ETV Bharat / politics

তৃণমূলের নবীন প্রজন্মকে একুশের গুরুত্ব বোঝাতে বিশেষবার্তা মমতার - Mamata Banerjee - MAMATA BANERJEE

Mamata Banerjee: রবিবার 21 জুলাই ৷ তৃণমূল কংগ্রেসের শহিদ স্মরণ কর্মসূচি ৷ তার আগে শনিবার একুশে নিয়ে বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সোশাল মিডিয়ায় এই নিয়ে পোস্ট করেছেন তিনি ৷

Mamata Banerjee
একুশের গুরুত্ব বোঝাতে বিশেষবার্তা মমতার (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 20, 2024, 1:08 PM IST

কলকাতা, 20 জুলাই: একুশের মেগা কর্মসূচির আগেই তৃণমূল কর্মী ও সমর্থকদের জন্য সোশাল মিডিয়ায় বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শনিবার এই বার্তায় তিনি তৃণমূলের নবীন প্রজন্মকে একুশের ইতিহাস স্মরণ করালেন ।

তিনি লিখেছেন, ‘‘আগামিকাল আবার একুশে! 21শে জুলাই বাংলার ইতিহাসে রক্তঝরা এক দিন । অত্যাচারী সিপিআইএম-এর নির্দেশে সেদিন চলে গিয়েছিল তরতাজা 13টি প্রাণ । আমি হারিয়েছিলাম আমার 13 জন সহযোদ্ধাকে । তাই 21শে জুলাই আমার কাছে, আমাদের কাছে একটা আবেগ । 21শে জুলাই আজ বাংলার কৃষ্টি ও সংস্কৃতির অন্তরঙ্গ অংশ ।’’

এখানেই শেষ নয়, তিনি আরও লিখছেন, ‘‘প্রতি বছর এই ঐতিহাসিক দিনে শ্রদ্ধায়, ভালোবাসায় আমরা বীর সেই শহিদদের তর্পণ করি । শুধু তাঁরাই নন, দেশ ও দশের জন্য আন্দোলন করতে গিয়ে যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁদের সবাইকেই এই দিনে আমরা স্মরণ করি ।’’

একুশে জুলাই এই বিশেষ দিনটিকে তৃণমূল কংগ্রেস মা-মাটি দিবস হিসাবেও পালন করে । এক্ষেত্রে এই দিনটির প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘‘আমরা এ দিনটিকে 'মা-মাটি-মানুষ দিবস' হিসেবে পালন করি; নির্বাচনে আমাদের যে গণতান্ত্রিক জয় তাকে মানুষের উদ্দেশে উৎসর্গ করি । সেজন্যও এদিন বিশেষ তাৎপর্যপূর্ণ ।’’

আগামিকাল রবিবার দলীয় কর্মী সমর্থকদের ধর্মতলায় আসার জন্য আহ্বান করেছেন মমতা ৷ তিনি লিখেছেন, ‘‘ধর্মতলায় এবারের শহিদ স্মরণ তথা মা-মাটি-মানুষ দিবস অনুষ্ঠানে আমি বাংলার সকল মানুষকে আমন্ত্রণ জানাই । আপনাদের সবার সাগ্রহ উপস্থিতিতে এবারের সমাবেশও অন্যান্যবারের মতো সাফল্যমন্ডিত হবে, এই বিশ্বাস আমি রাখি ।’’

মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একুশে জুলাইয়ের গুরুত্ব কতটা, তা এ দিনের এই বার্তা থেকেই তিনি স্পষ্ট করেছেন । ক্ষমতার অলিন্দে থাকার এতদিন পরেও তিনি যে শহিদদের আত্মবলিদান ভোলেননি, এবার তা আরও একবার মনে করিয়ে দিয়েছেন মমতা । আর তাঁদের স্মরণ করেই মমতা লিখছেন, “21শে জুলাই অশ্রু সজল রক্তে লেখা নাম শহীদ স্মরণে রইলো মোদের হাজার হাজার সেলাম ।”

কলকাতা, 20 জুলাই: একুশের মেগা কর্মসূচির আগেই তৃণমূল কর্মী ও সমর্থকদের জন্য সোশাল মিডিয়ায় বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শনিবার এই বার্তায় তিনি তৃণমূলের নবীন প্রজন্মকে একুশের ইতিহাস স্মরণ করালেন ।

তিনি লিখেছেন, ‘‘আগামিকাল আবার একুশে! 21শে জুলাই বাংলার ইতিহাসে রক্তঝরা এক দিন । অত্যাচারী সিপিআইএম-এর নির্দেশে সেদিন চলে গিয়েছিল তরতাজা 13টি প্রাণ । আমি হারিয়েছিলাম আমার 13 জন সহযোদ্ধাকে । তাই 21শে জুলাই আমার কাছে, আমাদের কাছে একটা আবেগ । 21শে জুলাই আজ বাংলার কৃষ্টি ও সংস্কৃতির অন্তরঙ্গ অংশ ।’’

এখানেই শেষ নয়, তিনি আরও লিখছেন, ‘‘প্রতি বছর এই ঐতিহাসিক দিনে শ্রদ্ধায়, ভালোবাসায় আমরা বীর সেই শহিদদের তর্পণ করি । শুধু তাঁরাই নন, দেশ ও দশের জন্য আন্দোলন করতে গিয়ে যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁদের সবাইকেই এই দিনে আমরা স্মরণ করি ।’’

একুশে জুলাই এই বিশেষ দিনটিকে তৃণমূল কংগ্রেস মা-মাটি দিবস হিসাবেও পালন করে । এক্ষেত্রে এই দিনটির প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘‘আমরা এ দিনটিকে 'মা-মাটি-মানুষ দিবস' হিসেবে পালন করি; নির্বাচনে আমাদের যে গণতান্ত্রিক জয় তাকে মানুষের উদ্দেশে উৎসর্গ করি । সেজন্যও এদিন বিশেষ তাৎপর্যপূর্ণ ।’’

আগামিকাল রবিবার দলীয় কর্মী সমর্থকদের ধর্মতলায় আসার জন্য আহ্বান করেছেন মমতা ৷ তিনি লিখেছেন, ‘‘ধর্মতলায় এবারের শহিদ স্মরণ তথা মা-মাটি-মানুষ দিবস অনুষ্ঠানে আমি বাংলার সকল মানুষকে আমন্ত্রণ জানাই । আপনাদের সবার সাগ্রহ উপস্থিতিতে এবারের সমাবেশও অন্যান্যবারের মতো সাফল্যমন্ডিত হবে, এই বিশ্বাস আমি রাখি ।’’

মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একুশে জুলাইয়ের গুরুত্ব কতটা, তা এ দিনের এই বার্তা থেকেই তিনি স্পষ্ট করেছেন । ক্ষমতার অলিন্দে থাকার এতদিন পরেও তিনি যে শহিদদের আত্মবলিদান ভোলেননি, এবার তা আরও একবার মনে করিয়ে দিয়েছেন মমতা । আর তাঁদের স্মরণ করেই মমতা লিখছেন, “21শে জুলাই অশ্রু সজল রক্তে লেখা নাম শহীদ স্মরণে রইলো মোদের হাজার হাজার সেলাম ।”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.