ETV Bharat / politics

'মেরে ঝুলিয়ে দিয়েছে', পোলিং এজেন্টের দেহ উদ্ধারকাণ্ডে মন্তব্য দিলীপের - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Post Poll Violence: সদ্য সমাপ্ত নির্বাচনে সামলেছিলেন দিলীপ ঘোষের পোলিং এজেন্টের দায়িত্ব ৷ ভোট মিটতেই সেই পোলিং এজেন্টের দেহ উদ্ধার মন্তেশ্বরে ৷ অভিযোগের তির তৃণমূলের দায়িত্ব ৷

Post Poll Violence
থানা ঘেরাও বিজেপির (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 16, 2024, 12:18 PM IST

Updated : May 16, 2024, 1:56 PM IST

দিলীপ ঘোষের টেলিফোনিক সাক্ষাৎকার (নিজস্ব প্রতিনিধি)

মন্তেশ্বর, 16 মে: ভোট শেষ হতেই বিজেপি'র পোলিং এজেন্টের দেহ উদ্ধার ৷ ঝুলন্ত অবস্থায় বিজেপি বুথ সভাপতির দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মন্তেশ্বরের সেলিয়া গ্রামে। মৃত ব্যক্তির নাম অভিজিৎ রায় (41)। গত 13 তারিখ চতুর্থ দফার ভোটে বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের বুথ এজেন্ট ছিলেন নিহত অভিজিৎ ৷ বিজেপির অভিযোগ, তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। অভিযোগের তির তৃণমূলের দিকে। ঘটনার প্রতিবাদে মন্তেশ্বর থানা ঘেরাও করে বিক্ষোভও দেখান বিজেপি কর্মীরা।

স্থানীয় ও বিজেপি সূত্রে জানা গিয়েছে, অভিজিৎ রায় মন্তেশ্বর বিধানসভার 168 নম্বর বুথে বিজেপির বুথ সভাপতি ছিলেন। বুধবার রাতে ওই গ্রামে কুলদেবতার পুজো ছিল। সেই উপলক্ষে গ্রামের অনুষ্ঠানে তিনি ব্যস্ত ছিলেন। রাতের দিকে পুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। তখনও পর্যন্ত তাঁকে গ্রামেই দেখা গিয়েছিল। এরপর গভীর রাত থেকে আর তাঁর দেখা মেলেনি বলে দাবি। এরপরই গ্রামের লোক খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু খোঁজ মেলেনি অভিজিতের। পরে বৃহস্পতিবার ভোরে গ্রামেরই একটা গাছে তাঁর ঝুলন্ত দেহ দেখা যায়। বিজেপির অভিযোগ, গাছে ঝুলন্ত অবস্থায় থাকলেও তাঁর পা মাটিতে ঠেকে ছিল। ফলে তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলেই অভিযোগ বিজেপির। এই বিষয়ে এদিন দিলীপ ঘোষ বলেন, "সারাদিন পুজোয় কাজ করেছে ৷ আর রাতে আত্মহত্যা করবে ! ওকে মেরে টাঙিয়ে দেওয়া হয়েছে ৷ আগে হুমকি দেওয়া হয়েছে ৷ এবার ভোট লুঠ করতে পারেনি, ভোটে হিংসা করতে পারেনি তাই প্রতিশোধ নিচ্ছে ৷ আমরা পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছি ৷"

বর্ধমান-দুর্গাপুর লোকসভায় নির্বাচন ছিল গত 13 মে। নির্বাচনের আগের দিন অভিজিৎ যখন গ্রামে দলের পতাকা টাঙানোর কাজ করছিল সেই সময় তাঁকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা নির্বাচনের পরে দেখে নেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ। বিজেপির স্থানীয় নেতৃত্বের দাবি, অভিজিৎকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে গাছে। এদিন ভোরের দিকে গ্রামের একটা গাছে তার ঝুলন্ত দেহ গ্রামবাসীরা দেখতে পায়। খবর পেয়ে দলে দলে বিজেপি কর্মীরা সেখানে জড়ো হতে থাকে। দোষীদের গ্রেফতারের দাবিতে পরে মন্তেশ্বর থানা ঘেরাও করে বিক্ষোভও দেখায় বিজেপি কর্মীরা।

যদিও তৃণমূলের দাবি, কী ঘটনা ঘটেছে তারা জানে না ৷ পারিবারিক কারণে কোনও ঘটনা ঘটে থাকতে পারে বলেও দাবি তৃণমূলের। ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও যোগ নেই বলেও শাসকদলের তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন:

  1. সরকার গঠনে ইন্ডিয়া জোটকে বাইরে থেকে সাহায্য করবে তৃণমূল, দাবি মমতার
  2. উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে অমিত মালব্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নয়, সিদ্ধান্ত বহাল হাইকোর্টের

দিলীপ ঘোষের টেলিফোনিক সাক্ষাৎকার (নিজস্ব প্রতিনিধি)

মন্তেশ্বর, 16 মে: ভোট শেষ হতেই বিজেপি'র পোলিং এজেন্টের দেহ উদ্ধার ৷ ঝুলন্ত অবস্থায় বিজেপি বুথ সভাপতির দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মন্তেশ্বরের সেলিয়া গ্রামে। মৃত ব্যক্তির নাম অভিজিৎ রায় (41)। গত 13 তারিখ চতুর্থ দফার ভোটে বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের বুথ এজেন্ট ছিলেন নিহত অভিজিৎ ৷ বিজেপির অভিযোগ, তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। অভিযোগের তির তৃণমূলের দিকে। ঘটনার প্রতিবাদে মন্তেশ্বর থানা ঘেরাও করে বিক্ষোভও দেখান বিজেপি কর্মীরা।

স্থানীয় ও বিজেপি সূত্রে জানা গিয়েছে, অভিজিৎ রায় মন্তেশ্বর বিধানসভার 168 নম্বর বুথে বিজেপির বুথ সভাপতি ছিলেন। বুধবার রাতে ওই গ্রামে কুলদেবতার পুজো ছিল। সেই উপলক্ষে গ্রামের অনুষ্ঠানে তিনি ব্যস্ত ছিলেন। রাতের দিকে পুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। তখনও পর্যন্ত তাঁকে গ্রামেই দেখা গিয়েছিল। এরপর গভীর রাত থেকে আর তাঁর দেখা মেলেনি বলে দাবি। এরপরই গ্রামের লোক খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু খোঁজ মেলেনি অভিজিতের। পরে বৃহস্পতিবার ভোরে গ্রামেরই একটা গাছে তাঁর ঝুলন্ত দেহ দেখা যায়। বিজেপির অভিযোগ, গাছে ঝুলন্ত অবস্থায় থাকলেও তাঁর পা মাটিতে ঠেকে ছিল। ফলে তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলেই অভিযোগ বিজেপির। এই বিষয়ে এদিন দিলীপ ঘোষ বলেন, "সারাদিন পুজোয় কাজ করেছে ৷ আর রাতে আত্মহত্যা করবে ! ওকে মেরে টাঙিয়ে দেওয়া হয়েছে ৷ আগে হুমকি দেওয়া হয়েছে ৷ এবার ভোট লুঠ করতে পারেনি, ভোটে হিংসা করতে পারেনি তাই প্রতিশোধ নিচ্ছে ৷ আমরা পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছি ৷"

বর্ধমান-দুর্গাপুর লোকসভায় নির্বাচন ছিল গত 13 মে। নির্বাচনের আগের দিন অভিজিৎ যখন গ্রামে দলের পতাকা টাঙানোর কাজ করছিল সেই সময় তাঁকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা নির্বাচনের পরে দেখে নেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ। বিজেপির স্থানীয় নেতৃত্বের দাবি, অভিজিৎকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে গাছে। এদিন ভোরের দিকে গ্রামের একটা গাছে তার ঝুলন্ত দেহ গ্রামবাসীরা দেখতে পায়। খবর পেয়ে দলে দলে বিজেপি কর্মীরা সেখানে জড়ো হতে থাকে। দোষীদের গ্রেফতারের দাবিতে পরে মন্তেশ্বর থানা ঘেরাও করে বিক্ষোভও দেখায় বিজেপি কর্মীরা।

যদিও তৃণমূলের দাবি, কী ঘটনা ঘটেছে তারা জানে না ৷ পারিবারিক কারণে কোনও ঘটনা ঘটে থাকতে পারে বলেও দাবি তৃণমূলের। ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও যোগ নেই বলেও শাসকদলের তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন:

  1. সরকার গঠনে ইন্ডিয়া জোটকে বাইরে থেকে সাহায্য করবে তৃণমূল, দাবি মমতার
  2. উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে অমিত মালব্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নয়, সিদ্ধান্ত বহাল হাইকোর্টের
Last Updated : May 16, 2024, 1:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.