ETV Bharat / politics

তৃণমূলে নমনীয় জয়রাম রমেশকে 'মধ্যপদলোভী' বলে কটাক্ষ সেলিমের - মহম্মদ সেলিম

Salim Slams Jairam Ramesh: রাহুল গান্ধি ও ইন্ডিয়া জোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বিরোধিতার হলেও তাতে চুপ রয়েছেন দিল্লির কংগ্রেস নেতা জয়রাম রমেশ ৷ তাঁকে কটাক্ষ করে মধ্যপদলোভী বললেন মহম্মদ সেলিম ৷

Etv Bharat
মহম্মদ সেলিম ও জয়রাম রমেশ
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 3, 2024, 7:09 AM IST

জয়রাম রমেশকে নিয়ে মহম্মদ সেলিমের বক্তব্য

কলকাতা, 3 ফেব্রুয়ারি: ইন্ডিয়া জোট নিয়ে কংগ্রেসকে আক্রমণ করা থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রায় নানা ধরনের বাধা সৃষ্টি, অনুমতি না দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । তারপরেও তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্নে নমনীয় থাকায় কংগ্রেস কেন্দ্রীয় নেতা জয়রাম রমেশকে শুক্রবার তীব্র কটাক্ষ করলেন সিপিএম পলিটব্যুরো নেতা ও রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম । ন্যায় যাত্রায় বাধা দেওয়া ও অসহযোগিতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও আক্রমণ শানালেন সিপিএম নেতা ।

একদিকে চলছে বিজেপি বিরোধী মঞ্চ 'ইন্ডিয়া'র বৈঠক ৷ আর অন্যদিকে রাহুল গান্ধির নেতৃত্বে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা । অসমে এই ন্যায় যাত্রাকে সেখানকার সরকার অনুমতি না দেওয়া থেকে শাসকদল বিজেপির হামলার মত ঘটনা ঘটেছে । একইভাবে এ রাজ্যে রাহুল গান্ধির নেতৃত্বে ন্যায় যাত্রা ঢুকলে প্রশাসনের তরফে নানাভাবে অসহযোগিতার অভিযোগ উঠেছে । তারপরেও দিল্লির কংগ্রেসের নেতা জয়রাম রমেশ তৃণমূল সরকার ও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি নমনীয় ভূমিকা দেখানো নিয়ে মহম্মদ সেলিম বলেন, "কার কথা বললেন ? এত দিন তো জয় শ্রীরাম শুনছিলাম । মধ্যপদলোপী জয় শ্রী রাম । শ্রী টা তুলে দিলে বা পদ লোভী জয়রাম । বাংলার ভবিষ্যত বাংলার মানুষ ঠিক করবেন । জয়রামও করবে না, জয় শ্রী রামও করবে না ।"

এদিকে ন্যায় যাত্রা নিয়ে মমতাকে আক্রমণ করে সেলিম বলেন, "বীরভূমে গতকাল আমি নিজে দেখা করি রাহুল গান্ধির সঙ্গে । তাঁদের ন্যায় যাত্রায় স্বাগত জানাই । অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা পুরনো কংগ্রেস নেতা ছিল এখন বিজেপি হয়ে যা করেছে সেটা এ রাজ্যেও হবে আশা করিনি । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভাইপোকে বাঁচাতে যা করছেন তা অগণতান্ত্রিক । তিনিও প্রাক্তন কংগ্রেসী । রাহুল যে সুরক্ষা পায় তাতে মঞ্চের পিডব্লিউডি সার্টিফিকেট দিতে হয় । স্বাধীনতায় ইংরেজ বিরুদ্ধে গান্ধি অসহযোগ আন্দোলন করেছিলেন । সেই পরিবারের রাহুলের ন্যায় যাত্রায় আরএসএসের নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় অসহযোগিতা করছেন । রেড রোডে আমরা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে গ্রেফতার হয়েছিলাম । সেখানে পুলিশ নিজে মঞ্চ করেছে মমতার । এখানে আইনের শাসন কম ।"

ইন্ডিয়া জোট প্রসঙ্গে লাগাতার সিপিএমকে আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় । আজ দিল্লির বৈঠকেও তৃণমূল হাজির থাকেনি । এই প্রসঙ্গে সেলিম পালটা বলেন, "দিল্লির বৈঠকে যায়নি । তৃণমূল বলছে সিপিএম আছে বলে যাচ্ছে না । আমি প্রথমেই বলেছিলাম ট্রেনে স্টেশনে অনেকেই ওঠেন । কিন্তু কে কোন স্টেশনে নামবেন কেউ সেটা জানেন না । এখন সিপিএমকে বলে লাভ কী ? মিডিয়া বলেছে, বিজেপি বিরোধী মুখ মমতা । এখন তাহলে সিপিএম বিরোধিতা কেন ? এখন তো বলবে বাজপেয়ীকে মালপোয়া খাইছে সেটা সিপিএম বলেছিল তাই । গুজরাত গণহত্যার পর ফুলের তোড়া পাঠিয়েছিলেন নরেন্দ্র মোদিকে সিপিএম বলেছিল বলে ! উনি আসলে বাহানা খুঁজছেন ৷"

সেলিম আরও জানান, এটা বিজেপি বিরোধী প্রচারের মঞ্চ । উনি সেটায় না থেকে সিপিএম, কংগ্রেসের বিরোধিতা করছেন । এখানে আমরা বলেছিলাম নীতি ঠিক করুন, নেতা নয় । উনি বলেছিলেন নেতা হবেন । ইন্ডিয়া জোট থেকে নীতীশ ঠিক ছিল, আহ্বায়ক পদে উনি খাড়গের নাম বলেন । আসলে উনি বিজেপি নীতীশ উপহার দিলেন ৷ যেমন সিঙ্গুরে বিরোধিতা করে মোদি গুজরাতে টাটার কারখানা উপহার দিয়েছিলেন ।

আরও পড়ুন :

  1. রাহুলের 'মহব্বত কি দুকান' বাসে উঠলে মিলবে টিকিট, জানালেন জয়রাম রমেশ
  2. ভোটের মুখে কাছাকাছি বাম-কংগ্রেস, রাহুলের ন্যায় যাত্রায় শতরূপ-সোমনাথ-সেলিম-সুজন
  3. ‘রামরাজ্য’ প্রসঙ্গে রাজ্যপাল ও তৃণমূলকে একযোগে আক্রমণ সেলিমের

জয়রাম রমেশকে নিয়ে মহম্মদ সেলিমের বক্তব্য

কলকাতা, 3 ফেব্রুয়ারি: ইন্ডিয়া জোট নিয়ে কংগ্রেসকে আক্রমণ করা থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রায় নানা ধরনের বাধা সৃষ্টি, অনুমতি না দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । তারপরেও তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্নে নমনীয় থাকায় কংগ্রেস কেন্দ্রীয় নেতা জয়রাম রমেশকে শুক্রবার তীব্র কটাক্ষ করলেন সিপিএম পলিটব্যুরো নেতা ও রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম । ন্যায় যাত্রায় বাধা দেওয়া ও অসহযোগিতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও আক্রমণ শানালেন সিপিএম নেতা ।

একদিকে চলছে বিজেপি বিরোধী মঞ্চ 'ইন্ডিয়া'র বৈঠক ৷ আর অন্যদিকে রাহুল গান্ধির নেতৃত্বে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা । অসমে এই ন্যায় যাত্রাকে সেখানকার সরকার অনুমতি না দেওয়া থেকে শাসকদল বিজেপির হামলার মত ঘটনা ঘটেছে । একইভাবে এ রাজ্যে রাহুল গান্ধির নেতৃত্বে ন্যায় যাত্রা ঢুকলে প্রশাসনের তরফে নানাভাবে অসহযোগিতার অভিযোগ উঠেছে । তারপরেও দিল্লির কংগ্রেসের নেতা জয়রাম রমেশ তৃণমূল সরকার ও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি নমনীয় ভূমিকা দেখানো নিয়ে মহম্মদ সেলিম বলেন, "কার কথা বললেন ? এত দিন তো জয় শ্রীরাম শুনছিলাম । মধ্যপদলোপী জয় শ্রী রাম । শ্রী টা তুলে দিলে বা পদ লোভী জয়রাম । বাংলার ভবিষ্যত বাংলার মানুষ ঠিক করবেন । জয়রামও করবে না, জয় শ্রী রামও করবে না ।"

এদিকে ন্যায় যাত্রা নিয়ে মমতাকে আক্রমণ করে সেলিম বলেন, "বীরভূমে গতকাল আমি নিজে দেখা করি রাহুল গান্ধির সঙ্গে । তাঁদের ন্যায় যাত্রায় স্বাগত জানাই । অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা পুরনো কংগ্রেস নেতা ছিল এখন বিজেপি হয়ে যা করেছে সেটা এ রাজ্যেও হবে আশা করিনি । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভাইপোকে বাঁচাতে যা করছেন তা অগণতান্ত্রিক । তিনিও প্রাক্তন কংগ্রেসী । রাহুল যে সুরক্ষা পায় তাতে মঞ্চের পিডব্লিউডি সার্টিফিকেট দিতে হয় । স্বাধীনতায় ইংরেজ বিরুদ্ধে গান্ধি অসহযোগ আন্দোলন করেছিলেন । সেই পরিবারের রাহুলের ন্যায় যাত্রায় আরএসএসের নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় অসহযোগিতা করছেন । রেড রোডে আমরা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে গ্রেফতার হয়েছিলাম । সেখানে পুলিশ নিজে মঞ্চ করেছে মমতার । এখানে আইনের শাসন কম ।"

ইন্ডিয়া জোট প্রসঙ্গে লাগাতার সিপিএমকে আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় । আজ দিল্লির বৈঠকেও তৃণমূল হাজির থাকেনি । এই প্রসঙ্গে সেলিম পালটা বলেন, "দিল্লির বৈঠকে যায়নি । তৃণমূল বলছে সিপিএম আছে বলে যাচ্ছে না । আমি প্রথমেই বলেছিলাম ট্রেনে স্টেশনে অনেকেই ওঠেন । কিন্তু কে কোন স্টেশনে নামবেন কেউ সেটা জানেন না । এখন সিপিএমকে বলে লাভ কী ? মিডিয়া বলেছে, বিজেপি বিরোধী মুখ মমতা । এখন তাহলে সিপিএম বিরোধিতা কেন ? এখন তো বলবে বাজপেয়ীকে মালপোয়া খাইছে সেটা সিপিএম বলেছিল তাই । গুজরাত গণহত্যার পর ফুলের তোড়া পাঠিয়েছিলেন নরেন্দ্র মোদিকে সিপিএম বলেছিল বলে ! উনি আসলে বাহানা খুঁজছেন ৷"

সেলিম আরও জানান, এটা বিজেপি বিরোধী প্রচারের মঞ্চ । উনি সেটায় না থেকে সিপিএম, কংগ্রেসের বিরোধিতা করছেন । এখানে আমরা বলেছিলাম নীতি ঠিক করুন, নেতা নয় । উনি বলেছিলেন নেতা হবেন । ইন্ডিয়া জোট থেকে নীতীশ ঠিক ছিল, আহ্বায়ক পদে উনি খাড়গের নাম বলেন । আসলে উনি বিজেপি নীতীশ উপহার দিলেন ৷ যেমন সিঙ্গুরে বিরোধিতা করে মোদি গুজরাতে টাটার কারখানা উপহার দিয়েছিলেন ।

আরও পড়ুন :

  1. রাহুলের 'মহব্বত কি দুকান' বাসে উঠলে মিলবে টিকিট, জানালেন জয়রাম রমেশ
  2. ভোটের মুখে কাছাকাছি বাম-কংগ্রেস, রাহুলের ন্যায় যাত্রায় শতরূপ-সোমনাথ-সেলিম-সুজন
  3. ‘রামরাজ্য’ প্রসঙ্গে রাজ্যপাল ও তৃণমূলকে একযোগে আক্রমণ সেলিমের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.