কলকাতা, 18 এপ্রিল: তৃণমূল কংগ্রেসের ইস্তাহার বুধবার প্রকাশিত হয়েছে ৷ সেই ইস্তাহার নিয়ে বৃহস্পতিবার কটাক্ষ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু । তাঁর কথায়, "103 পাতার ইস্তাহার । তৃণমূলের ইস্তাহার রাজনৈতিক ঠাকুমার ঝুলি । এটাতে অদ্ভুত কথা বলা হয়েছে । প্রথম পাতায় বলা হয়েছে । তৃণমূলের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন... এটার কোনও মানে হয় ?" তিনি আরও বলেন, ‘‘এখন কারা বাংলা বিরোধী ? আবাঙালি হলেই বাংলা বিরোধী ? তাঁদের যারা হেয় করে, আমরা তাদের তীব্র ধিক্কার জানাই । বাংলা ছাড়া অন্য ভাষায় কথা বললে তাঁরা শত্রু নয় । আমাদের ভাই বন্ধু ।’’
তৃণমূলের ইস্তাহারে বলা হয়েছে, "দেশ ও দেশবাসীর সামগ্রিক উন্নতি, অগ্রগতি এবং সমৃদ্ধির নিশ্চয়তার শপথ নিয়ে আমাদের সমর্থনের ভিত্তিতে সরকার গঠিত হলে কিভাবে আবারও ভারতবর্ষকে শ্রেষ্ঠত্ব অর্জনের পথে এগিয়ে নিয়ে যাওয়া হবে, সেই দিশা দেখিয়েছে ইস্তাহারে বর্ণিত 10টি দিদির শপথ ! সঙ্গে রয়েছে 15 দফার পরিকল্পনা । যা বাস্তবায়িত করা হলে প্রত্যেক ভারতীয়ের সামাজিক, অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত হবে ।" যা নিয়েও কটাক্ষ করলেন বিমান বসু ৷ তিনি বলেছে, "নির্বাচনী ইস্তাহার-দিদির শপথ মানে কী ? নির্বাচনটা ভারতের । পশ্চিমবঙ্গের না ৷ নির্বাচনটা লোকসভার । এটা দেখলে মনে হয় রাজ্যের নির্বাচন, সারা দেশের নির্বাচন নয় ।"
অন্যদিকে জোট শরিক প্রসঙ্গে বিমানের বক্তব্য, "আমরা ইন্ডিয়া জোটের শরিক হয়ে কংগ্রেস-কে নিয়ে লড়াই করছি । তৃণমূল তো 42টা আসনেই প্রাথী দিয়েছে ।" উল্লেখ্য, জাতীয়স্তরে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’য় সিপিএম-সহ বামদলগুলি কংগ্রেস ও তৃণমূলের শরিক ৷
এছাড়া তিনি অভিযোগ করেন যে বিজেপি মহিলাদের অগ্রগতিতে বাধাদান করে ৷ বিজেপি ক্ষমতায় থাকলে দলিত-আদিবাসীদের উপর অত্যাচার বাড়বে ৷ ইলেক্টোরাল বন্ড নিয়েও সরব হন বিমান বসু ৷ তিনি বলেন, ‘‘দেশের বৃহত্তম দুর্নীতি ইলেক্ট্ররাল বন্ড । হাজার হাজার কোটি টাকা ব্যবহার করা হয়েছে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য । এটা বৃহতম দুর্নীতি । দেশের অর্থমন্ত্রীর স্বামীও তাই বলেছেন । বিজেপি রাঘব বোয়াল, এই দুর্নীতিতে প্রথম । তার সহযোগী এরাজ্যের তৃণমূলও কম যায় না । দুর্নীতির হাব তৈরি করেছে । একটা হাব তৈরিতেই সফল ।’’
তাই বঙ্গ রাজনীতির প্রবীণ এই বাম রাজনীতিকের বক্তব্য, ‘‘এরকম পরিস্থিতিতে বামপন্থীরাই একমাত্র বিকল্প । বামপন্থীদের সংসদে সংখ্যা বাড়াতে জনগণের স্বর তুলে ধরতে বামপন্থীদের নির্বাচিত করুন ।’’ পাশাপাশি বিজেপির সরকারে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মন্ত্রী থাকার প্রসঙ্গ আবার তুলেছেন বিমান বসু ৷ এই নিয়েও কটাক্ষ করেছেন তিনি ৷
আরও পড়ুন: