পূর্ব বর্ধমান, 26 এপ্রিল: 'রাজ্যের কোণায় কোণায় রোবট দিয়ে সার্চ করা উচিত। যত ধরনের নোংরা কাজ তো ওখানেই (সন্দেশখালিতে) হয়।' পূর্ব বর্ধমানের সাতগেছিয়া এলাকায় রোড শো করতে এসে এই মন্তব্য করলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী।
শুক্রবার বিকালে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে মিঠুন চক্রবর্তীর রোড শো করতে আসেন। সেখানে তিনি সন্দেশখালিতে অস্ত্র উদ্ধার প্রসঙ্গে বলেন, "এটা কোনও নতুন ব্যাপার নয়। যত ধরনের নোংরা কাজ ওখান থেকেই হয় ৷" এরপরেই তাঁর সংযোজন, শুধু সন্দেশখালি নয়, "সারা রাজ্য জুড়ে রোবট দিয়ে সার্চ করা উচিত ৷"
খাতায় কলমে শুক্রবার থেকে রাজনৈতিক প্রচার শুরু করলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সকাল থেকে বর্ধমান শহরের আঁকড়বাগান, মোহন্তস্থল, উদয়পল্লি-সহ বিভিন্ন এলাকায় রোড শো করেন। পরে বিকালে বর্ধমানের সাতগেছিয়া বাজারে মিঠুন চক্রবর্তী দিলীপ ঘোষের সমর্থনে রোড শো শুরু করেন। এদিন বিকালে সাতগেছিয়ার পাওয়ার মোড়ের কাছে হেলিপ্যাডে নামেন মিঠুন চক্রবর্তী। তারপর হুডখোলা গাড়িতে দিলীপ ঘোষকে সঙ্গে নিয়ে শুরু করেন রোড শো। মহিলা-পুরুষ ঢাকি, রণপা নৃত্য-সহ একাধিক বাদ্যযন্ত্র নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করে এলাকা পরিক্রমা করেন। মিঠুন চক্রবর্তীকে দেখতে ঢল নামে আশেপাশের মানুষের। মানুষের মধ্যে উন্মাদনা ছিল নজরে পড়ার মতো।
এদিন সন্দেশখালির সরবেড়িয়া এলাকায় শাহজাহান ঘনিষ্ঠের বাড়িতে হানা দেয় সিবিআই। সেখানে প্রচুর অস্ত্র বোমা মজুত করা ছিল বলে সূত্র মারফৎ খবর পেয়েই তল্লাশিতে নামে সিবিআই। এরপরই সেই বাড়ির মাটি খুঁড়ে গুলি-বন্দুক, বোমার মশলা, বিদেশি আগ্নেয়াস্ত্র ও বোমা পাওয়া যেতেই এনএসজি-কে ডাকা হয়। অটোমেটিক রোবট স্ক্যানার দিয়ে শুরু হয় নতুন করে তল্লাশি।
সেই প্রসঙ্গে এদিন সাতগেছিয়াতে মিঠুন চক্রবর্তী বলেন, "এটা কি কোনও নতুন ব্যাপার ? ওখানে তো পাওয়াই যাবে। যত ধরনের নোংরা কাজ তো ওখান থেকেই হয়। আর কী বলব ? রোবট দিয়ে সার্চ করতেই হবে। তা ছাড়া কোনও উপায় নেই। পশ্চিমবঙ্গের সব জায়গায় এইভাবেই সার্চ করা উচিত।"
আরও পড়ুন
সন্দেশখালি থেকে বিদেশি রিভলবার-সহ প্রচুর অস্ত্র উদ্ধার সিবিআইয়ের
সন্দেশখালিতে পরিকল্পিত চক্রান্তের অভিযোগ কুণালের, বিপজ্জনক মোড় নিচ্ছে দাবি সুকান্তের