ETV Bharat / politics

খুনের চক্রান্তের আশঙ্কা করেও লড়াইয়ের ময়দান ছাড়তে নারাজ বলাগড়ের মনোরঞ্জন - Manoranjan Byapari - MANORANJAN BYAPARI

Manoranjan Byapari: তৃণমূল কংগ্রেসের মনোরঞ্জন ব্যাপারী ৷ হুগলির বলাগড়ের বিধায়ক ৷ ইটিভি ভারত-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বিজেপির বিরুদ্ধে সমালোচনায় সরব হলেন ৷ পাশাপাশি ক্ষোভ উগড়ে দিলেন দলের স্থানীয় নেতাদের একাংশের বিরুদ্ধে ৷ তাঁকে খুনের চক্রান্ত হচ্ছে বলেও অভিযোগ করলেন ৷

Manoranjan Byapari
মনোরঞ্জন ব্যাপারী (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 3, 2024, 8:10 PM IST

Updated : May 4, 2024, 9:32 AM IST

বলাগড়ের বিধায়ক তৃণমূল কংগ্রেসের মনোরঞ্জন ব্যাপারীর সাক্ষাৎকার (ইটিভি ভারত)

বলাগড়, 3 মে: 2021 সালে রাজনীতিতে প্রবেশ ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সাড়া দিয়ে সাহিত্যিক থেকে হয়ে ওঠেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক ৷ কিন্তু সময় যত এগিয়েছে ততই বিতর্কে জড়িয়েছেন বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী ৷ বিভিন্ন সময় তৃণমূলের স্থানীয়দের একাংশের বিরুদ্ধে সরব হওয়ার কারণেই তাঁকে ঘিরে বারবার বিতর্ক হয়েছে ৷ তাতে অবশ্য থামানো যায়নি শাসক দলের এই বিধায়ককে ৷ বরং দাবি করছেন, তাঁকে মেরে ফেলার চক্রান্ত চলছে ৷

মনোরঞ্জন ব্যাপারীর দাবি, বিধানসভা ভোটের সময় তাঁর নির্বাচনী এজেন্ট বলাগড়ের তৃণমূল নেতা তরুণ সেনের দুর্ঘটনায় মৃত্যু হয় ৷ তবে তাঁর ধারণা, পরিকল্পনা করে খুন করা হয়েছে তরুণ সেনকে ৷ সেভাবেই তাঁকে মেরে ফেলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এই বিধায়ক ৷

তিনি বলেন, ‘‘আমি বিধানসভার সাধারণ মানুষের কাছে যাওয়ার জন্য টোটো চালাতাম । তা নিয়ে জনসংযোগ করতাম ৷ কিন্তু বর্তমানে আমার যারা শুভাকাঙ্ক্ষী তরুণ সেনের উদাহরণ দিয়ে বলেছেন বলাগড়ের অসম রোডে টোটো নিয়ে উঠবেন না আপনি । যে কোনও মুহূর্তে প্রাণ হারানোর আশঙ্কা রয়েছে । তাই আমার যারা শত্রুপক্ষ, তারা বলে বিধায়ক কেন এখন টোটো চালাচ্ছি না । আমার বক্তব্য, তরুণ সেনকে যেভাবে মেরে ফেলেছে ৷ আমাকেও মেরে ফেলা চক্রান্ত চলছে ।’’

Manoranjan Byapari
প্রচার করছেন বলাগড়ের বিধায়ক তৃণমূল কংগ্রেসের মনোরঞ্জন ব্যাপারী৷ (নিজস্ব চিত্র)

কিন্তু এতে দমবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন ৷ বরং মানুষ তাঁর পাশে থাকায় তিনি লড়াই চালিয়ে যাবেন বলে জানিয়েছেন ৷ সেই কারণেই তিনি সরব হয়েছেন বলাগড়ের বেশ কয়েকজন তৃণমূল নেতার বিরুদ্ধে ৷ ওই নেতারাই তাঁর পিছনে ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ মনোরঞ্জনের ৷ তাঁর দাবি, তাঁর জনপ্রিয়তা সহ্য হচ্ছে না ওই নেতাদের ৷ তাছাড়া তিনি বারবার অন্যায়ের বিরুদ্ধে সরব হওয়ার জন্য ওই নেতাদের চক্ষুশূল হয়ে যাচ্ছেন ৷

যদিও এই নেতাদের গুরুত্ব দিতে নারাজ বলাগড়ের বিধায়ক ৷ তাঁর বিশ্বাস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের উন্নয়নমূলক কর্মসূচির জন্যই মানুষ আবার তৃণমূলকেই ভোট দেবেন ৷ 2021 সালের মতোই বিজেপি ব্যর্থ হবে ৷ একই সঙ্গে তাঁর মত, বিজেপি বাংলাদেশ থেকে আসা মানুষদের সম্পর্কে কিভাবে, সেটা প্রকাশ্যে এলে ওই অংশের মানুষও আর বিজেপির পাশে থাকবেন না ৷ সেই কারণে তিনি গ্রামে গ্রামে ঘুরে সিএএ ও এনআরসি-র বিরুদ্ধে প্রচার চালিয়ে যাচ্ছেন ৷

একই সঙ্গে তিনি জানিয়েছেন যে ইডি-সিবিআই এর ভয় দেখিয়ে কিছু তৃণমূল নেতাকে নিজেদের দিকে টেনে নিয়েছে ৷ ওই নেতারা তৃণমূলে থেকেই তৃণমূলের ক্ষতি করতে চাইছে বলে মত বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর ৷

আরও পড়ুন:

  1. 'তৃণমূলের মধ্যে বিজেপির লোকজন ঢুকে বসে আছে', মন্তব্য অভিমানী মনোরঞ্জনের
  2. যাথযথ নিরাপত্তা ছাড়া বলাগড়ে গেলে খুন হতে পারি, আশঙ্কা বিধায়ক মনোরঞ্জনের
  3. সোশাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য, বিধায়ক মনোরঞ্জনের বিরুদ্ধে এফআইআর শাসক নেত্রীরই

বলাগড়ের বিধায়ক তৃণমূল কংগ্রেসের মনোরঞ্জন ব্যাপারীর সাক্ষাৎকার (ইটিভি ভারত)

বলাগড়, 3 মে: 2021 সালে রাজনীতিতে প্রবেশ ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সাড়া দিয়ে সাহিত্যিক থেকে হয়ে ওঠেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক ৷ কিন্তু সময় যত এগিয়েছে ততই বিতর্কে জড়িয়েছেন বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী ৷ বিভিন্ন সময় তৃণমূলের স্থানীয়দের একাংশের বিরুদ্ধে সরব হওয়ার কারণেই তাঁকে ঘিরে বারবার বিতর্ক হয়েছে ৷ তাতে অবশ্য থামানো যায়নি শাসক দলের এই বিধায়ককে ৷ বরং দাবি করছেন, তাঁকে মেরে ফেলার চক্রান্ত চলছে ৷

মনোরঞ্জন ব্যাপারীর দাবি, বিধানসভা ভোটের সময় তাঁর নির্বাচনী এজেন্ট বলাগড়ের তৃণমূল নেতা তরুণ সেনের দুর্ঘটনায় মৃত্যু হয় ৷ তবে তাঁর ধারণা, পরিকল্পনা করে খুন করা হয়েছে তরুণ সেনকে ৷ সেভাবেই তাঁকে মেরে ফেলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এই বিধায়ক ৷

তিনি বলেন, ‘‘আমি বিধানসভার সাধারণ মানুষের কাছে যাওয়ার জন্য টোটো চালাতাম । তা নিয়ে জনসংযোগ করতাম ৷ কিন্তু বর্তমানে আমার যারা শুভাকাঙ্ক্ষী তরুণ সেনের উদাহরণ দিয়ে বলেছেন বলাগড়ের অসম রোডে টোটো নিয়ে উঠবেন না আপনি । যে কোনও মুহূর্তে প্রাণ হারানোর আশঙ্কা রয়েছে । তাই আমার যারা শত্রুপক্ষ, তারা বলে বিধায়ক কেন এখন টোটো চালাচ্ছি না । আমার বক্তব্য, তরুণ সেনকে যেভাবে মেরে ফেলেছে ৷ আমাকেও মেরে ফেলা চক্রান্ত চলছে ।’’

Manoranjan Byapari
প্রচার করছেন বলাগড়ের বিধায়ক তৃণমূল কংগ্রেসের মনোরঞ্জন ব্যাপারী৷ (নিজস্ব চিত্র)

কিন্তু এতে দমবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন ৷ বরং মানুষ তাঁর পাশে থাকায় তিনি লড়াই চালিয়ে যাবেন বলে জানিয়েছেন ৷ সেই কারণেই তিনি সরব হয়েছেন বলাগড়ের বেশ কয়েকজন তৃণমূল নেতার বিরুদ্ধে ৷ ওই নেতারাই তাঁর পিছনে ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ মনোরঞ্জনের ৷ তাঁর দাবি, তাঁর জনপ্রিয়তা সহ্য হচ্ছে না ওই নেতাদের ৷ তাছাড়া তিনি বারবার অন্যায়ের বিরুদ্ধে সরব হওয়ার জন্য ওই নেতাদের চক্ষুশূল হয়ে যাচ্ছেন ৷

যদিও এই নেতাদের গুরুত্ব দিতে নারাজ বলাগড়ের বিধায়ক ৷ তাঁর বিশ্বাস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের উন্নয়নমূলক কর্মসূচির জন্যই মানুষ আবার তৃণমূলকেই ভোট দেবেন ৷ 2021 সালের মতোই বিজেপি ব্যর্থ হবে ৷ একই সঙ্গে তাঁর মত, বিজেপি বাংলাদেশ থেকে আসা মানুষদের সম্পর্কে কিভাবে, সেটা প্রকাশ্যে এলে ওই অংশের মানুষও আর বিজেপির পাশে থাকবেন না ৷ সেই কারণে তিনি গ্রামে গ্রামে ঘুরে সিএএ ও এনআরসি-র বিরুদ্ধে প্রচার চালিয়ে যাচ্ছেন ৷

একই সঙ্গে তিনি জানিয়েছেন যে ইডি-সিবিআই এর ভয় দেখিয়ে কিছু তৃণমূল নেতাকে নিজেদের দিকে টেনে নিয়েছে ৷ ওই নেতারা তৃণমূলে থেকেই তৃণমূলের ক্ষতি করতে চাইছে বলে মত বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর ৷

আরও পড়ুন:

  1. 'তৃণমূলের মধ্যে বিজেপির লোকজন ঢুকে বসে আছে', মন্তব্য অভিমানী মনোরঞ্জনের
  2. যাথযথ নিরাপত্তা ছাড়া বলাগড়ে গেলে খুন হতে পারি, আশঙ্কা বিধায়ক মনোরঞ্জনের
  3. সোশাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য, বিধায়ক মনোরঞ্জনের বিরুদ্ধে এফআইআর শাসক নেত্রীরই
Last Updated : May 4, 2024, 9:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.