ETV Bharat / politics

কমল শাহি টার্গেট ! রাজ্যে 35 নয় 30টি আসন জিততে চায় বিজেপি - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : May 6, 2024, 6:26 PM IST

ETV BHARAT
অমিত শাহ (নিজস্ব চিত্র)

Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচন ঘোষণার আগে রাজ্য নেতাদের সঙ্গে বৈঠক করে পশ্চিমবঙ্গ থেকে বিজেপির আসন সংখ্যা সংক্রান্ত লক্ষ্য ঠিক করে দিয়েছিলেন অমিত শাহ ৷ কিন্তু, প্রথম দু’দফার নির্বাচন শেষ হতেই সেই টার্গেট থেকে পিছিয়ে এলেন তিনি ৷

বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে দিলীপ ঘোষের প্রচার অমিত শাহ (নিজস্ব চিত্র)

দুর্গাপুর, 6 মে: মঙ্গলবার তৃতীয় দফার লোকসভা নির্বাচন ৷ এ রাজ্যে মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদ, মোট চার কেন্দ্রে নির্বাচন ৷ তার আগে আজ বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে পিছু হটতে দেখা গেল অমিত শাহকে ৷ মঞ্চ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, "এরাজ্যে বিজেপির লক্ষ্য 30টি আসন ৷" এতদিন বিজেপির তরফ থেকে 35টি আসনে জয়ের কথা বলা হত ৷ প্রথম দু’দফার ভোটের পরে সেই লক্ষ্যমাত্রা তিরিশটিতে নামিয়ে এনেছেন শাহ ৷

লোকসভা নির্বাচন ঘোষণার আগে দু’বার রাজারহাটের পাঁচতারা হোটেলে রাজ্য বিজেপির নেতাদের নিয়ে বৈঠক করেছিলেন বিজেপির এই প্রাক্তন সভাপতি ৷ সেখানে 2024 সালের লোকসভা নির্বাচনে বাংলা থেকে বিজেপির টার্গেট নির্দিষ্ট করে দেন দলের নম্বর টু ৷ বিজেপির রাজ্য নেতাদের বুঝিয়ে দেন, এবার পদ্মশিবির কমপক্ষে 35টি আসন জিততে চায় ৷ এর অন্যতম কারণ হিসেবে বলা হচ্ছিল, 2026 সালের বিধানসভা নির্বাচন বা তারও আগে এ রাজ্যে বহুকাঙ্খিত সরকার গঠনে মরিয়া হয়ে উঠেছে গেরুয়া শিবির ৷

কিন্তু, লোকসভার প্রথম দুই পর্যায়ের ভোট মিটতেই কিছুটা 'ব্যাকফুটে' অমিত শাহ ৷ পঁয়ত্রিশের লক্ষ্য থেকে একলাফে তিরিশে নামলেন ৷ এদিকে এদিনের সভা থেকে অমিত শাহ সন্দেশখালির প্রসঙ্গ টেনে বলেন, "মমতাদি একজন মহিলা মুখ্যমন্ত্রী ৷ কিন্তু, এই সরকার মা-বোনদের নিরাপত্তা দিতে পারে না ৷" এরপরেই শাহ বলেন, "আমাকে আপনারা প্রতিজ্ঞা করুন, এবার পশ্চিমবঙ্গ থেকে বিজেপি তিরিশটি আসন জিতবে ৷ কেন্দ্রে 400 আসন জিতিয়ে নরেন্দ্র মোদিকে পুনরায় প্রধানমন্ত্রী করবেন ৷"

আরও পড়ুন:

  1. ভোটব্যাংক বাঁচাতে রামকে বহিষ্কার মমতা-অভিষেকের, অভিযোগ অমিত শাহের
  2. প্রচুর ভোটে জিতবেন রাজমাতা, কৃষ্ণনগরে রোড শোয়ে দাবি শাহের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.