ETV Bharat / politics

মুখ্যমন্ত্রীর কপ্টারের ব্লেডে লেগে 2 ভাগ তৃণমূল সমর্থকের টুপি - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Mamata Banerjee: অল্পের জন্য রক্ষা পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ চালসায় অবতরণ করার সময় তাঁর হেলিকপ্টারের ব্লেডে লেগে যায় এক তৃণমূল সমর্থকের টুপি ৷ কী হল তারপর ?

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 16, 2024, 5:39 PM IST

Updated : Apr 16, 2024, 9:29 PM IST

মুখ্যমন্ত্রীর কপ্টারের ব্লেডে লেগে 2 ভাগ তৃণমূল সমর্থকের টুপি

জলপাইগুড়ি, 16 এপ্রিল: বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ বড় বিপদের পরিস্থিতি তৈরি হয়েছিল তাঁর হেলিকপ্টারে ৷ আর একটু বেগতিক হলেই অপ্রীতিকর কোনও ঘটনা ঘটে যেতে পারত ৷ তবে চালকের তৎপরতায় কপ্টার নিয়ন্ত্রণ হারায়নি ৷

ঠিক কী হয়েছে ?

দু'দিন বাদেই দেশজুড়ে প্রথাম দফার ভোট ৷ রাজ্যে ওই দিন প্রথম দফায় উত্তরবঙ্গের তিন কেন্দ্র - জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে হবে ভোটগ্রহণ ৷ তার আগে মঙ্গলবার প্রথম দফার প্রায় শেষ পর্বের ভোট প্রচারে ব্যস্ত সব রাজনৈতিক দল ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রয়েছেন উত্তরবঙ্গে ৷ আজ পরপর প্রচারসভা রয়েছে তাঁর ৷

এ দিন চালসার টিয়াবনের হেলিপ্যাড থেকে মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে চড়ে ময়নাগুড়ির জল্পেশ মন্দির সংলগ্ন পশ্চিম শালবাড়ি ময়দানে যান । সেই সময় হেলিকপ্টার চালসার হেলিপ্যাডে অবতরণ করার সময় এক তৃণমূল সমর্থকের হলুদ রঙের টুপি উড়ে গিয়ে লাগে কপ্টারের ব্লেডে ৷ মুহূর্তে টুপিটি দু'টুকরো হয়ে পাশে ছিটকে পড়ে ৷ মাটি স্পর্শ করার ঠিক আগের মুহূর্তে কপ্টারের ব্লেড টুপির সংস্পর্শে আসায় বড় কোনও দুর্ঘটনা ঘটে যেতে পারত ৷ তবে চালকের তৎপরতায় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে ৷ অল্পের জন্য রক্ষা পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য ময়নাগুড়ি পশ্চিম শালবাড়ির হেলিপ্যাডে উপস্থিত ছিলেন বহু তৃণমূল সমর্থক ৷ মমতার হেলিকপ্টার অবতরণের আগে ওই এলাকায় উপস্থিত সবাইকে সতর্ক করা হয় ৷ মুখ্যমন্ত্রীর সভামঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মহুয়া গোপ ও জেলা ছাত্র সভাপতি বারবার কর্মী সমর্থকদের উদ্দেশে বলেন, হেলিপ্যাডের আশেপাশে যাঁরা আছেন, তাঁরা যেন মাথা থেকে টুপিটা খুলে রাখেন ।

তবে সমর্থকদের সচেতেন করা সত্ত্বেও কোনও লাভ হয়নি । হেলিকপ্টারটি পশ্চিম শালবাড়ির মাঠে অবতরণের সময়ও দেখা যায়, অনেকের মাথাতেই টুপি রয়েছে ৷ সেগুলির মধ্যে একটি হলুদ রঙের টুপি উড়ে গিয়ে এই বিপত্তি বাধায় ৷ মুহূর্তের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয় ৷ এই দৃশ্য দেখে অবাক হয়ে যান তৃণমূল সমর্থকরা ৷ তবে কোনও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি ৷

এর আগেও, মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার সমস্যার মুখে পড়েছে ৷ গত বছরের জুন মাসে জলপাইগুড়ির ক্রান্তি থেকে বাগডোগরার ফেরার পথে আবহাওয়া খারাপ হওয়ার কারণে সেবকের কাছে শালুগাড়ায় ভারতীয় বায়ুসেনা ছাউনিতে জরুরি অবতরণ করতে হয়েছিল মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারকে । সে সময় হেলিকপ্টার থেকে নামতে গিয়ে পায়ে ও কোমরে আঘাত লাগে মুখ্যমন্ত্রীর ৷

আরও পড়ুন:

  1. 'আমার গাড়ি দেখে চোর বলছে, জিভ টেনে ছিঁড়ে নিতাম'; ময়নাগুড়ি থেকে হুঁশিয়ারি মমতার
  2. ভোটের প্রচারে কাল যাচ্ছেন মমতা, তাঁর সভা ঘিরে আগ্রহ তুঙ্গে শিলচরে
  3. পায়ে ও কোমরে আঘাত মুখ্যমন্ত্রীর, খবর নিলেন রাজ্যপাল

মুখ্যমন্ত্রীর কপ্টারের ব্লেডে লেগে 2 ভাগ তৃণমূল সমর্থকের টুপি

জলপাইগুড়ি, 16 এপ্রিল: বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ বড় বিপদের পরিস্থিতি তৈরি হয়েছিল তাঁর হেলিকপ্টারে ৷ আর একটু বেগতিক হলেই অপ্রীতিকর কোনও ঘটনা ঘটে যেতে পারত ৷ তবে চালকের তৎপরতায় কপ্টার নিয়ন্ত্রণ হারায়নি ৷

ঠিক কী হয়েছে ?

দু'দিন বাদেই দেশজুড়ে প্রথাম দফার ভোট ৷ রাজ্যে ওই দিন প্রথম দফায় উত্তরবঙ্গের তিন কেন্দ্র - জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে হবে ভোটগ্রহণ ৷ তার আগে মঙ্গলবার প্রথম দফার প্রায় শেষ পর্বের ভোট প্রচারে ব্যস্ত সব রাজনৈতিক দল ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রয়েছেন উত্তরবঙ্গে ৷ আজ পরপর প্রচারসভা রয়েছে তাঁর ৷

এ দিন চালসার টিয়াবনের হেলিপ্যাড থেকে মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে চড়ে ময়নাগুড়ির জল্পেশ মন্দির সংলগ্ন পশ্চিম শালবাড়ি ময়দানে যান । সেই সময় হেলিকপ্টার চালসার হেলিপ্যাডে অবতরণ করার সময় এক তৃণমূল সমর্থকের হলুদ রঙের টুপি উড়ে গিয়ে লাগে কপ্টারের ব্লেডে ৷ মুহূর্তে টুপিটি দু'টুকরো হয়ে পাশে ছিটকে পড়ে ৷ মাটি স্পর্শ করার ঠিক আগের মুহূর্তে কপ্টারের ব্লেড টুপির সংস্পর্শে আসায় বড় কোনও দুর্ঘটনা ঘটে যেতে পারত ৷ তবে চালকের তৎপরতায় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে ৷ অল্পের জন্য রক্ষা পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য ময়নাগুড়ি পশ্চিম শালবাড়ির হেলিপ্যাডে উপস্থিত ছিলেন বহু তৃণমূল সমর্থক ৷ মমতার হেলিকপ্টার অবতরণের আগে ওই এলাকায় উপস্থিত সবাইকে সতর্ক করা হয় ৷ মুখ্যমন্ত্রীর সভামঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মহুয়া গোপ ও জেলা ছাত্র সভাপতি বারবার কর্মী সমর্থকদের উদ্দেশে বলেন, হেলিপ্যাডের আশেপাশে যাঁরা আছেন, তাঁরা যেন মাথা থেকে টুপিটা খুলে রাখেন ।

তবে সমর্থকদের সচেতেন করা সত্ত্বেও কোনও লাভ হয়নি । হেলিকপ্টারটি পশ্চিম শালবাড়ির মাঠে অবতরণের সময়ও দেখা যায়, অনেকের মাথাতেই টুপি রয়েছে ৷ সেগুলির মধ্যে একটি হলুদ রঙের টুপি উড়ে গিয়ে এই বিপত্তি বাধায় ৷ মুহূর্তের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয় ৷ এই দৃশ্য দেখে অবাক হয়ে যান তৃণমূল সমর্থকরা ৷ তবে কোনও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি ৷

এর আগেও, মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার সমস্যার মুখে পড়েছে ৷ গত বছরের জুন মাসে জলপাইগুড়ির ক্রান্তি থেকে বাগডোগরার ফেরার পথে আবহাওয়া খারাপ হওয়ার কারণে সেবকের কাছে শালুগাড়ায় ভারতীয় বায়ুসেনা ছাউনিতে জরুরি অবতরণ করতে হয়েছিল মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারকে । সে সময় হেলিকপ্টার থেকে নামতে গিয়ে পায়ে ও কোমরে আঘাত লাগে মুখ্যমন্ত্রীর ৷

আরও পড়ুন:

  1. 'আমার গাড়ি দেখে চোর বলছে, জিভ টেনে ছিঁড়ে নিতাম'; ময়নাগুড়ি থেকে হুঁশিয়ারি মমতার
  2. ভোটের প্রচারে কাল যাচ্ছেন মমতা, তাঁর সভা ঘিরে আগ্রহ তুঙ্গে শিলচরে
  3. পায়ে ও কোমরে আঘাত মুখ্যমন্ত্রীর, খবর নিলেন রাজ্যপাল
Last Updated : Apr 16, 2024, 9:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.