আমেদাবাদ, 5 জুন: একদশক পর ফের গুজরাতে খাতা খুলল কংগ্রেস ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্ব-রাজ্য গুজরাতে 2014 ও 2019 সালে খালি হাতে ফিরতে হয়েছিল কংগ্রেসকে ৷ এবার তারা পশ্চিম ভারতের ওই রাজ্যে একটি মাত্র আসনে জিতেছে ৷ ওই আসনের নাম বনসকাঁথা৷ সেখানে কংগ্রেসের জেনিবেন ঠাকুর 30 হাজারের বেশি ভোটে জয়ী হন ৷
গুজরাতে লোকসভার আসন সংখ্যা 26 ৷ আগের দু’টি লোকসভা নির্বাচনে বিজেপিই সবক’টি আসনে জিতেছিল ৷ এবার বিজেপি 25টি আসন পেয়েছে ৷ আর কংগ্রেস পেয়েছে একটি আসন ৷ ওই আসনে বিজেপির প্রার্থী ছিলেন রেখা চৌধুরি ৷ তিনি 6 লক্ষ 41 হাজার 477 ভোট পেয়েছেন ৷ আর জেনিবেন ঠাকুর পেয়েছেন 6 লক্ষ 71 হাজার 883 ভোট ৷ তিনি 30 হাজার 406 ভোটে জয়ী হন ৷
এই নির্বাচনের প্রচারের খরচ সামলাতে ক্রাউডফান্ডিংয়ের সাহায্য নিয়েছিলেন জেনিবেন ৷ জয়ের পর তিনি বলেন, "আমি বনসকাঁথার কংগ্রেস কর্মী ও ভোটারদের আন্তরিক ধন্যবাদ জানাই । বনসকাঁথার মানুষ আমাকে ভোট এবং নোট দুটোই দিয়েছে এবং আমি তাঁদের সব প্রতিশ্রুতি পূরণ করব ।"
এবার তাঁর প্রচারে স্লোগান ছিল ‘বনস নি বেন জেনিবেন’ ৷ গুজরাতি ভাষায় তৈরি এই স্লোগানের বাংলা তর্জমা হল বনসকাঁথার বোন জেনিবেন ৷ এই স্লোগানকে জনপ্রিয় করার জন্যও মানুষকে ধন্যবাদ জানিয়েছেন তিনি ৷ তিনি বলেন, ‘বনস নি বেন জেনিবেন’ স্লোগানটি তৈরি করার জন্য আমি তাঁদের আরও একবার ধন্যবাদ জানাই এবং যতদিন বেঁচে আছি, ততদিন তাদের সেবা করার প্রতিশ্রুতি দিচ্ছি....এই জয় জনগণ, ভোটার ও গণতন্ত্রের ৷"
জেনিবেন ঠাকুর গুজরাতের ভাভ বিধানসভা আসনের কংগ্রেস বিধায়ক ৷ 2017 সালে তিনি প্রথমবার বিধায়ক হন ৷ সেই সময় তিনি বিজেপির হেভিওয়েট প্রার্থী শংকর চৌধুরিকে হারিয়েছিলেন ৷ 2022 সালে তিনি ফের একই আসনে জয়ী হন ৷ এবার তাঁর প্রধান প্রতিপক্ষ বিজেপির রেখা চৌধুরি ইঞ্জিনিয়রিং কলেজের অধ্যাপক ৷ তিনি এই প্রথমবার ভোটের ময়দানে নেমেছিলেন ৷ 2012 সালে প্রথমবার নির্বাচনী রাজনীতির ময়দানে নেমেছিলেন জেনিবেন ৷ সেবার ভাভ বিধানসভা আসনে লড়েছিলেন ৷ সেবার তিনি হেরে যান ৷
জেনিবেন গুজরাতের রাজনীতিতে বিতর্কিত মন্তব্যের জন্য পরিচিত ৷ তিনি একবার তাঁর সম্প্রদায়ের প্রবীণদের দ্বারা জারি করা 12টি গ্রামে আন্তঃবর্ণ বিবাহ নিষিদ্ধ এবং অবিবাহিত যুবতী মহিলাদের মোবাইল ফোন বহন নিষিদ্ধ করার একটি আদেশের প্রশংসা করেছিলেন । 2018 সালে 14 মাস বয়সী শিশুকে ধর্ষণের ঘটনা সামনে আসার পর তিনি বলেছিলেন যে ধর্ষকদের পুলিশের হাতে তুলে দেওয়ার পরিবর্তে জনতার হাতে দেওয়া হোক, যাতে তাদের পুড়িয়ে মেরে ফেলা যায় ৷
2004 সালে কংগ্রেস এই আসনে জেতে৷ 2009 সালে মুকেশ গাধভি বিজেপির হরিভাই চৌধুরীকে এই আসনে জিতেছিলেন ৷ বিজেপি 2013 সালের উপ নির্বাচন-সহ গত তিনবার বনসকাঁথা লোকসভা আসন জিতেছিল । এবার ওই আসন তাদের হাতছাড়া হল ৷