ETV Bharat / politics

'আমরাও পারি আপনাদের সব বিধায়ককে বহিষ্কার করতে', মহুয়ার কেন্দ্র থেকে হুঙ্কার মমতার - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Mamata Banerjee: মহুয়া মৈত্রের সমর্থনে প্রচারে গিয়ে ফের সংসদ থেকে বহিষ্কারের প্রসঙ্গে টেনে আনলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই সঙ্গে মতুয়া ভোটব্য়াঙ্কেও শান দিয়েছেন মমতা ৷

Etv Bharat
Etv Bharat (Reporter)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 2, 2024, 3:40 PM IST

Updated : May 2, 2024, 8:33 PM IST

তেহট্ট, 2 মে: মহুয়া মৈত্রের জন্য প্রচারে গিয়ে ফের একবার সংসদ থেকে বহিষ্কারের প্রসঙ্গে টেনে আনলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই সঙ্গে মতুয়া ভোটব্য়াঙ্কেও শান দিয়েছেন মমতা ৷ আগামিকাল শুক্রবার বিজেপি প্রার্থীর সমর্থনে কৃষ্ণনগরেই আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আর আগে বৃহস্পতিবার মমতা কৃষ্ণনগরের সভা থেকে বলেন, "আপনাদের ভোটে জিতেছে মহুয়া ৷ আর তাঁকে লোকসভা থেকে বহিষ্কার করা হল! একদিনে 147 জন সাংসদকে ঘার ধাক্কা দিয়ে বের করে দিয়েছে ৷" এখানেই শেষ নয়, কার্যত হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, "আমরাও পারি আপনাদের যত বিধায়ক আছে, তাদের বিধানসভা থেকে বহিষ্কার করতে ৷"

কৃষ্ণনগর আসন যে এবারের বিজেপির অন্যতম টার্গেট তা বারবার মোদির ছুটে আসা থেকেই স্পষ্ট ৷ প্রার্থী ঘোষণা এমনকী লোকসভা ভোট ঘোষণার আগেও একবার কৃষ্ণনগর কলেজ মাঠে সভা করে গিয়েছেন নরেন্দ্র মোদি ৷ এবার শুক্রবার ফের রাজমাতা অমৃতা রায়ের সমর্থনে সভা করতে আসছেন তিনি ৷ তার আগে এদিন নরেন্দ্র মোদির নাম না করে মমতা বলেন, "এখানে আবার আগামিকাল মিথ্য়া কথা বলতে আসছেন ৷ মহুয়া ওদের ভয় পায় না, তাই মহুয়াকে নিয়ে ওদের এতো ভয় ৷ ওর উপর এত রাগ ৷ কার সঙ্গে কার বন্ধুত্ব তা খুঁজে বের করতে গেলে, কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসবে ৷"

মতুয়া অধ্যুষিত এলাকা কৃষ্ণনগরে এসে তাঁদের ভাবাবেগকেও স্পর্শ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন তিনি বলেন, "বড় মা'কে যখন চিনত না তখন আমি বারবার ছুটে যেতাম ৷ তিনি অসুস্থ হলে কলকাতায় এনে চিকিৎসা করিয়েছি ৷ হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে ছুটি ঘোষণা করেছি ৷ মতুয়াদের মিথ্য়া কথা বলছে নাগরিকত্ব দেবে ৷ কীসের নাগরিকত্ব ? আপনারা এমনিতেই নাগরিক ৷" বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরকে নিশানা করে মমতা আরও বলেন, "বনগাঁর আপনাদের প্রার্থী কেন নাগরিকত্বের জন্য আবেদন করেননি ? চালু আছে ৷ জানে করলেই বিদেশি হয়ে যাবে ৷"

এরই সঙ্গে মুখ্যমন্ত্রী এদিন বলেন, "ইউসিসি চালু হলে তপশিলি, আদিবাসী, ওবিসি, মতুয়াদের অস্তিত্ব থাকবে না ৷ শুধু এক দেশ এক নেতা থাকবে ৷ অনেক জায়গায় ভোট করতে দেয় না ৷ সারা পৃথিবীতে এটা লজ্জার যা এদেশের সরকার করছে ৷ আইপিএস, আইএএসদের সেই রাজ্যের মুখ্যমন্ত্রীরা ফোন করে ধমকাচ্ছে ৷ বিজেপির হয়ে কাজ করতে বলা হচ্ছে ৷"

আরও পড়ুন

'কুণালকে সরাতে বলুন নেত্রীকে', সুদীপকে বাবলার হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ্যে

তেহট্ট, 2 মে: মহুয়া মৈত্রের জন্য প্রচারে গিয়ে ফের একবার সংসদ থেকে বহিষ্কারের প্রসঙ্গে টেনে আনলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই সঙ্গে মতুয়া ভোটব্য়াঙ্কেও শান দিয়েছেন মমতা ৷ আগামিকাল শুক্রবার বিজেপি প্রার্থীর সমর্থনে কৃষ্ণনগরেই আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আর আগে বৃহস্পতিবার মমতা কৃষ্ণনগরের সভা থেকে বলেন, "আপনাদের ভোটে জিতেছে মহুয়া ৷ আর তাঁকে লোকসভা থেকে বহিষ্কার করা হল! একদিনে 147 জন সাংসদকে ঘার ধাক্কা দিয়ে বের করে দিয়েছে ৷" এখানেই শেষ নয়, কার্যত হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, "আমরাও পারি আপনাদের যত বিধায়ক আছে, তাদের বিধানসভা থেকে বহিষ্কার করতে ৷"

কৃষ্ণনগর আসন যে এবারের বিজেপির অন্যতম টার্গেট তা বারবার মোদির ছুটে আসা থেকেই স্পষ্ট ৷ প্রার্থী ঘোষণা এমনকী লোকসভা ভোট ঘোষণার আগেও একবার কৃষ্ণনগর কলেজ মাঠে সভা করে গিয়েছেন নরেন্দ্র মোদি ৷ এবার শুক্রবার ফের রাজমাতা অমৃতা রায়ের সমর্থনে সভা করতে আসছেন তিনি ৷ তার আগে এদিন নরেন্দ্র মোদির নাম না করে মমতা বলেন, "এখানে আবার আগামিকাল মিথ্য়া কথা বলতে আসছেন ৷ মহুয়া ওদের ভয় পায় না, তাই মহুয়াকে নিয়ে ওদের এতো ভয় ৷ ওর উপর এত রাগ ৷ কার সঙ্গে কার বন্ধুত্ব তা খুঁজে বের করতে গেলে, কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসবে ৷"

মতুয়া অধ্যুষিত এলাকা কৃষ্ণনগরে এসে তাঁদের ভাবাবেগকেও স্পর্শ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন তিনি বলেন, "বড় মা'কে যখন চিনত না তখন আমি বারবার ছুটে যেতাম ৷ তিনি অসুস্থ হলে কলকাতায় এনে চিকিৎসা করিয়েছি ৷ হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে ছুটি ঘোষণা করেছি ৷ মতুয়াদের মিথ্য়া কথা বলছে নাগরিকত্ব দেবে ৷ কীসের নাগরিকত্ব ? আপনারা এমনিতেই নাগরিক ৷" বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরকে নিশানা করে মমতা আরও বলেন, "বনগাঁর আপনাদের প্রার্থী কেন নাগরিকত্বের জন্য আবেদন করেননি ? চালু আছে ৷ জানে করলেই বিদেশি হয়ে যাবে ৷"

এরই সঙ্গে মুখ্যমন্ত্রী এদিন বলেন, "ইউসিসি চালু হলে তপশিলি, আদিবাসী, ওবিসি, মতুয়াদের অস্তিত্ব থাকবে না ৷ শুধু এক দেশ এক নেতা থাকবে ৷ অনেক জায়গায় ভোট করতে দেয় না ৷ সারা পৃথিবীতে এটা লজ্জার যা এদেশের সরকার করছে ৷ আইপিএস, আইএএসদের সেই রাজ্যের মুখ্যমন্ত্রীরা ফোন করে ধমকাচ্ছে ৷ বিজেপির হয়ে কাজ করতে বলা হচ্ছে ৷"

আরও পড়ুন

'কুণালকে সরাতে বলুন নেত্রীকে', সুদীপকে বাবলার হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ্যে

Last Updated : May 2, 2024, 8:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.