ETV Bharat / politics

গিরগিটির সঙ্গে তুলনা করে নীতীশকে 'বিশ্বাসঘাতক' বললেন জয়রাম - ইন্ডিয়া জোট

Jayram Ramesh on Nitish Kumar: 'ইন্ডিয়া' জোটের ডাক তিনিই দিয়েছিলেন ৷ কিন্তু, আজকে জোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন নীতীশ কুমার ৷ জলপাইগুড়ি থেকে রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রার সূচনার আগে, বিহারের প্রাক্তন মুখ্য়মন্ত্রীকে এভাবেই নিশানা করলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 28, 2024, 2:20 PM IST

Updated : Jan 28, 2024, 5:01 PM IST

নীতীশ কুমারকে 'গিরগিটি' বলে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ

জলপাইগুড়ি, 28 জানুয়ারি: জল্পনার অবসান ঘটিয়ে রবিবার সকালেই বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন নীতীশ কুমার ৷ সেইসঙ্গে তৎক্ষণাৎ এনডিএ শিবিরের সঙ্গে হাতও মিলিয়ে নেন ৷ নীতীশের এই বারবার ভোলবদলকে গিরগিটির সঙ্গে তুলনা করলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ ৷ তাঁর কটাক্ষ, "নীতীশ কুমার রং বদলের বিষয়ে গিরগিটিকেও জোর টক্কর দিতে পারেন ৷" সেইসঙ্গে তাঁকে বিশ্বাসঘাতক বলেও নিশানা করলেন তিনি ৷

আজ জলপাইগুড়ি থেকে রাহুল গান্ধির 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' শুরু হয়েছে ৷ যা আগামিকাল বিহারের পুর্ণিয়া জেলায় প্রবেশ করবে ৷ কিন্তু, তার আগে বিহারে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে ৷ মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে আরজেডি ও কংগ্রেসের মহাজোটের সরকার ভেঙে দিয়েছেন নীতীশ কুমার ৷ আর নীতীশের এমনটা করার পিছনে রাহুল গান্ধির 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'র কথা জানালেন জয়রাম রমেশ ৷ তিনি দাবি করেছেন, বিজেপি রাহুলের 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'র সাফল্যে ভয় পেয়েছে ৷ আর তাই নীতীশ কুমারকে নিজেদের জালে ফাঁসিয়ে বিহারে অস্থিরতা তৈরি করা হয়েছে ৷

এ প্রসঙ্গে কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ বলেন, "নীতীশ কুমার মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন ৷ এটা হওয়ারই ছিল ৷ ওনার রাজনৈতিক অভিজ্ঞতা অনেক ৷ কিন্তু উনি ঘন ঘন রাজনৈতিক শিবির বদলান ৷ এই রাজনৈতিক রং বদলের বিষয়ে উনি গিরগিটিকেও টক্কর দিতে পারেন ৷" আর এতে পিছন থেকে নরেন্দ্র মোদি এবং অমিত শাহর ইন্ধন দিয়েছেন বলে অভিযোগ করেছেন জয়রাম রমেশ ৷

উল্লেখ্য়, গতবছর 17 ও 18 জুন পাটনাতে প্রথম 'ইন্ডিয়া' জোটের সূচনা হয় ৷ সেই বৈঠকের আহ্বায়ক ছিলেন স্বয়ং নীতীশ কুমার ৷ তিনি নিজে বিভিন্ন রাজ্যে গিয়ে বিজেপি বিরোধী দলগুলির নেতাদের সেই বৈঠকে সামিল হওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেনে ৷ কিন্তু, নীতীশ কুমার নিজেই সেই জোটের সঙ্গে 'বিশ্বাসঘাতকতা' করেছেন বলে নিশানা করলেন কংগ্রেস নেতা ৷

তিনি বলেন, "পটনাতে তিনিই প্রথম সব বিরোধী দলগুলিকে ডেকেছিলেন 'ইন্ডিয়া' জোটের মিটিংয়ের জন্য ৷ বলতে গেলে পটনা থেকেই এর পথচলা শুরু হয়েছিল ৷ এমনকী তারপর মুম্বই ও বেঙ্গালুরুর বৈঠকেও ছিলেন ৷ কিন্তু নিজে যে জোট তৈরির উদ্যোগ নিয়েছিলেন, আজ সেখান থেকে বেরিয়ে গেলেন ৷ উনি বিশ্বাসঘাতকতা করলেন ৷" জয়রাম রমেশের বিশ্বাস, বিহারের মানুষ ভোটের মাধ্যমে এর যোগ্য জবাব দেবে ৷

আরও পড়ুন:

  1. মুখ্যমন্ত্রী পদে ইস্তফা নীতীশের, এনডিএকে পাশে নিয়ে আজই বিকেল 5টেয় ফের শপথ
  2. রাজভবনে নীতীশ, আজ ইস্তফার পর সন্ধেতেই ফের মুখ্যমন্ত্রী পদে শপথ ?
  3. রাহুলের ন্যায় যাত্রার ঘিরে জট , 'রাজনৈতিক অসভ্যতা' বলে কটাক্ষ অধীরের

নীতীশ কুমারকে 'গিরগিটি' বলে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ

জলপাইগুড়ি, 28 জানুয়ারি: জল্পনার অবসান ঘটিয়ে রবিবার সকালেই বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন নীতীশ কুমার ৷ সেইসঙ্গে তৎক্ষণাৎ এনডিএ শিবিরের সঙ্গে হাতও মিলিয়ে নেন ৷ নীতীশের এই বারবার ভোলবদলকে গিরগিটির সঙ্গে তুলনা করলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ ৷ তাঁর কটাক্ষ, "নীতীশ কুমার রং বদলের বিষয়ে গিরগিটিকেও জোর টক্কর দিতে পারেন ৷" সেইসঙ্গে তাঁকে বিশ্বাসঘাতক বলেও নিশানা করলেন তিনি ৷

আজ জলপাইগুড়ি থেকে রাহুল গান্ধির 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' শুরু হয়েছে ৷ যা আগামিকাল বিহারের পুর্ণিয়া জেলায় প্রবেশ করবে ৷ কিন্তু, তার আগে বিহারে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে ৷ মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে আরজেডি ও কংগ্রেসের মহাজোটের সরকার ভেঙে দিয়েছেন নীতীশ কুমার ৷ আর নীতীশের এমনটা করার পিছনে রাহুল গান্ধির 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'র কথা জানালেন জয়রাম রমেশ ৷ তিনি দাবি করেছেন, বিজেপি রাহুলের 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'র সাফল্যে ভয় পেয়েছে ৷ আর তাই নীতীশ কুমারকে নিজেদের জালে ফাঁসিয়ে বিহারে অস্থিরতা তৈরি করা হয়েছে ৷

এ প্রসঙ্গে কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ বলেন, "নীতীশ কুমার মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন ৷ এটা হওয়ারই ছিল ৷ ওনার রাজনৈতিক অভিজ্ঞতা অনেক ৷ কিন্তু উনি ঘন ঘন রাজনৈতিক শিবির বদলান ৷ এই রাজনৈতিক রং বদলের বিষয়ে উনি গিরগিটিকেও টক্কর দিতে পারেন ৷" আর এতে পিছন থেকে নরেন্দ্র মোদি এবং অমিত শাহর ইন্ধন দিয়েছেন বলে অভিযোগ করেছেন জয়রাম রমেশ ৷

উল্লেখ্য়, গতবছর 17 ও 18 জুন পাটনাতে প্রথম 'ইন্ডিয়া' জোটের সূচনা হয় ৷ সেই বৈঠকের আহ্বায়ক ছিলেন স্বয়ং নীতীশ কুমার ৷ তিনি নিজে বিভিন্ন রাজ্যে গিয়ে বিজেপি বিরোধী দলগুলির নেতাদের সেই বৈঠকে সামিল হওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেনে ৷ কিন্তু, নীতীশ কুমার নিজেই সেই জোটের সঙ্গে 'বিশ্বাসঘাতকতা' করেছেন বলে নিশানা করলেন কংগ্রেস নেতা ৷

তিনি বলেন, "পটনাতে তিনিই প্রথম সব বিরোধী দলগুলিকে ডেকেছিলেন 'ইন্ডিয়া' জোটের মিটিংয়ের জন্য ৷ বলতে গেলে পটনা থেকেই এর পথচলা শুরু হয়েছিল ৷ এমনকী তারপর মুম্বই ও বেঙ্গালুরুর বৈঠকেও ছিলেন ৷ কিন্তু নিজে যে জোট তৈরির উদ্যোগ নিয়েছিলেন, আজ সেখান থেকে বেরিয়ে গেলেন ৷ উনি বিশ্বাসঘাতকতা করলেন ৷" জয়রাম রমেশের বিশ্বাস, বিহারের মানুষ ভোটের মাধ্যমে এর যোগ্য জবাব দেবে ৷

আরও পড়ুন:

  1. মুখ্যমন্ত্রী পদে ইস্তফা নীতীশের, এনডিএকে পাশে নিয়ে আজই বিকেল 5টেয় ফের শপথ
  2. রাজভবনে নীতীশ, আজ ইস্তফার পর সন্ধেতেই ফের মুখ্যমন্ত্রী পদে শপথ ?
  3. রাহুলের ন্যায় যাত্রার ঘিরে জট , 'রাজনৈতিক অসভ্যতা' বলে কটাক্ষ অধীরের
Last Updated : Jan 28, 2024, 5:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.