয়ে কোনও কিছুই উল্লেখ নেই। তবে, রাজভবন সূত্রের দাবি, মুখ্যমন্ত্রী আজ প্ৰধানমন্ত্রীর সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাতের জন্য সময় চেয়েছেন। তার ভিত্তিতেই এই বৈঠক হবে বলে জানা গিয়েছে।

লোকসভা নির্বাচনের আগে চলতি বছরে প্ৰথমবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঝাড়খণ্ডের কর্মসূচি সেরে হুগলির আরামবাগে সভা করবেন তিনি। তারপর সন্ধ্যা নাগাদ কলকাতা রাজভবনে ঢুকবেন নরেন্দ্র মোদি। যা নিয়ে রাজ্য রাজনৈতিক বটেই তৎপর কলকাতা রাজভবন ও পুলিশ-প্রশাসন। শহর কলকাতার রাস্তাঘাটে যান সচল রাখতে সমস্ত রকম ব্যবস্থা সেরে ফেলা হয়েছে। এসপিজি'র কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা শহর ৷ চূড়ান্ত ব্যস্ততা রাজভবনের অন্দরেও। এর মাঝেই মোদি-মমতা বৈঠক নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন ৷ 100 দিনের কাজ, আবাস যোজনার টাকা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ এমনকী কেন্দ্র টাকা না দিলেও রাজ্য 100 দিনের সেই টাকা মিটিয়ে দেবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ এই আবহে মোদি-মমতা বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেও মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ৷

আরও পড়ুন

আরামবাগে প্রধানমন্ত্রীর সভা, মোদির ভাষণ শুনতে সকাল থেকেই হাজির বিজেপি কর্মী-সমর্থকরা

আরামবাগ-কৃষ্ণনগরে পদ্ম ফোটাতে বিজেপির ভরসা সেই 'মোদি ম্যাজিক'

কলকাতা, 1 মার্চ: প্রথমবার কলকাতায় রাজভবনে রাত কাটাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার ইতিমধ্যে, তাঁর যাতায়াত-থাকা নিয়ে তৎপর রাজভবন-প্রশাসন। এর মাঝেই সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখোমুখি বসতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দ্বিপাক্ষিক বৈঠকও হতে পারে জু'জনের মধ্যে। রাজভবনের উদ্যোগেই এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানা গিয়েছে। রাজভবনে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে রাজ্যপালের পাশাপাশি থাকবেন তৃণমূল নেতৃত্বও। সূত্রের খবর, উপস্থিত থাকবেন ফিরহাদ হাকিম , নন্দিনী চক্রবর্তী , বিনীত গোয়েল , জগন্নাথ চট্টোপাধ্যায, তমোঘ্ন ঘোষ সহ একাধিক ব্যক্তিত্ব।

এদিন আরামবাগের সভা সেরে বিকাল সাড়ে পাঁচটার পরে রাজভবনে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। শনিবার কৃষ্ণনগরে সভা করবেন প্রধানমন্ত্রী ৷ আর এই দুই রাজনৈতিক কর্মসূচির মধ্যেই এদিন রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। যদিও এখনও পর্যন্ত এই বৈঠকের বিষয়ে সরকারি কোনও তথ্য পাওয়া যায়নি। মুখ্যমন্ত্রীর দফতর বা রাজভবন কোনও তরফেই এই বিষয়ে তথ্য দেওয়া হয়নি। এমনকী, প্রধানমন্ত্রী কার্যালয় থেকে নরেন্দ্র মোদির যে কর্মসূচি পাওয়া গিয়েছে, তাতেও এই বৈঠকের বিষয়ে কোনও কিছুই উল্লেখ নেই। তবে, রাজভবন সূত্রের দাবি, মুখ্যমন্ত্রী আজ প্ৰধানমন্ত্রীর সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাতের জন্য সময় চেয়েছেন। তার ভিত্তিতেই এই বৈঠক হবে বলে জানা গিয়েছে।

লোকসভা নির্বাচনের আগে চলতি বছরে প্ৰথমবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঝাড়খণ্ডের কর্মসূচি সেরে হুগলির আরামবাগে সভা করবেন তিনি। তারপর সন্ধ্যা নাগাদ কলকাতা রাজভবনে ঢুকবেন নরেন্দ্র মোদি। যা নিয়ে রাজ্য রাজনৈতিক বটেই তৎপর কলকাতা রাজভবন ও পুলিশ-প্রশাসন। শহর কলকাতার রাস্তাঘাটে যান সচল রাখতে সমস্ত রকম ব্যবস্থা সেরে ফেলা হয়েছে। এসপিজি'র কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা শহর ৷ চূড়ান্ত ব্যস্ততা রাজভবনের অন্দরেও। এর মাঝেই মোদি-মমতা বৈঠক নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন ৷ 100 দিনের কাজ, আবাস যোজনার টাকা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ এমনকী কেন্দ্র টাকা না দিলেও রাজ্য 100 দিনের সেই টাকা মিটিয়ে দেবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ এই আবহে মোদি-মমতা বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেও মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ৷

আরও পড়ুন

আরামবাগে প্রধানমন্ত্রীর সভা, মোদির ভাষণ শুনতে সকাল থেকেই হাজির বিজেপি কর্মী-সমর্থকরা

আরামবাগ-কৃষ্ণনগরে পদ্ম ফোটাতে বিজেপির ভরসা সেই 'মোদি ম্যাজিক'

Last Updated : Mar 1, 2024, 3:27 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.