ETV Bharat / politics

রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই, নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়ে মোদিকে জবাব মমতার - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : May 20, 2024, 2:01 PM IST

Mamata Banerjee: রামকৃষ্ণ মিশন ও ভারত সেবাশ্রম সংঘ নিয়ে তিনি মন্তব্য করেছেন, তার ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ একইসঙ্গে, বিষ্ণুপুরের সভা থেকে প্রধানমন্ত্রীর কটাক্ষের জবাব দিয়েছেন ৷

ETV BHARAT
মোদিকে জবাব মমতার ৷ (ফাইল ছবি)

বিষ্ণুপুর, 20 মে: রামকৃষ্ণ মিশন ও ভারত সেবাশ্রম সংঘ নিয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিষ্ণুপুরের সভা থেকে তিনি এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কটাক্ষের 'জবাব' দিলেন ৷ মুখ্যমন্ত্রীর দাবি, তিনি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নন ৷ তিনি শুধু দু-এক জনের কথা বলেছেন ৷ এই নিয়ে বলতে গিয়ে এ দিন ফের কার্তিক মহারাজের বিরুদ্ধে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী ৷

সোমবার যখন দেশজুড়ে চলছে পঞ্চম দফা নির্বাচনে ভোটগ্রহণ, তখনই বিষ্ণুপুরে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের সমর্থনে জনসভা থেকে প্রধানমন্ত্রীকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ভারত সেবাশ্রম সংঘ ও রামকৃষ্ণ মিশন নিয়ে তাঁর মন্তব্যকে হাতিয়ার করে গত দু'দিন ধরে তাঁর বিরুদ্ধে আসরে নেমেছে বিজেপি ৷ রবিবার প্রধানমন্ত্রী বঙ্গে এসে এই নিয়ে আক্রমণের ঝাঁজ আরও বাড়ান ৷ তাঁর কটাক্ষেরই জবাব দিয়ে সোমবার নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন মমতা ৷

বক্তব্যের শুরুতেই এ দিন মুখ্যমন্ত্রী বলেন, "আজ আমার এখানে সভা ছিল না । আমি জবাব দেব বলেই এসেছি ।" এ কথা বলে তিনি জানিয়ে দেন যে, তিনি রামকৃষ্ণ মিশনের বিরোধী নন ৷ তাঁর অভিযোগ, নির্দিষ্ট কয়েকজনের বিরুদ্ধে ৷

মমতার কথায়, "আমি কী বলেছি ? আমি কেন একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে হব ? আমি কখনওই রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই । আমি কেবল দু-এক জনের কথা বলেছি । তার মধ্যে একজন হলেন কার্তিক মহারাজ । আমি খবর পেয়েছি, উনি তৃণমূলের এজেন্টদের বসতে দেন না । এলাকায় ধর্মের নামে তিনি বিজেপি করে বেড়ান । তিনি ছানার ব্যবসায়ীদের উসকাচ্ছেন । সব খবরই আমার কাছে আসে । উনি রাজনীতি করতেই পারেন, আমার তাতে কোনও আপত্তি নেই । কিন্তু আমি তাঁকে বলব, বুকে পদ্ম ফুলটা লাগিয়ে রাজনীতি করুন। এ ভাবে আড়ালে থেকে রাজনীতি করবেন না।"

তাঁর সঙ্গে রামকৃষ্ণ মিশনের ভালো সম্পর্কের কথা তুলে ধরে মমতা বলেন, "আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে কেন হব ? এই তো সে দিনও, এক মহারাজ অসুস্থ হয়েছিলেন । আমি তাঁকে দেখতে গিয়েছি । ওঁদের সঙ্গে আমার সম্পর্ক ভালো । বিবেকানন্দের বাড়ি আমি রক্ষা করেছি । সারদা মায়ের বাড়িও আমি রক্ষা করেছি । ভগিনী নিবেদিতার বাড়িও আমি বাঁচিয়েছি । কিন্তু সবাই এক রকম নন । আমি সেটাই বলেছি । আমি সে দিন সেই কয়েক জনের কথাই বলেছি ।"

উল্লেখ্য, রবিবার পুরুলিয়ার সভায় প্রধানমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে নিশানা করে বলেন, "তৃণমূল সরকার এ বার সব সহ্যের সীমা পার করে গিয়েছে ৷ আজ বাংলার মুখ্য়মন্ত্রী ইসকন, রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসীদের খোলাখুলি ধমকাচ্ছেন ।" মমতার মন্তব্যের জন্য তাঁকে আইনি নোটিশ পাঠিয়েছে ভারত সেবাশ্রম সঙ্ঘ ৷ তাদের দাবি, ক্ষমা চাইতে হবে মুখ্যমন্ত্রীকে ৷

আরও পড়ুন:

  1. 'মুখ্যমন্ত্রীর এত সাহস! খোলা মঞ্চ থেকে সন্ন্যাসীদের ধমকাচ্ছেন', মমতাকে তোপ প্রধানমন্ত্রীর
  2. মমতাকে আইনি নোটিশ ভারত সেবাশ্রম সঙ্ঘের, ক্ষমা চাইতে হবে মুখ্যমন্ত্রীকে
  3. উনি একটা পাগলি ! সন্ন্যাসীদের হুমকির ঘটনায় মমতাকে পালটা ভারত সেবাশ্রম সম্পাদকের

বিষ্ণুপুর, 20 মে: রামকৃষ্ণ মিশন ও ভারত সেবাশ্রম সংঘ নিয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিষ্ণুপুরের সভা থেকে তিনি এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কটাক্ষের 'জবাব' দিলেন ৷ মুখ্যমন্ত্রীর দাবি, তিনি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নন ৷ তিনি শুধু দু-এক জনের কথা বলেছেন ৷ এই নিয়ে বলতে গিয়ে এ দিন ফের কার্তিক মহারাজের বিরুদ্ধে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী ৷

সোমবার যখন দেশজুড়ে চলছে পঞ্চম দফা নির্বাচনে ভোটগ্রহণ, তখনই বিষ্ণুপুরে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের সমর্থনে জনসভা থেকে প্রধানমন্ত্রীকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ভারত সেবাশ্রম সংঘ ও রামকৃষ্ণ মিশন নিয়ে তাঁর মন্তব্যকে হাতিয়ার করে গত দু'দিন ধরে তাঁর বিরুদ্ধে আসরে নেমেছে বিজেপি ৷ রবিবার প্রধানমন্ত্রী বঙ্গে এসে এই নিয়ে আক্রমণের ঝাঁজ আরও বাড়ান ৷ তাঁর কটাক্ষেরই জবাব দিয়ে সোমবার নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন মমতা ৷

বক্তব্যের শুরুতেই এ দিন মুখ্যমন্ত্রী বলেন, "আজ আমার এখানে সভা ছিল না । আমি জবাব দেব বলেই এসেছি ।" এ কথা বলে তিনি জানিয়ে দেন যে, তিনি রামকৃষ্ণ মিশনের বিরোধী নন ৷ তাঁর অভিযোগ, নির্দিষ্ট কয়েকজনের বিরুদ্ধে ৷

মমতার কথায়, "আমি কী বলেছি ? আমি কেন একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে হব ? আমি কখনওই রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই । আমি কেবল দু-এক জনের কথা বলেছি । তার মধ্যে একজন হলেন কার্তিক মহারাজ । আমি খবর পেয়েছি, উনি তৃণমূলের এজেন্টদের বসতে দেন না । এলাকায় ধর্মের নামে তিনি বিজেপি করে বেড়ান । তিনি ছানার ব্যবসায়ীদের উসকাচ্ছেন । সব খবরই আমার কাছে আসে । উনি রাজনীতি করতেই পারেন, আমার তাতে কোনও আপত্তি নেই । কিন্তু আমি তাঁকে বলব, বুকে পদ্ম ফুলটা লাগিয়ে রাজনীতি করুন। এ ভাবে আড়ালে থেকে রাজনীতি করবেন না।"

তাঁর সঙ্গে রামকৃষ্ণ মিশনের ভালো সম্পর্কের কথা তুলে ধরে মমতা বলেন, "আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে কেন হব ? এই তো সে দিনও, এক মহারাজ অসুস্থ হয়েছিলেন । আমি তাঁকে দেখতে গিয়েছি । ওঁদের সঙ্গে আমার সম্পর্ক ভালো । বিবেকানন্দের বাড়ি আমি রক্ষা করেছি । সারদা মায়ের বাড়িও আমি রক্ষা করেছি । ভগিনী নিবেদিতার বাড়িও আমি বাঁচিয়েছি । কিন্তু সবাই এক রকম নন । আমি সেটাই বলেছি । আমি সে দিন সেই কয়েক জনের কথাই বলেছি ।"

উল্লেখ্য, রবিবার পুরুলিয়ার সভায় প্রধানমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে নিশানা করে বলেন, "তৃণমূল সরকার এ বার সব সহ্যের সীমা পার করে গিয়েছে ৷ আজ বাংলার মুখ্য়মন্ত্রী ইসকন, রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসীদের খোলাখুলি ধমকাচ্ছেন ।" মমতার মন্তব্যের জন্য তাঁকে আইনি নোটিশ পাঠিয়েছে ভারত সেবাশ্রম সঙ্ঘ ৷ তাদের দাবি, ক্ষমা চাইতে হবে মুখ্যমন্ত্রীকে ৷

আরও পড়ুন:

  1. 'মুখ্যমন্ত্রীর এত সাহস! খোলা মঞ্চ থেকে সন্ন্যাসীদের ধমকাচ্ছেন', মমতাকে তোপ প্রধানমন্ত্রীর
  2. মমতাকে আইনি নোটিশ ভারত সেবাশ্রম সঙ্ঘের, ক্ষমা চাইতে হবে মুখ্যমন্ত্রীকে
  3. উনি একটা পাগলি ! সন্ন্যাসীদের হুমকির ঘটনায় মমতাকে পালটা ভারত সেবাশ্রম সম্পাদকের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.