ETV Bharat / politics

তৃণমূলে 'মোহভঙ্গ'! কালিয়াগঞ্জের বিজেপি বিধায়কের ঘরওয়াপসি - BJP from TMC

Kaliaganj BJP MLA Soumen Roy return to BJP: তৃণমূল ছেড়ে 'ঘরওয়াপসি' কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়ের ৷ ভোটে জেতার পর তৃণমূলে যোগ দিয়েছিলেন সৌমেন রায় ৷ এরপর বুধবার ফের বিজেপিতে ফিরে এলেন তিনি ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 28, 2024, 5:28 PM IST

Updated : Feb 28, 2024, 6:43 PM IST

কলকাতা, 28 ফেব্রুয়ারি: তৃণমূল ছেড়ে ফের 'ঘরওয়াপসি' কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়ের ৷ ভোটে জেতার পর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন সৌমেন রায় ৷ এরপর বুধবার ফের বিজেপিতে ফিরলেন ৷ এদিন শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে ফের বিজেপিতে ফিরে এলেন তিনি ৷ বিধানসভার বিরোধী দলনেতার দাবি, কিছু ভুলবোঝাবুঝির কারণেই কিছুদিন পদ্মফুলের লোগো থেকে বাইরে ছিলেন সৌমেন রায় ৷ 'মোহভঙ্গ' হওয়ার পর ফের তিনি বিজেপিতে ফিরে এসেছেন ৷

এদিন বিজেপি সদর দফতরে বসে সৌমেন রায় প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধুৃিকারী বলেন, "এটা জয়েনিং বা রিজয়েনিং-এর বিষয় নয় ৷ ভয় দেখিয়ে আমাদের বেশ কয়েকজন বিধায়ককে তৃণমূল তাদের দলে যোগ নিয়েছিল বলে দাবি করেছিল ৷ কিন্তু বিধানসভায় এঁরা সকলেই নিজেদের বিজেপি বিধায়ক বলে দাবি করেছেন ৷" একই সঙ্গে এদিন শুভেন্দু আরও বলেন, "আমরা সকলকে এভাবে ঘরওয়াপসিতে রাজি নই ৷ মুকুল রায় একবার দিল্লিতে চেষ্টা করেছিল তাও আমরা খারিজ করেছিলাম ৷ যেটুকু তাঁকে (সৌমেন রায়) দিয়ে বলানো হয়েছিল প্রধানমন্ত্রী বা দলের বিরুদ্ধে কথা বলতে তা তিনি বলেছেন ৷ নিজে থেকে অবশ্য তিনি কিছুই বলেননি ৷"

বিরোধী দলনেতা দাবি করেন, "বিজেপির লোক, বিজেপির বিধায়ক তিনি, এসেছেন আবার ৷ পদ্মফুলের লোগোটা কিছুদিন সরিয়ে রাখতে সে বাধ্য হয়েছিলেন ৷ রাজবংশীরা নরেন্দ্র মোদির সমর্থক তা উনি বার বার আমাকে বলেছেন ৷" উল্লেখ্য, রাজ্যে 2021 সালের বিধানসভা ভোটে মোট 77টি আসন পেয়েছিল বিজেপি ৷ এরপরই দেখা যায় একের পর এক বিজেপি বিধায়ক তৃণমূলে নাম লিখিয়েছেন ৷ বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের বিশ্বজিৎ দাস, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী এমনকী কৃষ্ণনগর থেকে বিজেপির প্রতীকে জিতে তৃণমূলে নাম লিখিয়েছিলেন মুকুল রায়ও ৷ এর মধ্যে ছিলেন সৌমেন রায়ও ৷ এবার ফের বিজেপিতে ফিরে এলেন সৌমেন রায় ৷ যদিও বাকি কাউকে এবাবে আর নেওয়া হবে না বলেও এদিন সাফ জানিয়েছেন শুভেন্দু অধিকারী ৷

আরও পড়ুন:

  1. অ্যালকেমিস্ট চিট ফান্ড মামলায় অরূপ বিশ্বাসকে ইডির তলব
  2. সন্দেশখালি কখনই সিঙ্গুর বা নন্দীগ্রাম নয়, নাম না-করে বোঝালেন মমতা

কলকাতা, 28 ফেব্রুয়ারি: তৃণমূল ছেড়ে ফের 'ঘরওয়াপসি' কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়ের ৷ ভোটে জেতার পর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন সৌমেন রায় ৷ এরপর বুধবার ফের বিজেপিতে ফিরলেন ৷ এদিন শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে ফের বিজেপিতে ফিরে এলেন তিনি ৷ বিধানসভার বিরোধী দলনেতার দাবি, কিছু ভুলবোঝাবুঝির কারণেই কিছুদিন পদ্মফুলের লোগো থেকে বাইরে ছিলেন সৌমেন রায় ৷ 'মোহভঙ্গ' হওয়ার পর ফের তিনি বিজেপিতে ফিরে এসেছেন ৷

এদিন বিজেপি সদর দফতরে বসে সৌমেন রায় প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধুৃিকারী বলেন, "এটা জয়েনিং বা রিজয়েনিং-এর বিষয় নয় ৷ ভয় দেখিয়ে আমাদের বেশ কয়েকজন বিধায়ককে তৃণমূল তাদের দলে যোগ নিয়েছিল বলে দাবি করেছিল ৷ কিন্তু বিধানসভায় এঁরা সকলেই নিজেদের বিজেপি বিধায়ক বলে দাবি করেছেন ৷" একই সঙ্গে এদিন শুভেন্দু আরও বলেন, "আমরা সকলকে এভাবে ঘরওয়াপসিতে রাজি নই ৷ মুকুল রায় একবার দিল্লিতে চেষ্টা করেছিল তাও আমরা খারিজ করেছিলাম ৷ যেটুকু তাঁকে (সৌমেন রায়) দিয়ে বলানো হয়েছিল প্রধানমন্ত্রী বা দলের বিরুদ্ধে কথা বলতে তা তিনি বলেছেন ৷ নিজে থেকে অবশ্য তিনি কিছুই বলেননি ৷"

বিরোধী দলনেতা দাবি করেন, "বিজেপির লোক, বিজেপির বিধায়ক তিনি, এসেছেন আবার ৷ পদ্মফুলের লোগোটা কিছুদিন সরিয়ে রাখতে সে বাধ্য হয়েছিলেন ৷ রাজবংশীরা নরেন্দ্র মোদির সমর্থক তা উনি বার বার আমাকে বলেছেন ৷" উল্লেখ্য, রাজ্যে 2021 সালের বিধানসভা ভোটে মোট 77টি আসন পেয়েছিল বিজেপি ৷ এরপরই দেখা যায় একের পর এক বিজেপি বিধায়ক তৃণমূলে নাম লিখিয়েছেন ৷ বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের বিশ্বজিৎ দাস, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী এমনকী কৃষ্ণনগর থেকে বিজেপির প্রতীকে জিতে তৃণমূলে নাম লিখিয়েছিলেন মুকুল রায়ও ৷ এর মধ্যে ছিলেন সৌমেন রায়ও ৷ এবার ফের বিজেপিতে ফিরে এলেন সৌমেন রায় ৷ যদিও বাকি কাউকে এবাবে আর নেওয়া হবে না বলেও এদিন সাফ জানিয়েছেন শুভেন্দু অধিকারী ৷

আরও পড়ুন:

  1. অ্যালকেমিস্ট চিট ফান্ড মামলায় অরূপ বিশ্বাসকে ইডির তলব
  2. সন্দেশখালি কখনই সিঙ্গুর বা নন্দীগ্রাম নয়, নাম না-করে বোঝালেন মমতা
Last Updated : Feb 28, 2024, 6:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.