ETV Bharat / politics

ভাঙছে প্রথা ! ব্রিগেডে প্রার্থী তালিকা ঘোষণার সম্ভাবনা মমতার - TMC Jangarjan Rally at Brigade

TMC Jangarjan Rally at Brigade: ব্রিগেডের 'জনগর্জন' সভা থেকে নয়া চমক দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূল সূত্রে খবর, আসন্ন লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা তৈরি হয়ে গিয়েছে ৷ আর তাতে তৃণমূল সুপ্রিমোর অনুমোদনও মিলেছে ৷ এবার প্রথা ভেঙে মঞ্চ থেকেই প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেন মমতা ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 9, 2024, 5:01 PM IST

Updated : Mar 10, 2024, 6:05 AM IST

ব্রিগেডের সভাস্থল ঘুরে দেখলেন অভিষেক

কলকাতা, 9 মার্চ: রাত পোহালেই ব্রিগেডের 'জনগর্জন' সভার মঞ্চ থেকে আসন্ন লোকসভা নির্বাচনের প্রচার আনুষ্ঠানিকভাবে শুরু করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূল সূত্রের খবর, এই মেগা প্রচার মঞ্চ থেকে মমতা লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেন ৷ অর্থাৎ, ব্রিগেডে সভামঞ্চে বদলের সঙ্গে, তৃণমূলের প্রার্থী ঘোষণার প্রথাতেও বদল আসছে ৷ কালীঘাটের দলীয় কার্যালয়ের বদলে, মমতা এবার ব্রিগেডের সভা থেকে 42 আসনের প্রার্থীদের নাম ঘোষণা করতে পারেন বলে মনে করছে দলের একটি অংশ ৷

ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলা থেকে তৃণমূল কর্মী-সমর্থকরা কলকাতায় ভিড় করতে শুরু করেছেন ৷ কর্মী সমর্থকদের মধ্যে রবিবারের এই সভা নিয়ে আগ্রহ অবশ্যই তুঙ্গে ৷ লোকসভার প্রচার মঞ্চ থেকে মমতা কী বার্তা দেন, সেদিকে নজর রাজনৈতিকমহলেরও ৷ কিন্তু, তৃণমূলের একটি সূত্রের খবর, আরও বড় চমক রবিবার দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কালীঘাটের দলীয় কার্যালয়ের বদলে, ব্রিগেডের মঞ্চ থেকেই তিনি নাকি, লোকসভার 42 জন প্রার্থীর নাম ঘোষণা করবেন !

অন্যদিকে, ব্রিগেডে তৃণমূলের 'জনগর্জন' সভার মঞ্চেও রয়েছে অভিনবত্ব ৷ প্রথমবার ব্রিগেডে নেতা, কর্মী ও সমর্থকদের মাঝে দাঁড়িয়ে ভাষণ দিতে দেখা যাবে মমতাকে ৷ হ্যাঁ, আর তার জন্য মূল মঞ্চের সামনে থেকে ব্রিগেডের মাঝ বরাবর একটি ব়্যাম্প তৈরি করা হয়েছে ৷ এমনকী দু’ধারেও সেই ব়্যাম্পকে প্রসারিত করা হয়েছে ৷ এককথায় 'যোগ চিহ্নে'র আকারে সেই ব়্যাম্প বানানো হয়েছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ দিতে দিতে ওই ব়্যাম্প পৌঁছে যাবেন ৷

ব়্যাম্পটি 80 মিটার দীর্ঘ ও চওড়ায় 6 ফুট ৷ আর দু’দিকের ব়্যাম্প 30 মিটার দীর্ঘ ৷ ব্রিগেডে তৃণমূলের সভার মূল মঞ্চের দৈর্ঘ্য 72 ফুট, প্রস্থ 20 ফুট ও উচ্চতা 12 ফুট ৷ আর মূল মঞ্চের দু’ধারে থাকা মঞ্চের দৈর্ঘ্য 68 ফুট, প্রস্থ 28 ফুট ও উচ্চতা 10 ফুট ৷ এদিন বিকেল সাড়ে চারটে নাগাদ তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্রিগেডে যান ৷ আধ ঘণ্টার উপর সেখানে ছিলেন তিনি ৷ মূল মঞ্চ, তার পাশের দু’টি মঞ্চ ও ব়্যাম্প-সহ পুরো ব্যবস্থাপনা খতিয়ে দেখেন অভিষেক ৷

শাসক দলের তরফে দাবি করা হয়েছে, রবিবার ব্রিগেডের মঞ্চে একসঙ্গে 600 জন তৃণমূল কংগ্রেসের নেতা উপস্থিত থাকবেন ৷ এদিন তৃণমূল কংগ্রেসের এক শীর্ষ নেতা বলেছেন," ব্রিগেডের সভা যদি ট্রেলার হয়, গোটা সিনেমাটা এখন বাকি এখনও বাকি আছে ৷ বিনা যুদ্ধে কাউকে এক ইঞ্চি জমি ছেড়ে দেওয়া হবে না ৷"

তৃণমূল কংগ্রেসের নেতা তথা কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বললেন, "এবারের ব্রিগেড সমস্ত রেকর্ড ভেঙে দেবে ৷ এই ময়দান শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক উপস্থিতির সাক্ষী থেকেছে ৷ আগামিকাল এই মঞ্চ থেকে একটা নতুন ইতিহাস রচনা হবে ৷ বিজেপির বিদায় ঘণ্টা বাজিয়ে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কাল রাত থেকেই লাখ লাখ মানুষ কলকাতার দিকে আসছেন ৷ মোদি সরকার ভেবেছে ট্রেন আটকে তৃণমূল কংগ্রেসকে রুখে দেবে ৷ এভাবে তৃণমূল কংগ্রেসকে রোখা যাবে না ৷"

আরও পড়ুন:

  1. 'ভাঙছে মমতার দল, নো ভোট টু তৃণমূল', বিজেপির ব্যাট হাতে ময়দানে অভিজিৎ
  2. বিজেপিতে বড় ধাক্কা ! বিধায়কের পর এবার দল ছাড়লেন সাংসদ
  3. রেল পরিবহণে বিকাশ, আক্ষেপ শিল্পতালুক নিয়ে; জয়ন্ত রায়ের 5 বছরের খতিয়ান

ব্রিগেডের সভাস্থল ঘুরে দেখলেন অভিষেক

কলকাতা, 9 মার্চ: রাত পোহালেই ব্রিগেডের 'জনগর্জন' সভার মঞ্চ থেকে আসন্ন লোকসভা নির্বাচনের প্রচার আনুষ্ঠানিকভাবে শুরু করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূল সূত্রের খবর, এই মেগা প্রচার মঞ্চ থেকে মমতা লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেন ৷ অর্থাৎ, ব্রিগেডে সভামঞ্চে বদলের সঙ্গে, তৃণমূলের প্রার্থী ঘোষণার প্রথাতেও বদল আসছে ৷ কালীঘাটের দলীয় কার্যালয়ের বদলে, মমতা এবার ব্রিগেডের সভা থেকে 42 আসনের প্রার্থীদের নাম ঘোষণা করতে পারেন বলে মনে করছে দলের একটি অংশ ৷

ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলা থেকে তৃণমূল কর্মী-সমর্থকরা কলকাতায় ভিড় করতে শুরু করেছেন ৷ কর্মী সমর্থকদের মধ্যে রবিবারের এই সভা নিয়ে আগ্রহ অবশ্যই তুঙ্গে ৷ লোকসভার প্রচার মঞ্চ থেকে মমতা কী বার্তা দেন, সেদিকে নজর রাজনৈতিকমহলেরও ৷ কিন্তু, তৃণমূলের একটি সূত্রের খবর, আরও বড় চমক রবিবার দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কালীঘাটের দলীয় কার্যালয়ের বদলে, ব্রিগেডের মঞ্চ থেকেই তিনি নাকি, লোকসভার 42 জন প্রার্থীর নাম ঘোষণা করবেন !

অন্যদিকে, ব্রিগেডে তৃণমূলের 'জনগর্জন' সভার মঞ্চেও রয়েছে অভিনবত্ব ৷ প্রথমবার ব্রিগেডে নেতা, কর্মী ও সমর্থকদের মাঝে দাঁড়িয়ে ভাষণ দিতে দেখা যাবে মমতাকে ৷ হ্যাঁ, আর তার জন্য মূল মঞ্চের সামনে থেকে ব্রিগেডের মাঝ বরাবর একটি ব়্যাম্প তৈরি করা হয়েছে ৷ এমনকী দু’ধারেও সেই ব়্যাম্পকে প্রসারিত করা হয়েছে ৷ এককথায় 'যোগ চিহ্নে'র আকারে সেই ব়্যাম্প বানানো হয়েছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ দিতে দিতে ওই ব়্যাম্প পৌঁছে যাবেন ৷

ব়্যাম্পটি 80 মিটার দীর্ঘ ও চওড়ায় 6 ফুট ৷ আর দু’দিকের ব়্যাম্প 30 মিটার দীর্ঘ ৷ ব্রিগেডে তৃণমূলের সভার মূল মঞ্চের দৈর্ঘ্য 72 ফুট, প্রস্থ 20 ফুট ও উচ্চতা 12 ফুট ৷ আর মূল মঞ্চের দু’ধারে থাকা মঞ্চের দৈর্ঘ্য 68 ফুট, প্রস্থ 28 ফুট ও উচ্চতা 10 ফুট ৷ এদিন বিকেল সাড়ে চারটে নাগাদ তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্রিগেডে যান ৷ আধ ঘণ্টার উপর সেখানে ছিলেন তিনি ৷ মূল মঞ্চ, তার পাশের দু’টি মঞ্চ ও ব়্যাম্প-সহ পুরো ব্যবস্থাপনা খতিয়ে দেখেন অভিষেক ৷

শাসক দলের তরফে দাবি করা হয়েছে, রবিবার ব্রিগেডের মঞ্চে একসঙ্গে 600 জন তৃণমূল কংগ্রেসের নেতা উপস্থিত থাকবেন ৷ এদিন তৃণমূল কংগ্রেসের এক শীর্ষ নেতা বলেছেন," ব্রিগেডের সভা যদি ট্রেলার হয়, গোটা সিনেমাটা এখন বাকি এখনও বাকি আছে ৷ বিনা যুদ্ধে কাউকে এক ইঞ্চি জমি ছেড়ে দেওয়া হবে না ৷"

তৃণমূল কংগ্রেসের নেতা তথা কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বললেন, "এবারের ব্রিগেড সমস্ত রেকর্ড ভেঙে দেবে ৷ এই ময়দান শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক উপস্থিতির সাক্ষী থেকেছে ৷ আগামিকাল এই মঞ্চ থেকে একটা নতুন ইতিহাস রচনা হবে ৷ বিজেপির বিদায় ঘণ্টা বাজিয়ে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কাল রাত থেকেই লাখ লাখ মানুষ কলকাতার দিকে আসছেন ৷ মোদি সরকার ভেবেছে ট্রেন আটকে তৃণমূল কংগ্রেসকে রুখে দেবে ৷ এভাবে তৃণমূল কংগ্রেসকে রোখা যাবে না ৷"

আরও পড়ুন:

  1. 'ভাঙছে মমতার দল, নো ভোট টু তৃণমূল', বিজেপির ব্যাট হাতে ময়দানে অভিজিৎ
  2. বিজেপিতে বড় ধাক্কা ! বিধায়কের পর এবার দল ছাড়লেন সাংসদ
  3. রেল পরিবহণে বিকাশ, আক্ষেপ শিল্পতালুক নিয়ে; জয়ন্ত রায়ের 5 বছরের খতিয়ান
Last Updated : Mar 10, 2024, 6:05 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.