কুমারগঞ্জ, 21 এপ্রিল: আগামী সপ্তাহে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বোমা ফাটানোর হুমকি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ এ বার তাঁর সেই হুমকির পালটা জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শুভেন্দুকে গদ্দার বলে তোপ দেগে কুমারগঞ্জের সভা থেকে তিনি বলেন, বোমা ফাটালে জবাবটা হবে কালিপটকা দিয়ে ৷
রবিবার বালুরঘাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে জনসভায় শুরু থেকেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করেন নেত্রী ৷ মমতা বলেছেন, "বলে বোমা ফাটাব । একটা কালিপটকা ফাটিয়ে দেখ । কার বিরুদ্ধে বোমা ফাটাবি ? সাজিয়ে গুছিয়ে বোমা ? কার বিরুদ্ধে বোমা ? মনে রাখবে উপরের দিকে থুতু ফেললে সেটা নিজের গায়ে লাগে ৷ বোমা ফাটালে জবাবটা হবে কালিপটকা দিয়ে । কারণ, তোমাদের আমরা গুরুত্বই দিই না ।"
শুভেন্দু অধিকারীকে গদ্দার বলে তোপ দেগে মমতা পালটা হুমকি দিয়ে বলেন, "বোমা তোমাদের বিরুদ্ধে ফাটাব । কালো টাকা কোথায় গেল ? গদ্দার জবাব দাও । সকলকে লক্ষ টাকা দেবে বলেছিল । কেউ টাকা পেয়েছেন ? কোভিডের ইনজেকশন দিল । তাতেও প্রধানমন্ত্রীর ছবি । জিজ্ঞেস করুন, হরিদাস গদ্দার । কী ছিলে, কী হয়েছো ? আঙুল ফুলে কলাগাছ । কেন বিজেপিতে গেলে ? টাকা বাঁচাতে, পরিবার বাঁচাতে? টাকা বাঁচাতে তৃণমূলের সব খেয়েদেয়ে এখন বিজেপিতে গিয়েছিস । বিজেপি কাল থাকবে না, তোমাদের মতো গদ্দারদের জায়গা দেব না ।"
উল্লেখ্য, মালদায় দলীয় প্রার্থীর সমর্থনে সভা করতে গিয়ে শনিবার বলেছিলেন, "আগামী সপ্তাহের শুরুতে এমন বোমা পড়বে যে তৃণমূল বেসামাল হয়ে যাবে । কোনও কূল কিনারা পাবে না । সেই ব্যবস্থার দিকে যাচ্ছে ।" মমতা এ দিন এ কথাও জবাব দিয়েছেন ৷
এ দিন বিজেপিকেও একহাত নেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "একুশে বলেছিলেন ইস বার 200 পার ৷ 100-ও করতে পারলেন না ৷ আপনাদের 77 জন জিতে তাঁর মধ্যে 10 জন আবার আমাদের দলে চলে এল ৷ তাই আমি বলছি, ইস বার পগারপার ৷ যদি এতটাই কনফিডেন্ট হন, তাহলে চমকাচ্ছেন কেন ? কেন রাজ্য পুলিশকে কাজ করতে দিচ্ছেন না ? কেন দাঙ্গা করছেন ?" এ দিন মমতা ফের নাগরিকত্ব আইনের বিরোধিতা করে বলেন, "জীবন দেওয়ার জন্য তৈরি থাকব ৷ তবু ক্যা করতে দেব না ৷ এনআরসি করতে দেব না ৷"
রাজ্যের সিপিএম ও কংগ্রেসের জোটকেও এ দিন তীব্র কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ "বাংলায় সব জোটুবাবুরা তৈরি হয়েছে ৷ বিজেপির বিরুদ্ধে সবসময় একটাই পার্টি লড়ছে ৷ সিপিএম ও কংগ্রেস নিজেরাই নিজেদের কাছে বরেণ্য ৷ মানুষ তাঁদের বিশ্বাস করে না ৷"
বাংলায় কোনও ইন্ডিয়া জোট নেই, এ দিন তাও ফের স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল নেত্রী ৷ তিনি বলেন, "100 দিনের টাকা নিয়ে কংগ্রেস বা সিপিএম একবারও মুখ খুলেছে ? শুধু মমতাকে গালাগালি দিলে চলবে ? ইন্ডিয়া জোট আমি তৈরি করেছিলাম ৷ ভবিষ্যতে আমিই কেন্দ্রে ইন্ডিয়াকে নেতৃত্ব দেব ৷ তবে আমি বাংলার সিপিএম ও কংগ্রেসকে বিশ্বাস করি না ৷ এটা বিজেপির প্ল্যান ৷ সিপিএম ও কংগ্রেস ভোট কাটুক ৷ যাতে তৃণমূলের ভোট কমে ৷ কারণ ওরা জানে সংসদে একমাত্র তৃণমূলই বিজেপির বিরুদ্ধে সরব হয় ৷"
আরও পড়ুন: