ETV Bharat / politics

রাম-নামে ‘কুরুচিকর’ দেওয়াল লিখন, হিরাপুর থানা ঘেরাও হিন্দু জাগরণ মঞ্চের - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: নির্বাচনী দেওয়াল লিখনে ভগবান রামকে নিয়ে ‘কুরুচিকর’ মন্তব্যের অভিযোগ ৷ উত্তপ্ত আসানসোল ৷ হিরাপুর থানা ঘেরাও হিন্দু জাগরণ মঞ্চের ৷ দেওয়াল লিখন মোছা না হলে আসানসোল স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ৷

Lok Sabha Election 2024
Lok Sabha Election 2024
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 13, 2024, 1:06 PM IST

Updated : Apr 13, 2024, 1:38 PM IST

রাম-নামে ‘কুরুচিকর’ দেওয়াল লিখন, হিরাপুর থানা ঘেরাও হিন্দু জাগরণ মঞ্চের

আসানসোল, 13 এপ্রিল: জলপাইগুড়ির পর এবার আসানসোল । ভগবান রাম ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্টুন এঁকে দেওয়াল লিখন করার জন্য উত্তেজনা ছড়ালো । গত 8 এপ্রিল জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে এমন একটি দেওয়াল লিখন করার জন্য বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে ৷ এবার আসানসোলের হিরাপুর থানার অন্তর্গত বার্নপুর শিল্পশহরে একই রকম একটি দেওয়াল লিখনকে কেন্দ্র করে হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে হিরাপুর থানা ঘেরাও করা হল । সংগঠনের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে, এই দেওয়াল লিখন মুছে না ফেলা হলে আগামিদিনে স্তব্ধ করে দেওয়া হবে আসানসোল ।

আসানসোলের হিরাপুর থানার অন্তর্গত বার্নপুর এলাকায় হিরাপুর মোড়ে একটি দেওয়াল লিখন দেখতে পাওয়া গিয়েছে । সেখানে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদি রামকে ধরে আছেন এবং তার পাশে লেখা রাম যেন মোদির উদ্দেশ্যে বলছেন, "ছাড় ছাড় আমাকে একবার অন্তত নিজের ক্ষমতায় জিতে দেখা ।" এই দেওয়াল লিখনের ঠিক পাশেই তৃণমূলের প্রতীক চিহ্ন আঁকা রয়েছে । হিন্দু জাগরণ মঞ্চের দাবি, রাজ্যের শাসকদলই এই দেওয়াল লিখন লিখেছে । শুক্রবার রাতে আসানসোলের হিরাপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় হিন্দু জাগরণ মঞ্চ এবং তারা দাবি করেছে, এই দেওয়াল লিখন অবিলম্বে মুছে ফেলতে হবে ।

হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে অমিত সরকার বলেন, "রামকে নিয়ে কোনও রাজনৈতিক দল রাজনীতি করতে পারবে না । রাম আমাদের আবেগ, রাম আমাদের চেতনা । অবিলম্বে এই কুরুচিপূর্ণ দেওয়াল লিখন মুছে ফেলতে আমরা দাবি জানাচ্ছি । যদি না মোছা হয়, তাহলে আগামিদিনে বৃহত্তর আন্দোলন হবে ও ভয়ঙ্কর রূপ নেবে । প্রয়োজনে সমগ্র আসানসোল আমরা স্তব্ধ করে দেব ।"

বিষয়টি নিয়ে তৃণমূলের আসানসোল দক্ষিণ ব্লক সভাপতি অনুপ মাজিকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "প্রতিটি ওয়ার্ডে 100 থেকে 150 করে দেওয়াল লিখন করা হয়েছে । তাই সব দেওয়াল লিখন আমার দেখা হয়ে ওঠেনি । ভগবান রামকে আমরা কখনোই অপমান করতে পারি না । যদি সেরকম কিছু হয়ে থাকে আমরা উচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলব ও প্রয়োজনে দেওয়ালটি মুছে ফেলব ।" হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যদি অবিলম্বে দেওয়ালটি না মোছা হয়, তাহলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে ।

আরও পড়ুন:

  1. 'ছাড় আমায় ছাড়', মোদির সঙ্গে রামের কার্টুন ঘিরে সরগরম শিলিগুড়ি
  2. ভোটের জন্য দেওয়াল চুরিতে অভিযুক্ত তৃণমূল, মুছে ফের লেখার হুঁশিয়ারি বিজেপির
  3. দুর্গাপুরে দিলীপ ঘোষের চা-চক্রে উত্তেজনার জেরে পুলিশে অভিযোগ তৃণমূল-বিজেপির

রাম-নামে ‘কুরুচিকর’ দেওয়াল লিখন, হিরাপুর থানা ঘেরাও হিন্দু জাগরণ মঞ্চের

আসানসোল, 13 এপ্রিল: জলপাইগুড়ির পর এবার আসানসোল । ভগবান রাম ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্টুন এঁকে দেওয়াল লিখন করার জন্য উত্তেজনা ছড়ালো । গত 8 এপ্রিল জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে এমন একটি দেওয়াল লিখন করার জন্য বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে ৷ এবার আসানসোলের হিরাপুর থানার অন্তর্গত বার্নপুর শিল্পশহরে একই রকম একটি দেওয়াল লিখনকে কেন্দ্র করে হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে হিরাপুর থানা ঘেরাও করা হল । সংগঠনের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে, এই দেওয়াল লিখন মুছে না ফেলা হলে আগামিদিনে স্তব্ধ করে দেওয়া হবে আসানসোল ।

আসানসোলের হিরাপুর থানার অন্তর্গত বার্নপুর এলাকায় হিরাপুর মোড়ে একটি দেওয়াল লিখন দেখতে পাওয়া গিয়েছে । সেখানে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদি রামকে ধরে আছেন এবং তার পাশে লেখা রাম যেন মোদির উদ্দেশ্যে বলছেন, "ছাড় ছাড় আমাকে একবার অন্তত নিজের ক্ষমতায় জিতে দেখা ।" এই দেওয়াল লিখনের ঠিক পাশেই তৃণমূলের প্রতীক চিহ্ন আঁকা রয়েছে । হিন্দু জাগরণ মঞ্চের দাবি, রাজ্যের শাসকদলই এই দেওয়াল লিখন লিখেছে । শুক্রবার রাতে আসানসোলের হিরাপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় হিন্দু জাগরণ মঞ্চ এবং তারা দাবি করেছে, এই দেওয়াল লিখন অবিলম্বে মুছে ফেলতে হবে ।

হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে অমিত সরকার বলেন, "রামকে নিয়ে কোনও রাজনৈতিক দল রাজনীতি করতে পারবে না । রাম আমাদের আবেগ, রাম আমাদের চেতনা । অবিলম্বে এই কুরুচিপূর্ণ দেওয়াল লিখন মুছে ফেলতে আমরা দাবি জানাচ্ছি । যদি না মোছা হয়, তাহলে আগামিদিনে বৃহত্তর আন্দোলন হবে ও ভয়ঙ্কর রূপ নেবে । প্রয়োজনে সমগ্র আসানসোল আমরা স্তব্ধ করে দেব ।"

বিষয়টি নিয়ে তৃণমূলের আসানসোল দক্ষিণ ব্লক সভাপতি অনুপ মাজিকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "প্রতিটি ওয়ার্ডে 100 থেকে 150 করে দেওয়াল লিখন করা হয়েছে । তাই সব দেওয়াল লিখন আমার দেখা হয়ে ওঠেনি । ভগবান রামকে আমরা কখনোই অপমান করতে পারি না । যদি সেরকম কিছু হয়ে থাকে আমরা উচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলব ও প্রয়োজনে দেওয়ালটি মুছে ফেলব ।" হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যদি অবিলম্বে দেওয়ালটি না মোছা হয়, তাহলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে ।

আরও পড়ুন:

  1. 'ছাড় আমায় ছাড়', মোদির সঙ্গে রামের কার্টুন ঘিরে সরগরম শিলিগুড়ি
  2. ভোটের জন্য দেওয়াল চুরিতে অভিযুক্ত তৃণমূল, মুছে ফের লেখার হুঁশিয়ারি বিজেপির
  3. দুর্গাপুরে দিলীপ ঘোষের চা-চক্রে উত্তেজনার জেরে পুলিশে অভিযোগ তৃণমূল-বিজেপির
Last Updated : Apr 13, 2024, 1:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.