ETV Bharat / politics

অসমে ভারত জোড়ো ন্যায় যাত্রায় ‘বডি ডাবল’ ব্যবহার করেন রাহুল, অভিযোগ হিমন্তর - Himanta Biswa Sarma slams Rahul

Himanta Biswa Sarma: ভারত জোড়ো ন্যায় যাত্রায় রাহুল গান্ধি নিজের ‘বডি ডাবল’ ব্যবহার করেছেন বলে অভিযোগ হিমন্ত বিশ্ব শর্মার ৷ তিনি এই নিয়ে কংগ্রেসকে চ্যালেঞ্জ ছুঁড়েছেন ৷ এই ইস্যুতে কংগ্রেসকে নিজের অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছেন ৷

Himanta Biswa Sarma
Himanta Biswa Sarma
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 16, 2024, 1:46 PM IST

গুয়াহাটি, 16 মার্চ: রাজনীতিতে ‘বডি ডাবল’ বিতর্ক ৷ এই বিতর্ক তৈরি হয়েছে অসমের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মার একটি বক্তব্য থেকে ৷ তাঁর দাবি, ভারত জোড়ো ন্যায় যাত্রার সময় ‘বডি ডাবল’ ব্যবহার করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ অসমে যখন রাহুল এই কর্মসূচি নিয়ে আসেন, সেই বেশ কয়েকটি জায়গায় এই ‘বডি ডাবল’ ব্য়বহার করা হয় ৷

এর আগে একবার এই প্রসঙ্গ তুলেছিলেন হিমন্ত ৷ শুক্রবার সাংবাদিক বৈঠক করে তিনি এই নিয়ে আবার সরব হন ৷ কেন তিনি ফের এই নিয়ে সরব হলেন ? এই প্রশ্নের উত্তরে অসমের কংগ্রেস নেতা গৌরব গগৈয়ের নাম টেনে এনেছেন হিমন্ত ৷ তাঁর দাবি, গৌরবই তাঁকে বাধ্য করেছে এই প্রসঙ্গ ফের তুলতে ৷ তবে তিনি জানিয়েছেন যে তিনি একথা প্রথম বলেননি ৷ বরং সংবাদমাধ্যমেই এই ‘বডি ডাবল’ ব্য়বহারের বিষয়টি প্রথম সামনে আসে ৷

উল্লেখ্য, 2022 সালের সেপ্টেম্বর থেকে 2023 সালের জানুয়ারি মাস পর্যন্ত ভারত জোড়ো যাত্রা করেছিলেন রাহুল গান্ধি ৷ তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে জম্মু-কাশ্মীরের শ্রীনগর পর্যন্ত তিনি এই যাত্রা করেন ৷ সেই আদলেই গত বছরের শেষ থেকে তিনি শুরু করেন ভারত জোড়ো ন্যায় যাত্রা ৷ এবার যাত্রা শুরু হয়েছে মণিপুরের ইম্ফল থেকে ৷ আর শেষ হবে মহারাষ্ট্রের মুম্বইয়ে ৷

যাত্রাপথে জানুয়ারির দ্বিতীয়ার্ধের শুরুতে অসমে বেশ কয়েকদিন ছিলেন রাহুল গান্ধি ৷ হিমন্ত বিশ্ব শর্মার অভিযোগ, সেই সময়ই ‘বডি ডাবল’ ব্যবহার করেছেন রাহুল গান্ধি ৷ 18 ও 19 জানুয়ারি জোড়হাটে, 19 জানুয়ারি মাজুলি ও ঢাকুয়াখানায়, 20 জানুয়ারি বিশ্বনাথ চরিয়ালিতে, 21 জানুয়ারি নগাঁওতে এবং 22 জানুয়ারি গুয়াহাটির খানাপাড়ায় রাহুলের ‘বডি ডাবল’ অংশগ্রহণ করেন কংগ্রেসের যাত্রায় ৷

তাঁর আরও দাবি, 22 জানুয়ারি গুয়াহাটি থেকে বিমানে রাহুলের ‘বডি ডাবল’-কে নয়াদিল্লি পাঠিয়ে দেওয়া হয় ৷ তার পর তিনি ট্রেনে দিল্লি থেকে ভোপালে যান ৷ নিজের দাবির স্বপক্ষে কিছু ছবিও দেখান হিমন্ত ৷ ছবিগুলি গত 22 জানুয়ারি তোলা হয়েছিল বলে তাঁর দাবি ৷ এই নিয়ে তিনি কংগ্রেসকে চ্যালেঞ্জ ছুঁড়েছেন ৷ জানিয়েছেন যে একটি সংবাদমাধ্যমে এই খবর প্রথম সামনে আসে ৷ তার পরই এই নিয়ে হইচই শুরু হয় ৷ আর এটা যদি মিথ্যে হয়, তাহলে কংগ্রেস কেন এই নিয়ে জবাব দিচ্ছে না ? সারা দেশ এই বিষয়ে কংগ্রেসের বক্তব্য জানতে চায় ৷

প্রসঙ্গত, ‘বডি ডাবল’ সাধারণত শুটিংয়ের সময় ব্যবহার করা হয় ৷ অভিনেতা বা অভিনেত্রীদের জায়গায় বিশেষ দৃশ্যে এই ‘বডি ডাবল’দের ব্যবহার করা হয় ৷ যাঁদের চেহারা ও শারীরিক গঠন অবিকল সংশ্লিষ্ট অভিনেতা বা অভিনেত্রীদের মতো হয় ৷ রাজনীতিতে এমন উদাহরণ নেই ৷ ফলে হিমন্তর দাবি ঘিরে স্বাভাবিকভাবেই বিতর্ক হয়েছে ৷ পাশাপাশি প্রশ্ন উঠছে যে কেন এমন হল হিমন্তর ৷ তাঁর কথায়, রাহুল গান্ধি অসমে থাকাকালীন তিনি জানতে পারেন যে রাহুল ক্রিকেট ম্যাচে অংশ নিয়েছেন, স্থানীয় দোকানে গিয়েছেন ৷ এতে তিনি অবাক হন ৷ কারণ, রাহুলের মতো একজন ব্যক্তি নিরাপত্তা বলয়ের মধ্যে থেকে কীভাবে এই কাজ করছেন, সেই প্রশ্নও ওঠে ৷

এই নিয়ে সাংসদ গৌরব গগৈকে নিশানা করেছে হিমন্ত ৷ তিনি জানিয়েছেন, এই সমস্ত তথ্য জানা সত্ত্বেও রাহুল গান্ধিকে হেয় করার কোনও উদ্দেশ্য তাঁর ছিল না ৷ তবে মনে হচ্ছে গৌরব নগাঁও থেকে টিকিট না পেয়ে রাহুল গান্ধির বিরুদ্ধে এটাকেই অস্ত্র হিসাবে ব্যবহার করতে চান । সেই কারণে তিনিও সরব হয়েছেন বলে হিমন্তর দাবি ৷

আরও পড়ুন:

  1. 'কংগ্রেস তোড়ো যাত্রা', রাহুলের 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'কে কটাক্ষ হিমন্তের
  2. সীমান্তে সংঘর্ষের জের, অসমের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর
  3. ‘চিনকে উত্তর-পূর্ব ভারত বিক্রি করে দিতে চায়’, কংগ্রেসকে নিশানা হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, 16 মার্চ: রাজনীতিতে ‘বডি ডাবল’ বিতর্ক ৷ এই বিতর্ক তৈরি হয়েছে অসমের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মার একটি বক্তব্য থেকে ৷ তাঁর দাবি, ভারত জোড়ো ন্যায় যাত্রার সময় ‘বডি ডাবল’ ব্যবহার করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ অসমে যখন রাহুল এই কর্মসূচি নিয়ে আসেন, সেই বেশ কয়েকটি জায়গায় এই ‘বডি ডাবল’ ব্য়বহার করা হয় ৷

এর আগে একবার এই প্রসঙ্গ তুলেছিলেন হিমন্ত ৷ শুক্রবার সাংবাদিক বৈঠক করে তিনি এই নিয়ে আবার সরব হন ৷ কেন তিনি ফের এই নিয়ে সরব হলেন ? এই প্রশ্নের উত্তরে অসমের কংগ্রেস নেতা গৌরব গগৈয়ের নাম টেনে এনেছেন হিমন্ত ৷ তাঁর দাবি, গৌরবই তাঁকে বাধ্য করেছে এই প্রসঙ্গ ফের তুলতে ৷ তবে তিনি জানিয়েছেন যে তিনি একথা প্রথম বলেননি ৷ বরং সংবাদমাধ্যমেই এই ‘বডি ডাবল’ ব্য়বহারের বিষয়টি প্রথম সামনে আসে ৷

উল্লেখ্য, 2022 সালের সেপ্টেম্বর থেকে 2023 সালের জানুয়ারি মাস পর্যন্ত ভারত জোড়ো যাত্রা করেছিলেন রাহুল গান্ধি ৷ তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে জম্মু-কাশ্মীরের শ্রীনগর পর্যন্ত তিনি এই যাত্রা করেন ৷ সেই আদলেই গত বছরের শেষ থেকে তিনি শুরু করেন ভারত জোড়ো ন্যায় যাত্রা ৷ এবার যাত্রা শুরু হয়েছে মণিপুরের ইম্ফল থেকে ৷ আর শেষ হবে মহারাষ্ট্রের মুম্বইয়ে ৷

যাত্রাপথে জানুয়ারির দ্বিতীয়ার্ধের শুরুতে অসমে বেশ কয়েকদিন ছিলেন রাহুল গান্ধি ৷ হিমন্ত বিশ্ব শর্মার অভিযোগ, সেই সময়ই ‘বডি ডাবল’ ব্যবহার করেছেন রাহুল গান্ধি ৷ 18 ও 19 জানুয়ারি জোড়হাটে, 19 জানুয়ারি মাজুলি ও ঢাকুয়াখানায়, 20 জানুয়ারি বিশ্বনাথ চরিয়ালিতে, 21 জানুয়ারি নগাঁওতে এবং 22 জানুয়ারি গুয়াহাটির খানাপাড়ায় রাহুলের ‘বডি ডাবল’ অংশগ্রহণ করেন কংগ্রেসের যাত্রায় ৷

তাঁর আরও দাবি, 22 জানুয়ারি গুয়াহাটি থেকে বিমানে রাহুলের ‘বডি ডাবল’-কে নয়াদিল্লি পাঠিয়ে দেওয়া হয় ৷ তার পর তিনি ট্রেনে দিল্লি থেকে ভোপালে যান ৷ নিজের দাবির স্বপক্ষে কিছু ছবিও দেখান হিমন্ত ৷ ছবিগুলি গত 22 জানুয়ারি তোলা হয়েছিল বলে তাঁর দাবি ৷ এই নিয়ে তিনি কংগ্রেসকে চ্যালেঞ্জ ছুঁড়েছেন ৷ জানিয়েছেন যে একটি সংবাদমাধ্যমে এই খবর প্রথম সামনে আসে ৷ তার পরই এই নিয়ে হইচই শুরু হয় ৷ আর এটা যদি মিথ্যে হয়, তাহলে কংগ্রেস কেন এই নিয়ে জবাব দিচ্ছে না ? সারা দেশ এই বিষয়ে কংগ্রেসের বক্তব্য জানতে চায় ৷

প্রসঙ্গত, ‘বডি ডাবল’ সাধারণত শুটিংয়ের সময় ব্যবহার করা হয় ৷ অভিনেতা বা অভিনেত্রীদের জায়গায় বিশেষ দৃশ্যে এই ‘বডি ডাবল’দের ব্যবহার করা হয় ৷ যাঁদের চেহারা ও শারীরিক গঠন অবিকল সংশ্লিষ্ট অভিনেতা বা অভিনেত্রীদের মতো হয় ৷ রাজনীতিতে এমন উদাহরণ নেই ৷ ফলে হিমন্তর দাবি ঘিরে স্বাভাবিকভাবেই বিতর্ক হয়েছে ৷ পাশাপাশি প্রশ্ন উঠছে যে কেন এমন হল হিমন্তর ৷ তাঁর কথায়, রাহুল গান্ধি অসমে থাকাকালীন তিনি জানতে পারেন যে রাহুল ক্রিকেট ম্যাচে অংশ নিয়েছেন, স্থানীয় দোকানে গিয়েছেন ৷ এতে তিনি অবাক হন ৷ কারণ, রাহুলের মতো একজন ব্যক্তি নিরাপত্তা বলয়ের মধ্যে থেকে কীভাবে এই কাজ করছেন, সেই প্রশ্নও ওঠে ৷

এই নিয়ে সাংসদ গৌরব গগৈকে নিশানা করেছে হিমন্ত ৷ তিনি জানিয়েছেন, এই সমস্ত তথ্য জানা সত্ত্বেও রাহুল গান্ধিকে হেয় করার কোনও উদ্দেশ্য তাঁর ছিল না ৷ তবে মনে হচ্ছে গৌরব নগাঁও থেকে টিকিট না পেয়ে রাহুল গান্ধির বিরুদ্ধে এটাকেই অস্ত্র হিসাবে ব্যবহার করতে চান । সেই কারণে তিনিও সরব হয়েছেন বলে হিমন্তর দাবি ৷

আরও পড়ুন:

  1. 'কংগ্রেস তোড়ো যাত্রা', রাহুলের 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'কে কটাক্ষ হিমন্তের
  2. সীমান্তে সংঘর্ষের জের, অসমের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর
  3. ‘চিনকে উত্তর-পূর্ব ভারত বিক্রি করে দিতে চায়’, কংগ্রেসকে নিশানা হিমন্ত বিশ্ব শর্মার
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.