ETV Bharat / politics

লাখো সই সংগ্রহ হবে আরজি কর-কাণ্ডে বিচারের দাবিতে, জানালেন সেলিম - RG Kar Doctor Rape and Murder

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 30, 2024, 9:18 PM IST

Md Salim on RG Kar Doctor Rape and Murder Case: শুক্রবার সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন যে আরজি কর-কাণ্ডে বিচারের দাবিতে লাখ লাখ সই সংগ্রহ করবে সিপিএম ৷ আগামী 4 সেপ্টেম্বর এই কর্মসূচি হবে ৷ তা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে পাঠানো হবে ৷

Md Salim on RG Kar Doctor Rape and Murder Case
সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (নিজস্ব চিত্র)

কলকাতা, 30 অগস্ট: তদন্তকারী সংস্থা থেকে শুরু করে এক্কেবারে বিচারব্যবস্থার উপর এবার আরজি কর-কাণ্ডে চাপ বাড়াতে চলেছে সিপিএম । আগামী 4 সেপ্টেম্বর রাজ্য জুড়ে আরজি করের মহিলা চিকিৎসক ধর্ষণ, খুনের বিচার ও অপরাধীদের কঠোর শাস্তির দাবিতে লাখ লাখ জনতার সই সংগ্রহ করবেন সিপিএম কর্মীরা । তা পাঠানো হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে ।

পাশাপশি কলকাতা পুলিশ কমিশনারকে অপসারণ না করলে হবে লালবাজার অভিযান । তদন্তের গতিপ্রকৃতি দেখে হবে সিবিআই দফতরের নিজাম প্যালেস অভিযান । মৃতা তরুণী চিকিৎসকের ধর্ষণ, খুনের বিচার চেয়ে এভাবেই এ দিন নিজেদের আন্দোলন কর্মসূচি স্পষ্ট করে দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ।

মুনমুন সেন-সহ বিভিন্ন অভিনেতারা পথে নেমে প্রতিবাদ করায় সিপিএমের একাংশ সোশাল মিডিয়ায় কটাক্ষ করেছেন । এ দিন সেলিম তাদের সতর্ক করে বলেন, ‘‘এমন ঘটনায় যাঁরা যাঁরা পথে নেমে প্রতিবাদ করছেন, তাঁদের অভিনন্দন । যাঁরা এখনও নামেননি, নামবেন, তাঁদের বলি নামুন ।’’

মমতা বন্দ্যোপাধ্যায়কে গদিচ্যূত করতে ছাত্র সমাজের নামে ইতিমধ্যেই বিজেপির মদতে নবান্ন অভিযান হয়েছে । বিজেপি ধর্মঘটও করেছে । শুভেন্দু অধিকারী হুশিয়ারি দিয়েছেন নবান্ন থেকে লালবাজারে ফের অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন । সেলিম এ দিন সেই প্রসঙ্গ আকার ইঙ্গিতে তুলে বলেন, ‘‘আন্দোলনের ইস্যু বদলাবে না । মৃতার ধর্ষণ, খুনের বিচার চেয়েই হবে সিপিএমের আন্দোলন ।’’

সিঙ্গুর জমি ফেরত এখনও পাননি বলে সম্প্রতি দাবি করেছেন তৃণমূলের জমি আন্দোলন কমিটির নেতা মহাদেব দাস । সেই প্রসঙ্গে বলেন, ‘‘দলের চাপের মুখে এতদিন বলতে পারেননি । এখন মুখ খুলেছেন । ঠিক পুলিশও একদিন এই ভাবে মুখ খুলবেন ।’’ সোশাল মিডিয়ায় পুলিশ কর্মীদের স্লোগান শেয়ার করা নিয়ে সেলিম বলেন, ‘‘পুলিশ এখন তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আই প্যাকের মতো কাজ করছে ।’’

কলকাতা, 30 অগস্ট: তদন্তকারী সংস্থা থেকে শুরু করে এক্কেবারে বিচারব্যবস্থার উপর এবার আরজি কর-কাণ্ডে চাপ বাড়াতে চলেছে সিপিএম । আগামী 4 সেপ্টেম্বর রাজ্য জুড়ে আরজি করের মহিলা চিকিৎসক ধর্ষণ, খুনের বিচার ও অপরাধীদের কঠোর শাস্তির দাবিতে লাখ লাখ জনতার সই সংগ্রহ করবেন সিপিএম কর্মীরা । তা পাঠানো হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে ।

পাশাপশি কলকাতা পুলিশ কমিশনারকে অপসারণ না করলে হবে লালবাজার অভিযান । তদন্তের গতিপ্রকৃতি দেখে হবে সিবিআই দফতরের নিজাম প্যালেস অভিযান । মৃতা তরুণী চিকিৎসকের ধর্ষণ, খুনের বিচার চেয়ে এভাবেই এ দিন নিজেদের আন্দোলন কর্মসূচি স্পষ্ট করে দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ।

মুনমুন সেন-সহ বিভিন্ন অভিনেতারা পথে নেমে প্রতিবাদ করায় সিপিএমের একাংশ সোশাল মিডিয়ায় কটাক্ষ করেছেন । এ দিন সেলিম তাদের সতর্ক করে বলেন, ‘‘এমন ঘটনায় যাঁরা যাঁরা পথে নেমে প্রতিবাদ করছেন, তাঁদের অভিনন্দন । যাঁরা এখনও নামেননি, নামবেন, তাঁদের বলি নামুন ।’’

মমতা বন্দ্যোপাধ্যায়কে গদিচ্যূত করতে ছাত্র সমাজের নামে ইতিমধ্যেই বিজেপির মদতে নবান্ন অভিযান হয়েছে । বিজেপি ধর্মঘটও করেছে । শুভেন্দু অধিকারী হুশিয়ারি দিয়েছেন নবান্ন থেকে লালবাজারে ফের অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন । সেলিম এ দিন সেই প্রসঙ্গ আকার ইঙ্গিতে তুলে বলেন, ‘‘আন্দোলনের ইস্যু বদলাবে না । মৃতার ধর্ষণ, খুনের বিচার চেয়েই হবে সিপিএমের আন্দোলন ।’’

সিঙ্গুর জমি ফেরত এখনও পাননি বলে সম্প্রতি দাবি করেছেন তৃণমূলের জমি আন্দোলন কমিটির নেতা মহাদেব দাস । সেই প্রসঙ্গে বলেন, ‘‘দলের চাপের মুখে এতদিন বলতে পারেননি । এখন মুখ খুলেছেন । ঠিক পুলিশও একদিন এই ভাবে মুখ খুলবেন ।’’ সোশাল মিডিয়ায় পুলিশ কর্মীদের স্লোগান শেয়ার করা নিয়ে সেলিম বলেন, ‘‘পুলিশ এখন তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আই প্যাকের মতো কাজ করছে ।’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.