ETV Bharat / politics

বিজেপিতে কৌস্তভ, কংগ্রেস ছাড়ার একদিনের মধ্যেই গেরুয়া শিবিরে আইনজীবী-নেতা - Koustav Bagchi Joins BJP

Koustav Bagchi Joins BJP: বুধবার কংগ্রেস থেকে পদত্যাগ করেছিলেন ৷ বৃহস্পতিবার বিজেপিতে নাম লেখালেন আইনজীবী কৌস্তভ বাগচি ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 29, 2024, 6:33 PM IST

Updated : Feb 29, 2024, 9:47 PM IST

বিজেপিতে যোগ দেওয়ার পর কৌস্তভ বাগচির বক্তব্য

কলকাতা, 29 ফেব্রুয়ারি: জল্পনা আগে থেকেই ছিল ৷ কংগ্রেস ছাড়ার পর এবার তাতেই সিলমোহর দিলেন আইনজীবী কৌস্তভ বাগচি ৷ বুধবার কংগ্রেস ছাড়ার পরের দিনই অর্থাৎ আজ বৃহস্পতিবার বিজেপিতে যোগ দিলেন তিনি ৷ তাঁর বিজেপিতে যোগদানের অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী-সহ উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার ৷ বিজেপিতে যোগ দিয়েই রাজ্যে তৃণমূল কংগ্রেস (টিএমসি) শাসনের বিরুদ্ধে লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছেন কৌস্তভ ।

এদিন তিনি বলেন, মানুষের চাহিদা পূরণ না হলে রাজনীতি করার কোনও মানে হয় না । যে রাজ্যে প্রদেশ কংগ্রেসের কোনও গুরুত্ব পাওয়া যায় না সেখানে দল করা সম্ভব নয় । সন্দেশখালি বা অন্য অনেক ঘটনায় কংগ্রেসের উচ্চ নেতৃত্বের তরফে কোনও কথা পাওয়া যায়নি । আত্মমর্যাদার সঙ্গে আপোষ করা সম্ভব নয় । অনেকের মধ্যেই ক্ষোভ আছে ৷ কেউ প্রকাশ করছেন কেউ করেন না । তৃণমূলের বিরুদ্ধে এখানে কংগ্রেসে থেকে লড়াই সম্ভব নয় । পশ্চিমবঙ্গে বারংবার দেখা যাচ্ছে কেন্দ্রীয় কংগ্রেস নেতৃত্ব তৃণমূলের কাছে নরম বার্তা কার্যত ভিক্ষার পাত্র নিয়ে বসে থাকছেন । এভাবে সম্ভব নয় ।"

কৌস্তভের যোগদানের অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী বলেন,"আজ আমরা কৌস্তভ বাগচিকে বিজেপিতে স্বাগত জানাতে পেরে আনন্দিত ৷" তবে কৌস্তভের বিজেপিতে যোগদানকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। সাংবাদিক সম্মেলনে এই সংক্রান্ত এক প্রশ্নের জবাবে দলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও' ব্রায়েন কটাক্ষের সুরে বলেন, " কে কৌস্তভ বাগচি? আমরা তাঁকে চিনি না।"

দলে সম্মান না পাওয়ার পাশাপাশি শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে একাধিক অভিযোগের কথা জানিয়ে বুধবার জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দল ছেড়েছিলেন কৌস্তভ ৷ এই আইনজীবী-নেতার পাঠানো চিঠিতে কংগ্রেসের 'পরিবারতন্ত্র' নিয়ে অভিযোগ উঠে এসেছিল ৷ তিনি বলেছিলেন,"যখন নির্বাচন দরজায় কড়া নাড়ছে, তখন কংগ্রেস পার্টির লক্ষ্য নির্বাচনে জেতা নয় ৷ বরং, একজন ব্যক্তি বিশেষের ইমেজ-বিল্ডিংয়ে তারা বেশি ব্যস্ত ৷" নাম না-করেই রাহুল গান্ধি ও তাঁর ভারত জোড়ো যাত্রাকে নিশানা করেছিলেন কৌস্তভ ৷

তবে তাঁর বিজেপি যোগের জল্পনা প্রকট হয়েছিল গণেশ পুজোয় তাঁর বাড়িতে শুভেন্দু অধিকারী দেখা যাওয়ার পর থেকেই ৷ আর বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবেই গেরুয়া শিবিরে নাম লেখালেন কৌস্তভ ৷

আরও পড়ুন :

  1. কৌস্তভের বক্তব্যের সঙ্গে মিল পোস্টারে, 'বাংলায় বিকল্প রাজনীতি' নিয়ে কী বলছেন কংগ্রেস নেতা
  2. 'পচা পুকুরে ডুব', দলত্যাগী কৌস্তভকে নিশানা প্রদেশ কংগ্রেসের
  3. শীর্ষনেতৃত্বের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগে কংগ্রেস ছাড়লেন কৌস্তভ

বিজেপিতে যোগ দেওয়ার পর কৌস্তভ বাগচির বক্তব্য

কলকাতা, 29 ফেব্রুয়ারি: জল্পনা আগে থেকেই ছিল ৷ কংগ্রেস ছাড়ার পর এবার তাতেই সিলমোহর দিলেন আইনজীবী কৌস্তভ বাগচি ৷ বুধবার কংগ্রেস ছাড়ার পরের দিনই অর্থাৎ আজ বৃহস্পতিবার বিজেপিতে যোগ দিলেন তিনি ৷ তাঁর বিজেপিতে যোগদানের অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী-সহ উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার ৷ বিজেপিতে যোগ দিয়েই রাজ্যে তৃণমূল কংগ্রেস (টিএমসি) শাসনের বিরুদ্ধে লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছেন কৌস্তভ ।

এদিন তিনি বলেন, মানুষের চাহিদা পূরণ না হলে রাজনীতি করার কোনও মানে হয় না । যে রাজ্যে প্রদেশ কংগ্রেসের কোনও গুরুত্ব পাওয়া যায় না সেখানে দল করা সম্ভব নয় । সন্দেশখালি বা অন্য অনেক ঘটনায় কংগ্রেসের উচ্চ নেতৃত্বের তরফে কোনও কথা পাওয়া যায়নি । আত্মমর্যাদার সঙ্গে আপোষ করা সম্ভব নয় । অনেকের মধ্যেই ক্ষোভ আছে ৷ কেউ প্রকাশ করছেন কেউ করেন না । তৃণমূলের বিরুদ্ধে এখানে কংগ্রেসে থেকে লড়াই সম্ভব নয় । পশ্চিমবঙ্গে বারংবার দেখা যাচ্ছে কেন্দ্রীয় কংগ্রেস নেতৃত্ব তৃণমূলের কাছে নরম বার্তা কার্যত ভিক্ষার পাত্র নিয়ে বসে থাকছেন । এভাবে সম্ভব নয় ।"

কৌস্তভের যোগদানের অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী বলেন,"আজ আমরা কৌস্তভ বাগচিকে বিজেপিতে স্বাগত জানাতে পেরে আনন্দিত ৷" তবে কৌস্তভের বিজেপিতে যোগদানকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। সাংবাদিক সম্মেলনে এই সংক্রান্ত এক প্রশ্নের জবাবে দলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও' ব্রায়েন কটাক্ষের সুরে বলেন, " কে কৌস্তভ বাগচি? আমরা তাঁকে চিনি না।"

দলে সম্মান না পাওয়ার পাশাপাশি শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে একাধিক অভিযোগের কথা জানিয়ে বুধবার জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দল ছেড়েছিলেন কৌস্তভ ৷ এই আইনজীবী-নেতার পাঠানো চিঠিতে কংগ্রেসের 'পরিবারতন্ত্র' নিয়ে অভিযোগ উঠে এসেছিল ৷ তিনি বলেছিলেন,"যখন নির্বাচন দরজায় কড়া নাড়ছে, তখন কংগ্রেস পার্টির লক্ষ্য নির্বাচনে জেতা নয় ৷ বরং, একজন ব্যক্তি বিশেষের ইমেজ-বিল্ডিংয়ে তারা বেশি ব্যস্ত ৷" নাম না-করেই রাহুল গান্ধি ও তাঁর ভারত জোড়ো যাত্রাকে নিশানা করেছিলেন কৌস্তভ ৷

তবে তাঁর বিজেপি যোগের জল্পনা প্রকট হয়েছিল গণেশ পুজোয় তাঁর বাড়িতে শুভেন্দু অধিকারী দেখা যাওয়ার পর থেকেই ৷ আর বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবেই গেরুয়া শিবিরে নাম লেখালেন কৌস্তভ ৷

আরও পড়ুন :

  1. কৌস্তভের বক্তব্যের সঙ্গে মিল পোস্টারে, 'বাংলায় বিকল্প রাজনীতি' নিয়ে কী বলছেন কংগ্রেস নেতা
  2. 'পচা পুকুরে ডুব', দলত্যাগী কৌস্তভকে নিশানা প্রদেশ কংগ্রেসের
  3. শীর্ষনেতৃত্বের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগে কংগ্রেস ছাড়লেন কৌস্তভ
Last Updated : Feb 29, 2024, 9:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.