ETV Bharat / politics

খড়গপুরে মাফিয়ারাজ শেষ করেছি, এবার কেশপুরকে ঠান্ডা করে দেব: হিরণ - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Hiran Chatterjee: খড়গপুরে আমি মাফিয়ারাজ শেষ করেছি ৷ আর এ বার কেশপুরকেও ঠান্ডা করে দেব ৷ প্রচারে গিয়ে সন্ত্রাসমুক্ত কেশপুর গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 19, 2024, 6:46 PM IST

কেশপুরে প্রচারে হিরণ

কেশপুর, 19 এপ্রিল: তিনি খড়গপুরে মাফিয়ারাজ শেষ করেছেন, আর এ বার কেশপুরকে ঠান্ডা করবেন ৷ শুক্রবার এমনই দাবি করলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় ৷ তিনি বলেন, এতদিন কেশপুরে তৃণমূল সন্ত্রাস চালিয়েছে, তার আগে তা চালিয়েছে সিপিআইএম ৷ এ বার যতদিন না কেশপুরে সন্ত্রাস শেষ হচ্ছে, ততদিন তিনি কেশপুর ছেড়ে যাবেন না ৷

প্রথম দফায় একদিকে যখন ভোট চলছে, তখন দেবের গ্রাম কেশপুরের মহিষদায় প্রচার সারলেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় । এ দিন তিনি মন্দিরে মন্দিরে পুজো দেওয়ার পর মাইক্রোফোন হাতে নিয়ে পাড়ায় পাড়ায় গণসংযোগ করেন । যেখানে হিরণকে বলতে শোনা যায়, এ বার বিজেপি ক্ষমতায় এলে এক হাজার টাকার পরিবর্তে তিন হাজার টাকা দেওয়া হবে মা-বোনেদের ।

এ দিন কেশপুরের মহিষদাতে বিশালাক্ষী মন্দিরের পাশাপাসি শিব মন্দিরেও পুজো দেন হিরণ ।এরপর তিনি একাধিক জনসংযোগ কর্মসূচি করেন এবং কথা বলেন স্থানীয় মানুষদের সঙ্গে । তিনি পাড়ায় পাড়ায় গিয়ে মাইক্রোফোন হাতে বক্তব্য রাখেন। তাঁকে দেখে মানুষকে ভিড় জমাতে দেখা যায় ৷

হিরণকে এ দিন বলতে শোনা গিয়েছে, "এ বার বিজেপি ক্ষমতায় এলে 500 বা হাজার টাকার লক্ষ্মীর ভান্ডার নয়, বরং বিজেপি সরকার 3000 টাকা করে দেবে রাজ্যের মা-বোনেদের ।" শাসকদলের প্রতি কটাক্ষের সুরে হিরণ বলেন, 500 বা হাজার টাকায় কোনও মহিলারই হাত খরচা বা সংসার চলে না । আর তার জন্যই বিজেপি সরকার, এই ভাবনাচিন্তা নিয়ে চলুন । তবে সেই ক্ষেত্রে বোতাম টিপে আগে ভোট দিতে হবে এবং ক্ষমতায় আনতে হবে বিজেপি সরকারকে ।"

এরপর কেশপুরের সন্ত্রাস নিয়ে বক্তব্য রাখতে গিয়ে হিরণ বলেন, "এতদিন আমি খড়গপুরের বিধায়ক হিসেবে ছিলাম । সেখানে মাফিয়ারাজ শেষ করে দিয়েছি । পুরোপুরি ঠান্ডা করে দিয়েছি ৷ এরপর আমি থাকব কেশপুরে । ভোটের দিন যেমন সারাদিন আমি কেশপুরে থাকব ৷ এরই সঙ্গে ভোটের পরও থাকব আমি ৷ এই সন্ত্রাস কবলিত কেশপুরে, এদেরও আমি শান্ত করে দেব ।"

পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়ে হিরণ বলেন, "আপনারা ভয় পাবেন না । কেন্দ্রীয় বাহিনী ভোটের আগে থেকে যেমন রয়েছে, ভোট পার হওয়ার পরের 6 মাসও এখানে থাকবে । যাতে ভোটের দিন এবং ভোট পরবর্তী হিংসায় শাসকদলের লোকজন কোনওরকম আক্রমণ করতে না পারে । আপনাদের নিরাপত্তার জন্যই আমরা কেন্দ্রীয় বাহিনী রাখব আগামী ছয় মাস ধরে । কেশপুরের নিরাপত্তা দেবে এই কেন্দ্র বাহিনী ।"

মূলত ঘাটাল লোকসভার সাতটি বিধানসভার মধ্যে অন্যতম কেশপুর । রাজনীতিবিদরা বলেন, এই কেশপুরের ভোট যে দিকে লিড দেবে, সেই দলেরই পুরো লোকসভাতে জয় পাওয়ার সর্বাধিক সম্ভাবনা। এখানে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ সব পক্ষ ৷

আরও পড়ুন:

  1. রাজনীতির জন্য ধর্মের পরিবর্তন করেন, হিরণের কটাক্ষে দেবের জবাব ‘জয় শ্রীরাম’
  2. সকালে বাকযুদ্ধ! সন্ধ্যেয় নববর্ষের সৌজন্য বিনিময় দেব-হিরণের
  3. 'আমার দফতরে এসেছিল, দরজা বন্ধ করে দিয়েছিলাম'; হিরণ প্রসঙ্গে ঘাটালে বিস্ফোরক অভিষেক

কেশপুরে প্রচারে হিরণ

কেশপুর, 19 এপ্রিল: তিনি খড়গপুরে মাফিয়ারাজ শেষ করেছেন, আর এ বার কেশপুরকে ঠান্ডা করবেন ৷ শুক্রবার এমনই দাবি করলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় ৷ তিনি বলেন, এতদিন কেশপুরে তৃণমূল সন্ত্রাস চালিয়েছে, তার আগে তা চালিয়েছে সিপিআইএম ৷ এ বার যতদিন না কেশপুরে সন্ত্রাস শেষ হচ্ছে, ততদিন তিনি কেশপুর ছেড়ে যাবেন না ৷

প্রথম দফায় একদিকে যখন ভোট চলছে, তখন দেবের গ্রাম কেশপুরের মহিষদায় প্রচার সারলেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় । এ দিন তিনি মন্দিরে মন্দিরে পুজো দেওয়ার পর মাইক্রোফোন হাতে নিয়ে পাড়ায় পাড়ায় গণসংযোগ করেন । যেখানে হিরণকে বলতে শোনা যায়, এ বার বিজেপি ক্ষমতায় এলে এক হাজার টাকার পরিবর্তে তিন হাজার টাকা দেওয়া হবে মা-বোনেদের ।

এ দিন কেশপুরের মহিষদাতে বিশালাক্ষী মন্দিরের পাশাপাসি শিব মন্দিরেও পুজো দেন হিরণ ।এরপর তিনি একাধিক জনসংযোগ কর্মসূচি করেন এবং কথা বলেন স্থানীয় মানুষদের সঙ্গে । তিনি পাড়ায় পাড়ায় গিয়ে মাইক্রোফোন হাতে বক্তব্য রাখেন। তাঁকে দেখে মানুষকে ভিড় জমাতে দেখা যায় ৷

হিরণকে এ দিন বলতে শোনা গিয়েছে, "এ বার বিজেপি ক্ষমতায় এলে 500 বা হাজার টাকার লক্ষ্মীর ভান্ডার নয়, বরং বিজেপি সরকার 3000 টাকা করে দেবে রাজ্যের মা-বোনেদের ।" শাসকদলের প্রতি কটাক্ষের সুরে হিরণ বলেন, 500 বা হাজার টাকায় কোনও মহিলারই হাত খরচা বা সংসার চলে না । আর তার জন্যই বিজেপি সরকার, এই ভাবনাচিন্তা নিয়ে চলুন । তবে সেই ক্ষেত্রে বোতাম টিপে আগে ভোট দিতে হবে এবং ক্ষমতায় আনতে হবে বিজেপি সরকারকে ।"

এরপর কেশপুরের সন্ত্রাস নিয়ে বক্তব্য রাখতে গিয়ে হিরণ বলেন, "এতদিন আমি খড়গপুরের বিধায়ক হিসেবে ছিলাম । সেখানে মাফিয়ারাজ শেষ করে দিয়েছি । পুরোপুরি ঠান্ডা করে দিয়েছি ৷ এরপর আমি থাকব কেশপুরে । ভোটের দিন যেমন সারাদিন আমি কেশপুরে থাকব ৷ এরই সঙ্গে ভোটের পরও থাকব আমি ৷ এই সন্ত্রাস কবলিত কেশপুরে, এদেরও আমি শান্ত করে দেব ।"

পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়ে হিরণ বলেন, "আপনারা ভয় পাবেন না । কেন্দ্রীয় বাহিনী ভোটের আগে থেকে যেমন রয়েছে, ভোট পার হওয়ার পরের 6 মাসও এখানে থাকবে । যাতে ভোটের দিন এবং ভোট পরবর্তী হিংসায় শাসকদলের লোকজন কোনওরকম আক্রমণ করতে না পারে । আপনাদের নিরাপত্তার জন্যই আমরা কেন্দ্রীয় বাহিনী রাখব আগামী ছয় মাস ধরে । কেশপুরের নিরাপত্তা দেবে এই কেন্দ্র বাহিনী ।"

মূলত ঘাটাল লোকসভার সাতটি বিধানসভার মধ্যে অন্যতম কেশপুর । রাজনীতিবিদরা বলেন, এই কেশপুরের ভোট যে দিকে লিড দেবে, সেই দলেরই পুরো লোকসভাতে জয় পাওয়ার সর্বাধিক সম্ভাবনা। এখানে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ সব পক্ষ ৷

আরও পড়ুন:

  1. রাজনীতির জন্য ধর্মের পরিবর্তন করেন, হিরণের কটাক্ষে দেবের জবাব ‘জয় শ্রীরাম’
  2. সকালে বাকযুদ্ধ! সন্ধ্যেয় নববর্ষের সৌজন্য বিনিময় দেব-হিরণের
  3. 'আমার দফতরে এসেছিল, দরজা বন্ধ করে দিয়েছিলাম'; হিরণ প্রসঙ্গে ঘাটালে বিস্ফোরক অভিষেক
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.