ETV Bharat / politics

'অনেক ছেলেমেয়ের চাকরি খেয়েছেন, জনগণ বিচার করবে', অভিজিৎকে আক্রমণ মমতার - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তমলুক কেন্দ্রে বিজেপি প্রার্থীর বিচার জনগণের আদালতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 5, 2024, 2:35 PM IST

তুফানগঞ্জ, 5 এপ্রিল: নিশীথ প্রামাণিক, দেবাশিস ধরের পর এবার প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের নাম না-করে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ উত্তরবঙ্গের ভোটের প্রচারে গিয়ে বৃহস্পতিবারই নাম না করে বিজেপি কোচবিহারের প্রার্থী নিশীথ প্রামাণিক এবং বীরভুমের প্রার্থী দেবাশিস ধরকে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী ৷ শুক্রবার তুফানগঞ্জে প্রকাশ চিক বরাইকের সমর্থনে ভোট প্রচারে গিয়ে নাম না করে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়কেও একহাত নিলেন তিনি ৷ এদিন মুখ্যমন্ত্রী। বললেন, "অনেকের চাকরি খেয়েছেন। এবার জনগণের আদালতে আপনার বিচার হবে।"

কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তমলুক কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে ৷ সেখানে তৃণমূলের টিকিটে লড়ছেন দেবাংশু ভট্টাচার্য ৷ কোচবিহারের সভা থেকে সেই প্রসঙ্গও এদিন টেনে আনেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ অভিজিৎকে নিশানা করে এদিন মুখ্যমন্ত্রী বলেন, "বিজেপি আদালতকেও ম্যানেজ করে নিচ্ছে ৷ আপনি (অভিজিৎ গঙ্গোপাধ্যায়) বিচার দিয়ে ছেলেমেয়েদের চাকরি খেয়ে নিয়েছেন ৷ সেখানে ওর বিরুদ্ধে দেবাংশুকে প্রার্থী করেছি ৷ বিজেপি দেশকে বেচে দিয়েছি ৷" এরপরই কার্যত হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী জানান, জনগণের আদালতে তাঁর বিচার হবে ৷

অন্যদিকে, এদিন ফের বিজেপি শাসিত রাজ্যের সঙ্গে বাংলার তুলনাও টেনেছেন মমতা ৷ তিনি স্পষ্টতই অভিযোগ করে জানান, গত তিন বছরে কেন্দ্র কোনও প্রকল্পের টাকা দেয়নি ৷ একই সঙ্গে, বিজেপিকে চ্যালেঞ্জ করে শ্বেতপত্র প্রকাশের দাবিও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, "দুর্নীতি হয়েছে বলছে তবে শ্বেতপত্র প্রকাশ করুক ৷ চ্যালেঞ্জ করছি উত্তরপ্রদেশ, গুজরাতে কী দুর্নীতি হয়েছে সামনে আনা হোক ৷ 100 দিনের কাজের টাকা দেওয়া হয়নি ৷ 70 হাজার কোটি টাকার ওপর আমরা খরচ করেছি ৷ বিজেপি শাসিত রাজ্যের রিপোর্ট প্রকাশ করো ৷ উত্তরপ্রদেশে 85 লক্ষ জবকার্ডে দুর্নীতি হয়েছে সেই রিপোর্ট প্রকাশ করো ৷ বাংলায় কত দুর্নীতি আর উত্তরপ্রদেশে কত দুর্নীতি হয়েছে বলুন ৷ গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে ৷ দেশে অত্যাচারী, স্বৈরাচারী, অনাচারের সরকার চলছে ৷ নিজেরা মধু খাচ্ছে ৷"

পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও বলেন, "দাঙ্গা করবেন না ৷ দাঙ্গা করে ভোট করার চেষ্টা করবেন না ৷ রামকে আমি অশ্রদ্ধা করি না ৷ কিন্তু দাঙ্গা বাঁধালে আমরা কড়া পদক্ষেপ নেব ৷ বিজেপি নেতা বলে গিয়েছেন, সবাইকে গ্রেফতার করব ৷ আমরাও বেছে বেছে গ্রেফতার করতে পারি ৷ কিন্তু ঘৃণার রাজনীতি আমরা করি না ৷"

আরও পড়ুন

'শাহজাহানকে আমরাই গ্রেফতার করেছি', সন্দেশখালি ক্ষতে প্রলেপ লাগিয়ে মোদিকে নিশানা মমতার

'ফাঁকা চেয়ার, লোক নেই', মাঠ খালি দেখে ক্ষোভে ফেটে পড়লেন মুখ্যমন্ত্রী; কড়া ধমক জেলা সভাপতিকে

তুফানগঞ্জ, 5 এপ্রিল: নিশীথ প্রামাণিক, দেবাশিস ধরের পর এবার প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের নাম না-করে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ উত্তরবঙ্গের ভোটের প্রচারে গিয়ে বৃহস্পতিবারই নাম না করে বিজেপি কোচবিহারের প্রার্থী নিশীথ প্রামাণিক এবং বীরভুমের প্রার্থী দেবাশিস ধরকে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী ৷ শুক্রবার তুফানগঞ্জে প্রকাশ চিক বরাইকের সমর্থনে ভোট প্রচারে গিয়ে নাম না করে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়কেও একহাত নিলেন তিনি ৷ এদিন মুখ্যমন্ত্রী। বললেন, "অনেকের চাকরি খেয়েছেন। এবার জনগণের আদালতে আপনার বিচার হবে।"

কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তমলুক কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে ৷ সেখানে তৃণমূলের টিকিটে লড়ছেন দেবাংশু ভট্টাচার্য ৷ কোচবিহারের সভা থেকে সেই প্রসঙ্গও এদিন টেনে আনেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ অভিজিৎকে নিশানা করে এদিন মুখ্যমন্ত্রী বলেন, "বিজেপি আদালতকেও ম্যানেজ করে নিচ্ছে ৷ আপনি (অভিজিৎ গঙ্গোপাধ্যায়) বিচার দিয়ে ছেলেমেয়েদের চাকরি খেয়ে নিয়েছেন ৷ সেখানে ওর বিরুদ্ধে দেবাংশুকে প্রার্থী করেছি ৷ বিজেপি দেশকে বেচে দিয়েছি ৷" এরপরই কার্যত হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী জানান, জনগণের আদালতে তাঁর বিচার হবে ৷

অন্যদিকে, এদিন ফের বিজেপি শাসিত রাজ্যের সঙ্গে বাংলার তুলনাও টেনেছেন মমতা ৷ তিনি স্পষ্টতই অভিযোগ করে জানান, গত তিন বছরে কেন্দ্র কোনও প্রকল্পের টাকা দেয়নি ৷ একই সঙ্গে, বিজেপিকে চ্যালেঞ্জ করে শ্বেতপত্র প্রকাশের দাবিও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, "দুর্নীতি হয়েছে বলছে তবে শ্বেতপত্র প্রকাশ করুক ৷ চ্যালেঞ্জ করছি উত্তরপ্রদেশ, গুজরাতে কী দুর্নীতি হয়েছে সামনে আনা হোক ৷ 100 দিনের কাজের টাকা দেওয়া হয়নি ৷ 70 হাজার কোটি টাকার ওপর আমরা খরচ করেছি ৷ বিজেপি শাসিত রাজ্যের রিপোর্ট প্রকাশ করো ৷ উত্তরপ্রদেশে 85 লক্ষ জবকার্ডে দুর্নীতি হয়েছে সেই রিপোর্ট প্রকাশ করো ৷ বাংলায় কত দুর্নীতি আর উত্তরপ্রদেশে কত দুর্নীতি হয়েছে বলুন ৷ গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে ৷ দেশে অত্যাচারী, স্বৈরাচারী, অনাচারের সরকার চলছে ৷ নিজেরা মধু খাচ্ছে ৷"

পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও বলেন, "দাঙ্গা করবেন না ৷ দাঙ্গা করে ভোট করার চেষ্টা করবেন না ৷ রামকে আমি অশ্রদ্ধা করি না ৷ কিন্তু দাঙ্গা বাঁধালে আমরা কড়া পদক্ষেপ নেব ৷ বিজেপি নেতা বলে গিয়েছেন, সবাইকে গ্রেফতার করব ৷ আমরাও বেছে বেছে গ্রেফতার করতে পারি ৷ কিন্তু ঘৃণার রাজনীতি আমরা করি না ৷"

আরও পড়ুন

'শাহজাহানকে আমরাই গ্রেফতার করেছি', সন্দেশখালি ক্ষতে প্রলেপ লাগিয়ে মোদিকে নিশানা মমতার

'ফাঁকা চেয়ার, লোক নেই', মাঠ খালি দেখে ক্ষোভে ফেটে পড়লেন মুখ্যমন্ত্রী; কড়া ধমক জেলা সভাপতিকে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.