ETV Bharat / politics

বিধায়কদের ধরে রাখতে রকমারি কৌশল, সোমে বিহারে আস্থা ভোটে খেলা হবে ? - বিহারে আস্থা ভোট

Bihar Floor Test: 12 ফেব্রুয়ারি বিহার বিধানসভায় এনডিএ সরকারের আস্থা ভোট ৷ তার আগে সমস্ত দলের কাছে নিজেদের বিধায়কদের ধরে রাখাটাই বড় চ্যালেঞ্জ । আরজেডি বিধায়ক তেজস্বী যাদবের বাসভবনে একপ্রকার 'গৃহবন্দি' তাঁর দলের বিধায়করা ৷ আবার বিজেপি বোধগয়ায় 'ব্যারিকেড' করে রেখেছে নিজেদের বিধায়কদের ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 11, 2024, 2:31 PM IST

পটনা, 11 ফেব্রুয়ারি: সোমবার কি বিহারে 'খেলা' হবে ? আচমকা ডিগবাজি দিয়ে বিজেপির সঙ্গে নতুন সরকার গঠন করেছেন নীতীশ কুমার ৷ আর তার পর থেকেই সাধারণ মানুষের মধ্যে এবং রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে যে, আরজেডি নেতা তেজস্বী যাদব কি তাহলে আস্থা ভোটের দিন বিধানসভায় অন্য কোনও খেলা খেলবেন ? ইতিমধ্যেই বিভিন্ন দলগুলি নিজেদের বিধায়কদের অন্য শিবিরের থেকে 'নিরাপদ' রাখার চেষ্টা করছে ।

তেজস্বীর বাসভবনে আরজেডি বিধায়করা: নীতীশ কুমারের পুনরায় শপথ গ্রহণের পর প্রাক্তন ডেপুটি সিএম তেজস্বী যাদব দাবি করেছিলেন যে, বিহারে 'খেলা এখনও বাকি আছে ৷' শনিবার সন্ধ্যায় তিনি আরজেডি এবং বাম দলগুলির সমস্ত বিধায়ককে নিজের বাসভবনে এনে রেখেছেন । বিধায়কদের স্বাচ্ছন্দ্য এবং সুবিধার দিকে সম্পূর্ণ যত্ন নেওয়া হচ্ছে । চা, সকালের খাবার, দুপুরের খাবার ও নৈশভোজের ব্যবস্থা করা হয়েছে । এছাড়াও আবাসনের বাইরে নিরাপত্তা বাড়ানো হয়েছে । জানা গিয়েছে যে, সমস্ত বিধায়ক সোমবার সকাল পর্যন্ত সেখানেই থাকবেন এবং সেখান থেকেই তাঁরা সোজা যাবেন বিধানসভা অধিবেশনে ৷ শনিবার রাতেই বিধায়কদের পোশাক ও জিনিসপত্র অর্ডার করা হয়েছে ।

হায়দরাবাদ থেকে পটনায় কংগ্রেস বিধায়করা: এ দিকে, এক সপ্তাহ পর আজ পটনায় ফিরছেন কংগ্রেস বিধায়করা । এই বিধায়কদেরও তেজস্বী যাদবের বাড়িতে রাখার পরিকল্পনা রয়েছে । 19 জনের মধ্যে 16 জন কংগ্রেস বিধায়ক হায়দরাবাদে গিয়েছিলেন। সিদ্ধার্থ সৌরভ, আফাক আলম এবং বিজয় শংকর দুবে হায়দরাবাদে যাননি, তাঁরা বর্তমানে পটনাতেই রয়েছেন ।

Bihar Floor Test
ঘোড়া কেনাবেচা রুখতে তৎপরতা

জেডিইউ বিধায়কদের বৈঠকের ডাক নীতীশের: অন্যদিকে, মুখ্যমন্ত্রী নীতীশ কুমার আজ জেডিইউ বিধায়ক ও বিধান পরিষদের সদস্যদের বৈঠক ডেকেছেন । আজ বিকেল 5টায় শিক্ষামন্ত্রী বিজয় কুমার চৌধুরীর বাসভবনে জেডিইউ বিধায়ক দলের বৈঠক হবে । হুইপও জারি করেছে জেডিইউ । দলীয় নেতৃত্ব স্পষ্ট নির্দেশ দিয়েছে যে, আস্থা ভোটের সময় কোনও বিধায়ক অনুপস্থিত থাকলে তাঁর বিধায়কের সদস্যপদ বাতিল করার ব্যবস্থা নেওয়া হবে ।

জেডিইউ বিধায়করা অনেকে ভোজসভায় অনুপস্থিত: শনিবার গ্রামোন্নয়ন মন্ত্রী শ্রবণ কুমারের বাসভবনে আয়োজিত ভোজসভায় অনেক জেডিইউ বিধায়ক অংশ নেননি । ভোজসভায় অনুপস্থিত ব্যক্তিদের মধ্যে রয়েছেন বিমা ভারতী, শালিনী মিশ্র, অশোক কুমার চৌধুরী, অনিরুদ্ধ যাদব, দিলীপ যাদব, আমান হাজারি, গুঞ্জেশ্বর শাহ, সুদর্শন এবং সঞ্জীব কুমার।

Nitish Kumar
জেডিইউয়ের বৈঠক

বিজেপি বিধায়কদের জন্য বোধগয়ায় কর্মশালা: ভারতীয় জনতা পার্টিও তাদের বিধায়কদের কোনও ধরনের ভাঙন থেকে রক্ষা করার জন্য বোধগয়ায় রেখেছে । প্রশিক্ষণ শিবিরের নামে সব বিধায়ককে এক করে রাখার চেষ্টা চলছে । আজ কর্মশালার দ্বিতীয় ও শেষ দিন । সোমবার বিধানসভা অধিবেশনে যোগ দিতে সব বিধায়ক সেখান থেকেই রওনা হবেন ৷ প্রথম দিনে বিজেপির 5 জন বিধায়কও প্রশিক্ষণ শিবিরে যোগ দেননি । শনিবার বিজেপির কর্মশালায় অনুপস্থিত ছিলেন পবন যাদব, রশ্মি ভার্মা, বিনয় বিহারী এবং সৌরভ তিওয়ারি ।

বিধানসভার পাটিগণিত: 243 সদস্যের বিহার বিধানসভায় 128 জন বিধায়কের সমর্থন রয়েছে নীতীশ কুমারের । এর মধ্যে রয়েছে বিজেপির 78 জন বিধায়ক, 45 জন জেডিইউ, 4 জন হিন্দুস্তানি আওয়াম মোর্চা এবং একজন স্বতন্ত্র বিধায়ক । যেখানে মহাজোটের 114 জন বিধায়ক রয়েছে, যার মধ্যে আরজেডি রয়েছে 79, কংগ্রেসের 19 এবং বাম দলগুলির 16 জন । প্রয়োজনে এআইএমআইএম বিধায়কও বিরোধী শিবিরের সঙ্গে যেতে পারেন ।

কেন 'খেলা' হওয়ার আলোচনা: গত কয়েকদিন ধরে বিহারে তুমুল চর্চা চলছে যে, আরজেডি শাসক দলের কয়েকজন বিধায়কের সঙ্গে যোগাযোগ করেছে । ডেপুটি সিএম সম্রাট চৌধুরী এবং মন্ত্রী শ্রবণ কুমারও স্বীকার করেছেন যে, তাঁদের বিধায়কদের সঙ্গে যোগাযোগ রাখছে আরজেডি ৷ তবে তাঁর দাবি, নীতীশ কুমার সংখ্যাগরিষ্ঠতার পরীক্ষায় সফল হবেন । বিশেষজ্ঞরা বলছেন যে, আস্থা ভোটে যদি কমপক্ষে 7 জন এনডিএ বিধায়ক ক্রস-ভোট করেন বা 10-12 জন বিধায়ক বিধানসভা থেকে উধাও হয়ে যান, তবে 'খেলা' হতে পারে ।

স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব: বিহারে এনডিএ সরকার গঠনের সঙ্গে সঙ্গে বিহার বিধানসভার স্পিকার অবধ বিহারী চৌধুরীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের নোটিশ দিয়েছেন বিজেপি বিধায়ক নন্দ কিশোর যাদব । এই অবস্থায় তিনি পদত্যাগ না করলে তাঁর বিরুদ্ধে ভোটাভুটি হবে । তবে তিনি পদত্যাগ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্পিকার । উল্লেখ্য, আরজেডির টিকিটে বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছেন অবধ বিহারী চৌধুরী । এই অবস্থায় ক্ষমতাসীন দল 'খেলা' হওয়ার আশংকা করছে ।

আরও পড়ুন:

  1. 'নীতীশ কুমার বিজেপিতে না এলে, শত্রুঘ্ন বিহারে জোট-প্রার্থী হতেন', অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্রর
  2. 10 ফেব্রুয়ারি আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতার পরীক্ষা, পাকাপাকি এনডিএ-তে থাকবেন; দাবি নীতীশের
  3. লোকসভা নির্বাচনে হারের ভয়ে নীতীশের রংবদল, কটাক্ষ প্রশান্ত কিশোরের

পটনা, 11 ফেব্রুয়ারি: সোমবার কি বিহারে 'খেলা' হবে ? আচমকা ডিগবাজি দিয়ে বিজেপির সঙ্গে নতুন সরকার গঠন করেছেন নীতীশ কুমার ৷ আর তার পর থেকেই সাধারণ মানুষের মধ্যে এবং রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে যে, আরজেডি নেতা তেজস্বী যাদব কি তাহলে আস্থা ভোটের দিন বিধানসভায় অন্য কোনও খেলা খেলবেন ? ইতিমধ্যেই বিভিন্ন দলগুলি নিজেদের বিধায়কদের অন্য শিবিরের থেকে 'নিরাপদ' রাখার চেষ্টা করছে ।

তেজস্বীর বাসভবনে আরজেডি বিধায়করা: নীতীশ কুমারের পুনরায় শপথ গ্রহণের পর প্রাক্তন ডেপুটি সিএম তেজস্বী যাদব দাবি করেছিলেন যে, বিহারে 'খেলা এখনও বাকি আছে ৷' শনিবার সন্ধ্যায় তিনি আরজেডি এবং বাম দলগুলির সমস্ত বিধায়ককে নিজের বাসভবনে এনে রেখেছেন । বিধায়কদের স্বাচ্ছন্দ্য এবং সুবিধার দিকে সম্পূর্ণ যত্ন নেওয়া হচ্ছে । চা, সকালের খাবার, দুপুরের খাবার ও নৈশভোজের ব্যবস্থা করা হয়েছে । এছাড়াও আবাসনের বাইরে নিরাপত্তা বাড়ানো হয়েছে । জানা গিয়েছে যে, সমস্ত বিধায়ক সোমবার সকাল পর্যন্ত সেখানেই থাকবেন এবং সেখান থেকেই তাঁরা সোজা যাবেন বিধানসভা অধিবেশনে ৷ শনিবার রাতেই বিধায়কদের পোশাক ও জিনিসপত্র অর্ডার করা হয়েছে ।

হায়দরাবাদ থেকে পটনায় কংগ্রেস বিধায়করা: এ দিকে, এক সপ্তাহ পর আজ পটনায় ফিরছেন কংগ্রেস বিধায়করা । এই বিধায়কদেরও তেজস্বী যাদবের বাড়িতে রাখার পরিকল্পনা রয়েছে । 19 জনের মধ্যে 16 জন কংগ্রেস বিধায়ক হায়দরাবাদে গিয়েছিলেন। সিদ্ধার্থ সৌরভ, আফাক আলম এবং বিজয় শংকর দুবে হায়দরাবাদে যাননি, তাঁরা বর্তমানে পটনাতেই রয়েছেন ।

Bihar Floor Test
ঘোড়া কেনাবেচা রুখতে তৎপরতা

জেডিইউ বিধায়কদের বৈঠকের ডাক নীতীশের: অন্যদিকে, মুখ্যমন্ত্রী নীতীশ কুমার আজ জেডিইউ বিধায়ক ও বিধান পরিষদের সদস্যদের বৈঠক ডেকেছেন । আজ বিকেল 5টায় শিক্ষামন্ত্রী বিজয় কুমার চৌধুরীর বাসভবনে জেডিইউ বিধায়ক দলের বৈঠক হবে । হুইপও জারি করেছে জেডিইউ । দলীয় নেতৃত্ব স্পষ্ট নির্দেশ দিয়েছে যে, আস্থা ভোটের সময় কোনও বিধায়ক অনুপস্থিত থাকলে তাঁর বিধায়কের সদস্যপদ বাতিল করার ব্যবস্থা নেওয়া হবে ।

জেডিইউ বিধায়করা অনেকে ভোজসভায় অনুপস্থিত: শনিবার গ্রামোন্নয়ন মন্ত্রী শ্রবণ কুমারের বাসভবনে আয়োজিত ভোজসভায় অনেক জেডিইউ বিধায়ক অংশ নেননি । ভোজসভায় অনুপস্থিত ব্যক্তিদের মধ্যে রয়েছেন বিমা ভারতী, শালিনী মিশ্র, অশোক কুমার চৌধুরী, অনিরুদ্ধ যাদব, দিলীপ যাদব, আমান হাজারি, গুঞ্জেশ্বর শাহ, সুদর্শন এবং সঞ্জীব কুমার।

Nitish Kumar
জেডিইউয়ের বৈঠক

বিজেপি বিধায়কদের জন্য বোধগয়ায় কর্মশালা: ভারতীয় জনতা পার্টিও তাদের বিধায়কদের কোনও ধরনের ভাঙন থেকে রক্ষা করার জন্য বোধগয়ায় রেখেছে । প্রশিক্ষণ শিবিরের নামে সব বিধায়ককে এক করে রাখার চেষ্টা চলছে । আজ কর্মশালার দ্বিতীয় ও শেষ দিন । সোমবার বিধানসভা অধিবেশনে যোগ দিতে সব বিধায়ক সেখান থেকেই রওনা হবেন ৷ প্রথম দিনে বিজেপির 5 জন বিধায়কও প্রশিক্ষণ শিবিরে যোগ দেননি । শনিবার বিজেপির কর্মশালায় অনুপস্থিত ছিলেন পবন যাদব, রশ্মি ভার্মা, বিনয় বিহারী এবং সৌরভ তিওয়ারি ।

বিধানসভার পাটিগণিত: 243 সদস্যের বিহার বিধানসভায় 128 জন বিধায়কের সমর্থন রয়েছে নীতীশ কুমারের । এর মধ্যে রয়েছে বিজেপির 78 জন বিধায়ক, 45 জন জেডিইউ, 4 জন হিন্দুস্তানি আওয়াম মোর্চা এবং একজন স্বতন্ত্র বিধায়ক । যেখানে মহাজোটের 114 জন বিধায়ক রয়েছে, যার মধ্যে আরজেডি রয়েছে 79, কংগ্রেসের 19 এবং বাম দলগুলির 16 জন । প্রয়োজনে এআইএমআইএম বিধায়কও বিরোধী শিবিরের সঙ্গে যেতে পারেন ।

কেন 'খেলা' হওয়ার আলোচনা: গত কয়েকদিন ধরে বিহারে তুমুল চর্চা চলছে যে, আরজেডি শাসক দলের কয়েকজন বিধায়কের সঙ্গে যোগাযোগ করেছে । ডেপুটি সিএম সম্রাট চৌধুরী এবং মন্ত্রী শ্রবণ কুমারও স্বীকার করেছেন যে, তাঁদের বিধায়কদের সঙ্গে যোগাযোগ রাখছে আরজেডি ৷ তবে তাঁর দাবি, নীতীশ কুমার সংখ্যাগরিষ্ঠতার পরীক্ষায় সফল হবেন । বিশেষজ্ঞরা বলছেন যে, আস্থা ভোটে যদি কমপক্ষে 7 জন এনডিএ বিধায়ক ক্রস-ভোট করেন বা 10-12 জন বিধায়ক বিধানসভা থেকে উধাও হয়ে যান, তবে 'খেলা' হতে পারে ।

স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব: বিহারে এনডিএ সরকার গঠনের সঙ্গে সঙ্গে বিহার বিধানসভার স্পিকার অবধ বিহারী চৌধুরীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের নোটিশ দিয়েছেন বিজেপি বিধায়ক নন্দ কিশোর যাদব । এই অবস্থায় তিনি পদত্যাগ না করলে তাঁর বিরুদ্ধে ভোটাভুটি হবে । তবে তিনি পদত্যাগ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্পিকার । উল্লেখ্য, আরজেডির টিকিটে বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছেন অবধ বিহারী চৌধুরী । এই অবস্থায় ক্ষমতাসীন দল 'খেলা' হওয়ার আশংকা করছে ।

আরও পড়ুন:

  1. 'নীতীশ কুমার বিজেপিতে না এলে, শত্রুঘ্ন বিহারে জোট-প্রার্থী হতেন', অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্রর
  2. 10 ফেব্রুয়ারি আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতার পরীক্ষা, পাকাপাকি এনডিএ-তে থাকবেন; দাবি নীতীশের
  3. লোকসভা নির্বাচনে হারের ভয়ে নীতীশের রংবদল, কটাক্ষ প্রশান্ত কিশোরের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.