ETV Bharat / politics

ইউনিফর্ম সিভিল কোড চালু হলে সাধারণ মানুষের অস্তিত্ব থাকবে না, অভিযোগ মমতার - Mamata Banerjee - MAMATA BANERJEE

Mamata Banerjee: বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের নির্বাচনী সভা থেকে সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায় নিশানা করলেন বিজেপিকে ৷ ইউনিফর্ম সিভিল কোড নিয়ে বিজেপির সমালোচনা করলেন তিনি ৷ তাঁর দাবি, ইউসিসি চালু হলে সাধারণ মানুষের কোনও অস্তিত্ব থাকবে না ৷

Mamata Banerjee
Mamata Banerjee
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 18, 2024, 4:12 PM IST

বালুরঘাট, 18 এপ্রিল: অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড চালু করা হবে বলে এবারের লোকসভা নির্বাচনের ইস্তাহারে জানিয়েছে বিজেপি ৷ এই নিয়ে বৃহস্পতিবার কেন্দ্রের শাসক দলের সমালোচনা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এ দিন বালুরঘাটে নির্বাচনী সভার মঞ্চ থেকে কার্যত সাধারণ মানুষকে সতর্কও করতে দেখা গেল তাঁকে ৷

আগামী 26 এপ্রিল দ্বিতীয় দফায় ভোটগ্রহণ করা হবে বালুরঘাট লোকসভা আসনে ৷ সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিপ্লব মিত্র৷ প্রচার প্রায় শেষলগ্নে এসে পৌঁছেছে ৷ আর শেষ পর্যায়ের প্রচারে এসে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে আক্রমণের ঝড় তুললেন ৷

নির্বাচনী জনসভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে বললেন, ‘‘ইউনিফর্ম সিভিল কোড চান ? জানেন ইউনিফর্ম সিভিল কোড কী ? আপনার ধর্ম নিষিদ্ধ, আপনার আচার নিষিদ্ধ, আপনার আচরণ নিষিদ্ধ ৷... মানুষের কোনও অস্তিত্ব থাকবে না ৷ তফসিলিদের, আদিবাসীদের, সংখ্যালঘুদের, সাধারণ মানুষের কোনও অস্তিত্ব থাকবে না ৷ একটা দল, একটা নেতা ৷ দেশে আর গণতন্ত্র থাকবে না ৷’’

শুধু ইউসিসি-ই নয়, বিজেপির বিরুদ্ধে দেশে একনায়কতন্ত্র তৈরি করার অভিযোগ তোলেন মমতা ৷ বলেন, ‘‘এই নির্বাচনই জেনে রাখবেন, মোদি যদি জেতে শেষ নির্বাচন ৷ আর মানুষকে ভোট দিতে দেবে না ৷ সবাইকে দেশ থেকে তাড়িয়ে দেয় ৷ এনআরসি করে তাড়াবে ৷ জেলগুলোকে ভর্তি করে দেবে ৷’’

এর আগে মমতা বন্দ্যোপাধ্য়ায় যেদিন সভা করতে আসেন বালুরঘাটে, তার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সভা করে গিয়েছেন বালুরঘাটে ৷ সেই সভার প্রসঙ্গ তুলেও বিজেপির সমালোচনা করেন মমতা ৷ তাঁর দাবি, বালুরঘাট ও বিজেপির সুকান্ত মজুমদারের নাম ঠিক মতো উচ্চারণ করতে পারেন না মোদি-শাহ ৷

মমতার অভিযোগ, মোদির গ্যারান্টি মানে সব বন্ধ করে দেওয়া ৷ বিজেপি ভোটের পর লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ৷ কেন্দ্রীয় সরকার 6 লক্ষ 84 হাজার টাকা নিয়ে গিয়েছে রাজ্য থেকে ৷ কিন্তু রাজ্য এখনও 1 লক্ষ 74 হাজার কোটি টাকা পায় কেন্দ্রের থেকে ৷

প্রধানমন্ত্রী বালুরঘাটের সভা থেকে একশো দিনের কাজ ও আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলেছিলেন ৷ সেই নিয়েও সরব হন মমতা ৷ বাংলায় কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতি হয়ে থাকলে প্রমাণ দেওয়ার দাবি তোলেন তিনি ৷ তাঁর আরও দাবি, স্থানীয় স্তরে যেটুকু দুর্নীতি হয়েছিল, তা নিয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে ৷

আরও পড়ুন:

  1. বিজেপিকে হারিয়ে ‘ইন্ডিয়া’র নেতৃত্ব দেবে বাংলাই, দাবি মমতার
  2. মিঠুন বড় গদ্দার, ছেলেকে বাঁচাতে আরএসএস অফিসে মাথা নিচু করেছে: মমতা
  3. 'মুর্শিদাবাদের ঘটনা পূর্বপরিকল্পিত', কমিশনকে কাঠগড়ায় তুললেন মমতা

বালুরঘাট, 18 এপ্রিল: অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড চালু করা হবে বলে এবারের লোকসভা নির্বাচনের ইস্তাহারে জানিয়েছে বিজেপি ৷ এই নিয়ে বৃহস্পতিবার কেন্দ্রের শাসক দলের সমালোচনা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এ দিন বালুরঘাটে নির্বাচনী সভার মঞ্চ থেকে কার্যত সাধারণ মানুষকে সতর্কও করতে দেখা গেল তাঁকে ৷

আগামী 26 এপ্রিল দ্বিতীয় দফায় ভোটগ্রহণ করা হবে বালুরঘাট লোকসভা আসনে ৷ সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিপ্লব মিত্র৷ প্রচার প্রায় শেষলগ্নে এসে পৌঁছেছে ৷ আর শেষ পর্যায়ের প্রচারে এসে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে আক্রমণের ঝড় তুললেন ৷

নির্বাচনী জনসভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে বললেন, ‘‘ইউনিফর্ম সিভিল কোড চান ? জানেন ইউনিফর্ম সিভিল কোড কী ? আপনার ধর্ম নিষিদ্ধ, আপনার আচার নিষিদ্ধ, আপনার আচরণ নিষিদ্ধ ৷... মানুষের কোনও অস্তিত্ব থাকবে না ৷ তফসিলিদের, আদিবাসীদের, সংখ্যালঘুদের, সাধারণ মানুষের কোনও অস্তিত্ব থাকবে না ৷ একটা দল, একটা নেতা ৷ দেশে আর গণতন্ত্র থাকবে না ৷’’

শুধু ইউসিসি-ই নয়, বিজেপির বিরুদ্ধে দেশে একনায়কতন্ত্র তৈরি করার অভিযোগ তোলেন মমতা ৷ বলেন, ‘‘এই নির্বাচনই জেনে রাখবেন, মোদি যদি জেতে শেষ নির্বাচন ৷ আর মানুষকে ভোট দিতে দেবে না ৷ সবাইকে দেশ থেকে তাড়িয়ে দেয় ৷ এনআরসি করে তাড়াবে ৷ জেলগুলোকে ভর্তি করে দেবে ৷’’

এর আগে মমতা বন্দ্যোপাধ্য়ায় যেদিন সভা করতে আসেন বালুরঘাটে, তার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সভা করে গিয়েছেন বালুরঘাটে ৷ সেই সভার প্রসঙ্গ তুলেও বিজেপির সমালোচনা করেন মমতা ৷ তাঁর দাবি, বালুরঘাট ও বিজেপির সুকান্ত মজুমদারের নাম ঠিক মতো উচ্চারণ করতে পারেন না মোদি-শাহ ৷

মমতার অভিযোগ, মোদির গ্যারান্টি মানে সব বন্ধ করে দেওয়া ৷ বিজেপি ভোটের পর লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ৷ কেন্দ্রীয় সরকার 6 লক্ষ 84 হাজার টাকা নিয়ে গিয়েছে রাজ্য থেকে ৷ কিন্তু রাজ্য এখনও 1 লক্ষ 74 হাজার কোটি টাকা পায় কেন্দ্রের থেকে ৷

প্রধানমন্ত্রী বালুরঘাটের সভা থেকে একশো দিনের কাজ ও আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলেছিলেন ৷ সেই নিয়েও সরব হন মমতা ৷ বাংলায় কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতি হয়ে থাকলে প্রমাণ দেওয়ার দাবি তোলেন তিনি ৷ তাঁর আরও দাবি, স্থানীয় স্তরে যেটুকু দুর্নীতি হয়েছিল, তা নিয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে ৷

আরও পড়ুন:

  1. বিজেপিকে হারিয়ে ‘ইন্ডিয়া’র নেতৃত্ব দেবে বাংলাই, দাবি মমতার
  2. মিঠুন বড় গদ্দার, ছেলেকে বাঁচাতে আরএসএস অফিসে মাথা নিচু করেছে: মমতা
  3. 'মুর্শিদাবাদের ঘটনা পূর্বপরিকল্পিত', কমিশনকে কাঠগড়ায় তুললেন মমতা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.