ETV Bharat / politics

কেজরিওয়ালের জামিনে খুশি মমতা, দিলেন পাশে থাকার বার্তাও - Arvind Kejriwal - ARVIND KEJRIWAL

Mamata Banerjee on Arvind Kejriwal: কেজরিওয়ালের জামিনে খুশি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ জানালেন, নির্বাচনী লড়াইয়ে এই সিদ্ধান্ত খুব সহায়ক হবে ৷

কেজরিওয়ালের জামিনে খুশি মমতা
Mamata on Arvind Kejriwal (নিজস্ব)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 10, 2024, 5:41 PM IST

কলকাতা, 10 মে: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে তাঁর সম্পর্ক বরাবরই খুব ভালো। ইন্ডিয়া জোটেও মমতার ডাকে সাড়া দিয়ে যোগ দিয়েছিলেন কেজরিওয়াল ৷ কিন্তু লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার পরেই আবগারি দুর্নীতি মামলায় জেলে যেতে হয়েছিল দিল্লির মুখ্যমন্ত্রীকে। সে সময় তাঁর পাশে দাঁড়িয়েছিলেন মমতা। ফোন করে তার স্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন তিনি। শুক্রবার সুপ্রিম কোর্ট থেকে 23 দিনের জন্য অন্তর্বর্তী জামিন পেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তিনি যে সুপ্রিম কোর্টের এদিনের রায়ে খুশি, তা-ও স্পষ্ট করে দিয়েছেন মমতা ৷

শুক্রবার শীর্ষ আদালত জানিয়েছে, কেজরিওয়ালকে জামিন দেওয়া হচ্ছে। তবে তার মেয়াদ আগামী 1 জুন পর্যন্ত। এই খবর প্রকাশ্যে আসার পরই তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, "আমি ভীষণ খুশি, সুপ্রিম কোর্ট অরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে।" তাঁর মতে, বর্তমান নির্বাচনের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ খুবই লাভদায়ক হবে কেজরিওয়াল এবং তাঁর দলের জন্য।

ইন্ডিয়া জোটের অন্যতম গুরুত্বপূর্ণ শরিক অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি। আর সে কারণেই অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার হতেই তা নিয়ে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পদে থাকা কোনও মুখ্যমন্ত্রীকে নির্বাচন চলাকালীন এভাবে গ্রেফতার করা গণতন্ত্রের পরিপন্থী বলেও দাবি করেছিলেন তিনি। আর সে কারণেই এদিন অরবিন্দ কেজরিওয়াল যখন জামিন পেলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন যে তিনি এই সিদ্ধান্তে খুশি ৷

দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গত 21 মার্চ কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল ইডি ৷ লোকসভা ভোটের চতুর্থ দফা আগামী সোমবার ৷ নির্বাচনী প্রচারের দিকটিকে গুরুত্ব দিয়ে আপ প্রধানকে জামিন দেওয়া হয়েছে বলে জানায় সুপ্রিম কোর্ট ৷ এদিন বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ বলে, "অরবিন্দ কেজরিওয়ালকে আবগারি দুর্নীতি মামলায় আর্থিক প্রতারণায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৷ 2 জুন তাঁকে জেলে ফিরতে হবে ৷" 1 জুন লোকসভা ভোট শেষ হচ্ছে ৷ 4 জুন ভোটগণনা ও ফলাফল ৷

আরও পড়ুন

অন্তর্বর্তী জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী, 1 জুন পর্যন্ত জেলের বাইরে কেজরিওয়াল

'সবে শুরু, ভোট হলে আরও সত‍্য সামনে আসবে !' সন্দেশখালি নিয়ে সরব শাহজাহান, পালটা রেখার

কলকাতা, 10 মে: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে তাঁর সম্পর্ক বরাবরই খুব ভালো। ইন্ডিয়া জোটেও মমতার ডাকে সাড়া দিয়ে যোগ দিয়েছিলেন কেজরিওয়াল ৷ কিন্তু লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার পরেই আবগারি দুর্নীতি মামলায় জেলে যেতে হয়েছিল দিল্লির মুখ্যমন্ত্রীকে। সে সময় তাঁর পাশে দাঁড়িয়েছিলেন মমতা। ফোন করে তার স্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন তিনি। শুক্রবার সুপ্রিম কোর্ট থেকে 23 দিনের জন্য অন্তর্বর্তী জামিন পেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তিনি যে সুপ্রিম কোর্টের এদিনের রায়ে খুশি, তা-ও স্পষ্ট করে দিয়েছেন মমতা ৷

শুক্রবার শীর্ষ আদালত জানিয়েছে, কেজরিওয়ালকে জামিন দেওয়া হচ্ছে। তবে তার মেয়াদ আগামী 1 জুন পর্যন্ত। এই খবর প্রকাশ্যে আসার পরই তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, "আমি ভীষণ খুশি, সুপ্রিম কোর্ট অরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে।" তাঁর মতে, বর্তমান নির্বাচনের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ খুবই লাভদায়ক হবে কেজরিওয়াল এবং তাঁর দলের জন্য।

ইন্ডিয়া জোটের অন্যতম গুরুত্বপূর্ণ শরিক অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি। আর সে কারণেই অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার হতেই তা নিয়ে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পদে থাকা কোনও মুখ্যমন্ত্রীকে নির্বাচন চলাকালীন এভাবে গ্রেফতার করা গণতন্ত্রের পরিপন্থী বলেও দাবি করেছিলেন তিনি। আর সে কারণেই এদিন অরবিন্দ কেজরিওয়াল যখন জামিন পেলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন যে তিনি এই সিদ্ধান্তে খুশি ৷

দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গত 21 মার্চ কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল ইডি ৷ লোকসভা ভোটের চতুর্থ দফা আগামী সোমবার ৷ নির্বাচনী প্রচারের দিকটিকে গুরুত্ব দিয়ে আপ প্রধানকে জামিন দেওয়া হয়েছে বলে জানায় সুপ্রিম কোর্ট ৷ এদিন বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ বলে, "অরবিন্দ কেজরিওয়ালকে আবগারি দুর্নীতি মামলায় আর্থিক প্রতারণায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৷ 2 জুন তাঁকে জেলে ফিরতে হবে ৷" 1 জুন লোকসভা ভোট শেষ হচ্ছে ৷ 4 জুন ভোটগণনা ও ফলাফল ৷

আরও পড়ুন

অন্তর্বর্তী জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী, 1 জুন পর্যন্ত জেলের বাইরে কেজরিওয়াল

'সবে শুরু, ভোট হলে আরও সত‍্য সামনে আসবে !' সন্দেশখালি নিয়ে সরব শাহজাহান, পালটা রেখার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.