ETV Bharat / politics

5 বছরে দ্বিগুণ হয়েছে পার্থ ভৌমিকের সম্পত্তি, রইল বিস্তারিত - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক ৷ সম্প্রতি তিনি নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৷ সেখানে উল্লেখ করা হলফনামায় নিজের স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ উল্লেখ করেছেন পার্থ ভৌমিক ৷ তারই বিষদ খোঁজখবর করল ইটিভি ভারত ৷

ETV BHARAT
ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের সঞ্চয়-সম্পত্তি ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 10, 2024, 8:19 PM IST

ব‍্যারাকপুর, 10 মে: রাজনীতিতে বরাবরই অর্জুন সিংয়ের প্রতিদ্বন্দ্বী তিনি ৷ তা তৃণমূলে থাকাকালীন হোক, কিংবা অর্জুনের গেরুয়া শিবিরে যোগদানের পর- সেই সম্পর্কে বদল আসেনি ৷ কুরুক্ষেত্র ব‍্যারাকপুরে সেই অর্জুন সিংয়ের বিরুদ্ধেই এবার তৃণমূলের ঘাসফুল প্রতীকে প্রার্থী হয়েছেন রাজ‍্যের মন্ত্রী পার্থ ভৌমিক ৷ ব্যারাকপুর কেন্দ্রে পার্থ-অর্জুনের দ্বৈরথে নজর রাজনৈতিকমহলের ৷ 2009 ও 2014 পরপর দু'বার ব‍্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রতীকে জয়ী হয়ে সাংসদ নির্বাচিত হয়েছিলেন দীনেশ ত্রিবেদী ৷

2019 সালে অবশ্য এই কেন্দ্রে তৃণমূলের বিজয় রথ থমকে গিয়েছিল ৷ অর্জুন সিংয়ের কাছে পরাজয়ের মুখ দেখতে হয়েছিল তৎকালীন সাংসদ দীনেশ ত্রিবেদীকে ৷ এবার ব‍্যারাকপুর লোকসভা কেন্দ্র পুনরুদ্ধার করতে মরিয়া শাসকদল ৷ তাই তৃণমূল এবার ভরসা রেখেছে নৈহাটির ভূমিপুত্র তথা বিধায়ক পার্থ ভৌমিকের উপর ৷ তাঁকে প্রার্থী করে তৃণমূল 'এক ঢিলে দুই পাখি' মারতে চেয়েছে বলেই মনে করা হচ্ছে ৷

প্রথমত, প্রতিপক্ষ অর্জুন সিংয়ের সঙ্গে সমানে সমানে টক্কর দেওয়া ৷ দ্বিতীয়ত, হারানো জমি পুনরুদ্ধার করে রাজনৈতিক ভিত আরও শক্ত করা ৷ যা নিঃসন্দেহে যথেষ্ট চ্যালেঞ্জের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের কাছে ৷ সেই চ্যালেঞ্জকে স্বীকার করে নির্বাচনের প্রস্তুতিতে পুরোদমে ঝাঁপিয়ে পড়েছেন তিনি ৷ ব‍্যারাকপুরে 'গুন্ডারাজ' খতম করে, সেখানে 'শান্তির' পরিবেশ স্থাপন করাই হবে তাঁর একমাত্র লক্ষ্য ৷ এমনটাই দাবি করেছেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক ৷

আগামী 20 মে ব‍্যারাকপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন ৷ তার আগে মনোনয়ন দাখিল করেছেন পার্থ ভৌমিক ৷ মনোনয়নের সঙ্গে কমিশনের কাছে নির্বাচনী হলফনামা পেশ করেছেন তিনি ৷ কী রয়েছে সেই হলফনামায় ? তাঁর বিস্তারিত তথ্য রইল ৷

গত 5 বছরে পার্থ ভৌমিকের বার্ষিক আয়ের খতিয়ান

  • 2018-19 অর্থবর্ষে তাঁর বার্ষিক আয় ছিল 9 লক্ষ 33 হাজার 330 টাকা ৷
  • 2019-20 অর্থবর্ষে সেই আয় বেড়ে দাঁড়িয়েছে 9 লক্ষ 73 হাজার 620 টাকা ৷
  • 2020-21 অর্থবর্ষে পার্থ ভৌমিকের আয় ছিল 8 লক্ষ 2 হাজার 970 টাকা ৷
  • 2021-22 অর্থবর্ষে তাঁর আয় বেড়ে হয়েছে 10 লক্ষ 60 হাজার 10 টাকা ৷
  • 2022-23 অর্থবর্ষে সেই আয় আরও বেড়ে দাঁড়িয়েছে 13 লক্ষ 16 হাজার 100 টাকায় ৷
  • এতো গেল পার্থ ভৌমিকের বার্ষিক আয় ৷ এবার নজর দেওয়া যাক তাঁর স্ত্রী নূতন ভৌমিকের বার্ষিক আয়ের দিকে ৷

5 বছরে পার্থ'র স্ত্রী নূতন ভৌমিকের বার্ষিক আয়ের খতিয়ান

  • 2018-19 অর্থবর্ষে নূতন ভৌমিকের আয় ছিল 5 লক্ষ 87 হাজার 170 টাকা ৷
  • 2019-20 সালে সেই আয়ই বেড়ে হয়েছে 6 লক্ষ 12 হাজার 750 টাকা ৷
  • 2020-21 অর্থবর্ষে আবার সেই আয় কমে হয়েছে 5 লক্ষ 2 হাজার 150 টাকা ৷
  • 2021-22 অর্থবর্ষে নূতন ভৌমিকের আয় আরও কমেছে ৷ সেই আয় হয়েছে 2 লক্ষ 60 হাজার 490 টাকা ৷
  • 2022-23 অর্থবর্ষে তাঁর আয় আবারও বেড়েছে ৷ সেসময় মাত্র 14 হাজার টাকা বেড়ে আয়ের পরিমাণ দাঁড়িয়েছে 2 লক্ষ 74 হাজার 360 টাকা ৷

পার্থ ভৌমিকের অস্থাবর সম্পত্তির খতিয়ান

  • 31 মার্চ, 2023 অনুযায়ী পার্থর হাতে রয়েছে নগদ 22 হাজার 282 টাকা ৷
  • ওই একই সময়ে স্ত্রী নূতনের হাতে নগদ রয়েছে 5 লক্ষ 83 হাজার 401 টাকা ৷
  • ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের এই প্রার্থীর একাধিক ব্যাংক অ্যাকাউন্টে গচ্ছিত রয়েছে 88 লক্ষ 2 হাজার 30 টাকা ৷
  • তাঁর স্ত্রীর একাধিক অ্যাকাউন্টে গচ্ছিত রয়েছে মোট 28 লক্ষ 39 হাজার 375 টাকা ৷
  • টিডিএস এবং টিসিএস 2 লক্ষ 61 হাজার 832 টাকা ৷
  • স্ত্রী নূতন ভৌমিকের কল্যাণী ও বারাসতের দু’টি হোটেল ব্যবসায় বিনিয়োগ রয়েছে ৷ যার পরিমাণ 42 লক্ষ 73 হাজার 983 টাকা ৷
  • এরই সঙ্গে মন্ত্রী পার্থ ভৌমিকের 7 লক্ষ টাকার জীবন বিমা রয়েছে ৷
  • নিজের স্ত্রী নূতনকে তিনি ঋণ দিয়েছেন 67 লক্ষ 96 হাজার টাকা ৷

পার্থ ভৌমিকের স্থাবর সম্পত্তির খতিয়ান

  • উত্তরাধিকার সূত্রে পাওয়া পার্থ ভৌমিকের নৈহাটিতে 3 হাজার 600 বর্গফুটের জমি-সহ বাড়ি রয়েছে ৷
  • পানিহাটিতে 1 হাজার 332 বর্গফুটের ফ্ল্যাট আছে ৷ যার বর্তমান মূল্য 78 লক্ষ 36 হাজার 760 টাকা ৷
  • পার্থ'র স্ত্রী নূতন ভৌমিকের নামে কাঁচড়াপাড়ায় 1 হাজার 219 বর্গফুটের জমি রয়েছে ৷ যার বাজার মূল্য 22 লক্ষ টাকা ৷
  • নূতন ভৌমিকের নামে বারাসত, মধ্যমগ্রাম, হৃদয়পুরে মোট চারটি বাণিজ্যিক ঘর রয়েছে ৷ যার আয়তন যথাক্রমে 187, 156, 710 ও 2130 বর্গ ফুট ৷ এই চারটি ঘরের বর্তমান বাজারমূল্য 13 লক্ষ, 11 লক্ষ, 39 লক্ষ এবং 1 কোটি 16 লক্ষ টাকা ৷
  • নূতন ভৌমিকের নামে পানিহাটিতে রয়েছে 768 বর্গফুটের ফ্ল্যাট ৷ যার বর্তমান বাজারমূল্য 18 লক্ষ 66 হাজার টাকা ৷
  • যদিও হলফনামায় গাড়ি এবং মূল্যবান অলঙ্কারের তালিকা ফাঁকা রয়েছে ৷ সেখানে পার্থ ভৌমিক এবং তাঁর স্ত্রী নূতনের নামে কোনও অলঙ্কার কিংবা গাড়ি নেই বলে দাবি করা হয়েছে ৷

সব মিলিয়ে পার্থ ভৌমিকের রাজনীতিতে উত্থানের সঙ্গে সঙ্গে তাঁর এবং স্ত্রী নূতনের সম্পত্তিও ফুলে ফেঁপে উঠেছে ৷ তা আরও স্পষ্ট তৃণমূল প্রার্থীর দাখিল করা নির্বাচনী হলফনামা থেকে ৷

আরও পড়ুন:

  1. কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে দিদি নং ওয়ানের, হলফনামায় জানালেন রচনা
  2. অনুব্রতর গড়ে ত্রিমুখী লড়াই, বীরভূমে শতাব্দীর কুর্সি দখলে মরিয়া বিজেপি-কংগ্রেস
  3. বর্ধমান পূর্বের কুর্সি তৃতীয়বারের জন্য ধরে রাখাই চ্যালেঞ্জ তৃণমূলের

ব‍্যারাকপুর, 10 মে: রাজনীতিতে বরাবরই অর্জুন সিংয়ের প্রতিদ্বন্দ্বী তিনি ৷ তা তৃণমূলে থাকাকালীন হোক, কিংবা অর্জুনের গেরুয়া শিবিরে যোগদানের পর- সেই সম্পর্কে বদল আসেনি ৷ কুরুক্ষেত্র ব‍্যারাকপুরে সেই অর্জুন সিংয়ের বিরুদ্ধেই এবার তৃণমূলের ঘাসফুল প্রতীকে প্রার্থী হয়েছেন রাজ‍্যের মন্ত্রী পার্থ ভৌমিক ৷ ব্যারাকপুর কেন্দ্রে পার্থ-অর্জুনের দ্বৈরথে নজর রাজনৈতিকমহলের ৷ 2009 ও 2014 পরপর দু'বার ব‍্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রতীকে জয়ী হয়ে সাংসদ নির্বাচিত হয়েছিলেন দীনেশ ত্রিবেদী ৷

2019 সালে অবশ্য এই কেন্দ্রে তৃণমূলের বিজয় রথ থমকে গিয়েছিল ৷ অর্জুন সিংয়ের কাছে পরাজয়ের মুখ দেখতে হয়েছিল তৎকালীন সাংসদ দীনেশ ত্রিবেদীকে ৷ এবার ব‍্যারাকপুর লোকসভা কেন্দ্র পুনরুদ্ধার করতে মরিয়া শাসকদল ৷ তাই তৃণমূল এবার ভরসা রেখেছে নৈহাটির ভূমিপুত্র তথা বিধায়ক পার্থ ভৌমিকের উপর ৷ তাঁকে প্রার্থী করে তৃণমূল 'এক ঢিলে দুই পাখি' মারতে চেয়েছে বলেই মনে করা হচ্ছে ৷

প্রথমত, প্রতিপক্ষ অর্জুন সিংয়ের সঙ্গে সমানে সমানে টক্কর দেওয়া ৷ দ্বিতীয়ত, হারানো জমি পুনরুদ্ধার করে রাজনৈতিক ভিত আরও শক্ত করা ৷ যা নিঃসন্দেহে যথেষ্ট চ্যালেঞ্জের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের কাছে ৷ সেই চ্যালেঞ্জকে স্বীকার করে নির্বাচনের প্রস্তুতিতে পুরোদমে ঝাঁপিয়ে পড়েছেন তিনি ৷ ব‍্যারাকপুরে 'গুন্ডারাজ' খতম করে, সেখানে 'শান্তির' পরিবেশ স্থাপন করাই হবে তাঁর একমাত্র লক্ষ্য ৷ এমনটাই দাবি করেছেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক ৷

আগামী 20 মে ব‍্যারাকপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন ৷ তার আগে মনোনয়ন দাখিল করেছেন পার্থ ভৌমিক ৷ মনোনয়নের সঙ্গে কমিশনের কাছে নির্বাচনী হলফনামা পেশ করেছেন তিনি ৷ কী রয়েছে সেই হলফনামায় ? তাঁর বিস্তারিত তথ্য রইল ৷

গত 5 বছরে পার্থ ভৌমিকের বার্ষিক আয়ের খতিয়ান

  • 2018-19 অর্থবর্ষে তাঁর বার্ষিক আয় ছিল 9 লক্ষ 33 হাজার 330 টাকা ৷
  • 2019-20 অর্থবর্ষে সেই আয় বেড়ে দাঁড়িয়েছে 9 লক্ষ 73 হাজার 620 টাকা ৷
  • 2020-21 অর্থবর্ষে পার্থ ভৌমিকের আয় ছিল 8 লক্ষ 2 হাজার 970 টাকা ৷
  • 2021-22 অর্থবর্ষে তাঁর আয় বেড়ে হয়েছে 10 লক্ষ 60 হাজার 10 টাকা ৷
  • 2022-23 অর্থবর্ষে সেই আয় আরও বেড়ে দাঁড়িয়েছে 13 লক্ষ 16 হাজার 100 টাকায় ৷
  • এতো গেল পার্থ ভৌমিকের বার্ষিক আয় ৷ এবার নজর দেওয়া যাক তাঁর স্ত্রী নূতন ভৌমিকের বার্ষিক আয়ের দিকে ৷

5 বছরে পার্থ'র স্ত্রী নূতন ভৌমিকের বার্ষিক আয়ের খতিয়ান

  • 2018-19 অর্থবর্ষে নূতন ভৌমিকের আয় ছিল 5 লক্ষ 87 হাজার 170 টাকা ৷
  • 2019-20 সালে সেই আয়ই বেড়ে হয়েছে 6 লক্ষ 12 হাজার 750 টাকা ৷
  • 2020-21 অর্থবর্ষে আবার সেই আয় কমে হয়েছে 5 লক্ষ 2 হাজার 150 টাকা ৷
  • 2021-22 অর্থবর্ষে নূতন ভৌমিকের আয় আরও কমেছে ৷ সেই আয় হয়েছে 2 লক্ষ 60 হাজার 490 টাকা ৷
  • 2022-23 অর্থবর্ষে তাঁর আয় আবারও বেড়েছে ৷ সেসময় মাত্র 14 হাজার টাকা বেড়ে আয়ের পরিমাণ দাঁড়িয়েছে 2 লক্ষ 74 হাজার 360 টাকা ৷

পার্থ ভৌমিকের অস্থাবর সম্পত্তির খতিয়ান

  • 31 মার্চ, 2023 অনুযায়ী পার্থর হাতে রয়েছে নগদ 22 হাজার 282 টাকা ৷
  • ওই একই সময়ে স্ত্রী নূতনের হাতে নগদ রয়েছে 5 লক্ষ 83 হাজার 401 টাকা ৷
  • ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের এই প্রার্থীর একাধিক ব্যাংক অ্যাকাউন্টে গচ্ছিত রয়েছে 88 লক্ষ 2 হাজার 30 টাকা ৷
  • তাঁর স্ত্রীর একাধিক অ্যাকাউন্টে গচ্ছিত রয়েছে মোট 28 লক্ষ 39 হাজার 375 টাকা ৷
  • টিডিএস এবং টিসিএস 2 লক্ষ 61 হাজার 832 টাকা ৷
  • স্ত্রী নূতন ভৌমিকের কল্যাণী ও বারাসতের দু’টি হোটেল ব্যবসায় বিনিয়োগ রয়েছে ৷ যার পরিমাণ 42 লক্ষ 73 হাজার 983 টাকা ৷
  • এরই সঙ্গে মন্ত্রী পার্থ ভৌমিকের 7 লক্ষ টাকার জীবন বিমা রয়েছে ৷
  • নিজের স্ত্রী নূতনকে তিনি ঋণ দিয়েছেন 67 লক্ষ 96 হাজার টাকা ৷

পার্থ ভৌমিকের স্থাবর সম্পত্তির খতিয়ান

  • উত্তরাধিকার সূত্রে পাওয়া পার্থ ভৌমিকের নৈহাটিতে 3 হাজার 600 বর্গফুটের জমি-সহ বাড়ি রয়েছে ৷
  • পানিহাটিতে 1 হাজার 332 বর্গফুটের ফ্ল্যাট আছে ৷ যার বর্তমান মূল্য 78 লক্ষ 36 হাজার 760 টাকা ৷
  • পার্থ'র স্ত্রী নূতন ভৌমিকের নামে কাঁচড়াপাড়ায় 1 হাজার 219 বর্গফুটের জমি রয়েছে ৷ যার বাজার মূল্য 22 লক্ষ টাকা ৷
  • নূতন ভৌমিকের নামে বারাসত, মধ্যমগ্রাম, হৃদয়পুরে মোট চারটি বাণিজ্যিক ঘর রয়েছে ৷ যার আয়তন যথাক্রমে 187, 156, 710 ও 2130 বর্গ ফুট ৷ এই চারটি ঘরের বর্তমান বাজারমূল্য 13 লক্ষ, 11 লক্ষ, 39 লক্ষ এবং 1 কোটি 16 লক্ষ টাকা ৷
  • নূতন ভৌমিকের নামে পানিহাটিতে রয়েছে 768 বর্গফুটের ফ্ল্যাট ৷ যার বর্তমান বাজারমূল্য 18 লক্ষ 66 হাজার টাকা ৷
  • যদিও হলফনামায় গাড়ি এবং মূল্যবান অলঙ্কারের তালিকা ফাঁকা রয়েছে ৷ সেখানে পার্থ ভৌমিক এবং তাঁর স্ত্রী নূতনের নামে কোনও অলঙ্কার কিংবা গাড়ি নেই বলে দাবি করা হয়েছে ৷

সব মিলিয়ে পার্থ ভৌমিকের রাজনীতিতে উত্থানের সঙ্গে সঙ্গে তাঁর এবং স্ত্রী নূতনের সম্পত্তিও ফুলে ফেঁপে উঠেছে ৷ তা আরও স্পষ্ট তৃণমূল প্রার্থীর দাখিল করা নির্বাচনী হলফনামা থেকে ৷

আরও পড়ুন:

  1. কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে দিদি নং ওয়ানের, হলফনামায় জানালেন রচনা
  2. অনুব্রতর গড়ে ত্রিমুখী লড়াই, বীরভূমে শতাব্দীর কুর্সি দখলে মরিয়া বিজেপি-কংগ্রেস
  3. বর্ধমান পূর্বের কুর্সি তৃতীয়বারের জন্য ধরে রাখাই চ্যালেঞ্জ তৃণমূলের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.