বলাগড়, 3 মে: 2021 সালে রাজনীতিতে প্রবেশ ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সাড়া দিয়ে সাহিত্যিক থেকে হয়ে ওঠেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক ৷ কিন্তু সময় যত এগিয়েছে ততই বিতর্কে জড়িয়েছেন বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী ৷ বিভিন্ন সময় তৃণমূলের স্থানীয়দের একাংশের বিরুদ্ধে সরব হওয়ার কারণেই তাঁকে ঘিরে বারবার বিতর্ক হয়েছে ৷ তাতে অবশ্য থামানো যায়নি শাসক দলের এই বিধায়ককে ৷ বরং দাবি করছেন, তাঁকে মেরে ফেলার চক্রান্ত চলছে ৷
মনোরঞ্জন ব্যাপারীর দাবি, বিধানসভা ভোটের সময় তাঁর নির্বাচনী এজেন্ট বলাগড়ের তৃণমূল নেতা তরুণ সেনের দুর্ঘটনায় মৃত্যু হয় ৷ তবে তাঁর ধারণা, পরিকল্পনা করে খুন করা হয়েছে তরুণ সেনকে ৷ সেভাবেই তাঁকে মেরে ফেলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এই বিধায়ক ৷
তিনি বলেন, ‘‘আমি বিধানসভার সাধারণ মানুষের কাছে যাওয়ার জন্য টোটো চালাতাম । তা নিয়ে জনসংযোগ করতাম ৷ কিন্তু বর্তমানে আমার যারা শুভাকাঙ্ক্ষী তরুণ সেনের উদাহরণ দিয়ে বলেছেন বলাগড়ের অসম রোডে টোটো নিয়ে উঠবেন না আপনি । যে কোনও মুহূর্তে প্রাণ হারানোর আশঙ্কা রয়েছে । তাই আমার যারা শত্রুপক্ষ, তারা বলে বিধায়ক কেন এখন টোটো চালাচ্ছি না । আমার বক্তব্য, তরুণ সেনকে যেভাবে মেরে ফেলেছে ৷ আমাকেও মেরে ফেলা চক্রান্ত চলছে ।’’
কিন্তু এতে দমবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন ৷ বরং মানুষ তাঁর পাশে থাকায় তিনি লড়াই চালিয়ে যাবেন বলে জানিয়েছেন ৷ সেই কারণেই তিনি সরব হয়েছেন বলাগড়ের বেশ কয়েকজন তৃণমূল নেতার বিরুদ্ধে ৷ ওই নেতারাই তাঁর পিছনে ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ মনোরঞ্জনের ৷ তাঁর দাবি, তাঁর জনপ্রিয়তা সহ্য হচ্ছে না ওই নেতাদের ৷ তাছাড়া তিনি বারবার অন্যায়ের বিরুদ্ধে সরব হওয়ার জন্য ওই নেতাদের চক্ষুশূল হয়ে যাচ্ছেন ৷
যদিও এই নেতাদের গুরুত্ব দিতে নারাজ বলাগড়ের বিধায়ক ৷ তাঁর বিশ্বাস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের উন্নয়নমূলক কর্মসূচির জন্যই মানুষ আবার তৃণমূলকেই ভোট দেবেন ৷ 2021 সালের মতোই বিজেপি ব্যর্থ হবে ৷ একই সঙ্গে তাঁর মত, বিজেপি বাংলাদেশ থেকে আসা মানুষদের সম্পর্কে কিভাবে, সেটা প্রকাশ্যে এলে ওই অংশের মানুষও আর বিজেপির পাশে থাকবেন না ৷ সেই কারণে তিনি গ্রামে গ্রামে ঘুরে সিএএ ও এনআরসি-র বিরুদ্ধে প্রচার চালিয়ে যাচ্ছেন ৷
একই সঙ্গে তিনি জানিয়েছেন যে ইডি-সিবিআই এর ভয় দেখিয়ে কিছু তৃণমূল নেতাকে নিজেদের দিকে টেনে নিয়েছে ৷ ওই নেতারা তৃণমূলে থেকেই তৃণমূলের ক্ষতি করতে চাইছে বলে মত বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর ৷
আরও পড়ুন: