ETV Bharat / politics

রাজু বিস্তা দুর্নীতিগ্রস্ত ! পাহাড় সমস্যা নিয়ে বিজেপিকে নিশানা বিষ্ণুপ্রসাদ শর্মার - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 10, 2024, 7:49 PM IST

Lok Sabha Election 2024: রাজু বিস্তার বিরুদ্ধে পাহাড়ে উন্নয়নের নামে দুর্নীতির অভিযোগ কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার ৷ সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পাহাড় সমস্যার রাজনৈতিক সমাধান নিয়ে ঢেলিমি নিয়েও অভিযোগ করলেন বিজেপি বিধায়ক ৷

ETV BHARAT
ETV BHARAT
রাজু বিস্তার বিরুদ্ধে 'জল দুর্নীতি'র অভিযোগ কার্শিয়ারে বিধায়কের

শিলিগুড়ি, 10 এপ্রিল: ফের বিস্ফোরক কার্শিয়াংঙের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা ৷ দার্জিলিং লোকসভার বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদের বিরুদ্ধে উন্নয়েনর নামে দুর্নীতির অভিযোগ করলেন তিনি ৷ সেই সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন বিষ্ণুপ্রসাদ শর্মা ৷ তাঁর অভিযোগ, "পাহাড়ে উন্নয়নের নামে দুর্নীতি করেছেন সাংসদ রাজু বিস্তা ৷ সংগঠনকে ভেঙে টুকরো টুকরো করছেন তিনি ৷"

বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা বলেন, "কেন্দ্রীয় সরকার নিজের প্রতিশ্রুতি পূরণ না করাতেই রাজু বিস্তার বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি ৷ এবারের লোকসভা নির্বাচনে 'সেফটিপিন' চিহ্নে লড়ছি ৷" তবে অভিযোগ এখানেই শেষ নয়, রাজু বিস্তার বিরুদ্ধে পাহাড়ে পানীয় জল প্রকল্পে বড়সড় দুর্নীতিরও অভিযোগ তুলেছেন তিনি ৷ পাশাপাশি, দার্জিলিংয়ের সংগঠনে নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, গোটা সংগঠনকেই টুকরো টুকরো করে দিয়েছেন সাংসদ ৷

উল্লেখ্য, বরাবরই বিজেপি নীতির বিপরীত প্রবাহে চলে এসেছেন বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা ৷ কখনও ভূমিপুত্রের প্রশ্নে, আবার কখনও পৃথক রাজ্যের দাবিতে দল ও কেন্দ্র বিরুদ্ধে একাধিকবার সরব হতে দেখা গিয়েছে তাঁকে ৷ শেষে ভূমিপুত্রর জায়গায় রাজু বিস্তাকে দ্বিতীয়বার প্রার্থী করতেই বেঁকে বসেন বিষ্ণুপ্রসাদ ৷ রাজু বিস্তার বিরুদ্ধে লোকসভা নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন তিনি ৷ এতে বেশ অস্বস্তিতে গেরুয়া শিবির ৷ রাজ্য নেতৃত্ব থেকে রাজু বিস্তা, বিষ্ণুপ্রসাদ শর্মাকে বিধায়ক পদে ইস্তফা দিতে বললেও, তিনি রাজি হননি ৷ আর এদিন যখন উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারে রয়েছে স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ঠিক তখনই কেন্দ্রীয় সরকার, রাজু বিস্তা-সহ বিজেপির কেন্দ্র ও রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করলেন ৷

এদিন বিষ্ণুপ্রসাদ শর্মা বলেন, "ভোট চাওয়ার বেলায় বিজেপি পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান বা পৃথক রাজ্যের কথা বলে ৷ আর ভোট মিটে গেলেই দাবিতে ঢাকনা লাগিয়ে দেওয়া হয় ৷ আমি অনেকবার রাজ্য নেতৃত্ব ও কেন্দ্রীয় সরকারের কাছে আমার দাবি জানিয়েছি ৷ কিন্তু তাঁরা অস্বীকার করেন ৷ প্রতারণা করছে প্রতিবার ৷ বিধানসভায় আমি পৃথক রাজ্যের কথা বলতে গেলে, আমাকে দমিয়ে দিয়েছে দলেরই নেতৃত্ব ৷ রাজু বিস্তা আমার নামে দিল্লিতে অভিযোগ করেছেন ৷ আর রাজু বিস্তা নিজে একটাও প্রতিশ্রুতিও পূরণ করেনি ৷ করলে আমি ভোটে দাঁড়াতাম না ৷"

এরপর তিনি আরও বলেন, "পৃথক রাজ্য ছাড়া স্থায়ী রাজনৈতিক সমাধান কী হতে পারে ? কেন্দ্র সরকার জানিয়ে দিক আমি এখনই পদত্যাগ করব ৷ এই রাজু বিস্তা পাহাড়ে উন্নয়ন একটাও করেনি ৷ পানীয় জলের নামে লুঠ করেছে ৷ এটারও তদন্তর দাবি করব ৷ রাজু বিস্তা সংগঠনকে কোম্পানির মতো চালাচ্ছেন ৷ তিনি যেসব উন্নয়নের দাবি করেছেন, সেসব তো যেখানে বিজেপির সাংসদ নেই সেখানেও হয়েছে ৷ আপনি কী করেছেন ? তাঁর সময়ে 10টা চা বাগান বন্ধ হয়েছে ৷ তিনি টি-বোর্ডের সদস্য হয়ে একটাও খুলতে পারেননি ৷ এসবের বিরুদ্ধে আমাদের লড়াই ৷"

আরও পড়ুন:

  1. পাহাড়ের 3 পৌরসভার প্রশাসককে সরাতে রাজু বিস্তার চিঠি, পদক্ষেপের আশ্বাস কমিশনের
  2. দার্জিলিংয়ে পৌঁছেই মোর্চা সুপ্রিমো বিমল গুরুংয়ের সঙ্গে বৈঠক রাজু বিস্তার
  3. পাঁচ বছরে কয়েক কোটির সম্পত্তি বৃদ্ধি বিজেপির রাজু বিস্তার

রাজু বিস্তার বিরুদ্ধে 'জল দুর্নীতি'র অভিযোগ কার্শিয়ারে বিধায়কের

শিলিগুড়ি, 10 এপ্রিল: ফের বিস্ফোরক কার্শিয়াংঙের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা ৷ দার্জিলিং লোকসভার বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদের বিরুদ্ধে উন্নয়েনর নামে দুর্নীতির অভিযোগ করলেন তিনি ৷ সেই সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন বিষ্ণুপ্রসাদ শর্মা ৷ তাঁর অভিযোগ, "পাহাড়ে উন্নয়নের নামে দুর্নীতি করেছেন সাংসদ রাজু বিস্তা ৷ সংগঠনকে ভেঙে টুকরো টুকরো করছেন তিনি ৷"

বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা বলেন, "কেন্দ্রীয় সরকার নিজের প্রতিশ্রুতি পূরণ না করাতেই রাজু বিস্তার বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি ৷ এবারের লোকসভা নির্বাচনে 'সেফটিপিন' চিহ্নে লড়ছি ৷" তবে অভিযোগ এখানেই শেষ নয়, রাজু বিস্তার বিরুদ্ধে পাহাড়ে পানীয় জল প্রকল্পে বড়সড় দুর্নীতিরও অভিযোগ তুলেছেন তিনি ৷ পাশাপাশি, দার্জিলিংয়ের সংগঠনে নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, গোটা সংগঠনকেই টুকরো টুকরো করে দিয়েছেন সাংসদ ৷

উল্লেখ্য, বরাবরই বিজেপি নীতির বিপরীত প্রবাহে চলে এসেছেন বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা ৷ কখনও ভূমিপুত্রের প্রশ্নে, আবার কখনও পৃথক রাজ্যের দাবিতে দল ও কেন্দ্র বিরুদ্ধে একাধিকবার সরব হতে দেখা গিয়েছে তাঁকে ৷ শেষে ভূমিপুত্রর জায়গায় রাজু বিস্তাকে দ্বিতীয়বার প্রার্থী করতেই বেঁকে বসেন বিষ্ণুপ্রসাদ ৷ রাজু বিস্তার বিরুদ্ধে লোকসভা নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন তিনি ৷ এতে বেশ অস্বস্তিতে গেরুয়া শিবির ৷ রাজ্য নেতৃত্ব থেকে রাজু বিস্তা, বিষ্ণুপ্রসাদ শর্মাকে বিধায়ক পদে ইস্তফা দিতে বললেও, তিনি রাজি হননি ৷ আর এদিন যখন উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারে রয়েছে স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ঠিক তখনই কেন্দ্রীয় সরকার, রাজু বিস্তা-সহ বিজেপির কেন্দ্র ও রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করলেন ৷

এদিন বিষ্ণুপ্রসাদ শর্মা বলেন, "ভোট চাওয়ার বেলায় বিজেপি পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান বা পৃথক রাজ্যের কথা বলে ৷ আর ভোট মিটে গেলেই দাবিতে ঢাকনা লাগিয়ে দেওয়া হয় ৷ আমি অনেকবার রাজ্য নেতৃত্ব ও কেন্দ্রীয় সরকারের কাছে আমার দাবি জানিয়েছি ৷ কিন্তু তাঁরা অস্বীকার করেন ৷ প্রতারণা করছে প্রতিবার ৷ বিধানসভায় আমি পৃথক রাজ্যের কথা বলতে গেলে, আমাকে দমিয়ে দিয়েছে দলেরই নেতৃত্ব ৷ রাজু বিস্তা আমার নামে দিল্লিতে অভিযোগ করেছেন ৷ আর রাজু বিস্তা নিজে একটাও প্রতিশ্রুতিও পূরণ করেনি ৷ করলে আমি ভোটে দাঁড়াতাম না ৷"

এরপর তিনি আরও বলেন, "পৃথক রাজ্য ছাড়া স্থায়ী রাজনৈতিক সমাধান কী হতে পারে ? কেন্দ্র সরকার জানিয়ে দিক আমি এখনই পদত্যাগ করব ৷ এই রাজু বিস্তা পাহাড়ে উন্নয়ন একটাও করেনি ৷ পানীয় জলের নামে লুঠ করেছে ৷ এটারও তদন্তর দাবি করব ৷ রাজু বিস্তা সংগঠনকে কোম্পানির মতো চালাচ্ছেন ৷ তিনি যেসব উন্নয়নের দাবি করেছেন, সেসব তো যেখানে বিজেপির সাংসদ নেই সেখানেও হয়েছে ৷ আপনি কী করেছেন ? তাঁর সময়ে 10টা চা বাগান বন্ধ হয়েছে ৷ তিনি টি-বোর্ডের সদস্য হয়ে একটাও খুলতে পারেননি ৷ এসবের বিরুদ্ধে আমাদের লড়াই ৷"

আরও পড়ুন:

  1. পাহাড়ের 3 পৌরসভার প্রশাসককে সরাতে রাজু বিস্তার চিঠি, পদক্ষেপের আশ্বাস কমিশনের
  2. দার্জিলিংয়ে পৌঁছেই মোর্চা সুপ্রিমো বিমল গুরুংয়ের সঙ্গে বৈঠক রাজু বিস্তার
  3. পাঁচ বছরে কয়েক কোটির সম্পত্তি বৃদ্ধি বিজেপির রাজু বিস্তার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.