ETV Bharat / politics

'শাহজাহানকে আমরাই গ্রেফতার করেছি', সন্দেশখালি ক্ষতে প্রলেপ লাগিয়ে মোদিকে নিশানা মমতার - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Mamata Banerjee: সন্দেশখালি ঘটনার পর বিধানসভায় দাঁড়িয়ে কার্যত শেখ শাহজাহানের পাশেই দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ এবার সেই ক্ষতেই প্রলেপ লাগাতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে ৷

মমতা বন্দ্যোপাধ্য়ায়
মমতা বন্দ্যোপাধ্য়ায়
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 5, 2024, 1:46 PM IST

Updated : Apr 5, 2024, 1:57 PM IST

তুফানগঞ্জ, 5 এপ্রিল: সন্দেশখালি প্রসঙ্গ টেনে বৃহস্পতিবার ফের তৃণমূলের বিরুদ্ধে অল-আউট আক্রমণ শানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কোচবিহারের সভা থেকে শুক্রবার তারই জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ নির্বাচনী জনসভা থেকে সন্দেশখালি নিয়ে এবার সরাসরি মুখ খুললেন মমতা ৷ শাহজাহানের নামও উঠে এসেছে এদিন মুখ্যমন্ত্রীর কথায় ৷ তিনি সাফ বলেন, "সন্দেশখালি সিঙ্গুরও নয়, নন্দীগ্রামও নয় ৷ সন্দেশখালিতে কিছু ঘটনা ঘটেছে ৷ সকলকে গ্রেফতার করা হয়েছে ৷ হাথরাসে মেয়েকে পুড়িয়ে হত্যা করা হয়েছে ৷ নরেন্দ্র মোদি কতবার গিয়েছ, কী বিচার করেছে ? গুজরাতে দাঙ্গা করে কত জনকে মেরেছ ? রাজ্যে এসে বড় বড় কথা বল ৷"

সন্দেশখালি ঘটনার পর বিধানসভায় দাঁড়িয়ে কার্যত শেখ শাহজাহানের পাশেই দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ এমনকী শাহজাহানের দোষ কী তা নিয়েও প্রশ্ন তুলতে শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে ৷ সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সন্দেশখালি ইস্যু বড় আকার নিয়েছে ক্রমে ৷ গ্রেফতার হয়েছে শেখ শাহজাহান-সহ তার সাগরেদরাও ৷ এরপরও গতকাল নিশীথ প্রামাণিকের সমর্থনে জনসভায় এসে সেই সন্দেশখালি প্রসঙ্গ তুলেছিলেন নরেন্দ্র মোদি ৷ প্রধানন্ত্রীর সেই বক্তব্যের এদিন পালটা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

এদিন নিশীথ প্রামাণিকের নাম না করেও কটাক্ষ করতে শোনা গেল মুখ্যমন্ত্রীকে ৷ তিনি বলেন, "আমরা শাহজাহান, আরাবুলকে গ্রেফতার করতে পারি ৷ তোমরা একজন গুন্ডাকে কী করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী করেছ ? আমাদের কাছে যে আপদ বিজেপির কাছে সে সম্পদ ৷ বিজেপির গ্যারান্টি শূন্য ৷ বাংলায় কিছু ঘটে থাকলে আমরা ব্যবস্থা নিয়েছি ৷" একই সঙ্গে, 2021 সালের বিধানসভা ভোটে শীতলকুচিতে গুলি চালানোর ঘটনা নিয়েও সরব হয়েছেন মমতা ৷ তিনি বলেন, "যার নির্দেশে শীতলকুচিতে গুলি করে পাঁচ জনকে মারা হয়েছিল তাঁকেই বীরভূমে প্রার্থী করেছে বিজেপি ৷"

কেন্দ্রের প্রকল্পের টাকা আটকে রাখার বিষয়ে এদিন মমতা বলেন, "দুর্নীতি হয়েছে বলছে, তবে শ্বেতপত্র প্রকাশ কর ৷ চ্যালেঞ্জ করছি উত্তরপ্রদেশ, গুজরাতে কী দুর্নীতি হয়েছে ? 100 দিনের কাজের টাকা দাওনি ৷ 70 হাজার কোটি টাকার ওপর আমরা খরচ করেছি ৷ আমি নিজে দেখা করেছি তোমাদের সঙ্গে দিল্লিতে গিয়ে ৷ কথা দিয়েছিলে দেবে ৷ কিন্তু দাওনি ৷ 300 জনের টিম পাঠিয়ে ছিলে তারা দেখে গিয়ে রিপোর্ট দিয়েছে ৷ সেই রিপোর্ট প্রকাশ কর ৷ বিজেপি শাসিত রাজ্যের রিপোর্ট প্রকাশ কর ৷ উত্তরপ্রদেশে 85 লক্ষ জবকার্ডে দুর্নীতি হয়েছে সেই রিপোর্ট প্রকাশ কর ৷ বাংলায় কত দুর্নীতি আর উত্তরপ্রদেশে কত দুর্নীতি হয়েছে বলুন ৷"

আরও পড়ুন

রাজ্যে শুরু প্রথম দফার নির্বাচন, কারা ভোট দিলেন ?

'ফাঁকা চেয়ার, লোক নেই', মাঠ খালি দেখে ক্ষোভে ফেটে পড়লেন মুখ্যমন্ত্রী; কড়া ধমক জেলা সভাপতিকে

তুফানগঞ্জ, 5 এপ্রিল: সন্দেশখালি প্রসঙ্গ টেনে বৃহস্পতিবার ফের তৃণমূলের বিরুদ্ধে অল-আউট আক্রমণ শানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কোচবিহারের সভা থেকে শুক্রবার তারই জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ নির্বাচনী জনসভা থেকে সন্দেশখালি নিয়ে এবার সরাসরি মুখ খুললেন মমতা ৷ শাহজাহানের নামও উঠে এসেছে এদিন মুখ্যমন্ত্রীর কথায় ৷ তিনি সাফ বলেন, "সন্দেশখালি সিঙ্গুরও নয়, নন্দীগ্রামও নয় ৷ সন্দেশখালিতে কিছু ঘটনা ঘটেছে ৷ সকলকে গ্রেফতার করা হয়েছে ৷ হাথরাসে মেয়েকে পুড়িয়ে হত্যা করা হয়েছে ৷ নরেন্দ্র মোদি কতবার গিয়েছ, কী বিচার করেছে ? গুজরাতে দাঙ্গা করে কত জনকে মেরেছ ? রাজ্যে এসে বড় বড় কথা বল ৷"

সন্দেশখালি ঘটনার পর বিধানসভায় দাঁড়িয়ে কার্যত শেখ শাহজাহানের পাশেই দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ এমনকী শাহজাহানের দোষ কী তা নিয়েও প্রশ্ন তুলতে শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে ৷ সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সন্দেশখালি ইস্যু বড় আকার নিয়েছে ক্রমে ৷ গ্রেফতার হয়েছে শেখ শাহজাহান-সহ তার সাগরেদরাও ৷ এরপরও গতকাল নিশীথ প্রামাণিকের সমর্থনে জনসভায় এসে সেই সন্দেশখালি প্রসঙ্গ তুলেছিলেন নরেন্দ্র মোদি ৷ প্রধানন্ত্রীর সেই বক্তব্যের এদিন পালটা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

এদিন নিশীথ প্রামাণিকের নাম না করেও কটাক্ষ করতে শোনা গেল মুখ্যমন্ত্রীকে ৷ তিনি বলেন, "আমরা শাহজাহান, আরাবুলকে গ্রেফতার করতে পারি ৷ তোমরা একজন গুন্ডাকে কী করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী করেছ ? আমাদের কাছে যে আপদ বিজেপির কাছে সে সম্পদ ৷ বিজেপির গ্যারান্টি শূন্য ৷ বাংলায় কিছু ঘটে থাকলে আমরা ব্যবস্থা নিয়েছি ৷" একই সঙ্গে, 2021 সালের বিধানসভা ভোটে শীতলকুচিতে গুলি চালানোর ঘটনা নিয়েও সরব হয়েছেন মমতা ৷ তিনি বলেন, "যার নির্দেশে শীতলকুচিতে গুলি করে পাঁচ জনকে মারা হয়েছিল তাঁকেই বীরভূমে প্রার্থী করেছে বিজেপি ৷"

কেন্দ্রের প্রকল্পের টাকা আটকে রাখার বিষয়ে এদিন মমতা বলেন, "দুর্নীতি হয়েছে বলছে, তবে শ্বেতপত্র প্রকাশ কর ৷ চ্যালেঞ্জ করছি উত্তরপ্রদেশ, গুজরাতে কী দুর্নীতি হয়েছে ? 100 দিনের কাজের টাকা দাওনি ৷ 70 হাজার কোটি টাকার ওপর আমরা খরচ করেছি ৷ আমি নিজে দেখা করেছি তোমাদের সঙ্গে দিল্লিতে গিয়ে ৷ কথা দিয়েছিলে দেবে ৷ কিন্তু দাওনি ৷ 300 জনের টিম পাঠিয়ে ছিলে তারা দেখে গিয়ে রিপোর্ট দিয়েছে ৷ সেই রিপোর্ট প্রকাশ কর ৷ বিজেপি শাসিত রাজ্যের রিপোর্ট প্রকাশ কর ৷ উত্তরপ্রদেশে 85 লক্ষ জবকার্ডে দুর্নীতি হয়েছে সেই রিপোর্ট প্রকাশ কর ৷ বাংলায় কত দুর্নীতি আর উত্তরপ্রদেশে কত দুর্নীতি হয়েছে বলুন ৷"

আরও পড়ুন

রাজ্যে শুরু প্রথম দফার নির্বাচন, কারা ভোট দিলেন ?

'ফাঁকা চেয়ার, লোক নেই', মাঠ খালি দেখে ক্ষোভে ফেটে পড়লেন মুখ্যমন্ত্রী; কড়া ধমক জেলা সভাপতিকে

Last Updated : Apr 5, 2024, 1:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.