রায়গঞ্জ, 19 মার্চ: "কৃষ্ণ কল্যাণী সাংসদ হলে রায়গঞ্জের মানুষ লবডঙ্কা পাবে । একটা কাজও হবে না ।" মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার ইটাহারে নির্বাচনী প্রচারে এসে এমনটাই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার । এদিন ইটাহারে বেশ কিছু দলীয় কর্মসূচিতে যোগ দেন তিনি ।
তার মাঝেই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, "কৃষ্ণ কল্যাণী আমাদের বিধায়ক হয়েছিলেন । এখন তৃণমূলে চলে গিয়েছেন । উনি সাংসদ হওয়ার স্বপ্ন দেখছেন । তর্কের খাতিরে ধরে নিলাম উনি জিতে গেলেন । কিন্তু জিতে কী হবে ? কৃষ্ণ কল্যাণী প্রধানমন্ত্রী হবেন ? প্রধানমন্ত্রী তো বিজেপিরই হবে 400 বেশির বেশি আসন নিয়ে । কৃষ্ণ কল্যাণী সাংসদ হলে রায়গঞ্জের লোক কী পাবে ? এই যে এত ট্রেন পেল, সম্প্রতি দিল্লির ট্রেন চালু হল । কৃষ্ণ কল্যাণী সাংসদ হলে রায়গঞ্জের মানুষ লবডঙ্কা পাবে । একটা কাজও হবে না।"
পাশাপাশি বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র প্রসঙ্গে সুকান্ত মজুমদারের বক্তব্য, "যিনি নিজে ন'বার হেরেছেন । তাঁর অন্যকে হারানোর বিষয়ে এত কনফিডেন্ট হওয়া উচিত না ।"
এদিন ইটাহারে নির্বাচনী প্রচার এবং দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার পাশাপাশি চালুনিয়া এলাকায় দুর্ঘটনায় মৃত বিএসএফ জওয়ানের বাড়িতে যান তিনি । সেখানে পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন ৷ এরপর ইটাহারের পোরষা এলাকার ঝুমুর কালীমন্দিরে এসে পুজো দেন এবং ওই এলাকায় দলীয় নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন ৷ সেখানে সুকান্ত মজুমদার বলেন, "এই এলাকায় 1 কোটি 52 লক্ষ টাকার কাজের অনুমোদন দেওয়া হয়েছিল । প্রশাসন করেনি । ধীরে ধীরে সব কাজ হবে।"
আরও পড়ুন :