শিলিগুড়ি, 10 এপ্রিল: ফের বিস্ফোরক কার্শিয়াংঙের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা ৷ দার্জিলিং লোকসভার বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদের বিরুদ্ধে উন্নয়েনর নামে দুর্নীতির অভিযোগ করলেন তিনি ৷ সেই সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন বিষ্ণুপ্রসাদ শর্মা ৷ তাঁর অভিযোগ, "পাহাড়ে উন্নয়নের নামে দুর্নীতি করেছেন সাংসদ রাজু বিস্তা ৷ সংগঠনকে ভেঙে টুকরো টুকরো করছেন তিনি ৷"
বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা বলেন, "কেন্দ্রীয় সরকার নিজের প্রতিশ্রুতি পূরণ না করাতেই রাজু বিস্তার বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি ৷ এবারের লোকসভা নির্বাচনে 'সেফটিপিন' চিহ্নে লড়ছি ৷" তবে অভিযোগ এখানেই শেষ নয়, রাজু বিস্তার বিরুদ্ধে পাহাড়ে পানীয় জল প্রকল্পে বড়সড় দুর্নীতিরও অভিযোগ তুলেছেন তিনি ৷ পাশাপাশি, দার্জিলিংয়ের সংগঠনে নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, গোটা সংগঠনকেই টুকরো টুকরো করে দিয়েছেন সাংসদ ৷
উল্লেখ্য, বরাবরই বিজেপি নীতির বিপরীত প্রবাহে চলে এসেছেন বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা ৷ কখনও ভূমিপুত্রের প্রশ্নে, আবার কখনও পৃথক রাজ্যের দাবিতে দল ও কেন্দ্র বিরুদ্ধে একাধিকবার সরব হতে দেখা গিয়েছে তাঁকে ৷ শেষে ভূমিপুত্রর জায়গায় রাজু বিস্তাকে দ্বিতীয়বার প্রার্থী করতেই বেঁকে বসেন বিষ্ণুপ্রসাদ ৷ রাজু বিস্তার বিরুদ্ধে লোকসভা নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন তিনি ৷ এতে বেশ অস্বস্তিতে গেরুয়া শিবির ৷ রাজ্য নেতৃত্ব থেকে রাজু বিস্তা, বিষ্ণুপ্রসাদ শর্মাকে বিধায়ক পদে ইস্তফা দিতে বললেও, তিনি রাজি হননি ৷ আর এদিন যখন উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারে রয়েছে স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ঠিক তখনই কেন্দ্রীয় সরকার, রাজু বিস্তা-সহ বিজেপির কেন্দ্র ও রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করলেন ৷
এদিন বিষ্ণুপ্রসাদ শর্মা বলেন, "ভোট চাওয়ার বেলায় বিজেপি পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান বা পৃথক রাজ্যের কথা বলে ৷ আর ভোট মিটে গেলেই দাবিতে ঢাকনা লাগিয়ে দেওয়া হয় ৷ আমি অনেকবার রাজ্য নেতৃত্ব ও কেন্দ্রীয় সরকারের কাছে আমার দাবি জানিয়েছি ৷ কিন্তু তাঁরা অস্বীকার করেন ৷ প্রতারণা করছে প্রতিবার ৷ বিধানসভায় আমি পৃথক রাজ্যের কথা বলতে গেলে, আমাকে দমিয়ে দিয়েছে দলেরই নেতৃত্ব ৷ রাজু বিস্তা আমার নামে দিল্লিতে অভিযোগ করেছেন ৷ আর রাজু বিস্তা নিজে একটাও প্রতিশ্রুতিও পূরণ করেনি ৷ করলে আমি ভোটে দাঁড়াতাম না ৷"
এরপর তিনি আরও বলেন, "পৃথক রাজ্য ছাড়া স্থায়ী রাজনৈতিক সমাধান কী হতে পারে ? কেন্দ্র সরকার জানিয়ে দিক আমি এখনই পদত্যাগ করব ৷ এই রাজু বিস্তা পাহাড়ে উন্নয়ন একটাও করেনি ৷ পানীয় জলের নামে লুঠ করেছে ৷ এটারও তদন্তর দাবি করব ৷ রাজু বিস্তা সংগঠনকে কোম্পানির মতো চালাচ্ছেন ৷ তিনি যেসব উন্নয়নের দাবি করেছেন, সেসব তো যেখানে বিজেপির সাংসদ নেই সেখানেও হয়েছে ৷ আপনি কী করেছেন ? তাঁর সময়ে 10টা চা বাগান বন্ধ হয়েছে ৷ তিনি টি-বোর্ডের সদস্য হয়ে একটাও খুলতে পারেননি ৷ এসবের বিরুদ্ধে আমাদের লড়াই ৷"
আরও পড়ুন: