কুলপি, 28 মার্চ: ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটে লড়ার জল্পনা জিইয়ে রাখলেন নওশাদ সিদ্দিকী ৷ তিনি ওই কেন্দ্র থেকে লড়ার জন্য প্রস্তুত আছেন বলে জানিয়ে আইএসএফ বিধায়ক আজ বলেন, তিনি ভীতু নন ৷ এখনও তিনি ডায়মন্ড হারবার থেকে লড়তে ইচ্ছুক ৷ তবে এ ব্যাপারে দলের শীর্ষ নেতৃত্বের অনুমতির অপেক্ষায় রয়েছেন তিনি ৷
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় হিসেবে পরিচিত ডায়মন্ড হারবারে তিনি লড়তে চান ৷ অনেক দিন আগে থেকেই এই ইচ্ছের কথা সর্বসমক্ষে জানিয়েছিলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী । তবে সম্প্রতি প্রথম পর্যায়ে আইএসএফ-এর পক্ষ থেকে লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে । সেই প্রার্থী তালিকায় নেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র কিংবা নওশাদ সিদ্দিকীর নাম । এই নিয়ে নওশাদের বিরুদ্ধে তির্যক মন্তব্য ছুড়ে দিয়েছেন অনেকেই ৷ তাঁরা নওশাদ সিদ্দিকীকে ভীতু বলে আখ্যা দিয়েছেন । তৃণমূলের পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছে যে, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়ালে গো হারান হারবেন নওশাদ সিদ্দিকী ৷
তবে বৃহস্পতিবার শাসকদলের আক্রমণের জবাব দিয়ে এ ব্যাপারে নিজের অবস্থান স্পষ্ট করেছেন নওশাদ ৷ দক্ষিণ 24 পরগনার মথুরাপুর লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী অধ্যাপক অজয়কুমার দাসের সমর্থনে কুলপিতে আইএসএফের দলীয় কার্যালয়ে গিয়ে কর্মী বৈঠক করেন আইএসএফের সভাপতি ।
নওশাদ বলেন, "ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করতে চাই । প্রথম দিন থেকেই আমি এই কথা বলে আসছি ৷ এখনও পর্যন্ত আমি এই কথাই বলব । জায়গা ছেড়ে দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না । শুধু কয়েকটা দিনের অপেক্ষা । দলের সর্বোচ্চ নেতৃত্বের থেকে অনুমতি পেলেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইএসএফের হয়ে লড়াই করব । আমি ভীতু নই, আর আমি মরার ভয়ও পাই না ।"
নওশাদের কথায়, "আমাদের দলের দ্বিতীয় পর্যায়ে যে প্রার্থী তালিকা ঘোষণা হবে সেই প্রার্থী তালিকায় চোখ রাখুন । ডায়মন্ড হারবার নিয়ে আমাদের দলের রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে একাধিক মতামত উঠেছে । আমি কিন্তু মানসিকভাবে 100 শতাংশ প্রস্তুত লড়াই করার জন্য । আইএসএফের জন্যই নওশাদ সিদ্দিকী । নওশাদ সিদ্দিকীর জন্য আইএসএফ নয় । রাজ্য কমিটির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি ।"
লোকসভা নির্বাচনের ক্ষেত্রে শওকত মোল্লা একের পর এক দায়িত্ব পাচ্ছেন দলের তরফে। ভোটের আগে তাঁর উপর বিশেষ ভাবে ভরসা রাখছে তৃণমূল । এই বিষয়ে নওশাদ সিদ্দিকীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "মাননীয় মুখ্যমন্ত্রী যাঁকে বলেছিলেন যে তুই বোমা বাঁধিস, তিনি এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সৈনিক । যাঁকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ক্রিমিনাল বলে আখ্যা দিয়েছে, সেই ব্যক্তি যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত হয়ে ওঠেন, তাহলে আর কী বলা যাবে । অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, লোকসভা নির্বাচনে কোনও রাজনৈতিক হিংসা হবে না, এটা গণতন্ত্রের রক্ষা করার লড়াই । শওকত মোল্লার উপর যদি দায়িত্ব থাকে, তাহলে তিনি গণতন্ত্র রক্ষা করবেন নাকি গণতন্ত্রকে বিপন্ন করবেন সেটা বলা যাবে না । যেভাবে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে দেননি, সেভাবেই কি লোকসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে দেবে না ? নাকি বিভিন্ন বুথ দখল করে ছাপ্পা দেবেন ।"
আত্মবিশ্বাসের সুরে নওশাদ বলেন, আইএসএফ লড়াইয়ের ময়দান থেকে পালাবে না ৷ চোখে চোখ রেখে লড়াই করবে আইএসএফ ।
আরও পড়ুন: