ETV Bharat / politics

তমলুকে প্রাক্তন বিচারপতি অভিজিতের বিরুদ্ধে এবার চাকরিপ্রার্থী মাহির লড়াই - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভা আসনে মহিউদ্দিন আহমেদ ওরফে মাহি-কে প্রার্থী করল আইএসএফ ৷ তিনি উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থী ৷ দীর্ঘদিন ধরে তিনি লড়াই করছেন নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে ৷ তাঁর অন্যতম প্রতিপক্ষ বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়, যিনি বিচারপতি হিসেবে নিয়োগ দুর্নীতি মামলায় এমন কিছু নির্দেশ দিয়েছিলেন, যা তাঁকে রাতারাতি জনপ্রিয় করে তোলে ৷

Lok Sabha Election 2024
Lok Sabha Election 2024
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 13, 2024, 7:12 PM IST

কলকাতা, 13 এপ্রিল: নিয়োগ দুর্নীতি ৷ সাম্প্রতিক অতীতে পশ্চিমবঙ্গের সবচেয়ে চর্চিত বিষয় ৷ এই দুর্নীতির বিরুদ্ধে একদিকে যেমন আন্দোলনে সামিল হয়েছিলেন চাকরিপ্রার্থীরা ৷ ঠিক তেমনই আদালতে বিচারপতি হিসেবে এই নিয়ে একের পর যুগান্তকারী নির্দেশ দিয়ে গিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় ৷ যদিও এখন তিনি প্রাক্তন বিচারপতি ৷ লোকসভা নির্বাচনের ময়দানে তাঁর পরিচয় পূর্ব মেদিনীপুরের তমলুকের বিজেপি প্রার্থী ৷

আর যাঁরা এই নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়েছিলেন, তাঁদেরই একজন চলে এলেন ভোটের ময়দানে ৷ প্রার্থী হলেন নওশাদ সিদ্দিকীর দল আইএসএফ থেকে ৷ তাঁর নাম মহিউদ্দিন আহমেদ ওরফে মাহি ৷ তিনি লড়বেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের বিরুদ্ধেই ৷

কিন্তু যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে একসময় ভগবানের চোখে দেখতেন চাকরিপ্রার্থীরা, তাঁর বিরুদ্ধে এবার লড়ছেন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থী মাহি ৷ এই লড়াইকে কিভাবে দেখছেন তিনি ? মাহি বলেন, ‘‘রাজ্যে একটা সার্বিকভাবে একটা দুর্নীতি হয়েছে । সেই দুর্নীতি স্পষ্ট হয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জন্য । একজন চাকরিপ্রার্থী হিসাবে আমি ওঁকে সম্মান করি । কিন্তু রাজনৈতিক দিক থেকে ওঁর সঙ্গে আমার মতপার্থক্য আছে ।’’

তবে তাঁর ভোটের প্রচারে যোগ্য চাকরিপ্রার্থীদের বঞ্চনার কথা যে থাকবে, সেটা অবশ্য স্পষ্ট করে দিয়েছেন এই আইএসএফের প্রার্থী ৷ তিনি বলেন, "পশ্চিমবঙ্গের প্রায় কয়েক লক্ষ যোগ্য চাকরিপ্রার্থী আছে । যারা নিজের যোগ্য অধিকারটুকু পায়নি । সেই জায়গায় থেকে তাদের মনের কথাগুলো উপস্থাপন করাই হল আমার লক্ষ্য ।"

তমলুকে ভোটের লড়াইয়ে শুধু অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় নেই ৷ আছেন আরও অনেকে, যাঁদের সঙ্গে লড়তে হবে মাহিকে ৷ সেই প্রার্থীদের মধ্যে অন্যতম তৃণমূল কংগ্রেসের দেবাংশু ভট্টাচার্য ও বাম-কংগ্রেসের সায়ন বন্দ্যোপাধ্যায় । এই দু’জনের মধ্যে পেশায় আইনজীবী সায়ন সম্পর্কে কড়া সমালোচনা শোনা গেল মাহির গলায় ৷ তাঁর কথায়, "সায়ন বন্দ্যোপাধ্যায়কে আমি শূন্য দেব । কারণ, উনি একজন আইনজীবী ঠিকই ৷ কিন্তু কোনোদিন দেখলাম না আমাদের হয়ে, যোগ্য প্রার্থীদের হয়ে কিছু বলতে । উনি মূলত ফেসবুক ইউটিউবের নেতা । আমি লড়াইয়ে বিশ্বাসী । 10 বছর ধরে যোগ্য চাকরিপ্রার্থীদের হয়ে লড়াই করেছি । এবার সেই লড়াই চালিয়ে নিয়ে যাব ।"

আরও পড়ুন:

  1. 'অভিজিৎ তুমি তো লোভী', পোস্টারের মাঝেই শুভেন্দু গড়ে প্রাক্তন বিচারপতি
  2. দেবাংশু দাঁড়ানোয় লড়াইটা সহজ, অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতিতে নবাগত: প্রত্যয়ী সিপিএমের সায়ন
  3. অভিজিৎ গঙ্গোপাধ্যায়-সহ 4 বিজেপি নেতার নিরাপত্তার মেয়াদ বাড়াল কেন্দ্র

কলকাতা, 13 এপ্রিল: নিয়োগ দুর্নীতি ৷ সাম্প্রতিক অতীতে পশ্চিমবঙ্গের সবচেয়ে চর্চিত বিষয় ৷ এই দুর্নীতির বিরুদ্ধে একদিকে যেমন আন্দোলনে সামিল হয়েছিলেন চাকরিপ্রার্থীরা ৷ ঠিক তেমনই আদালতে বিচারপতি হিসেবে এই নিয়ে একের পর যুগান্তকারী নির্দেশ দিয়ে গিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় ৷ যদিও এখন তিনি প্রাক্তন বিচারপতি ৷ লোকসভা নির্বাচনের ময়দানে তাঁর পরিচয় পূর্ব মেদিনীপুরের তমলুকের বিজেপি প্রার্থী ৷

আর যাঁরা এই নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়েছিলেন, তাঁদেরই একজন চলে এলেন ভোটের ময়দানে ৷ প্রার্থী হলেন নওশাদ সিদ্দিকীর দল আইএসএফ থেকে ৷ তাঁর নাম মহিউদ্দিন আহমেদ ওরফে মাহি ৷ তিনি লড়বেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের বিরুদ্ধেই ৷

কিন্তু যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে একসময় ভগবানের চোখে দেখতেন চাকরিপ্রার্থীরা, তাঁর বিরুদ্ধে এবার লড়ছেন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থী মাহি ৷ এই লড়াইকে কিভাবে দেখছেন তিনি ? মাহি বলেন, ‘‘রাজ্যে একটা সার্বিকভাবে একটা দুর্নীতি হয়েছে । সেই দুর্নীতি স্পষ্ট হয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জন্য । একজন চাকরিপ্রার্থী হিসাবে আমি ওঁকে সম্মান করি । কিন্তু রাজনৈতিক দিক থেকে ওঁর সঙ্গে আমার মতপার্থক্য আছে ।’’

তবে তাঁর ভোটের প্রচারে যোগ্য চাকরিপ্রার্থীদের বঞ্চনার কথা যে থাকবে, সেটা অবশ্য স্পষ্ট করে দিয়েছেন এই আইএসএফের প্রার্থী ৷ তিনি বলেন, "পশ্চিমবঙ্গের প্রায় কয়েক লক্ষ যোগ্য চাকরিপ্রার্থী আছে । যারা নিজের যোগ্য অধিকারটুকু পায়নি । সেই জায়গায় থেকে তাদের মনের কথাগুলো উপস্থাপন করাই হল আমার লক্ষ্য ।"

তমলুকে ভোটের লড়াইয়ে শুধু অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় নেই ৷ আছেন আরও অনেকে, যাঁদের সঙ্গে লড়তে হবে মাহিকে ৷ সেই প্রার্থীদের মধ্যে অন্যতম তৃণমূল কংগ্রেসের দেবাংশু ভট্টাচার্য ও বাম-কংগ্রেসের সায়ন বন্দ্যোপাধ্যায় । এই দু’জনের মধ্যে পেশায় আইনজীবী সায়ন সম্পর্কে কড়া সমালোচনা শোনা গেল মাহির গলায় ৷ তাঁর কথায়, "সায়ন বন্দ্যোপাধ্যায়কে আমি শূন্য দেব । কারণ, উনি একজন আইনজীবী ঠিকই ৷ কিন্তু কোনোদিন দেখলাম না আমাদের হয়ে, যোগ্য প্রার্থীদের হয়ে কিছু বলতে । উনি মূলত ফেসবুক ইউটিউবের নেতা । আমি লড়াইয়ে বিশ্বাসী । 10 বছর ধরে যোগ্য চাকরিপ্রার্থীদের হয়ে লড়াই করেছি । এবার সেই লড়াই চালিয়ে নিয়ে যাব ।"

আরও পড়ুন:

  1. 'অভিজিৎ তুমি তো লোভী', পোস্টারের মাঝেই শুভেন্দু গড়ে প্রাক্তন বিচারপতি
  2. দেবাংশু দাঁড়ানোয় লড়াইটা সহজ, অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতিতে নবাগত: প্রত্যয়ী সিপিএমের সায়ন
  3. অভিজিৎ গঙ্গোপাধ্যায়-সহ 4 বিজেপি নেতার নিরাপত্তার মেয়াদ বাড়াল কেন্দ্র
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.