ETV Bharat / politics

মিঠুন বড় গদ্দার, ছেলেকে বাঁচাতে আরএসএস অফিসে মাথা নিচু করেছে: মমতা - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Mamata Calls Mithun Gaddar: রায়গঞ্জের সভা থেকে মিঠুন চক্রবর্তীকে গদ্দার বলে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, ছেলেকে বাঁচাতে আরএসএস অফিসে মাথা নিচু করেছেন মিঠুন ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 18, 2024, 1:51 PM IST

Updated : Apr 18, 2024, 2:27 PM IST

ইসলামপুর, 18 এপ্রিল: মিঠুন চক্রবর্তী বড় গদ্দার ৷ রায়গঞ্জের প্রচারসভা থেকে বিজেপির তারকা প্রচারককে এমনই চাঁছাছোলা ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মিঠুন নিজের ছেলেকে বাঁচানোর জন্যই আরএসএস-এর কাছে মাথা নিচু করেছে বলে তোপ দাগেন মমতা ৷

'মহাগুরু' মিঠুন চক্রবর্তী নিজে ভোটে না-দাঁড়ালেও, বিধানসভা ভোটের মতোই এ বারের লোকসভা নির্বাচনে তিনি বিজেপির তারকা প্রচারক ৷ উত্তরবঙ্গে প্রথম দফার নির্বাচনের আগে জোরকদমে প্রচারও শুরু করে দিয়েছেন তিনি ৷ বৃহস্পতিবার ইসলামপুরের প্রচারসভা থেকে এ প্রসঙ্গে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "ভোট করানোর জন্য ফিল্মস্টার থেকে মিনিস্টার সবাইকে আনছে ৷"

এরপরই বিজেপির স্টার ক্যাম্পেইনারের নাম করে সরাসরি আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "এই মিঠুনকে আমি রাজ্যসভার সাংসদ করেছিলাম ৷ জানতাম না ও এত বড় গদ্দার ৷ ও নিজের ছেলেকে বাঁচানোর জন্য আরএসএস অফিসে মাথা নিচু করে দিয়েছে ৷"

এ প্রসঙ্গে অতীত মনে করিয়ে দিয়ে মমতা বলেন, "আপনাদের মনে পড়ে, ওঁর ছেলেকে ধরেছিল ৷ বিয়ের পিঁড়িতে গিয়ে হানা দিয়েছিল । সেইসময় নিজের ছেলেকে বাঁচাতে গদ্দার সোজা চলে গেল আরএসএস অফিসে । ওখানে গিয়ে বলছে, আমি বিজেপির সেবক আছি ।" মমতার কথায়, "যারা দোআঁশলা, যারা ভয় পায়, যারা জীবনযুদ্ধ লড়তে ভয় পায়, তাদের আমি মানুষ বলে মনে করি না ৷"

উল্লেখ্য, 2020 সালে মিঠুন চক্রবর্তী ও অভিনেত্রী যোগিতা বালির ছেলে মহাক্ষয় চক্রবর্তী (মিমো)র বিরুদ্ধে মুম্বইয়ের ওশিয়ারা থানায় ধর্ষণের অভিযোগ এফআইআর দায়ের হয়েছিল ৷ অভিযোগকারিণী পুলিশকে জানিয়েছিলেন যে, 2015 সাল থেকে মিমোর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল । বিয়ের কথাবার্তাও হয়ে গিয়েছিল । বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সেই মহিলার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করেন মিমো ৷ এরপর অভিযোগকারিণী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে, মিমো জোর করে তাঁর গর্ভপাত করিয়ে দেন বলে অভিযোগ ।

আরও পড়ুন:

  1. ধর্ষণে অভিযুক্ত মিঠুন চক্রবর্তীর ছেলে মিমো
  2. 'বিজেপিকে ভোট দিলে মিলবে সুন্দর বাংলা', কোচবিহারে বললেন মিঠুন
  3. 'ভারতে এখন একজন রহমত আলির খুব দরকার', ভোটের সভায় 'কাবুলিওয়ালা' মিঠুন

ইসলামপুর, 18 এপ্রিল: মিঠুন চক্রবর্তী বড় গদ্দার ৷ রায়গঞ্জের প্রচারসভা থেকে বিজেপির তারকা প্রচারককে এমনই চাঁছাছোলা ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মিঠুন নিজের ছেলেকে বাঁচানোর জন্যই আরএসএস-এর কাছে মাথা নিচু করেছে বলে তোপ দাগেন মমতা ৷

'মহাগুরু' মিঠুন চক্রবর্তী নিজে ভোটে না-দাঁড়ালেও, বিধানসভা ভোটের মতোই এ বারের লোকসভা নির্বাচনে তিনি বিজেপির তারকা প্রচারক ৷ উত্তরবঙ্গে প্রথম দফার নির্বাচনের আগে জোরকদমে প্রচারও শুরু করে দিয়েছেন তিনি ৷ বৃহস্পতিবার ইসলামপুরের প্রচারসভা থেকে এ প্রসঙ্গে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "ভোট করানোর জন্য ফিল্মস্টার থেকে মিনিস্টার সবাইকে আনছে ৷"

এরপরই বিজেপির স্টার ক্যাম্পেইনারের নাম করে সরাসরি আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "এই মিঠুনকে আমি রাজ্যসভার সাংসদ করেছিলাম ৷ জানতাম না ও এত বড় গদ্দার ৷ ও নিজের ছেলেকে বাঁচানোর জন্য আরএসএস অফিসে মাথা নিচু করে দিয়েছে ৷"

এ প্রসঙ্গে অতীত মনে করিয়ে দিয়ে মমতা বলেন, "আপনাদের মনে পড়ে, ওঁর ছেলেকে ধরেছিল ৷ বিয়ের পিঁড়িতে গিয়ে হানা দিয়েছিল । সেইসময় নিজের ছেলেকে বাঁচাতে গদ্দার সোজা চলে গেল আরএসএস অফিসে । ওখানে গিয়ে বলছে, আমি বিজেপির সেবক আছি ।" মমতার কথায়, "যারা দোআঁশলা, যারা ভয় পায়, যারা জীবনযুদ্ধ লড়তে ভয় পায়, তাদের আমি মানুষ বলে মনে করি না ৷"

উল্লেখ্য, 2020 সালে মিঠুন চক্রবর্তী ও অভিনেত্রী যোগিতা বালির ছেলে মহাক্ষয় চক্রবর্তী (মিমো)র বিরুদ্ধে মুম্বইয়ের ওশিয়ারা থানায় ধর্ষণের অভিযোগ এফআইআর দায়ের হয়েছিল ৷ অভিযোগকারিণী পুলিশকে জানিয়েছিলেন যে, 2015 সাল থেকে মিমোর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল । বিয়ের কথাবার্তাও হয়ে গিয়েছিল । বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সেই মহিলার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করেন মিমো ৷ এরপর অভিযোগকারিণী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে, মিমো জোর করে তাঁর গর্ভপাত করিয়ে দেন বলে অভিযোগ ।

আরও পড়ুন:

  1. ধর্ষণে অভিযুক্ত মিঠুন চক্রবর্তীর ছেলে মিমো
  2. 'বিজেপিকে ভোট দিলে মিলবে সুন্দর বাংলা', কোচবিহারে বললেন মিঠুন
  3. 'ভারতে এখন একজন রহমত আলির খুব দরকার', ভোটের সভায় 'কাবুলিওয়ালা' মিঠুন
Last Updated : Apr 18, 2024, 2:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.