ETV Bharat / politics

26 হাজার পরিবারের রুটি-রুজি বন্ধ করেছে, এসএসসি নিয়ে তৃণমূলকে নিশানা মোদির - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: মালদা উত্তর ও দক্ষিণ লোকসভা নির্বাচনের বিজেপি প্রার্থী খগেন মুর্মু এূবং শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে প্রচার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 26, 2024, 11:33 AM IST

Updated : Apr 26, 2024, 12:24 PM IST

মালদা, 26 এপ্রিল: তৃণমূল বাংলায় যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ নষ্ট করেছে ৷ 26 হাজার পরিবারের রোজগার বন্ধ হয়ে গেছে ৷ যারা ধার নিয়ে তৃণমূলকে টাকা দিয়েছিল, তাঁদের চাকরি চলে গেছে এই দুর্নীতিবাজ দলের জন্য ৷ স্কুল সার্ভিস কমিশনে কলকাতা হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

মালদার দুই আসনে বিজেপি প্রার্থী খগেন মুর্মু এবং শ্রীরূপা মিত্র চৌধুরীর প্রচারে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ উল্লেখ্য, কলকাতা হাইকোর্ট 2016 সালের এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় 26 হাজার চাকরি বাতিল করে দিয়েছে ৷ সেই নির্দেশের পর এটাই রাজ্য প্রথম নির্বাচনী প্রচার সভা মোদি ৷ এদিন সভার শুরুতেই এই ইস্যুতে তৃণমূলকে বিঁধলেন তিনি ৷ প্রায় 26 হাজার পরিবারের রুটি-রুজি বন্ধ করে দেওয়ার অভিযোগ তুললেন ৷

মোদি বলেন, "তৃণমূল এখানে যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ নষ্ট করেছে ৷ তৃণমূল সরকারের কারণে বাংলার 26 হাজার পরিবারের রুটি-রুজি বন্ধ হয়ে গিয়েছে ৷ যাঁরা ঋণ নিয়ে তৃণমূলের তোলাবাজদের টাকা দিয়েছিল, চাকরির জন্য ৷ আজ তাঁরা কাজ হারিয়ে দিশেহারা ৷ এখন আদালতের রায়ে তাঁদের বেতন ফেরত দিতে হবে ৷ তাঁদের মাথায় হাত পড়েছে, তৃণমূলের এই দুর্নীতির জন্য ৷" এই প্রসঙ্গে চিটফান্ড, কয়লাপাচার, গরুপাচার ও রেশন দুর্নীতির কথাও উল্লেখ করেন মোদি ৷

গত সোমবার 2016 এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় 26 হাজার চাকরি বাতিলের রায় দেয় কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ ৷ সেখানে 2016 সালের নবম থেকে দ্বাদশ এবং গ্রুপ-সি ও গ্রুপ-ডি’র নিয়োগের পুরো প্যানেল বাতিলের নির্দেশ দেওয়া হয় ৷ এমনকি এই কয়েকবছরে পাওয়া বেতন 12 শতাংশ সুদে ফেরতের নির্দেশ দিয়েছে আদালত ৷ যদিও, কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে এসএসসি ও রাজ্য সরকার সুপ্রিম কোর্টে মামলা করেছে ৷ তবে, নির্বাচনী আবহে নরেন্দ্র মোদি তথা বিজেপির মানুষের কাছে পৌঁছতে তৃণমূলের এই দুর্নীতি বড় হাতিয়ার হয়ে উঠেছে ৷

আরও পড়ুন:

  1. বেলা 11টা পর্যন্ত শতাংশের নিরিখে ভোটদানে এগিয়ে পাহাড়, কম ভোট পড়ল বালুরঘাটে
  2. বালুরঘাটে সুকান্তকে 'গো-ব্যাক' স্লোগান, রিপোর্ট তলব কমিশনের

মালদা, 26 এপ্রিল: তৃণমূল বাংলায় যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ নষ্ট করেছে ৷ 26 হাজার পরিবারের রোজগার বন্ধ হয়ে গেছে ৷ যারা ধার নিয়ে তৃণমূলকে টাকা দিয়েছিল, তাঁদের চাকরি চলে গেছে এই দুর্নীতিবাজ দলের জন্য ৷ স্কুল সার্ভিস কমিশনে কলকাতা হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

মালদার দুই আসনে বিজেপি প্রার্থী খগেন মুর্মু এবং শ্রীরূপা মিত্র চৌধুরীর প্রচারে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ উল্লেখ্য, কলকাতা হাইকোর্ট 2016 সালের এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় 26 হাজার চাকরি বাতিল করে দিয়েছে ৷ সেই নির্দেশের পর এটাই রাজ্য প্রথম নির্বাচনী প্রচার সভা মোদি ৷ এদিন সভার শুরুতেই এই ইস্যুতে তৃণমূলকে বিঁধলেন তিনি ৷ প্রায় 26 হাজার পরিবারের রুটি-রুজি বন্ধ করে দেওয়ার অভিযোগ তুললেন ৷

মোদি বলেন, "তৃণমূল এখানে যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ নষ্ট করেছে ৷ তৃণমূল সরকারের কারণে বাংলার 26 হাজার পরিবারের রুটি-রুজি বন্ধ হয়ে গিয়েছে ৷ যাঁরা ঋণ নিয়ে তৃণমূলের তোলাবাজদের টাকা দিয়েছিল, চাকরির জন্য ৷ আজ তাঁরা কাজ হারিয়ে দিশেহারা ৷ এখন আদালতের রায়ে তাঁদের বেতন ফেরত দিতে হবে ৷ তাঁদের মাথায় হাত পড়েছে, তৃণমূলের এই দুর্নীতির জন্য ৷" এই প্রসঙ্গে চিটফান্ড, কয়লাপাচার, গরুপাচার ও রেশন দুর্নীতির কথাও উল্লেখ করেন মোদি ৷

গত সোমবার 2016 এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় 26 হাজার চাকরি বাতিলের রায় দেয় কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ ৷ সেখানে 2016 সালের নবম থেকে দ্বাদশ এবং গ্রুপ-সি ও গ্রুপ-ডি’র নিয়োগের পুরো প্যানেল বাতিলের নির্দেশ দেওয়া হয় ৷ এমনকি এই কয়েকবছরে পাওয়া বেতন 12 শতাংশ সুদে ফেরতের নির্দেশ দিয়েছে আদালত ৷ যদিও, কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে এসএসসি ও রাজ্য সরকার সুপ্রিম কোর্টে মামলা করেছে ৷ তবে, নির্বাচনী আবহে নরেন্দ্র মোদি তথা বিজেপির মানুষের কাছে পৌঁছতে তৃণমূলের এই দুর্নীতি বড় হাতিয়ার হয়ে উঠেছে ৷

আরও পড়ুন:

  1. বেলা 11টা পর্যন্ত শতাংশের নিরিখে ভোটদানে এগিয়ে পাহাড়, কম ভোট পড়ল বালুরঘাটে
  2. বালুরঘাটে সুকান্তকে 'গো-ব্যাক' স্লোগান, রিপোর্ট তলব কমিশনের
Last Updated : Apr 26, 2024, 12:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.