চণ্ডিতলা, 7 জুন: নরেন্দ্র মোদি লোভী ৷ সেই কারণে তিনি প্রধানমন্ত্রী হচ্ছেন ৷ এমনটাই মন্তব্য করলেন শ্রীরামপুরে তৃণমূলের বিজয়ী প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ এমনকি তৃতীয় এনডিএ সরকার বেশিদিন টিকবে না বলেও দাবি করেন তিনি ৷ কল্যাণের ভবিষ্যদ্বাণী, এনডিএ সরকার ভাঙবে ও আগামী দেড় বছরে আবারও নির্বাচন হবে দেশে ৷
শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের জয়ী প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এ দিন জাঙ্গিপাড়া ও চণ্ডিতলা বিধানসভা এলাকায় যান ৷ সেখানে তৃণমূলের দলীয় নেতৃত্বের সঙ্গে আজ বৈঠক করেন কল্যাণ ৷ জাঙ্গিপাড়ার ফুরফুরা শরিফে পীরজাদা ত্বহা সিদ্দিকীর সঙ্গেও দেখা করেন তিনি ৷ পরে সংবাদ মাধ্যমের সামনে নরেন্দ্র মোদি এবং তাঁর তৃতীয় এনডিএ সরকার গঠন নিয়ে আক্রমণ করলেন কল্যাণ ৷ তিনি বলেন, "নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রী হওয়া উচিত নয় ৷ তাঁর লোভ আছে, তাই প্রধানমন্ত্রী হচ্ছেন ৷ তবে, এই সরকার বেশিদিন টেকার নয় ৷ আগামী দেড় বছরে আবারও ভোট হবে ৷"
উল্লেখ্য, দিলীপ ঘোষের কেন্দ্র বদল এবং জেতা আসনে হারার প্রসঙ্গে বিজেপি নেতৃত্বকে নিশানা করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ দিলীপ ঘোষের প্রশংসা শোনা গেল তাঁর মুখে ৷ কল্যাণের কথায়, "দিলীপ ঘোষ ভারতীয় জনতা পার্টির একজন শক্তিশালী রাজনৈতিক নেতা ৷ কিন্তু, দুর্ভাগ্যের বিষয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ ঘোষের সঠিক মূল্যায়ন করতে পারল না ৷ যদিও, দিলীপ ঘোষ নিজেই হেরে গিয়েছেন ৷ তাতে নিঃসন্দেহে আমাদের লাভ হয়েছে ৷ আমাকে অনেকে যখন জিজ্ঞেস করত, তখন আমি বলতাম দিলীপ ঘোষ আসল বিজেপির লোক ৷ তিনিই বিজেপির মাটি তৈরি করেছেন রাজ্যে ৷"
এই ইস্যুতে বিজেপির বর্তমান রাজ্য নেতৃত্বকে নিশানা করেন কল্যাণ ৷ তাঁর কথায়, বর্তমানে যারা এরাজ্যে বিজেপিকে চালাচ্ছে, তাদের হাতে পদ্মশিবির একটা সময়ে শেষ হয়ে যাবে ৷ বিশেষত, দিলীপ ঘোষের মতো পুরনো নেতারা সরে গেলে, 2026 সালে আর বিজেপির অস্তিত্ব থাকবে না পশ্চিমবঙ্গে ৷ মূলত, নাম না-করে শুভেন্দু অধিকারীকেই এদিন নিশানা করেছেন তৃণমূলের জয়ী প্রার্থী ৷