ETV Bharat / politics

রাহুলের গাড়ির কাচ ভাঙার প্রভাব পড়বে না বিরোধীদের ‘ইন্ডিয়া’য়, মন্তব্য জয়রাম রমেশের - ভারত জোড়ো ন্যায় যাত্রা

Jairam Ramesh: ভারত জোড়ো ন্যায় যাত্রা চলাকালীন রাহুল গান্ধির গাড়ির কাচ ভেঙেছে ৷ এই ঘটনার প্রভাব বিজেপির বিরুদ্ধে তৈরি হওয়া বিরোধীদের জোট ‘ইন্ডিয়া’য় প্রভাব পড়বে না ৷ বুধবার এমনই জানিয়েছেন রাহুল ঘনিষ্ঠ কংগ্রেস নেতা জয়রাম রমেশ ৷

Jairam Ramesh
Jairam Ramesh
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 31, 2024, 5:58 PM IST

Updated : Jan 31, 2024, 9:01 PM IST

জোট নিয়ে আশাবাদী জয়রাম

মালদা, 31 জানুয়ারি: রাহুল গান্ধির গাড়ি কাচ ভাঙা নিয়ে বুধবার সরগরম বাংলা তথা দেশের রাজনীতি ৷ একদিকে অধীর চৌধুরী যখন এই ঘটনা নিয়ে বাংলার সরকারকে কাঠগড়ায় তুলেছেন ৷ ঠিক সেই পরিস্থিতিতে কংগ্রেসের জাতীয়স্তরের নেত্রী সুপ্রিয়া শ্রীনাতের গলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর শোনা গিয়েছে ৷ মমতার মতো তিনিও জানিয়েছেন যে এই ঘটনা বিহারে ঘটেছে ৷ এই পরিস্থিতি কংগ্রেসে রাহুল গান্ধির ঘনিষ্ঠ শিবিরের নেতা হিসেবে পরিচিত জয়রাম রমেশ জানান, এই ঘটনায় বিরোধীদের জোট ‘ইন্ডিয়া’য় কোনও প্রভাব ফেলবে না ৷

মালদার রতুয়ার দেবীপুর লাইব্রেরি ময়দানে সাংবাদিক বৈঠক করে কংগ্রেসের অন্যতম সর্বভারতীয় সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, “মণিপুর, নাগাল্যান্ড, অসম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, বিহার, পশ্চিমবঙ্গ, কোনও রাজ্যেই কংগ্রেসের সরকার নেই ৷ এসব জায়গায় ছোটখাটো কিছু ঘটনা ঘটেছে ৷ আমাদের এসব সমস্যার মুখে পড়তে হয় ৷ জলপাইগুড়িতে আমাদের পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে, আজ গাড়ির কাচ ভাঙা হয়েছে ৷ এসব হতেই পারে ৷’’

এর পর তাঁর সংযোজন, ‘‘এসবের জন্য ভারত জোড়ো ন্যায় যাত্রা থমকাবে না ৷ এর জন্য ইন্ডিয়া জোট কমজোরও হবে না ৷ যারা এই জোটকে কমজোর করার চেষ্টা চালাচ্ছে, তাদের জানাতে চাই, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিজে স্বীকার করেছেন, ইন্ডিয়া জোট শক্তিশালী করা তাঁরও দায়িত্ব ৷ আমাদেরও সেই দায়িত্ব রয়েছে ৷ তাই এসব ঘটনায় জোটে কোনও প্রভাব পড়বে না ৷”

উল্লেখ্য, ইতিমধ্যেই ‘ইন্ডিয়া’ জোট থেকে বেরিয়ে গিয়েছেন নীতিশ কুমার ৷ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বাংলায় একা লড়াই করার কথা জানিয়েছেন ৷ তার পরও এ দিন জয়রামের গলায় মমতার সম্বন্ধে নরম সুর শোনা গেল ৷ জয়রাম রমেশ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ট্রেনিং কংগ্রেসেই হয়েছে ৷ আমরা মমতাদিদির কাছ থেকে লড়াই করার প্রেরণা পাই ৷ সোনিয়াজি, রাহুলজি, খাড়গেজি-সহ দলের সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মান করেন ৷ মমতাজির সঙ্গে সরাসরি কথাও বলেন খাড়গেজি ৷ মমতাজি জানিয়েছেন, এই রাজ্যের 42টি আসনে তাঁরা লড়বেন ৷ আমার মনে হয়, আমরা যখন একটি জোটে রয়েছি, তখন আসন নিয়ে লেনদেন চলবেই ৷ নিজেদের মধ্যে আলোচনা করে একটি ফর্মুলা বের হলেই কোনও জোট সফল হবে ৷’’

Jairam Ramesh
মালদায় রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রা৷ বুধবার৷

তিনি আরও বলেন, ‘‘জোটে কোনও একতরফা ফর্মুলা চলে না ৷ কোনও দলই নিজেদের ফর্মুলা জোর করে চাপিয়ে দিতে পারে না ৷ যতক্ষণ না সব দল মিলে আলোচনা করে একটি ফর্মুলা বের না করবে, ততক্ষণ কিছু হবে না ৷ আর আসন সমাঝোতা নিয়ে প্রতি মুহূর্তে কিছু বলা সম্ভব নয় ৷ প্রতিটি আসন নিয়ে আলোচনা করা প্রয়োজন ৷ আমাদের যেমন কিছু আসন নিতে হবে, কিছু আসন ছাড়তেও হবে ৷’’

এর পর তাঁর সংযোজন, ‘‘আমরা জানি, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ক্ষমতায় তৃণমূলের সরকার ৷ এই রাজ্যে তাদের একটি বিশেষ ভূমিকা রয়েছে ৷ ইন্ডিয়া জোটের নির্মাতাদের মধ্যে যেমন মল্লিকার্জুন খাড়গে রয়েছেন, তেমনই মমতা বন্দ্যোপাধ্যায়ও রয়েছেন ৷ একসময় নীতিশ কুমারও ছিলেন ৷ এখন তিনি গিরগিটির মতো পালটি খেয়েছেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য, পশ্চিমবঙ্গে বিজেপিকে হারানো ৷ কংগ্রেস পশ্চিমবঙ্গের সঙ্গে সারা দেশে বিজেপিকে হারাতে চায় ৷’’

এখানেই না থেমে জোট গঠনে জাতীয় স্বার্থের কথা তিনি তুলে ধরেন ৷ জয়রাম বলেন, ‘‘জাতীয় রাজনীতির স্বার্থে ইন্ডিয়া জোট গঠিত হয়েছে ৷ এই জোট কোনও রাজ্য সরকার কিংবা বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে তৈরি হয়নি ৷ এই জোটের সদস্য দলগুলির মধ্যে মতভেদ হতেই থাকে ৷ কিন্তু সবাইকে মনে রাখতে হবে এই জোট লোকসভা নির্বাচনের জন্যই তৈরি করা হয়েছে ৷”

জয়রাম রমেশ আরও বলেন, “রাহুলজি জানিয়েছেন, আমাদের পাঁচটি ন্যায় রয়েছে ৷ এই পাঁচটি ন্যায়ের দাবি নিয়েই ভারতজোড়ো ন্যায় যাত্রা বের করেছেন তিনি ৷ এই ন্যায়ের মধ্যে আমরা যুবাদের সামাজিক সুরক্ষার জন্য সবচেয়ে বেশি ভাবছি ৷ তাঁদের সামাজিক সুরক্ষার জন্য নতুন আইন প্রণয়ন করা হবে ৷ সেই আইনের মাধ্যমে আমরা তাঁদের অবশ্যই সামাজিক সুরক্ষা দেব ৷”

এ দিন সাংবাদিক বৈঠকে কানহাইয়া কুমারও ছিলেন ৷ তবে কানহাইয়া সেভাবে কোনও মন্তব্য করেননি ৷ অন্যদিকে গত পঞ্চায়েত নির্বাচনে মালদায় অন্তত 30 জন কংগ্রেস কর্মীকে খুনের যে অভিযোগ জেলা কংগ্রেস নেতৃত্ব বারবার দাবি করে, সেই প্রশ্নেও নীরব ছিলেন জয়রামরা ৷

আরও পড়ুন:

  1. মালদায় ভাঙল রাহুলের গাড়ির কাচ, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
  2. রাহুলের গাড়ির কাচ ভেঙেছে কাটিহারে, মমতার সুরে বললেন কংগ্রেসের সুপ্রিয়া
  3. বাংলার পুলিশ অন্ধ, রাহুলের গাড়ির কাচ ভাঙায় প্রশাসনকেই দায়ী করলেন অধীর

জোট নিয়ে আশাবাদী জয়রাম

মালদা, 31 জানুয়ারি: রাহুল গান্ধির গাড়ি কাচ ভাঙা নিয়ে বুধবার সরগরম বাংলা তথা দেশের রাজনীতি ৷ একদিকে অধীর চৌধুরী যখন এই ঘটনা নিয়ে বাংলার সরকারকে কাঠগড়ায় তুলেছেন ৷ ঠিক সেই পরিস্থিতিতে কংগ্রেসের জাতীয়স্তরের নেত্রী সুপ্রিয়া শ্রীনাতের গলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর শোনা গিয়েছে ৷ মমতার মতো তিনিও জানিয়েছেন যে এই ঘটনা বিহারে ঘটেছে ৷ এই পরিস্থিতি কংগ্রেসে রাহুল গান্ধির ঘনিষ্ঠ শিবিরের নেতা হিসেবে পরিচিত জয়রাম রমেশ জানান, এই ঘটনায় বিরোধীদের জোট ‘ইন্ডিয়া’য় কোনও প্রভাব ফেলবে না ৷

মালদার রতুয়ার দেবীপুর লাইব্রেরি ময়দানে সাংবাদিক বৈঠক করে কংগ্রেসের অন্যতম সর্বভারতীয় সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, “মণিপুর, নাগাল্যান্ড, অসম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, বিহার, পশ্চিমবঙ্গ, কোনও রাজ্যেই কংগ্রেসের সরকার নেই ৷ এসব জায়গায় ছোটখাটো কিছু ঘটনা ঘটেছে ৷ আমাদের এসব সমস্যার মুখে পড়তে হয় ৷ জলপাইগুড়িতে আমাদের পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে, আজ গাড়ির কাচ ভাঙা হয়েছে ৷ এসব হতেই পারে ৷’’

এর পর তাঁর সংযোজন, ‘‘এসবের জন্য ভারত জোড়ো ন্যায় যাত্রা থমকাবে না ৷ এর জন্য ইন্ডিয়া জোট কমজোরও হবে না ৷ যারা এই জোটকে কমজোর করার চেষ্টা চালাচ্ছে, তাদের জানাতে চাই, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিজে স্বীকার করেছেন, ইন্ডিয়া জোট শক্তিশালী করা তাঁরও দায়িত্ব ৷ আমাদেরও সেই দায়িত্ব রয়েছে ৷ তাই এসব ঘটনায় জোটে কোনও প্রভাব পড়বে না ৷”

উল্লেখ্য, ইতিমধ্যেই ‘ইন্ডিয়া’ জোট থেকে বেরিয়ে গিয়েছেন নীতিশ কুমার ৷ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বাংলায় একা লড়াই করার কথা জানিয়েছেন ৷ তার পরও এ দিন জয়রামের গলায় মমতার সম্বন্ধে নরম সুর শোনা গেল ৷ জয়রাম রমেশ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ট্রেনিং কংগ্রেসেই হয়েছে ৷ আমরা মমতাদিদির কাছ থেকে লড়াই করার প্রেরণা পাই ৷ সোনিয়াজি, রাহুলজি, খাড়গেজি-সহ দলের সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মান করেন ৷ মমতাজির সঙ্গে সরাসরি কথাও বলেন খাড়গেজি ৷ মমতাজি জানিয়েছেন, এই রাজ্যের 42টি আসনে তাঁরা লড়বেন ৷ আমার মনে হয়, আমরা যখন একটি জোটে রয়েছি, তখন আসন নিয়ে লেনদেন চলবেই ৷ নিজেদের মধ্যে আলোচনা করে একটি ফর্মুলা বের হলেই কোনও জোট সফল হবে ৷’’

Jairam Ramesh
মালদায় রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রা৷ বুধবার৷

তিনি আরও বলেন, ‘‘জোটে কোনও একতরফা ফর্মুলা চলে না ৷ কোনও দলই নিজেদের ফর্মুলা জোর করে চাপিয়ে দিতে পারে না ৷ যতক্ষণ না সব দল মিলে আলোচনা করে একটি ফর্মুলা বের না করবে, ততক্ষণ কিছু হবে না ৷ আর আসন সমাঝোতা নিয়ে প্রতি মুহূর্তে কিছু বলা সম্ভব নয় ৷ প্রতিটি আসন নিয়ে আলোচনা করা প্রয়োজন ৷ আমাদের যেমন কিছু আসন নিতে হবে, কিছু আসন ছাড়তেও হবে ৷’’

এর পর তাঁর সংযোজন, ‘‘আমরা জানি, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ক্ষমতায় তৃণমূলের সরকার ৷ এই রাজ্যে তাদের একটি বিশেষ ভূমিকা রয়েছে ৷ ইন্ডিয়া জোটের নির্মাতাদের মধ্যে যেমন মল্লিকার্জুন খাড়গে রয়েছেন, তেমনই মমতা বন্দ্যোপাধ্যায়ও রয়েছেন ৷ একসময় নীতিশ কুমারও ছিলেন ৷ এখন তিনি গিরগিটির মতো পালটি খেয়েছেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য, পশ্চিমবঙ্গে বিজেপিকে হারানো ৷ কংগ্রেস পশ্চিমবঙ্গের সঙ্গে সারা দেশে বিজেপিকে হারাতে চায় ৷’’

এখানেই না থেমে জোট গঠনে জাতীয় স্বার্থের কথা তিনি তুলে ধরেন ৷ জয়রাম বলেন, ‘‘জাতীয় রাজনীতির স্বার্থে ইন্ডিয়া জোট গঠিত হয়েছে ৷ এই জোট কোনও রাজ্য সরকার কিংবা বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে তৈরি হয়নি ৷ এই জোটের সদস্য দলগুলির মধ্যে মতভেদ হতেই থাকে ৷ কিন্তু সবাইকে মনে রাখতে হবে এই জোট লোকসভা নির্বাচনের জন্যই তৈরি করা হয়েছে ৷”

জয়রাম রমেশ আরও বলেন, “রাহুলজি জানিয়েছেন, আমাদের পাঁচটি ন্যায় রয়েছে ৷ এই পাঁচটি ন্যায়ের দাবি নিয়েই ভারতজোড়ো ন্যায় যাত্রা বের করেছেন তিনি ৷ এই ন্যায়ের মধ্যে আমরা যুবাদের সামাজিক সুরক্ষার জন্য সবচেয়ে বেশি ভাবছি ৷ তাঁদের সামাজিক সুরক্ষার জন্য নতুন আইন প্রণয়ন করা হবে ৷ সেই আইনের মাধ্যমে আমরা তাঁদের অবশ্যই সামাজিক সুরক্ষা দেব ৷”

এ দিন সাংবাদিক বৈঠকে কানহাইয়া কুমারও ছিলেন ৷ তবে কানহাইয়া সেভাবে কোনও মন্তব্য করেননি ৷ অন্যদিকে গত পঞ্চায়েত নির্বাচনে মালদায় অন্তত 30 জন কংগ্রেস কর্মীকে খুনের যে অভিযোগ জেলা কংগ্রেস নেতৃত্ব বারবার দাবি করে, সেই প্রশ্নেও নীরব ছিলেন জয়রামরা ৷

আরও পড়ুন:

  1. মালদায় ভাঙল রাহুলের গাড়ির কাচ, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
  2. রাহুলের গাড়ির কাচ ভেঙেছে কাটিহারে, মমতার সুরে বললেন কংগ্রেসের সুপ্রিয়া
  3. বাংলার পুলিশ অন্ধ, রাহুলের গাড়ির কাচ ভাঙায় প্রশাসনকেই দায়ী করলেন অধীর
Last Updated : Jan 31, 2024, 9:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.