ETV Bharat / politics

সিপিএমের পর তৃণমূল, ফের রাজ্যসভার পথে ঋতব্রত - RITABRATA BANERJEE

রাজ্যসভার সাংসদ জহর সরকার আরজি কর-কাণ্ডের পর ইস্তফা দেন ৷ সেই আসনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে মনোনীত করল তৃণমূল ৷

RITABRATA BANERJEE
সিপিএমের পর তৃণমূল, ফের রাজ্যসভায় সাংসদ ঋতব্রত (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 7, 2024, 4:07 PM IST

Updated : Dec 7, 2024, 4:41 PM IST

কলকাতা, 7 ডিসেম্বর: বঙ্গ রাজনীতিতে একসময় তাঁর পরিচিতি ছিল বুদ্ধ-ঘনিষ্ঠ নেতা হিসেবে ৷ সেই পরিচিতিই একদিন তাঁকে সংসদের উচ্চকক্ষ পর্যন্ত পৌঁছে দিয়েছিল বলে অনেকে দাবি করেন ৷ সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আবার রাজ্যসভার সাংসদ হতে চলেছেন ৷ এবার তাঁর দিল্লি-যাত্রা মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘আশীর্বাদ ধন্য’ হয়ে ৷

2021 সালে প্রাক্তন আমলা ও জাতীয়স্তরে মোদি-বিরোধী মুখ হিসেবে পরিচিত জহর সরকারকে রাজ্যসভায় পাঠিয়েছিল তৃণমূল ৷ আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ-খুনের ঘটনার পর তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দেন ৷ সেই আসনের বাকি সময়ের জন্য ঋতব্রতকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল ৷

শনিবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে রাজ্যসভার প্রার্থী করার বিষয়টি জানানো হয় । রাজ্যসভার উপ-নির্বাচনে সাধারণত লড়াই হয় না ৷ ফলে ঋতব্রতর জয় সময়ের অপেক্ষা ৷ এবার তাঁর সাংসদ পদের মেয়াদ হতে চলেছে মাত্র 15 মাস ৷ এদিন ঋতব্রতকে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও । তিনি সোশাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, ‘‘যোগ্য নির্বাচন হয়েছে । ঋতব্রতর অক্লান্ত পরিশ্রম দলের সংগঠনকে অনেক বেশি মজবুত করেছে । কঠোর পরিশ্রম, কাজের প্রতি আনুগত্য অবশেষে ফল দেয় ।’’ তৃণমূল নেতা কুণাল ঘোষও দলের সিদ্ধান্তকে একেবারে সঠিক বলেই মন্তব্য করেছেন ৷

উল্লেখ্য, এক সময় সিপিএমে উদীয়মান নেতা হিসেবে জনপ্রিয় হয়েছিলেন ঋতব্রত ৷ তাঁকে সদ্য প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ঘনিষ্ঠ বলেও রাজনৈতিক মহল চিনত ৷ 2014 সালে তিনি রাজ্যসভার সাংসদ হন ৷ তার পর বিতর্কে জড়িয়ে পড়ায় তাঁকে বহিষ্কার করে সিপিএম ৷ এর পর তিনি রাজ্যসভায় নির্দল সাংসদ হিসেবেই থেকে যান ৷ 2020 সালে তাঁর সাংসদ পদের মেয়াদ শেষ হয় ৷

ইতিমধ্যে তিনি তৃণমূলে যোগ দেন ৷ 2021 সালে তাঁকে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি করা হয় ৷ এখনও পর্যন্ত তিনি সেই পদেই রয়েছেন ৷ এবার তিনি তৃণমূলের সাংসদ হতে চলেছেন ৷ এই নিয়ে তিনি এ দিন বলেন, ‘‘আমি দলের সৈনিক । দল যখন আমাকে যেভাবে দায়িত্ব দিয়েছে, আমি তা পালন করেছি । এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে এই দায়িত্বের যোগ্য বলে মনে করেছেন বলে আমি কৃতজ্ঞ । আমি চেষ্টা করব তাদের দেওয়া গুরু দায়িত্ব আরও ভালো করে পালন করতে ।’’

সোশাল মিডিয়ায় নিজের কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি পোস্ট করেছেন ঋতব্রত ৷ সঙ্গে লিখেছেন, ‘‘তব চরণে নত মাথা ৷’’

কলকাতা, 7 ডিসেম্বর: বঙ্গ রাজনীতিতে একসময় তাঁর পরিচিতি ছিল বুদ্ধ-ঘনিষ্ঠ নেতা হিসেবে ৷ সেই পরিচিতিই একদিন তাঁকে সংসদের উচ্চকক্ষ পর্যন্ত পৌঁছে দিয়েছিল বলে অনেকে দাবি করেন ৷ সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আবার রাজ্যসভার সাংসদ হতে চলেছেন ৷ এবার তাঁর দিল্লি-যাত্রা মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘আশীর্বাদ ধন্য’ হয়ে ৷

2021 সালে প্রাক্তন আমলা ও জাতীয়স্তরে মোদি-বিরোধী মুখ হিসেবে পরিচিত জহর সরকারকে রাজ্যসভায় পাঠিয়েছিল তৃণমূল ৷ আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ-খুনের ঘটনার পর তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দেন ৷ সেই আসনের বাকি সময়ের জন্য ঋতব্রতকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল ৷

শনিবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে রাজ্যসভার প্রার্থী করার বিষয়টি জানানো হয় । রাজ্যসভার উপ-নির্বাচনে সাধারণত লড়াই হয় না ৷ ফলে ঋতব্রতর জয় সময়ের অপেক্ষা ৷ এবার তাঁর সাংসদ পদের মেয়াদ হতে চলেছে মাত্র 15 মাস ৷ এদিন ঋতব্রতকে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও । তিনি সোশাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, ‘‘যোগ্য নির্বাচন হয়েছে । ঋতব্রতর অক্লান্ত পরিশ্রম দলের সংগঠনকে অনেক বেশি মজবুত করেছে । কঠোর পরিশ্রম, কাজের প্রতি আনুগত্য অবশেষে ফল দেয় ।’’ তৃণমূল নেতা কুণাল ঘোষও দলের সিদ্ধান্তকে একেবারে সঠিক বলেই মন্তব্য করেছেন ৷

উল্লেখ্য, এক সময় সিপিএমে উদীয়মান নেতা হিসেবে জনপ্রিয় হয়েছিলেন ঋতব্রত ৷ তাঁকে সদ্য প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ঘনিষ্ঠ বলেও রাজনৈতিক মহল চিনত ৷ 2014 সালে তিনি রাজ্যসভার সাংসদ হন ৷ তার পর বিতর্কে জড়িয়ে পড়ায় তাঁকে বহিষ্কার করে সিপিএম ৷ এর পর তিনি রাজ্যসভায় নির্দল সাংসদ হিসেবেই থেকে যান ৷ 2020 সালে তাঁর সাংসদ পদের মেয়াদ শেষ হয় ৷

ইতিমধ্যে তিনি তৃণমূলে যোগ দেন ৷ 2021 সালে তাঁকে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি করা হয় ৷ এখনও পর্যন্ত তিনি সেই পদেই রয়েছেন ৷ এবার তিনি তৃণমূলের সাংসদ হতে চলেছেন ৷ এই নিয়ে তিনি এ দিন বলেন, ‘‘আমি দলের সৈনিক । দল যখন আমাকে যেভাবে দায়িত্ব দিয়েছে, আমি তা পালন করেছি । এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে এই দায়িত্বের যোগ্য বলে মনে করেছেন বলে আমি কৃতজ্ঞ । আমি চেষ্টা করব তাদের দেওয়া গুরু দায়িত্ব আরও ভালো করে পালন করতে ।’’

সোশাল মিডিয়ায় নিজের কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি পোস্ট করেছেন ঋতব্রত ৷ সঙ্গে লিখেছেন, ‘‘তব চরণে নত মাথা ৷’’

Last Updated : Dec 7, 2024, 4:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.