ETV Bharat / politics

দেবের বিজেপি-যোগের জল্পনার মাঝেই অভিষেকের সঙ্গে শনিতে বৈঠকে অভিনেতা-সাংসদ - দেব ও অভিষেকের বৈঠক

Dev and Abhishek Banerjee Meeting: তাঁকে নিয়ে রাজ্য রাজনীতিতে জল্পনার মাঝেই তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন সাংসদ দেব ৷ এই আলোচনায় কোন বিষয় উঠে আসে সেদিকেই তাকিয়ে সবাই ৷

Etv Bharat
দেবের সঙ্গে বৈঠক অভিষেকের
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 9, 2024, 9:09 AM IST

Updated : Feb 9, 2024, 9:29 AM IST

কলকাতা, 9 ফেব্রুয়ারি: দল ছাড়ার বিতর্কের মাঝেই দলের সাংসদ দেবের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ জানা গিয়েছে, শনিবার তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেবের সঙ্গে ক্যামাক স্ট্রিটের অফিসে বৈঠকে বসবেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড ৷

বঙ্গ রাজনীতিতে দেবকে নিয়ে বিতর্ক শুরু হয় 3 ফেব্রুয়ারি ৷ তিনটি গুরুত্বপূর্ণ সরকারি পদ থেকে সেদিনই ইস্তফা দিয়েছিলেন ঘাটালের তৃণমূল সাংসদ ৷ সরে দাঁড়িয়েছিলেন বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান, ঘাটাল মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ও ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সভাপতির পদ থেকে ৷

আর এই ঘটনার পর থেকেই অভিনেতা সাংসদকে নিয়ে জোর চর্চা শুরু হয় বঙ্গ রাজনীতিতে ৷ জল্পনা ওঠে সাংসদ হয়ত তৃণমূল ছেড়ে দেবেন ৷ সেই কারণেই এই ইস্তফা ৷ বঙ্গ বিজেপির সভাপতি বলেছিলেন, লোকসভা ভোটে হেরে যাওয়ার ভয়ে আগেভাগেই ইস্তফা দিচ্ছেন বিভিন্ন পদ থেকে ৷

এরই মধ্যে একটি ভাইরাল অডিয়োয় ঘাটালের প্রাক্তন তৃণমূল বিধায়ককে বলতে শোনা যায় সাংসদ দেব কাটমানি নিয়েছেন ৷ এরপর 8 ফেব্রুয়ারি খোদ সাংসদের একটি ইনস্টাগ্রাম পোস্ট তাঁর দল ছাড়ার জল্পনার আগুনে ঘি দেয় ৷ সংসদে বসে এদিন দেব একটি ছবি দিয়ে লেখেন "আর মাত্র কয়েকঘণ্টা" ৷ ব্যাস তারপরই আসরে নেমে পড়ে বিরোধীরা ৷

যদিও দেব প্রতিটা বিষয়ের স্পষ্ট উত্তর দিয়েছেন ৷ ফুৎকারে উড়িয়ে দিয়েছেন দল বদল ও কাটমানি নেওয়ার অভিযোগ ৷ কথার মাধ্য়মে বরাবরের মতো ঠারে ঠারে বুঝিয়ে দিয়েছেন তাঁর 10 বছরের 'রাজনীতি'টা অন্য ৷ শুরু থেকেই সৌজন্যের রাজনীতিতে বিশ্বাসী দেব পুরোটাই ছেড়ে দিয়েছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ৷ এর মাঝে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷ এই আলোচনায় কোন বিষয় উঠে আসে সেদিকেই তাকিয়ে সবাই ৷

আরও পড়ুন :

  1. দল ছাড়ব কেন, রিজাইনই বা কেন দেব ? দলবদলের প্রশ্নে দেব জানালেন তাঁর 'রাজনীতি' অন্য
  2. 'পার্লামেন্টে আজ আমার শেষদিন', ঘাটালের মানুষের অধিকার চেয়ে সংসদে বাংলায় সরব দেব
  3. 'কাটমানি নিয়েছি প্রমাণ করতে পারলে ইন্ডাস্ট্রি ছেড়ে দেব', চ্যালেঞ্জ দেবের

কলকাতা, 9 ফেব্রুয়ারি: দল ছাড়ার বিতর্কের মাঝেই দলের সাংসদ দেবের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ জানা গিয়েছে, শনিবার তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেবের সঙ্গে ক্যামাক স্ট্রিটের অফিসে বৈঠকে বসবেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড ৷

বঙ্গ রাজনীতিতে দেবকে নিয়ে বিতর্ক শুরু হয় 3 ফেব্রুয়ারি ৷ তিনটি গুরুত্বপূর্ণ সরকারি পদ থেকে সেদিনই ইস্তফা দিয়েছিলেন ঘাটালের তৃণমূল সাংসদ ৷ সরে দাঁড়িয়েছিলেন বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান, ঘাটাল মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ও ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সভাপতির পদ থেকে ৷

আর এই ঘটনার পর থেকেই অভিনেতা সাংসদকে নিয়ে জোর চর্চা শুরু হয় বঙ্গ রাজনীতিতে ৷ জল্পনা ওঠে সাংসদ হয়ত তৃণমূল ছেড়ে দেবেন ৷ সেই কারণেই এই ইস্তফা ৷ বঙ্গ বিজেপির সভাপতি বলেছিলেন, লোকসভা ভোটে হেরে যাওয়ার ভয়ে আগেভাগেই ইস্তফা দিচ্ছেন বিভিন্ন পদ থেকে ৷

এরই মধ্যে একটি ভাইরাল অডিয়োয় ঘাটালের প্রাক্তন তৃণমূল বিধায়ককে বলতে শোনা যায় সাংসদ দেব কাটমানি নিয়েছেন ৷ এরপর 8 ফেব্রুয়ারি খোদ সাংসদের একটি ইনস্টাগ্রাম পোস্ট তাঁর দল ছাড়ার জল্পনার আগুনে ঘি দেয় ৷ সংসদে বসে এদিন দেব একটি ছবি দিয়ে লেখেন "আর মাত্র কয়েকঘণ্টা" ৷ ব্যাস তারপরই আসরে নেমে পড়ে বিরোধীরা ৷

যদিও দেব প্রতিটা বিষয়ের স্পষ্ট উত্তর দিয়েছেন ৷ ফুৎকারে উড়িয়ে দিয়েছেন দল বদল ও কাটমানি নেওয়ার অভিযোগ ৷ কথার মাধ্য়মে বরাবরের মতো ঠারে ঠারে বুঝিয়ে দিয়েছেন তাঁর 10 বছরের 'রাজনীতি'টা অন্য ৷ শুরু থেকেই সৌজন্যের রাজনীতিতে বিশ্বাসী দেব পুরোটাই ছেড়ে দিয়েছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ৷ এর মাঝে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷ এই আলোচনায় কোন বিষয় উঠে আসে সেদিকেই তাকিয়ে সবাই ৷

আরও পড়ুন :

  1. দল ছাড়ব কেন, রিজাইনই বা কেন দেব ? দলবদলের প্রশ্নে দেব জানালেন তাঁর 'রাজনীতি' অন্য
  2. 'পার্লামেন্টে আজ আমার শেষদিন', ঘাটালের মানুষের অধিকার চেয়ে সংসদে বাংলায় সরব দেব
  3. 'কাটমানি নিয়েছি প্রমাণ করতে পারলে ইন্ডাস্ট্রি ছেড়ে দেব', চ্যালেঞ্জ দেবের
Last Updated : Feb 9, 2024, 9:29 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.