কলকাতা, 9 ফেব্রুয়ারি: দল ছাড়ার বিতর্কের মাঝেই দলের সাংসদ দেবের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ জানা গিয়েছে, শনিবার তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেবের সঙ্গে ক্যামাক স্ট্রিটের অফিসে বৈঠকে বসবেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড ৷
বঙ্গ রাজনীতিতে দেবকে নিয়ে বিতর্ক শুরু হয় 3 ফেব্রুয়ারি ৷ তিনটি গুরুত্বপূর্ণ সরকারি পদ থেকে সেদিনই ইস্তফা দিয়েছিলেন ঘাটালের তৃণমূল সাংসদ ৷ সরে দাঁড়িয়েছিলেন বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান, ঘাটাল মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ও ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সভাপতির পদ থেকে ৷
আর এই ঘটনার পর থেকেই অভিনেতা সাংসদকে নিয়ে জোর চর্চা শুরু হয় বঙ্গ রাজনীতিতে ৷ জল্পনা ওঠে সাংসদ হয়ত তৃণমূল ছেড়ে দেবেন ৷ সেই কারণেই এই ইস্তফা ৷ বঙ্গ বিজেপির সভাপতি বলেছিলেন, লোকসভা ভোটে হেরে যাওয়ার ভয়ে আগেভাগেই ইস্তফা দিচ্ছেন বিভিন্ন পদ থেকে ৷
এরই মধ্যে একটি ভাইরাল অডিয়োয় ঘাটালের প্রাক্তন তৃণমূল বিধায়ককে বলতে শোনা যায় সাংসদ দেব কাটমানি নিয়েছেন ৷ এরপর 8 ফেব্রুয়ারি খোদ সাংসদের একটি ইনস্টাগ্রাম পোস্ট তাঁর দল ছাড়ার জল্পনার আগুনে ঘি দেয় ৷ সংসদে বসে এদিন দেব একটি ছবি দিয়ে লেখেন "আর মাত্র কয়েকঘণ্টা" ৷ ব্যাস তারপরই আসরে নেমে পড়ে বিরোধীরা ৷
যদিও দেব প্রতিটা বিষয়ের স্পষ্ট উত্তর দিয়েছেন ৷ ফুৎকারে উড়িয়ে দিয়েছেন দল বদল ও কাটমানি নেওয়ার অভিযোগ ৷ কথার মাধ্য়মে বরাবরের মতো ঠারে ঠারে বুঝিয়ে দিয়েছেন তাঁর 10 বছরের 'রাজনীতি'টা অন্য ৷ শুরু থেকেই সৌজন্যের রাজনীতিতে বিশ্বাসী দেব পুরোটাই ছেড়ে দিয়েছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ৷ এর মাঝে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷ এই আলোচনায় কোন বিষয় উঠে আসে সেদিকেই তাকিয়ে সবাই ৷
আরও পড়ুন :