চুঁচুড়া, 4 মে: শুরু হল ভোট গণনা ৷ শান্তিপূর্ণভাবে হুগলি জেলার তিনটি লোকসভা আসনে মঙ্গলবার সকালে শুরু হয়েছে গণনা ৷ শ্রীরামপুর, আরামবাগ এবং হুগলি লোকসভা কেন্দ্রের জন্য তৈরি করা হয়েছে তিনটি গণনা কেন্দ্র ৷ কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে আরামবাগে নেতাজি মহাবিদ্যালয়, শ্রীরামপুর কলেজ ও হুগলি এইচআইটি কলেজ ৷
প্রতিটি গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের ব্যবস্থা করা হয়েছে ৷ কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও উত্তেজনা ছড়ায় গণনা কেন্দ্রে ৷ কেন্দ্রে ঢোকার সময় 'জয় বাংলা' স্লোগান দেন তৃণমূলের এজেন্টরা ৷ পালটা 'জয় শ্রী রাম' বলতে শোনা যায় বিজেপি এজেন্টদের ৷ আর তাতেই শুরু হয় উত্তেজনা ৷
গণনার সমস্ত খবর জানতে চোখ রাখুন ইটিভি ভারতে
খবর পাওয়া মাত্রই গণনা কেন্দ্রে ছুটে আসেন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি ৷ দুই দলের এজেন্টদের ধমক দেন তিনি । সাফ জানান, গণনা কেন্দ্রের সামনে বিশৃঙ্খলার সৃষ্টি করলে জোর করে বের করে দেওয়া হবে ৷ এরপরই নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি ৷
ত্রীস্তরীয় নিরাপত্তা বলয়ে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের গণনা শুরু হয়েছে শ্রীরামপুর কলেজে । রাজনৈতিক দলের এজেন্টরা লাইন দিয়ে গণনা কেন্দ্রে প্রবেশ করেন । নিরাপত্তার খাতিরে গণনা কেন্দ্রে ঢোকার সময় প্রতিটি এজেন্টকে তল্লাশি করছে পুলিশ । মোবাইল নিয়ে গণনা কেন্দ্রে ঢোকার সময় তল্লাশি করছে পুলিশ । গণনা কেন্দ্রে উপস্থিত হয়েছেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কবীর শঙ্কর বোস ৷ শ্রীরামপুর কলেজে গণনা কেন্দ্রে এসে পৌঁছেছেন বাম-কংগ্রেস জোট প্রার্থী দীপ্সিতা ধর ৷