ETV Bharat / politics

ফিনিক্স পাখির মতো অন্ধ্রের রাজনীতিতে পুনরুত্থান চন্দ্রবাবুর - N Chandrababu Naidu - N CHANDRABABU NAIDU

N Chandrababu Naidu: 2019 সালে অন্ধ্রপ্রদেশ বিধানসভার ভোটে মাত্র 23টি আসন জিতেছিল টিডিপি ৷ ক্ষমতাচ্যূত হয়েছিলেন এন চন্দ্রবাবু নায়ডু ৷ তার পর তাঁকে দুর্নীতির অভিযোগে গ্রেফতারও করা হয় ৷ সেখান থেকে অনেকটা ফিনিক্স পাখির মতো তাঁর উদয় হল অন্ধ্রপ্রদেশের রাজনীতিতে ৷ একক সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে তিনি আবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হতে চলেছেন ৷ ওই রাজ্য়ের লোকসভা আসনগুলিতেও এগিয়ে টিডিপি ৷

N Chandrababu Naidu
এন চন্দ্রবাবু নায়ডু (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 4, 2024, 3:16 PM IST

Updated : Jun 4, 2024, 4:42 PM IST

অরমাবতী, 4 জুন: পাঁচ বছর আগে ওয়াইএসআরসিপি-র নেতা তরুণ জগন মোহন রেড্ডির কাছে লজ্জার হারের মুখ দেখতে হয়েছিল টিডিপি সুপ্রিমো এন চন্দ্রবাবু নায়ডুকে ৷ মঙ্গলবারের সেই হারের লজ্জা থেকে কার্যত মুক্তি মিলল অন্ধ্রপ্রদেশের এই বর্ষীয়ান রাজনৈতিক নেতার ৷ এবার ওই রাজ্য়ের বিধানসভা নির্বাচনে বিজেপি ও জনসেনা পার্টিকে নিয়ে তৈরি তাঁর দলের জোট বিপুল জয় পেতে চলেছে ৷ অন্ধ্রের ক্ষমতায় বসার পথে আবার এগিয়ে চন্দ্রবাবু ৷

অন্ধ্র বিধানসভায় আসন সংখ্যা 175 ৷ এর মধ্যে টিডিপি এগিয়ে 130টি আসনে ৷ 2014 সালে মাত্র 23টি আসন পেয়েছিল চন্দ্রবাবুর দল ৷ শুধু বিধানসভাই নয়, লোকসভাতেও ওই রাজ্য়ে টিডিপি ভালো ফল করতে চলেছে ৷ 25টির মধ্যে 16টি আসনে তারা এগিয়ে রয়েছে ৷ জোটসঙ্গী বিজেপি তিনটিতে ও জনসেনা পার্টি এগিয়ে দু’টিতে ৷

অবিভক্ত অন্ধ্রপ্রদেশের চিত্তোর জেলার নারাভারিপল্লিতে 1950 সালের 20 এপ্রিল জন্ম হয়েছিল নারা চন্দ্রবাবু নায়ডুর ৷ তিরুপতির শ্রী ভেঙ্কটেশ্বরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই তিনি রাজনীতিতে যোগদান করেন ৷ তার পর প্রায় চারদশক তিনি রাজনীতিতে আছেন ৷ শুরুর দিকে তিনি কংগ্রেসে ছিলেন ৷ অন্ধ্রে কংগ্রেস সরকারের ক্যাবিনেট মন্ত্রীও হয়েছিলেন ৷ পরে তিনি তাঁর শ্বশুর এনটি রামা রাও-এর তৈরি রাজনৈতিক দল টিডিপি-তে যোগদান করেন ৷

1995 সালে প্রথমবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হন চন্দ্রবাবু নায়ডু ৷ তার পর তিনবার ওই রাজ্য়ের মুখ্যমন্ত্রী হয়েছেন ৷ 1995 সাল থেকে 2004 সাল পর্যন্ত তিনি অবিভক্ত অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন ৷ সেই সময় টানা ন’বছর তিনি ক্ষমতায় ছিলেন ৷ দশ বছর আগে অন্ধ্রপ্রদেশ ভাগ হয়ে তেলেঙ্গানা তৈরি হওয়ার পর তিনি তৃতীয়বারের জন্য পুনর্গঠিত অন্ধ্রের মুখ্যমন্ত্রী হন ৷ 2019 সালে তিনি জগন মোহন রেড্ডির কাছে হেরে যান ৷

তাঁকে আধুনিক হায়দরাবাদ শহরের রূপকার বলা হয় ৷ বিশেষ করে হায়দরাবাদকে হাই-টেক শহরে বদলাতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ৷ প্রয়াত অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন, সেই সময় দিল্লিতে এনডিএ সরকার তৈরিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ৷ সেই সময় তিনি বাজপেয়ী সরকারকে বাইরে থেকে সমর্থন দিয়েছিলেন ৷

2023 সালে তাঁকে স্কিল ডেভলপমেন্ট দুর্নীতি মামলায় গ্রেফতার করে জগনের সরকার ৷ তাঁর রাজনৈতিক কেরিয়ারে সেটাই সবচেয়ে খারাপ সময় ছিল ৷ প্রায় দু’মাস তিনি জেলে ছিলেন ৷ জামিনে ছাড়া পেয়ে বাইরে এসে তিনি কার্যত নতুন করে রাজনৈতিক জীবন শুরু করেন ৷ ফের হাত মেলান বিজেপির সঙ্গে ৷ যোগ দেন এনডিএ-তে ৷ তার পর জনসেনা ও বিজেপিকে সঙ্গে নিয়ে অন্ধ্রের ভোটের ময়দানে নামেন ৷

(পিটিআই)

অরমাবতী, 4 জুন: পাঁচ বছর আগে ওয়াইএসআরসিপি-র নেতা তরুণ জগন মোহন রেড্ডির কাছে লজ্জার হারের মুখ দেখতে হয়েছিল টিডিপি সুপ্রিমো এন চন্দ্রবাবু নায়ডুকে ৷ মঙ্গলবারের সেই হারের লজ্জা থেকে কার্যত মুক্তি মিলল অন্ধ্রপ্রদেশের এই বর্ষীয়ান রাজনৈতিক নেতার ৷ এবার ওই রাজ্য়ের বিধানসভা নির্বাচনে বিজেপি ও জনসেনা পার্টিকে নিয়ে তৈরি তাঁর দলের জোট বিপুল জয় পেতে চলেছে ৷ অন্ধ্রের ক্ষমতায় বসার পথে আবার এগিয়ে চন্দ্রবাবু ৷

অন্ধ্র বিধানসভায় আসন সংখ্যা 175 ৷ এর মধ্যে টিডিপি এগিয়ে 130টি আসনে ৷ 2014 সালে মাত্র 23টি আসন পেয়েছিল চন্দ্রবাবুর দল ৷ শুধু বিধানসভাই নয়, লোকসভাতেও ওই রাজ্য়ে টিডিপি ভালো ফল করতে চলেছে ৷ 25টির মধ্যে 16টি আসনে তারা এগিয়ে রয়েছে ৷ জোটসঙ্গী বিজেপি তিনটিতে ও জনসেনা পার্টি এগিয়ে দু’টিতে ৷

অবিভক্ত অন্ধ্রপ্রদেশের চিত্তোর জেলার নারাভারিপল্লিতে 1950 সালের 20 এপ্রিল জন্ম হয়েছিল নারা চন্দ্রবাবু নায়ডুর ৷ তিরুপতির শ্রী ভেঙ্কটেশ্বরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই তিনি রাজনীতিতে যোগদান করেন ৷ তার পর প্রায় চারদশক তিনি রাজনীতিতে আছেন ৷ শুরুর দিকে তিনি কংগ্রেসে ছিলেন ৷ অন্ধ্রে কংগ্রেস সরকারের ক্যাবিনেট মন্ত্রীও হয়েছিলেন ৷ পরে তিনি তাঁর শ্বশুর এনটি রামা রাও-এর তৈরি রাজনৈতিক দল টিডিপি-তে যোগদান করেন ৷

1995 সালে প্রথমবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হন চন্দ্রবাবু নায়ডু ৷ তার পর তিনবার ওই রাজ্য়ের মুখ্যমন্ত্রী হয়েছেন ৷ 1995 সাল থেকে 2004 সাল পর্যন্ত তিনি অবিভক্ত অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন ৷ সেই সময় টানা ন’বছর তিনি ক্ষমতায় ছিলেন ৷ দশ বছর আগে অন্ধ্রপ্রদেশ ভাগ হয়ে তেলেঙ্গানা তৈরি হওয়ার পর তিনি তৃতীয়বারের জন্য পুনর্গঠিত অন্ধ্রের মুখ্যমন্ত্রী হন ৷ 2019 সালে তিনি জগন মোহন রেড্ডির কাছে হেরে যান ৷

তাঁকে আধুনিক হায়দরাবাদ শহরের রূপকার বলা হয় ৷ বিশেষ করে হায়দরাবাদকে হাই-টেক শহরে বদলাতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ৷ প্রয়াত অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন, সেই সময় দিল্লিতে এনডিএ সরকার তৈরিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ৷ সেই সময় তিনি বাজপেয়ী সরকারকে বাইরে থেকে সমর্থন দিয়েছিলেন ৷

2023 সালে তাঁকে স্কিল ডেভলপমেন্ট দুর্নীতি মামলায় গ্রেফতার করে জগনের সরকার ৷ তাঁর রাজনৈতিক কেরিয়ারে সেটাই সবচেয়ে খারাপ সময় ছিল ৷ প্রায় দু’মাস তিনি জেলে ছিলেন ৷ জামিনে ছাড়া পেয়ে বাইরে এসে তিনি কার্যত নতুন করে রাজনৈতিক জীবন শুরু করেন ৷ ফের হাত মেলান বিজেপির সঙ্গে ৷ যোগ দেন এনডিএ-তে ৷ তার পর জনসেনা ও বিজেপিকে সঙ্গে নিয়ে অন্ধ্রের ভোটের ময়দানে নামেন ৷

(পিটিআই)

Last Updated : Jun 4, 2024, 4:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.